Skip to content

এন্ড্রয়েড স্মার্ট ফোনে USB OTG’র মাধ্যমে মাউস কিবোর্ড ব্যবহার

OTG শব্দটির সাথে
আমরা অনেকেই পরিচিত।
সাম্প্রতিক সময়ে বাজারে আসা
Nexus 5 সহ
অনেক নতুন ডিভাইসেই এই OTG
সুবিধাটি
দেখা যাচ্ছে। USB on the go অথবা
OTG এর
মানে হল আপনি আপনার
ডিভাইসটিকে
ইউএসবি হোস্ট হিসেবে ব্যবহার
করে এর
সাথে বিভিন্ন ইউএসবি ডিভাইস
সংযুক্ত
করতে পারবেন। এছাড়াও OTG এর
আরো কিছু
ব্যবহার রয়েছে। চলুন জেনে নিই
বিস্তারিত…
OTG কি ?
OTG সব্দের পূর্ণ রুপ হল “On The Go”. দুটি
OTG
সাপোর্টেড ডিভাইসের
একটিকে আরেকটির
সাথে যুক্ত করে আপনি অনেক
ধরণের কাজ
করতে পারবেন। যেমন আমরা
সাধারণত
পিসিকে ইউএসবি হোস্ট
হিসেবে ব্যবহার
করে এর সাথে বিভিন্ন ফ্ল্যাশ
ড্রাইভ,
স্মার্টফোন ইত্যাদি কানেক্ট করে
থাকি।
সময়ের সাথে সাথে OTG
সাপোর্টেড
ডিভাইসের সংখ্যা বাড়ছে। মূলত
সেই
কারণেই এখন অনেক কাজ পিসি
ছাড়াই করা
যায়। যেমন OTG সাপোর্ট থাকার
কারণে
আপনি পিসি ছাড়াই আপনার
ক্যামেরার
ফটোগুলো খুব সহজে প্রিন্টারে
পাঠাতে
পারবেন। এছাড়া কী-বোর্ড সহ
অন্যান্য
ইউএসবি স্টিক এখন খুব সহজেই
স্মার্টফোনের
সাথে যুক্ত করা যায়। যেহেতু এই
OTG
সুবিধাটির প্রয়োজনীয়তা অনেক,
<div class=”trickbd-ad inside-post-ad inside_posts_p_1_ad_code”>

&nbsp;

</div>
তাই
ডিভাইস কেনার সময় ডিভাইস
স্পেকস দেখে
আপনি নিশ্চিত হয়ে নিতে
পারেন যে
ডিভাইসটিতে OTG সাপোর্ট
আছে কিনা।
কিভাবে OTG ব্যবহার করবেন?
হার্ডওয়্যার এর উপর ভিত্তি করে
OTG এর
বিভিন্ন ব্যবহার রয়েছে। যেমন
স্মার্টফোন
এবং ট্যাবলেটের ক্ষেত্রে OTG
সাপোর্ট
থাকলে আপনি আপনার
ডিভাইসের সাথে কী-
বোর্ড,মাউস,হার্ডড্রাইভ এবং
ফ্ল্যাশ ড্রাইভ
ইত্যাদি যুক্ত করতে পারবেন। কিন্তু
কথা হল
সব স্মার্টফোন বা ট্যাবলেট কিন্তু
OTG
সাপোর্টেড নয়। সেক্ষেত্রে
আপনার
ডিভাইসটি OTG সাপোর্টেড
কিনা তা
জানার জন্য ডিভাইসটির
স্পেসিফিকেশন
চেক করাই যথেষ্ট। এছাড়া আপনি
নিচের
লিংকে দেয়া অ্যাপের
মাধ্যমেও আপনার
ডিভাইসের OTG কম্প্যাবিলিটি
সম্পর্কে
জানতে পারবেন।
শুধুমাত্র OTG সাপোর্ট থাকলেই
চলবে না। এই
সুবিধা ব্যবহার করার জন্য আপনার
প্রয়োজন
হবে একটি ভাল OTG ক্যাবলের।
বর্তমানে
বিভিন্ন স্মার্টফোন
এক্সেসোরিস দোকানে
এই OTG ক্যাবল পাওয়া যায়। এখন
আরেকটি
বিষয় যা মনে রাখতে হবে তা হল
আপনি যদি
আপনার স্মার্টফোন বা
ট্যাবলেটের সাথে
কোন প্রকার স্টোরেজ ডিভাইস
যেমন
হার্ডড্রাইভ বা ফ্ল্যাশড্রাইভ যুক্ত
করতে চান
তাহলে আপনাকে কিছু অ্যাপ
ব্যবহার করতে
হতে পারে…
<div class=”trickbd-ad inside-post-ad inside_posts_p_8_ad_code”>

&nbsp;

</div>
OTG ব্যবহার করে আপনি যা যা
করতে
পারবেন-
USB OTG এর সাহায্যে আপনি
আপনার
স্মার্টফোন বা ট্যাবলেটের
সাথে বিভিন্ন
পেরিফেরাল ডিভাইস যেমন
মাউস,কী-বোর্ড
ইত্যাদি যুক্ত করে আপনার
ডিভাইসটি
নিয়ন্ত্রন করতে পারবেন। তবে
এক্ষেত্রে
উল্লেখ্য যে মাল্টিপল বাটন বা
ফাংশন সমৃদ্ধ
মাউস গুলো কাজ নাও করতে
পারে। এছাড়া
OTG এর মাধ্যমে আপনি আপনার
ডিভাইসের
সাথে বিভিন্ন স্টোরেজ
ডিভাইস,যেমন-
হার্ডড্রাইভ,পেনড্রাইভ ইত্যাদি
যুক্ত করতে
পারবেন। শুধু তাই নয় আপনার
ডিভাইসে একটি
ফাইল ম্যানেজার ব্যবহার করে এই
স্টোরেজ
ডিভাইস গুলো থেকে ডাটা
আদান প্রদান
করতে পারবেন। সেই সাথে এই
এক্সটারনাল
স্টোরেজ ডিভাইস গুলো থেকে
গান বা মুভি
প্লে করতে পারবেন।
এবার জানিয়ে দিচ্ছি কিছু OTG
সাপোর্টেড ডিভাইসের নাম-
Sony Xperia Z, ZL, Z Ultra, Z1
Samsung Galaxy S2, S3, S4, grade 1, grade
2,
grade 3
LG Optimus G, G2
HTC One, One mini, One max
Google Nexus 5
Walton Primo NX, Walpad 7, Walpad 8,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *