Skip to content

ইন্টারনেট থেকে ফ্রি এসএমএস (SMS) পাঠানোর ওয়েবসাইট

আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস (SMS) পাঠানোর কথা ভেবে থাকেন।

কারণ অনেক কিছুই থাকতে পারে।

হয়তো আপনি আপনার ব্যবসার জন্য free bulk SMS পাঠাতে চাচ্ছেন।

তবে, এই ক্ষেত্রে আমাদের কাছে ফ্রি এসএমএস পাঠানোর সাইট কিছু অবশই রয়েছে।

এমনিতে আমরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন social media website গুলো ব্যবহার করেই থাকি।

এবং, সেই social website গুলো যেমন, Facebook, Twitter বা Instagram ইত্যাদি ব্যবহার করে আমরা text, voice বা video messages একে আরেকজনকে পাঠাতেই পারছি।

কিন্তু, এই social media গুলো ব্যবহার করে আমরা, সরাসরি ইন্টারনেট থেকে মোবাইলে এসএমএস (SMS) পাঠাতে পারিনা।

আর তাই, ইন্টারনেটে এমন প্রচুর সাইট রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা unlimited SMS যেকোনো মোবাইল নম্বরে পাঠাতে পারবো।

অবশই, সম্পূর্ণ ফ্রীতেই এবং বিশ্বের যেকোনো জায়গায় SMS পাঠানো সম্ভব।

তাহলে চলুন, নিচে আমরা সেরা কিছু “অনলাইন ফ্রী এসএমএস সাইট” গুলোর বিষয়ে জেনেনি।

ইন্টারনেট থেকে Free SMS পাঠানোর জন্য, আমরা কিছু সেরা এবং জনপ্রিয় অনলাইন সাইট গুলোর একটি তালিকা তৈরি করেছি।

এই সাইট গুলো ব্যবহার করে আপনারা যেকোনো ব্যক্তির মোবাইলে ফ্রীতে এসএমএস পাঠিয়ে দিতে পারবেন।

ওয়েবসাইট গুলো হলো,

  • Way2SMS.com
  • Freesms.in
  • Afreesms.com
  • Fast2SMS.com
  • Freesms8.co.in
  • Freesms.net
  • Globfone.com
  • Smstextbomber.com

তাহলে চলুন, প্রত্যেকটি ফ্রি এসএমএস পাঠানোর সাইট (online free SMS sending website) গুলোর বিষয়ে বিস্তারিত ভাবে জেনেনেই।

ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস (SMS) পাঠানোর সাইট

তাহলে চলুন, ওপরে বলা অনলাইন ওয়েবসাইট গুলোর বিষয়ে জেনেনেই।

মনে রাখবেন, প্রত্যেকটি ওয়েবসাইট ব্যবহার করে আপনি নিজের মোবাইল নম্বর লুকিয়ে অন্যদের এসএমএস পাঠাতে পারবেন।

কারণ, যাদের মোবাইলে আপনি SMS পাঠাবেন, তারা একটি unknown number থেকে এসএমএস গ্রহণ করবেন।

এবং, SMS গ্রহনকারীরা কোনো ভাবেই বুঝতে পারবেননা যে, SMS টি আপনি পাঠিয়েছেন।

এভাবে গোপনে নিজের পরিচয় লুকিয়ে এসএমএস করার কিছু লাভ অবশই রয়েছে।

তবে মনে রাখবেন,

কোনোভাবেই কোনো রকমের অবৈধ (illegal) বা আপত্তিজনক এসএমএস (SMS) পাঠাবেননা।

এতে, আপনি বিপদে পড়ার সম্ভাবনা থাকছে।

চলুন, ফ্রীতে SMS পাঠানোর ওয়েবসাইট (website) গুলোর বিষয়ে জেনেনেই।

7 free websites to send free SMS anywhere

আগেই বলে রাখি, নিচে দেওয়া অনলাইন “free SMS sending websites” এর তালিকা গুলোর মধ্যে কিছু ওয়েবসাইট হয়তো কেবল ভারতেই SMS পাঠানোর অনুমতি দিয়ে থাকে।

তাই, যদি কোনো ওয়েবসাইট আপনাকে অন্যান্য দেশে free SMS পাঠানোর অনুমতি দিচ্ছেনা, তাহলে অন্য একটি ওয়েবসাইট ব্যবহার করুন।

Way2SMS.com

যদি আপনি ইন্টারনেটের মাধ্যমে ভারতের যেকোনো মোবাইল নাম্বারে ফ্রীতে এসএমএস (SMS) পাঠানোর কথা ভাবছেন,

তাহলে, Way2SMS.com সব থেকে সেরা এবং কাজের ওয়েবসাইট হিসেবে প্রমাণিত হবে।

এই ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো মোবাইলে এসএমএস পাঠানো অনেক সোজা।

ভারতের সর্বোচ্চ messaging platform হলো এটা।

তাছাড়া, প্রায় ১৫,০০০ ইউসার প্রত্যেকদিন এক platform join করে free SMS সেবার লাভ নিয়ে নিচ্ছেন।

৯ টি আলাদা আলাদা ভাষাতে SMS লিখে পাঠানো যাবে।

তাছাড়া, এই platform ব্যবহার করলে SMS delivery নিয়ে আপনার চিন্তা করতে হবেনা।

তাই, আজকেই way2sms এর একাউন্ট তৈরি করুন এবং ভারতবর্ষের মধ্যে যেকোনো মোবাইলে free text SMS পাঠান।

Freesms.in

এই ওয়েবসাইট ব্যবহার করে আপনারা সম্পূর্ণ ভারতবর্ষের যেকোনো মোবাইলে ফ্রি SMS পাঠাতে পারবেন।

তাছাড়া, Group SMS option এখানে থাকছে যার ব্যবহার করে একসাথে একাধিক মোবাইলে SMS করতে পারবেন।

এর সাথেই, message Schedule এর option ব্যবহার করে একটি নির্ধারিত সময়ে নিজে নিজে message পাঠানো সম্ভব।

এই free message portal সম্পূর্ণ ভাবে ফ্রি।

Website টির বিশেষ লাভ হলো, “আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে টাকা আয় করতে পারবেন”.

হে, যদি আপনি অন্যান্য লোকেদের এই free message website এ invite করেন এবং যদি তারা ওয়েবসাইটটিতে নিজেদের একাউন্ট রেজিস্টার করে থাকে,

তাহলে আপনাকে টাকা দেওয়া হবে।

Afreesms.com

যদি আপনি বাংলাদেশ এর যেকোনো মোবাইলে ফ্রীতে এসএমএস পাঠাতে চাচ্ছেন, তাহলে এই ওয়েবসাইট সেরা।

তবে, কেবল বাংলাদেশ নয়, ভারত, ভুটান, নেপাল সহ প্রায় প্রত্যেক দেশের মোবাইলে মেসেজ (messages) পাঠাতে পারবেন।

কেবল, “Afreesms.com” ওয়েবসাইট গিয়ে দেশ সিলেক্ট করতে হবে।

মানে, যেই দেশের মোবাইল নম্বরে online SMS পাঠাতে চাচ্ছেন, সেই দেশ সিলেক্ট করতে হবে।

তারপর, আপনাদের ৩ টি বাক্স দেখানো হবে।

  • Mobile number: যাকে ইন্টারনেট থেকে মেসেজ পাঠাতে চাচ্ছেন তার মোবাইল নম্বর দিতে হবে।
  • Text message: আপনার মেসেজে লিখুন।
  • Verification: verification code লিখুন।

এবার “send” অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার মেসেজে সেই মোবাইল নাম্বারে চলে যাবে।

এখানে আপনার কোনো ধরণের একাউন্ট রেজিস্টার করতে হবেনা।

Fast2sms.com

সম্পূর্ণ ভাবে ফ্রি না হলেও, fast2sms সেরা web application যার মাধ্যমে আমরা “BULK SMS”, “PROMOTION SMS”, MULTIMEDIA SMS” বা “CUSTOM MESSAGES” পাঠাতে পারি।

এদের সার্ভিস টিকে ব্যবহার করে দেখার জন্য আমাদের Rs.৫০/- টাকা দেওয়া হয়।

তবে, এই free credit কেবল তখন দেওয়া হবে যখন আপনি একটি একাউন্ট তৈরি করবেন।

এমনিতে, যদি আপনি কেবল কিছু free SMS পাঠাতে চাচ্ছেন, তাহলে ফ্রীতে পাওয়া সেই ৫০ টাকা দিয়েই কাজ হয়ে যাবে।

Freesms8.co.in

একটি সেরা অনলাইন প্লাটফর্ম যেটা ব্যবহার করে অনলাইন সম্পূর্ণ 160 Characters Free SMS যেকোনো মোবাইলে পাঠাতে পারবেন।

Free quick SMS, free group SMS এবং Schedule SMS এর option আমাদের দেওয়া হয়।

তবে, এই ওয়েবসাইট ব্যবহার করে যেকোনো মোবাইলে মেসেজ পাঠানোর জন্য একটি একাউন্ট তৈরি করতে হবে।

একাউন্ট সম্পূর্ণ ফ্রীতেই তৈরি করতে পারবেন।

Freesms.net

বিশ্বের যেকোনো জায়গায় ফ্রীতে মেসেজ পাঠানোর জন্য এই ওয়েবসাইট সেরা।

প্রায় প্রত্যেক দেশে আপনারা SMS পাঠাতে পারবেন এই ওয়েবসাইট ব্যবহার করে।

এখানে, আপনার বিশেষ কিছু বিষয়ে ভাবতে হবেনা। অনেক সাধারণ user interface এই ওয়েবসাইটের।

সোজা ওয়েবসাইটটিতে গিয়ে একটি একাউন্ট তৈরি করুন এবং online free SMS পাঠাতে থাকুন।

Globfone.com

যদি আপনারা বিশ্বের যেকোনো জায়গায় free SMS এবং free ভয়েস কল করতে চান, তাহলে অবশই “Globfone.com” সাইট একবার ভিসিট করে দেখুন।

আপনারা চাইলে Globfone এর application install করে app থেকেই call বা SMS করতে পারবেন।

সোজা নিজের কম্পিউটারে বা মোবাইলে এই ওয়েবসাইট খুলুন এবং,

  • যদি আপনারা ফ্রি কল করতে চাচ্ছেন, তাহলে “call phone” অপশনে ক্লিক করুন।
  • যদি কারো মোবাইল ফোনে এসএমএস (SMS) পাঠাতে চাচ্ছেন তাহলে “SEND TEXT” অপশনে ক্লিক করতে হবে।
  • এবার, যেই দেশের মোবাইল নাম্বারে এসএমএস পাঠাতে চাচ্ছেন, সেই দেশ সিলেক্ট করুন।
  • এবার, নিচে নিজের মেসেজ (message) লিখে “NEXT” বাটনে ক্লিক করুন।

এভাবে আপনি কোনো registration প্রক্রিয়া ছাড়াই, ইন্টারনেট এর মাধ্যমে ফ্রি এসএমএস বা কল করতে পারবেন।

Smstextbomber.com

ইন্টারনেটের মাধ্যমে ফ্রীতে অনলাইন SMS পাঠানোর ওয়েবসাইট গুলোর মধ্যে আমাদের তালিকার শেষ সাইট হলো “smstextbomber.com”.

এই SMS পাঠানোর সাইট ব্যবহার করে আপনারা, একসাথে ১০০ টি মেসেজ একি নাম্বারে পাঠাতে পারবেন।

মানে, free bulk SMS পাঠানোর জন্য এই ওয়েবসাইট সেরা।

তাছাড়া, ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য, আপনার কোনো ধরণের account তৈরি করতে হবেনা।

সোজা, ওয়েবসাইটে গিয়ে যাকে message send করতে চাচ্ছেন সেই ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে দিন এবং ইন্টারনেটের মাধ্যমে SMS করুন।

আমাদের শেষ কথা,

ওপরে, যেকোনো মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে ফ্রি SMS সেন্ড করার জন্য যেগুলো সাইট এর বিষয়ে আমি আপনাদের বললাম সেগুলো ফ্রীতে ব্যবহার করতে পারবেন।

এবং, marketing, brand promotion ইত্যাদির ক্ষেত্রে লোকেদের মেসেজ পাঠানোর ক্ষেত্রেও এই সাইট গুলো ব্যবহার করা যেতে পারে।

তবে, আমি আপনাদের অনুরোধ করবো যাতে আপনারা কোনো ধরণের আপত্তিজনক SMS কাওকে না পাঠান।

প্রযুক্তির ব্যবহার ভালো কাজে লাগানোর চেষ্টা করুন।

এমন কোনো ধরণের কাজ করবেননা, যেটা আপনাকে বিপদে ফেলতে পারে।

তাছাড়া, আমাদের আজকের এই আর্টিকেল “online free SMS sending websites” এর list যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আর্টিকেলটি শেয়ার অবশই করবেন।

আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা সমস্যা থাকলে, নিচে কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *