Skip to content

এইচটিএমএল সোর্স কোড ভিউয়ার পিএইচপি স্ক্রিপ্ট কোড

নিয়ে নিন এইচটিএমএল সোর্স কোড ভিউয়ার পিএইচপি স্ক্রিপ্ট একদম ফ্রি । তৈরি করুন সোর্স কোড ভিউয়ার টুলস নিজের ওয়েবসাইটে।
আমারা যখন কোন কিছু তৈরি করার চেষ্টা করা তখন আমাদের অনেক সাইটের সোর্স কোড দেখতে হয় ।
তাই আমি এই কোড আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম।
এই পোস্টটি হয়তবা ছোট হবে কিন্তু অনেক মূল্যবান

আমি অনেক চেষ্টা করার পর এই টুলস তৈরি করতে সক্ষম হই ‌। এবং আপনাদেরকে এই কোডটি শেয়ার করতে চলে এসেছি ।

এই কোড ব্যবহার করে আপনি অনেক সহজেই একটি এইচটিএমএল সোর্স কোড ভিউয়ার টুলস তৈরি করতে পারবেন ।

এইচটিএমএল সোর্স কোড ভিউয়ার কি? 

আমরা ইন্টারনেটে অনেক ওয়েবসাইট ভিজিট করে থাকি । সেই সকল ওয়েবসাইটের কাঠামো এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা থাকে ‌।

যা সুন্দর একটি ইউজার ডিজাইন ইন্টারফেস দেখায়।

এইচটিএমএল source কোড viewer হচ্ছে কোন ওয়েবসাইট এর এইচটিএমএল এলিমেন্টসমুহ দেখার একটি টুলস ।

Html সোর্স code viewer টুলসে কোন ওয়েবসাইটের ইউআরএল দিয়ে সাবমিট করুন।

 

তাহলে উক্ত ওয়েবসাইটের এইচটিএমএল কাঠামো এলিমেন্ট দেখা যায়। সাথে সিএসএস জাভা স্ক্রিপ্ট ও দেখা যায়।

 

এবং আমরা এ থেকে সহজে বুঝতে পারি যে উক্ত ওয়েবসাইটটি কিভাবে তৈরি করা হয়েছে।

এইচটিএমএল সোর্স কোড ভিউয়ার তৈরি করব কিভাবে

প্রথমে নিচ থেকে টেক্সট ফাইলটি ডাউনলোড করুন । এবং সেখানে দেখুন কিছু পিএসপি কোড আছে । সেটি ক্লিপবোর্ডে কপি করে নিন ।

এবার আপনার সাইটের যেকোনো একটি পিএইচপি ফাইলে কোডটি পেস্ট করে আপডেট করুন ।

মনে রাখবেন যেই ফাইলে ব্যবহার করবেন সেই ফাইলের এক্সটেনশন অবশ্যই ডট পিএইচপি .php হতে হবে ( example: SourceCode.php )

এবার উক্ত পেজ আপনার সাইটে লিংকটি খুলুন ।

এবং দেখুন একটি এইচটিএমএল সোর্স কোড ভিউয়ার টুলস তৈরি হয়ে গেছে ।
Demo 1: Html source code viewer
Demo 2: এইচটিএমএল সোর্স কোড ভাউয়ার
এবার যে কোন ওয়েবসাইটের লিংক আপনার তৈরি করা টুলস এ দিয়ে সাবমিট করলেই উক্ত ওয়েবসাইটের কাঠামো এইচটিএমএল সিএসএস এবং জাভা স্ক্রিপ্ট এলিমেন্ট সমূহ দেখতে পাবেন ।

তাহলে আর দেরি না করে সোর্স কোড ব্যবহার টুলস পিএসপি স্ক্রিপ্ট কোড টি ডাউনলোড করে আপনার ওয়েবসাইটে সেটআপ করে নিন

যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।

আমাদের ওয়েবসাইটে আরো দরকারী অনেক কোড পেয়ে যাবেন । যা দিয়ে আপনি আরো অনেক কিছু তৈরি করতে পারবেন

আপনাকে আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটটি ঘুরে দেখার আমন্ত্রণ জানালাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *