যদি আপনি একজন ব্যক্তি, ব্যবসা, সংস্থা বা সম্প্রদায়, তাহলে Facebook Groups-এর ব্যবহার করে আপনারা নিজেদের মধ্যে বা নিজের গ্রাহকদের সাথে অনেক সহজে এবং সুবিধাজনক ভাবে সরাসরি যোগাযোগ স্থাপন করার থেকে শুরু করে ব্যবসার প্রচার, পণ্য ও পরিষেবা বিক্রি ইত্যাদি নানান কাজ গুলো করে নিতে পারবেন।এছাড়া, আপনার ফেসবুক গ্রুপে যদি হাজার হাজার টার্গেটেড ফলোয়ার্সরা রয়েছেন, তাহলে নিজের ফেসবুক গ্রুপ থেকে টাকা ইনকাম করার প্রচুর উপায় গুলিও আপনারা ব্যবহার করতে পারবেন।
তবে এর আগে, কিভাবে ফেসবুক গ্রুপ খুলতে হয় বা ফেসবুক গ্রুপ খোলার নিয়ম কি, এই বিষয়ে ভালো করে জেনেনিতে হবে। আর তাই, আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের মোবাইলে ফেসবুক গ্রুপ কিভাবে বানাবেন তার সম্পূর্ণ প্রক্রিয়া বলতে চলেছি। (Steps To Create a Facebook Group in Bengali)।
Facebook Group কি?
ফেসবুক গ্রুপ হলো ফেসবুকের মধ্যে থাকা একটি জনপ্রিয় অনলাইন পরিষেবা যার দ্বারা একজন Facebook User একই ধরণের বিষয়ে রুচি রাখা একাধিক ব্যক্তিদের সাথে একটি অনলাইন দল তৈরি করার সুবিধা পেয়ে থাকেন।
এখানে প্রত্যেকেই প্রত্যেকের সাথে সংযুক্ত থাকার পাশাপাশি নিজেদের মতামত শেয়ার করা, প্রশ্ন জিজ্ঞাসা করা, প্রশ্নের উত্তর দেওয়া, নতুন নতুন বিষয়ে জ্ঞান লাভ করা ইত্যাদির মতো কাজ গুলো করে থাকেন।
আপনি যেকোনো বিষয়ে একটি ফেসবুক গ্রুপ তৈরি করতে ও যেকোনো ধরণের গ্রুপে জয়েন হতে পারবেন। যেমন ধরুন, ক্রিপ্টোকারেন্সী, blogging community, mobile tips, educational group, informational group ইত্যাদি।
Facebook এর Group গুলো মূলত দুধরণের হতে পারে। যেমন, Public Group এবং Private Group।
Public group-এর ক্ষেত্রে, ফেসবুকে থাকা যেকোনো ব্যক্তি গ্রুপের মেম্বারদের বিষয়ে এবং তাদের দ্বারা করা পোস্ট ইত্যাদি সবটাই দেখে নিতে পারবেন।
তবে Private group-এর ক্ষেত্রে, গ্রুপে থাকা মেম্বারদের তথ্য এবং তাদের দ্বারা করা যেকোনো পোস্ট গুলো কেবল গ্রুপের মেম্বাররাই দেখতে পারবেন।
ফেসবুক পেজ না গ্রুপ কোনটা তৈরি করবেন?
একটি নতুন ফেসবুক গ্রুপ খোলার সঠিক প্রক্রিয়া জানার আগেই আপনাকে অবশই Group এবং Page এর মধ্যে থাকা পার্থক্যগুলো জেনে রাখা দরকার। অনেকেই কিন্তু ফেসবুকে একটি পেজ তৈরি করতে গিয়ে গড়বড় করেন এবং ভুলে একটি গ্রুপ তৈরি করেন।
দেখুন, যদি আপনি নিজের ব্যক্তিগত তথ্যগুলো ফেসবুকে শেয়ার করতে চান, তাহলে একটি Facebook page খুললে এই কাজ সজজে করা যাবে।
আবার, আপনি যদি কেবল নিজের ব্যবসার সাথে জড়িত পোস্ট গুলো করবেন বলে ভাবছেন, তাহলে Facebook Business Page তৈরি করুন।
শেষে, যদি আপনি এমন একটি অনলাইন প্লাটফর্ম তৈরি করতে চাইছেন যার দ্বারা অনলাইনে একে অপরের সাথে সংযুক্ত হতে পারবেন এবং নিজেদের মধ্যে নানান বিষয়ে আলোচনা করতে পারবেন, তাহলে তৈরি করুন একটি ফেসবুক গ্রুপ।
কিভাবে ফেসবুক গ্রুপ খুলতে হয়? ফেসবুক গ্রুপ খোলার নিয়ম
চলুন, এখন আমরা নিচে সরাসরি জেনেনেই কিভাবে নিজের মোবাইল দিয়ে ফেসবুকে একটি নতুন গ্রুপ তৈরি করা যাবে। বন্ধুরা, মনে রাখবেন নতুন গ্রুপ খোলার নিয়মটি আমি Facebook mobile app-এর ব্যবহার করে দেখিয়েছি।
এমনিতে যদি আপনারা ফেসবুক অ্যাপ ব্যবহার না করে সরাসরি মোবাইলের ব্রাউসার ব্যবহার করে ফেসবুকে একটি নতুন গ্রুপ বানিয়ে নিতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই একি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
স্টেপ ১.
সবচে আগে আপনাকে নিজের এন্ড্রয়েড মোবাইল থেকে Facebook app-টি ওপেন করতে হবে।
App ওপেন করার পর সরাসরি ফেসবুক আইডি পাসওয়ার্ড ব্যবহার করে নিজের ফেসবুক একাউন্টে লগইন করে নিতে হবে।
স্টেপ ২.
Account login করার পর আপনারা নিজের Facebook dashboard দেখতে পাবেন।
একেবারে ওপরে হাতের ডানদিকে আপনারা একটি menu icon দেখতে পাবেন যেখানে click করতে হবে।
Menu-তে click করার পর আপনারা “Groups” এর অপসন পেয়ে যাবেন। Groups-এর অপশনে click করুন।
স্টেপ ৩.
ওপরে ছবিতে দেখতেই পারছেন, Groups-এর পেজে একটি “+” আইকন/অপসন রয়েছে যেখানে click করতে হবে।
Click করার সাথে সাথেই আপনারা “Create a group” এবং “create a post” এর অপসন দেখতে পাবেন।
যিহেতু আমরা একটি নতুন ফেসবুক গ্রুপ তৈরি করতে চাই তাই সরাসরি “create a group” এর অপশনে click করতে হবে।
স্টেপ ৪.
এবার আপনাকে নিজের গ্রুপের জন্য একটি নাম দিতে বলা হবে। আপনি আপনার পছন্দমতো গ্রুপের বিষয়ের সাথে জড়িত যেকোনো একটি নাম দিতে পারবেন।
গ্রুপের নাম দেওয়ার পর আপনাকে নিজের নতুন গ্রুপ এর Privacy সেট করতে বলা হবে।
আপনি যদি চান জেকেও আপনার গ্রুপের পোস্ট গুলো দেখতে পারেন এবং কোনো অনুমতি ছাড়াই গ্রুপে জয়েন হতে পারেন, তাহলে public-এর অপসন সিলেক্ট করুন।
এছাড়া, আপনি যদি নিজের গ্রুপটি সম্পূর্ণ প্রাইভেট রাখতে চান এবং আপনার অনুমতি ছাড়া যাতে কোনো ব্যক্তি গ্রুপে অংশগ্রহণ করতে না পারে, তাহলে আপনাকে Private-এর অপসন সিলেক্ট করতে হবে।
শেষে, নিচে থাকা create group-এর অপশনে click করুন।
স্টেপ ৫.
এখন ওপরে ছবিতে হয়তো আপনারা দেখতেই পারছেন যে আমাদের নতুন ফেসবুক গ্রুপটি তৈরি হয়ে গিয়েছে।
এবার আপনাকে আপনার তৈরি হওয়া নতুন ফেসবুক গ্রুপটিতে বন্ধুদের যুক্ত করার জন্য আমন্ত্রণ পাঠাতে বলা হবে।
সার্চ বক্সের ব্যবহার করে নিজের বন্ধুদের নাম সার্চ করে তারপর “invite” বাটনে click করলেই হবে।
শেষে, ওপরে থাকা “NEXT” বাটনে click করে পরবর্তী পেজে চলে যেতে হবে।
স্টেপ ৬.
এখন আপনাকে একটি অপসন দিয়ে দেওয়া হবে যার দ্বারা নিজের Facebook Group-এর জন্য একটি Cover photo সেট করতে পারবেন।
আপনাকে সরাসরি Upload cover photo-এর বাটনে click করে এই কাজটি করতে হবে।
এমনিতে, আপনি চাইলে কভার ফটো পরেও আপলোড করে নিতে পারবেন।
এবার সরাসরি আবার “NEXT” বাটনে click করতে হবে।
স্টেপ ৭.
এবার আপনাকে নিজের Group-এর একটি ছোট বর্ণনা দিতে হবে।
Group-টি কেন বানিয়েছেন এবং এখানে মূলত কোন কোন বিষয়ে কথা বলা হবে সেই বিষয়গুলো এখানে লিখে দিতে হবে।
আবার নিচে থাকা “NEXT” বাটনে click করুন।
স্টেপ ৮.
এখন আপনাকে, দিয়ে দেওয়া অপসন গুলোর মধ্যে থেকে Group-এর কিছু লক্ষ্য বা উদ্দেশ্য গুলো সিলেক্ট করতে হবে।
নিজের পছন্দমতো অপসন গুলো সিলেক্ট করার পর এখন নিচে থাকা NEXT বাটনে ক্লিক করুন।
স্টেপ ৯.
এখন শেষে আপনাকে নিজের গ্রুপে প্রথম পোস্ট করতে বলা হবে। এক্ষেত্রে আপনি এমনিতে একটি সাধারণ ওয়েলকাম মেসেজ লিখে পোস্ট করতে পারবেন। আবার এই ধাপটি skip-ও করতে পারবেন। মেসেজ লিখার পর সরাসরি ওপরে থাকা POST বাটনে click করুন।
ব্যাস, এখন আপনার নতুন ফেসবুক গ্রুপ সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। আপনি চাইলে একাধিক ফেসবুক ইউসারদের invite করার মাধ্যমে group join করার জন্য আমন্ত্রণ জানাতে পারবেন।
এছাড়া, গ্রুপে ছবি ও ভিডিও শেয়ার করা, লাইভ চ্যাটিং, পোল তৈরি করা, ইভেন্ট তৈরি ইত্যাদি নানান ধরণের কাজ গুলো করার মাধ্যমে নিজের ফলোয়ার্সদের সাথে সবসময় সংযুক্ত হয়ে থাকতে পারবেন।
FAQ: কিভাবে কিভাবে ফেসবুক গ্রুপ খুলতে হয়
Q. ফেসবুকে গ্রুপ খুলতে কিসের প্রয়োজন?
ফেসবুকে সম্পূর্ণ ফ্রীতে একটি গ্রুপ তৈরি করার জন্য আপনার কাছে নিজের একটি Facebook account/profile থাকতে হবে।
Q. আমি ফেসবুক গ্রুপ কেন খুলব?
যদি আপনি, একাধিক ইউসারদের সাথে সংযুক্ত হয়ে তাদের সাথে সেই বিষয়ে আলোচনা চর্চা করা, পরামর্শ দেওয়া ও নেওয়া, প্রশ্নের উত্তর দেওয়া এবং একই বিষয়ে আগ্রহ রাখা একাধিক ইউসারদের সাথে অনলাইনে সবসময় সংযুক্ত থাকতে চাইছেন, তাহলে এর জন্যে একটি ফেসবুক গ্রুপ সেরা মাধ্যম।
Q. ফেসবুক গ্রুপ থেকে টাকা ইনকাম করা যাবে?
রেফার করে টাকা ইনকাম করা এবং এফিলিয়েট মার্কেটিং এর মতো এমন নানান কার্যকর উপায় গুলো রয়েছে যেগুলো ব্যবহার করে একটি ফেসবুক গ্রুপ থেকে সহজেই টাকা ইনকাম করা যাবে। এক্ষেত্রে, আপনার গ্রুপে অধিক ফলোয়ার্স থাকলে ভালো।
আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা, যদি আপনিও নিজের একটি ফেসবুক গ্রুপ তৈরি করার মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট বিষয়টিকে কেন্দ্র করে একাধিক ইউসারদের সাথে সংযুক্ত হতে চান বা তাদের সাথে আলোচনার মাধ্যমে চর্চা করতে চান, তাদের মতামত জানার পাশাপাশি প্রশ্নের উত্তর গুলো দিতে চান, তাহলে অবশই ফেসবুকে একটি গ্রুপ তৈরি করার মাধ্যমে অনেক সহজেই এগুলো করা সম্ভব।
তবে আশা করছি, আজকের আমাদের আর্টিকেলের মাধ্যমে ফেসবুক গ্রুপ খোলার নিয়ম এবং ধাপ গুলো আপনারা সম্পূর্ণ স্পষ্ট ভাবে বুঝে নিতে পেরেছেন।