কিছুদিন পরপর নতুন ফোন বাজারে এনে রীতিমত সাড়া ফেলে দেয় ওয়ালটন। এবার ওয়ালটন নিয়ে এলো আরও একটি ফোন যা নিয়ে বেশ মাতামাতি হচ্ছে। কথা বলছি ওয়ালটন জেনন এক্স২০ ফোনটি সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক সদ্য মুক্তি পাওয়া ওয়ালটন জেনন এক্স২০ সম্পর্কে।
ওয়ালটন জেনন এক্স২০ স্পেসিফিকেশন
ওয়ালটন জেনন এক্স২০ ফোনটির ডিজাইন সম্পর্কে প্রথমে কথা বলা যাক। ফোনটির ডিজাইন বেশ আকর্ষণীয়, ফোনের ব্যাকে সুন্দরভাবে স্থান পেয়েছে ফোনটির প্রাইমারি ক্যামেরা সেন্সরগুলো। ফোনের ফ্রন্টে রয়েছে পাঞ্চ-হোল ক্যামেরা ডিসপ্লে।
ওয়ালটন জেনন এক্স২০ ফোনটিতে ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে রয়েছে, যেখানে আবার ১২০ হার্জ রিফ্রেশ রেটও রয়েছে। ৫৮০ নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে ফোনটির ডিসপ্লেতে, জানিয়েছে ওয়ালটন।
ওয়ালটন জেনন এক্স২০ ফোনটিতে ৮ জিবি অন-বোর্ড র্যাম রয়েছে, এর পাশাপাশি আরো ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম রয়েছে। ১২৮ জিবি স্টোরেজ থাকছে যা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি চলবে এন্ড্রয়েডে ১৩ ভিত্তিক Dido OS দ্বারা।
ওয়ালটন জেনন এক্স২০ চলবে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা। এই প্রসেসর আমরা আগে দেখেছি রিয়েলমি ১০ ফোনটিতে যার দাম এর চেয়ে কিছুটা বেশি ছিলো। এই দামে এই প্রসেসর প্রদান করায় এই ফোনটি অনেকের পছন্দের তালিকায় উপরের দিকে থাকবে। হেলিও জি৯৯ বেশ শক্তিশালী প্রসেসর যা স্ন্যাপড্রাগন ৭২০জি এর সমান পারফরম্যান্স প্রদান করতে পারে।
ওয়ালটন জেনন এক্স২০ ফোনটির ব্যাকে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সাথে রয়েছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ফেস ডিটেকশন ও ডিজিটাল জুম এর মত এআই এনহেন্সড ফিচার থাকছে এখানে। ফোনের ফ্রন্টে রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ওয়ালটন জেনন এক্স২০ ফোনটিতে ৫০০০ মিলিএম্প এর ব্যাটারি রয়েছে, সাথে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং। ডায়নামিক ক্যাপসুল, গেম বুস্টার, ইউএফএস স্টোরেজ, অ্যাপ লক, চিলড্রেন স্পেস, ক্লিনিং এসিস্ট্যান্ট এর মত অনেক ফিচার রয়েছে এই ফোনে।
একনজরে ওয়ালটন জেনন এক্স২০ এর ফিচারগুলো:
- ডিসপ্লেঃ ৬.৮ ইঞ্চি ১২০ হার্জ
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৯৯
- র্যামঃ ৮ জিবি (+৮জিবি ভার্চুয়াল র্যাম)
- স্টোরেজঃ ১২৮ জিবি
- প্রাইমারি ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
- চার্জিংঃ ১৮ ওয়াট
ওয়ালটন জেনন এক্স২০ দাম
ওয়ালটন জেনন এক্স২০ ফোনটির দাম ১৮,৯৯৯ টাকা। সকল ফিচার ও বর্তমান বাজায় বিবেচনায় এই ফোনটি বেশ ভ্যালু প্রদান করছে। ১৯ হাজার টাকার মধ্যে ভালো ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা সব অফার করছে এই ফোনটি। আপনার কাছে কেমন লেগেছে ফোনটি জানাতে পারেন কমেন্ট সেকশনে।