Skip to content

আর এস খতিয়ান চেক এবং ডাউনলোড করার পদ্ধতি | online khatian check bd

জমি জায়গার সংক্রান্ত যেকোনো সমস্যা পড়লে <b>বি আর এস খতিয়ান যাচাই</b> বা ডাউনলোড করা প্রয়োজন পড়ে। যেমন ধরুন আপনি একটা নতুন জায়গা কিনবেন তো আপনার আগে উচিত ভালো করে সেই জায়গাটা কার নামে আছে সেটি দেখে নেওয়া।

তো এর জন্য অবশ্যই ভালো করে <b>জমির খতিয়ান চেক </b>(<b>rs khatian check</b>) করা উচিত। তো <b>আর এস খতিয়ান অনুসন্ধান</b> করার নিয়ম খুবই সোজা।

<img class=”size-full wp-image-36254 aligncenter” src=”https://technicalbangla.com/wp-content/uploads/2023/04/আর-এস-খতিয়ান-চেক-এবং-ডাউনলোড-করার-পদ্ধতি-online-khatian-check-bd-01.jpg” alt=”” width=”285″ height=”177″ />

আপনারা যে কেউ আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে <b>land gov bd rs khatian</b> চেক করতে পারবেন। চলুন তাহলে বেশি কথা না বলে ভূমি সেবা আর এস খতিয়ান চেক করার নিয়ম কি জেনে নিই।
<h2 id=”_________2023__Jomir_Khatian_check”>আর এস খতিয়ান চেক 2023 | Jomir Khatian check</h2>
তো অনলাইনে খতিয়ান দেখা র জন্য আপনাদেরকে <b>ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইট </b>বা <b>www land.gov bd </b>এই ওয়েবসাইটে গিয়ে  <b>ভূমি সেবা আর এস খতিয়ান চেক</b> করতে পারবেন। তো এই ওয়েবসাইটে আর এস খতিয়ান অনলাইন চেক করা খুবই সহজ আপনার যে কেউ চেক করতে পারবেন, তার আগে আমাদেরকে জেনে নিতে হবে চেক করার জন্য কি কি লাগবে।
<h2 id=”____________”>আর এস দেখতে কি কি লাগবে</h2>
<b>খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান চেক</b> করার জন্য আপনাদেরকে যে বিষয়গুলো যেন প্রয়োজন সেগুলো হলো

• বিভাগ, জেলা, উপজেলা

• গ্রাম, মৌজা

• মালিকের নাম

• মালিকের পিতার নাম

• দাগ নাম্বার

• খতিয়ান নাম্বার
<h2 id=”________________rs_khatian_check_online_”>আর এস খতিয়ান চেক  করার নিয়ম | rs khatian check online</h2>
<b>jomir khatian check</b> দেখার জন্য সমস্ত পদ্ধতি নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হলো
<h3 id=”Step_1_”>Step: 1</h3>
তো আপনারা প্রথমে www land.gov bd ওয়েবসাইটে চলে যাবেন অথবা land gov bd এটা লিখে সার্চ করবেন তারপর প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন, তারপর একটু নিচে ডিজিটাল ল্যান্ড রেকর্ড নামে একটি অপশন দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন, অথবা https://www.eporcha.gov.bd/ এই লিংকে ক্লিক করে সরাসরি প্রবেশ করতে পারেন।
<h3 id=”Step_2″>Step: 2</h3>
তারপর খতিয়ান অনুসন্ধান অপশনটিতে ক্লিক করুন।
<h3 id=”Step_3″>Step: 3</h3>
তারপর আপনারা নিচের সমস্ত ফর্ম গুলি পূরণ করে দিবেন

• বিভাগ

• জেলা

• খতিয়ান টাইপ (অবশ্যই আরএস হবে)

• উপজেলা

• মৌজা

• খতিয়ান নম্বর

• দাগ নম্বর

• মালিকানার নাম

• পিতা বা স্বামীর নাম

• ক্যাপচা কোড পূরণ

তো এই সমস্ত ঘর গুলো ফিলাপ করার পর অনুসন্ধানে ক্লিক করবেন।

<img class=”size-medium wp-image-36255 aligncenter” src=”https://technicalbangla.com/wp-content/uploads/2023/04/আর-এস-খতিয়ান-চেক-এবং-ডাউনলোড-করার-পদ্ধতি-online-khatian-check-bd-02-460×621.jpg” alt=”” width=”460″ height=”621″ />
<h3 id=”Step_4″>Step: 4</h3>
তারপর কিন্তু আপনারা জমির দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার দেখতে পাবেন, এবং আপনারা চেক করে নিবেন এবং ওই জমির প্রকৃত মালিক কে সেটা আপনারা জানতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা  <b>দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম </b>বের করতে পারবেন।
<h2 id=”_________________”>আর এস খতিয়ান ডাউনলোড করার নিয়ম</h2>
তো <b>আর এস খতিয়ান চেক</b> করার পর নিচে একটি অপশন দেখতে পাবেন , পরবর্তী ধাপ (পেমেন্ট) তো ওইখানে ক্লিক করে কিন্তু আপনারা আর এস খতিয়ান ডাউনলোড করতে পারবেন।

তো পরবর্তী ধাপে ক্লিক করে আপনাদেরকে আবারো সমস্ত কিছু তথ্য দিয়ে একটি ফরম ফিলাপ করতে হবে, তো ওই ফর্মটি পূরণ করার পর আপনাকে পেমেন্ট করতে হবে তারপর কিন্তু <b>আর এস খতিয়ানটি ডাউনলোড</b> করতে পারবেন।

<strong>তো বন্ধুরা</strong> আজকের এই আর্টিকেল থেকে আমরা জানতে পারলাম <b>rs khatian check online</b> , <b>জমির খতিয়ান ডাউনলোড</b> । <b>জমির খতিয়ান চেক</b> ইত্যাদি বিষয়

<b>জমির খতিয়ান চেক ২০২৩</b> এই নিয়ে আজকের আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ।

&nbsp;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *