বছরের প্রথমেই একটি ইউটিউব চ্যানেল তৈরি করে টাকা ইনকাম করার কথা ভাবছেন? তাহলে এখন হয়তো আপনার মাথায় ইউটিউব চ্যানেল আইডিয়া নিয়ে নানান প্রশ্নগুলি ঘুরছে, তাই তো? ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিও কোনগুলো? ইন্টারনেটে কোন ধরনের ভিডিও মানুষ বেশি দেখে?
এই ধরণের প্রশ্ন একজন নতুন ইউটিউবারের ক্ষেত্রে করা স্বাভাবিক। আর তাই, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা, ইউটিউবের সবথেকে জনপ্রিয় ভিডিও ক্যাটাগরি গুলোর বিষয়ে আপনাদের বলতে চলেছি।
২০০৫ সালে যখন সর্বপ্রথম ইউটিউব ভিডিও Me At The Zoo আপলোড এবং পাবলিশ করা হয়েছিল, তখন হয়তো এই video sharing platform-টি ভবিষ্যতে কতটা জনপ্রিয় ও বিখ্যাত হয়ে দাঁড়াবে এই বিষয়ে কল্পনা করা সম্ভব ছিলোনা। ভিডিওটি YouTube-এ শেয়ার করা হয়েছিল YouTube-এর co-founder দ্বারা এবং প্রায় এর ১৮ মাস পরেই $1.65 billion দিয়ে পরিষেবাটি গুগল দ্বারা ক্রয় করা হয়।
তবে বর্তমান সময়ে ৩.৭ মিলিয়ন ভিডিও ইউটিউবে প্রত্যেক দিন পাবলিশ করা হয়ে থাকে। এখন প্রশ্ন হলো এতগুলি ভিডিওর মধ্যে কোন ভিডিও গুলো লোকেরা সর্বাধিক পছন্দ করে থাকেন? কি ধরনের ভিডিও গুলো বানিয়ে ইউটিউবে আপলোড দিলে অনেক বেশি ভিউ পাওয়া যাবে?
ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিও ক্যাটাগরি:
নিচে বলে দেওয়া ভিডিওর বিষয় গুলি ইউটিউবে বর্তমানে অনেক বেশি পরিমানে দেখা হয়। এই ধরণের ভিডিও গুলির জনপ্রিয়তা বর্তমান সময়ে অনেক বেড়েছে এবং আসছে সময়ে আরো বাড়বে।
এছাড়া, ইউটিউবে বেশি ভিউ পাওয়ার জন্য বেশিরভাগ ক্রিয়েটররা এই টপিক গুলো নিয়ে ভিডিও তৈরি করে থাকেন।
১. মিউজিক ভিডিও
মিউজিক ভিডিওগুলি ইউটিউবে বেশিরভাগ সময় ট্রেন্ডিং থাকা দেখা যায়। এছাড়া বিশ্বজুড়ে মিউজিক ভিডিও গুলো সব থেকে বেশি দেখা হয়। এগুলো ইউটিউবের সবথেকে অধিক জনপ্রিয় কনটেন্ট।
বর্তমান সময়ে যদি আপনি একজন মিউজিসিয়ান তাহলে নিজের গাওয়া গান, বাজানো গিটার, তবলা বা অন্যান্য যেকোনো বাদ্যযন্ত্র বাজিয়ে রেকর্ড করা ভিডিও গুলি ইউটিউবে আপলোড করতে পারেন।
সঙ্গীত বা যেকোনো বাদ্যযন্ত্রের সাথে জড়িত ভিডিও গুলো অনেক বেশি পরিমানে দেখা হয়ে থাকে। তবে যদি আপনি এমন একজন ব্যক্তি যার সঙ্গীতের সাথে কোনো ধরণের সম্পর্ক নেই, তাহলে এই ধরণের ভিডিও বানানোর কথা ভুলেও ভাববেননা।
২. কিভাবে-কি-করব (টিউটোরিয়াল)
সঙ্গীতের পর যেই ভিডিও গুলো প্রচুর দেখা হয় সেগুলো হলো, “হাউ-টু-টিউটোরিয়াল” ভিডিও। মানে, কোনো একটি কাজ কিভাবে করতে হবে তার সম্পূর্ণ গাইডেড টিউটোরিয়াল ভিডিও।
এক্ষত্রে, ভিডিওর বিষয় অনেক হতে পারে। যেমন ধরুন, কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করব? এটা নিয়ে একটি টিউটোরিয়াল ভিডিও তৈরি করা। এছাড়া, এই হাউ-টু ভিডিও গুলোতে প্রচুর টপিক গুলো জড়িয়ে রয়েছে।
যেমন, কিভাবে বিরিয়ানি বানাতে হয়, এটা নিয়েও একটি হাউ-টু-ভিডিও টিউটোরিয়াল বানানো যাবে।
এছাড়া, আমরা সারাদিনে যেই mobile, laptop, App, smartwatch ইত্যাদি ব্যবহার করছি, সেগুলোতে কিছু সমস্যা হলেই প্রত্যেকটির সাথে জড়িত নানান ভিডিও টিউটোরিয়াল গুলো আমরা অনলাইনে দেখে থাকি।
তাই আমার হিসেবে, “কিভাবে কি করতে হবে” এই ধরণের টিউটোরিয়াল ভিডিও গুলির চাহিদা ইন্টারনেটে প্রচুর।
৩. “শীর্ষ” তালিকা (“Top” list)
বর্তমান সময়ে প্রচুর নতুন নতুন ইউটিউবাররা এই বিষয়ে ভিডিও তৈরি করছেন। এই ধরণের ভিডিও গুলিতে মূলত কোনো একটি বিশেষ বিষয়ে সেরা ১০টি বা ২০টি বিকল্পের কথা বলা হয়।
যেমন ধরুন, আমাদের দেশের সেরা ১০টি সায়েন্স কলেজ। আবার হতে পারে, সেরা ১০টি ডিনার রেসিপি আইডিয়া। এমন অনেক ভিডিও চ্যানেল রয়েছে যেখানে বিভিন্ন কোর্স এবং কলেজ নিয়ে একটি শীর্ষ তালিকা তৈরি করা হয়।
অনেকেই আবার সেরা ভ্রমণের জায়গা গুলো নিয়ে টপ লিস্ট ভিডিও তৈরি করছেন যেগুলো অবশই প্রচুর জনপ্রিয়তা লাভ করছে। যেমন ধরুন, ইন্ডিয়াতে সেরা ঠান্ডার জায়গা গুলো বা ভ্রমণ স্পট গুলো নিয়ে তৈরি করা ভিডিও।
লোকেরা জানতে চায় এমন কিছু বিষয় বা টপিক নিয়ে বানানো টপ লিস্ট ভিডিও গুলো ইন্টারনেটে বেশি ভিউ পাওয়া দেখা যায়।
৪. শিক্ষামূলক ভিডিও
আজ ইন্টারনেট এবং ইউটিউব হলো এমন এক জনপ্রিয় ও বিখ্যাত মাধ্যম যেখানে শিক্ষাগত তথ্য গুলো পাওয়া যায়। যেকোনো বিষয়, যেকোনো প্রশ্ন বা যেকোনো সমস্যার সাথে জড়িত যথাযথ ভিডিও গাইড আমরা পাই।
আর তাই, বলা যেতেই পারে যে এই ধরণের শিক্ষামূলক ভিডিও গুলো মানুষে অধিক বেশি দেখে থাকেন।
শিক্ষকরা এক্ষেত্রে একটি ব্ল্যাকবোর্ড বা হোয়াইটবোর্ড ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর গুলো খুব সুন্দর করে বুঝিয়ে থাকেন। আপনার এবং আমার মতো ব্যক্তিরাও এই ধরণের ভিডিও খুব সহজেই তৈরি করতে পারবো।
এই ধরণের ভিডিও গুলিতে স্কুল কলেজের পড়াশোনার বিষয় এবং সাবজেক্ট গুলো নিয়েও তথ্য দেওয়া হয়, আবার দৈনন্দিন জীবনের নানান বিষয়, প্রশ্ন ও সমস্যা গুলোর ওপরেও শিক্ষামূলক ভিডিও বানানো যাবে।
৫. কমেডি ভিডিও
সত্যি বললে কমেডি ভিডিও গুলি ইউটিউবে সব থেকে বেশি ভিউ পাওয়া ভিডিও গুলির মধ্যে শীর্ষে রয়েছে। আজ প্রত্যেকেই নিজেদের কাজে-কর্মে, পড়াশোনা এবং জীবনে অনেক ব্যস্ত।
ব্যস্ততা ভরা জীবনে খানিকটা খুশি অনুভব করার জন্য এই কমেডি ভিডিও গুলোই তো রয়েছে যেগুলি আমাদের মন আনন্দিত করতে সাহায্য করে।
আর তাই, বিশ্বজুড়ে বিভিন্ন ভাষার এবং বিভিন্ন বিষয় নিয়ে তৈরি করা কমেডি ও ফানি ভিডিও গুলোর চাহিদা অনেক বেশি। আর যিহেতু চাহিদা বেশি তাই এই ধরণের ভিডিও গুলিতে বেশি ভিউ পাওয়া যায়।
৬. খাবারের রেসিপি ভিডিও
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিয়মিত নতুন নতুন খাবারের রেসিপি শিখতে চান। তবে এটা কেবল আমার আর আপনার শখ বলতে নয়, কোটি কোটি লোকেরা এই ধরণের খাবার বানানো ভিডিও গুলো দেখেন।
ভিডিও দেখে খাবার বানানো শেখার বিষয়টা অনেকেই আবার এড়িয়ে যান। বেশিরভাগ ভিয়ার্সরা খাবার বানানো ভিডিও গুলো কেবল দেখতেই পছন্দ করেন।
তাই, আপনি বাংলাতে বলুন বা হিন্দি আর নাইবা ইংরেজিতে, যেকোনো ভাষাতেই এই ভিডিও গুলো কোটি কোটি লোকেরা দেখেন।
তাই ইন্টারনেটে সব থেকে বেশি দেখা ভিডিও গুলোর মধ্যে খাবারের রেসিপি ভিডিও গুলো জনপ্রিয়তা কম আছে বলে ভাববেননা।
৭. ইন্টারভিউ / প্রশ্ন-উত্তর
ইন্টারভিউ ভিডিও গুলো হলো সবচেয়ে বেশি দেখা YouTube কন্টেন্ট গুলোর মধ্যে একটি। ইন্টারনেটে আপনারা এমন অনেক ভিডিও গুলি অবশই দেখেছেন, যেখানে জনপ্রিয় ব্যক্তিদের ডেকে তাদের সাথে প্রশ্ন-উত্তরের মাধ্যমে কথাবার্তা বলা হয়।
এই ধরণের ভিডিও গুলির মূল আকর্ষণ হলো, কথোপকথন বা ডায়লগ।
ইন্টারভিউ ভিডিও তৈরি করার ক্ষেত্রে নানান ধরণের ব্যক্তিদের ডাকা যেতে পারে। যেমন কোনো সেলেব্রিটি, বন্ধু-বান্ধব, জনপ্রিয় ও বিখ্যাত ব্যক্তি বা যেকোনো সাধারণ একজন ব্যক্তিও হতে পারে।
এই ভিডিও গুলির ক্ষেত্রে, আপনি কি ধরণের প্রশ্ন করছেন, ডায়লগ এবং চর্চার বিষয় কি, কথা বলার ধরণ, এগুলো সবথেকে অধিক গুরুত্বপূর্ণ বিষয়।
ইন্টারভিউ নেওয়ার জন্য আপনি কাকে ডাকছেন এবং তার জনপ্রিয়তা কতটা বেশি, কেবল এটার ওপর নির্ভর করে ভিডিও বানালে হবেনা।
৮. প্রডাক্ট রিভিউ ভিডিও
যেকোনো জিনিস কেনার আগে ইন্টারনেটে সেই জিনিষটির রিভিউ ভিডিও দেখতে কিন্তু আমরা ভুলিনা। সেটা হতে পারে একটি smartphone, LED TV, Laptop বা যেকোনো অন্য জিনিস।
রিভিউ ভিডিও গুলি দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রডাক্টটি কিনলে ভালো হবে কি না। এছাড়া, পণ্যের বিষয়ে তথ্যবহুল ডিটেলস পাওয়ার ক্ষেত্রেও রিভিউ ভিডিও গুলি অনেক কাজে লেগে থাকে।
তাই বর্তমান সময়ে এই প্রোডাক্ট রিভিউ ভিডিও গুলিতে কোটি কোটি ভিউস হওয়াটা স্বাভাবিক।
তবে, এই ধরণের ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনাকে কিছু বেসিক কৌশল এবং নিয়ম গুলো অবশই জেনেনিতে হবে।
৯. নিউজ এবং মিডিয়া
ইন্টারনেটে আজকাল অনেক নিউজ চ্যানেল গুলি রয়েছে যেগুলোতে ভিডিও আপলোড করার সাথে সাথে লক্ষ লক্ষ ভিউস চলে আসে।
তবে, এই নিউজ ভিডিও গুলো সাধারণ ভাবে তৈরি করা হয়না।
এখানে নিউজ তো বলা হবেই তবে বলার ধরণ, ডায়লগ এবং উপস্থাপনার ওপর বিশেষ ভাবে নজর দেওয়া হয়।
অনেক ইউটিউব নিউজ চ্যানেল গুলোতে লোকাল নিউজ গুলোকে এমন মজা ভাবে এডিট ও তৈরি করে বলা হয়, আপনার মনেই হবেনা যে আপনি কোনো নিউজ শুনছেন।
তাই, ভালো করে সাজিয়ে এবং মজার ডায়লগ এর সাথে তৈরি করা নিউজ ভিডিও গুলোতেও সাংঘাতিক ভিউস হয়ে থাকে
১০. গেমপ্লে ভিডিও
PUBG, garena free fire বা যেকোনো অন্য মোবাইল গেম থেকে শুরু করে নানান PC AAA Games গুলো নিয়ে বানানো গেমপ্লে ভিডিও গুলোতে কতটা ভিউস থাকে সেটা আপনি নিজেই জানেন।
এই ধরণের গেমপ্লে ভিডিও গুলিতে লক্ষ লক্ষ ভিউস থেকে থাকে। এখানে নতুন বা জনপ্রিয় ভিডিও গেম গুলি খেলা হয় এবং সেগুলিকে রেকর্ড করে ভয়েস যোগ করে ইউটিউবে আপলোড করা হয়।
আর আমার এবং আপনার মতো কোটি কোটি গেম লাভাররা এই ভিডিও গুলি নিয়মিত দেখে থাকেন।
অন্যান্য কিছু প্রশ্ন:
Q. কোন ধরনের ভিডিও মানুষ বেশি দেখে?
টিউটোরিয়াল, শিক্ষামূলক ভিডিও, বিনোদন ভিডিও, মোবাইল রিভিউ ও আনবক্সিং ইত্যাদি এই ধরণের ভিডিও গুলি আমার হিসেবে মানুষে অনেক বেশি দেখে থাকেন।
Q. কোন বিষয়ে ইউটিউব চ্যানেল খুলবো?
আপনাকে কেবল সেই বিষয়ে ইউটিউব চ্যানেল খোলা দরকার যেই বিষয়ে আপনার সম্পূর্ণ জ্ঞান ও রুচি রয়েছে। কারণ ইউটিউবে সফল হতে প্রায় বছরখানিক লেগে যাবে। এক্ষেত্রে যেই বিষয়ে আপনার রুচি রয়েছে সেই বিষয় নিয়ে নিয়মিত ভিডিও বানিয়ে আপলোড করাটা আপনার জন্যে কঠিন কাজ হবেনা।
Q. গেমিং ইউটিউব চ্যানেলে ভিউ কেমন?
আমার হিসেবে গেমিং ইউটিউব চ্যানেল গুলিতে সবথেকে তাড়াতাড়ি অধিক ভিউস এবং সাবস্ক্রাইবার পাওয়া সম্ভব। এই ধরণের ভিডিও গুলি বিশ্বজুড়ে অনেক পছন্দ করা হয়।
আমাদের শেষ কথা,,
এমনিতে যদি প্রশ্ন করা জয় যে, ইন্টারনেটে কি ধরনের ভিডিও গুলো মানুষ সবচেয়ে বেশি দেখে এবং ইউটিউবে কোন ভিডিও বেশি দেখা হয়? তাহলে ওপরে বলা ভিডিও ক্যাটাগরি গুলোর বাইরেও আরো অনেক ভিডিও ক্যাটাগরি রয়েছে।
যেমন, মোটিভেশনাল ভিডিও, অ্যানিমেশন গল্প, বাচ্চাদের কবিতা ও ছড়া নিয়ে বানানো ভিডিও ইত্যাদি। বর্তমান সময়ে প্রায় প্রত্যেক ধরণের ভিডিও টপিক গুলোর জন্য শ্রোতারা রয়েছে।
তাই, আপনার যেই বিষয় পছন্দ বা যেই বিষয়ে রুচি রাখেন সেই বিষয়ে ভিডিও তৈরি করুন। নিয়মিত কাজ করলে সফল একদিন হলেও হবে।