Skip to content

ওয়ান প্লাস মোবাইল: সেরা ৫টি মোবাইলের মডেল ও দাম

যদি আপনারা একটি প্রিমিয়াম সেগমেন্ট এর এন্ড্রয়েড মোবাইল ফোন কিনে নিতে চাইছেন, তাহলে ওয়ান প্লাস মোবাইল এর মডেল গুলো দেখতে পারেন।

OnePlus, এমনিতে আমাদের অনেক feature-friendly smartphones গুলো offer করে থাকে।

এছাড়া এখানে আপনারা প্রায় প্রত্যেক জরুরি specifications গুলো দেখতে পাবেন এবং সেটাও একটি সঠিক মূল্যের মধ্যে।

অন্যান্য বেশিরভাগ smartphone brand গুলোর তুলনায় OnePlus এর smartphone গুলো আমাদের premium look এর সাথে উন্নত features গুলো দিয়ে থাকে।

তবে যখন কথা হচ্ছে OnePlus smartphone গুলোর মধ্যে সেরা মডেল কোনটি, তখন আমাদের কিছু বিষয়ের ওপর নজর অবশই দিতে হবে।

চিন্তা করতে হবেনা, আজকের এই আর্টিকেলের মধ্যে আমরা সেরা এবং নতুন ৭টি ওয়ান প্লাস ফোন এর বিষয়ে বলতে চলেছি।

আমাদের হিসেবে এই ওয়ান প্লাস মডেল গুলো আপনাকে সেরা features, design, look এবং specifications দিয়ে থাকে।

আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা মূলত জানবেন, ওয়ান প্লাস মোবাইল এর দাম কত এবং কোন ওয়ান প্লাস মডেলের features কি।

মনে রাখবেন, আজকের আর্টিকেলের মধ্যে OnePlus মোবাইল এর দাম গুলো আমরা ভারত (India) এর মার্কেট হিসেবে দিতে চলেছি।

নিচে বলে দেওয়া OnePlus smartphone গুলো প্রত্যেকটাই থাকছে আলাদা আলাদা প্রাইস রেঞ্জ এর মধ্যে।

এখানে আপনারা pocket-friendly smartphones থেকে শুরু করে premium phones গুলো দেখতে পাবেন।

সেরা ওয়ান প্লাস মোবাইল ফোন – (Best OnePlus Mobile Phones)

যদি আপনারা নিজের android smartphone-টি upgrade করতে চাইছেন এবং একটি premium segment এর মোবাইল কেনার কথা ভাবছেন,

তাহলে আমি পরামর্শ দিবো একবার হলেও OnePlus-এর ফোন ব্যবহার করে অবশই দেখুন।

তাই, নিচে আমি সেরা ৭টি মোবাইলের মডেল গুলোর বিষয়ে বলে দিচ্ছি যেগুলো আপনারা কিনে নিতে পারেন।

১. OnePlus Nord 2T 5G

বর্তমান সময়ে বেশিরভাগ জায়গাতেই 5G চলেই এসেছে, এক্ষেত্রে আপনি যদি একটি 5G প্রিমিয়াম সেগমেন্ট এর মোবাইল কম দামে খুঁজছেন,

তাহলে OnePlus Nord 2T 5G মডেলটি কেনার পরামর্শ আমি দিবো।

এটা OnePlus-এর তরফ থেকে চলে আসা একটি mid-price range-এর স্মার্টফোন, যদিও এই মডেলের specifications গুলো সাংঘাতিক আকর্ষণীয়।

এই মোবাইলের মধ্যে থাকছে, 6.43-inches screen size এবং 1080 x 2400 pixels resolution.

এছাড়া, এখানে থাকছে 90Hz এর refresh rate, তাই মোবাইল Gaming এবং HD movies এর ক্ষেত্রে দারুন display-এর মজা পাচ্ছেন।

Android-এর version নিয়ে কথা বললে এখানে আপনারা পাবেন Android 12.

মডেলটিতে পাচ্ছেন, Octa core (3 GHz) processor, Mali-G77 MC9 GPU এবং 8 GB RAM.

এই 5G smartphone এর মধ্যে battery দেওয়া হয়েছে 4,500mAh এর যেটা সাপোর্ট করবে super-fast 80W VOOC charging.

Camera নিয়ে কথা বলতে গেলে, এখানে থাকছে triple-camera setup, যেখানে রেয়ার ক্যামেরাতে থাকছে 50 megapixels + 8 megapixels + 2 megapixels,

এছাড়া, front camera হিসেবে থাকছে 32-megapixel camera.

OnePlus এর এই মোবাইলে connectivity options হিসেবে আপনারা পাচ্ছেন, Bluetooth, GPS, Wi-Fi, 3G, 4G, 5G, এবং আরো অনেক।

এই মোবাইলে আপনারা দারুন stereo speakers এর মজা নিতে পারবেন।

এছাড়া, 80W Superfast charging এবং দারুন design মোবাইলটির জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ অংশ গ্রহণ করেছে।

ওয়ান প্লাস এর এই মোবাইল মডেলের দাম প্রায় Rs.২৮,৯৯৯/-.

২. OnePlus Nord CE 2 Lite 5G

নাম থেকেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটাও একটি 5G smartphone যেটা budget এর মধ্যে কেনা যাবে।

Best OnePlus Mobile Phones এর তালিকাতে এটা দ্বিতীয় নম্বরে থাকার কারণ অবশই আছে।

OnePlus-এর এই মডেল একটি অনেক pocket-friendly price এর সাথে চলে আসে যেটা Rs. 20,000 থেকেও কম।

6.59-inches screen size এবং 1080 x 2412 pixels resolution এর সাথে OnePlus Nord CE 2 Lite 5G-তে পাবেন 401 PPI, IPS LCD display.

যখন ডিসপ্লে নিয়ে কথা হচ্ছে তখন এর মূল আকর্ষণটি হলো, 120 Hz Refresh Rate এর ডিসপ্লে।

এখানে মোবাইলের প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে, Qualcomm Snapdragon 695 এবং সাথে 5,000mAh-এর ব্যাটারী।

Camera quality নিয়ে কথা বললে আপনারা average quality আসা করতে পারেন, তবে মোবাইলের দাম হিসেবে কোয়ালিটি ভালোই বলা যেতে পারে।

Front camera হিসেবে এখানে থাকছে 16-megapixel এবং রেয়ার ক্যামেরা হিসেবে পাচ্ছেন 64 megapixels + 2-megapixels + 2-megapixels.

মোবাইলে মূলত থাকছে 6 GB RAM এবং Octa core processor.

Gaming এর ক্ষেত্রে এখানে দেওয়া থাকছে মিড্ রেঞ্জ GPU – Adreno 619.

OnePlus-এর এই মডেলে আমরা বিশেষ ভাবে দেখতে পাই, Clean software, ভালো battery life এবং দারুন performance.

3. OnePlus 10T 5G
ওপরে আমরা ওয়ান প্লাস এর কিছু বাজেট ফ্রেন্ডলি মডেল গুলোর বিষয়ে আলোচনা করলাম।

তবে, এখন আমরা ওয়ান প্লাস এর সেরা প্রিমিয়াম সেগমেন্ট এর মডেল গুলোর বিষয়ে আলোচনা করতে চলেছি।

Premium OnePlus mobile হিসেবে OnePlus 10T 5G হতে পারে আপনার সেরা পছন্দের ফোন।

এই mid-range flagship smartphone-এর মধ্যে আপনারা পাবেন সেরা features এবং specifications গুলো।

এখানে আপনারা পাচ্ছেন, 6.7-inches display এবং 1080 x 2412 pixels-এর resolution.

মোবাইল এর ডিসপ্লে টাইপ থাকছে Fluid AMOLED এবং pixel density থাকছে 394 ppi.

এছাড়া, মোবাইলে screen protection হিসেবে দেওয়া রয়েছে Corning Gorilla Glass.

সব থেকে দারুন feature যেটা এই মডেলে পাচ্ছেন সেটা হলো, 120 Hz এর refresh rate.

মডেলটিতে থাকছে 128 GB internal memory এবং 8 GB RAM.

Processor হিসেবে এখানে থাকছে Qualcomm Snapdragon 8+ Gen 1 processor, battery হিসেবে 4,800mAh ব্যাটারী এবং Android 12 OS.

OnePlus 10T 5G সাপোর্ট করে থাকে 150W fast charging এবং ক্যামেরা হিসেবে থাকছে triple-camera setup.

ওয়ান প্লাস এর এই মডেলের দাম ভারতের বাজারে প্রায় Rs.৫০,০০০/- টাকা।

৪. OnePlus 10R 5G
OnePlus এর এই মডেল আপনারা ভারতের বাজারে প্রায় ৩৫,০০০ টাকার ভেতরে পেয়ে যাবেন।

এই মডেলে থাকছে 6.70-inches screen size এবং 1080 x 2400 pixels resolution.

Display-এর ক্ষেত্রে আপনারা পাচ্ছেন Bezel-less display এবং Corning Gorilla Glass protection.

OnePlus 10R 5G মডেলটি এর দারুন display quality-র জন্যে অনেক জনপ্রিয়তা লাভ করেছে।

এটা একটি দারুন ও সেরা OnePlus smartphone যেখানে একটি powerful processor এবং প্রচুর battery capacity রয়েছে।

ওয়ান প্লাস এর এই মডেলে থাকছে MTK D8100 Max processor এবং এখানে দেওয়া থাকছে Android 12.

Graphics নিয়ে কথা বললে এখানে দেওয়া রয়েছে Mali-G610 MC6 GPU এবং Octa core CPU.

Battery capacity নিয়ে যদি কথা বলা হয় তাহলে এখানে থাকছে, 5,000mAh ব্যাটারী সেটাও 80W super-fast charging এর সাথে।

Internal memory এবং RAM এর কথা বলতে গেলে এই মডেলে থাকছে 128 GB internal memory এবং 8 GB RAM.

Refresh Rate এর কথা বলতে গেলে এখানেও আপনারা পাচ্ছেন 120 Hz refresh rate.

শেষে ক্যামেরা নিয়ে কথা বললে, আমরা এই ওয়ান প্লাস ফোন এর মডেলে পাচ্ছি, back 50-megapixel triple-camera setup.

এই প্রত্যেকটি specification গুলো মিলে এই মোবাইল টিকে বানিয়ে তুলেছে একটি সেরা ওয়ান প্লাস ফোন।

৫. OnePlus 10 Pro 5G
শেষে, আমাদের best OnePlus mobile phones এর list-এর মধ্যে থাকছে OnePlus 10 Pro 5G.

মোবাইলের screen size থাকছে 6.7-inches এবং resolution পাচ্ছেন 3216 x 1440 pixels.

Processor হিসেবে মোবাইল টিতে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 1 chipset যেটা চলছে Android 12 এর সাথে।

এই প্রসেসরটি multitasking এবং extensive usage অনেক আরেক হ্যান্ডেল করে থাকে।

5,000mAh এর ব্যাটারির সাথে OnePlus 10 Pro 5G মোবাইলটি সাপোর্ট করে থাকে 80W super-fast wired charging এবং 50W wireless charging.

হে, ঠিক শুনেছেন, ওয়্যারলেস মাধমেও এই মোবাইল চার্জ করা সম্ভব।

এখন যদি ক্যামেরা নিয়ে কথা বলা হয় তাহলে এখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে পাচ্ছেন, triple-camera setup যেখানে থাকছে,

“48 megapixels primary + 50 megapixels ultra-wide + 8 megapixels telephoto”.

এবং, ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 32-megapixels camera.

OnePlus 10 Pro 5G এর দারুন 2K display feature এর জন্যে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে।

Graphics এর ক্ষেত্রে এখানে থাকছে Adreno 730 GPU.

মোবাইলটি ভারতের বাজারে আপনারা প্রায় Rs.৬০,০০০/- টাকার আসে পাশে পেয়ে যাবেন।

Specifications of OnePlus 10 Pro 5G
Corning Gorilla Glass
Fluid AMOLED display
526 ppi pixel density
Bezel-less display
Refresh Rate 120 Hz
128 GB internal memory
8 GB
সেরা ৫টি ওয়ান প্লাস মোবাইলের মডেল: শেষ কথা
যদি কথা বলা হয় সেরা ওয়ান প্লাস স্মার্টফোন নিয়ে তখন আপনাকে দেখতে হবে মোবাইলের সেরা features এবং specifications গুলো।

মূলত, মোবাইলের প্রসেসর কতটা ভালো, ব্যাটারী ব্যাকআপ কত, ফাস্ট ব্যাটারি চার্জিং কতটা দ্রুত এবং ডিসপ্লে কতটা আকর্ষণীয়।

ওপরে আমরা যেগুলো নতুন মডেল নিয়ে আলোচনা করলাম, সেগুলোতে এই প্রত্যেক features এবং specifications গুলো অবশই রয়েছে।

তাই, আপনি আপনার বাজেট হিসেবে ওপরে বলা যেকোনো একটি OnePlus মোবাইল মোবাইল কিনে নিতে পারেন।

তাহলে আশা করছি সেরা ওয়ান প্লাস স্মার্টফোন এবং এর প্রত্যেক মডেলের দাম কত নিয়ে আমাদের আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে।

আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে অবশই জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *