Skip to content

কাস্টম রোম কি? কেন ব্যবহার করবেন? কিভাবে করবেন? বিস্তারিত টিউটোরিয়াল…

<strong>সবাইকে স্বাগতম ।</strong> আশা করি সকলে ভালই আছেন।

&nbsp;

আর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন কি নিয়ে আমার আজকের পোস্ট ।

&nbsp;

যাই হোক কাস্টম রোম সম্পর্কে আপনাদের সকলেরই হয়ত কম বেশি ধারনা আছে…

&nbsp;

তো   চলুন শুরু করা যাক আজকের টিউন।

&nbsp;

রোম বলতে বোঝানো হয় রিড ওনলি মেমরি। সাধারনত ইউজারদের জন্য এটি শুধু রিড করার সিস্টেম থাকে। রাইট করা যায় না ।

ফোন কম্পানি ফোনের সংগে যেই রোম প্রভাইড করে থাকেন তাই স্টক রোম।

&nbsp;

যেহেতু স্টক রমের ফিচার সীমিত এবং সব কিছু কাস্টমাইজ করা যায় না, তাই কাস্টম রোম ব্যবহার..।।।

কাস্টম রোম হলো সেই রোম যা ফোন প্রভাইডারগন দিয়ে থাকে না বরং কোন থার্ড পার্টি ডেভেলপার আপনার ফোনের চিপসেট অনুযায়ী তৈরি করে থাকেন ।

&nbsp;

বা অন্য কোন ফোনের রোম মোডিফাই করে আপনার ফোনের ব্যবহার উপযোগী করে আপনাকে প্রদান করে থাকেন।

&nbsp;

অনেক কাস্টম রোমে কিছু বাগ ও থাকতে পারে। যার কারনে হয়ত ফোনের কিছু বিল্ট ইন App কাজ নাও করতে পারে সেক্ষেত্রে রোম টাকে আপনার স্টক রোম এর সাথে পোর্ট করতে হবে।
(পরবর্তী পোস্ট এ পোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে)

<strong>সতর্কতাঃ</strong> <span style=”color: red;”>আপনি যদি আডভান্টেজ লেভেলের ইউজার না হন
এবং রুট সম্পর্কে তেমন ধারনা না থাকে তবে
এই সব থেকে বিরত থাকুন।</span>

&nbsp;

সামান্য ভুলের কারনেও আপনারর শখের ফোন টি ব্রিক করতে পারে।?

আর সেই জন্য এগেই ফোনের স্টক রোম টা ব্যাকআপ করে রাখুন।

&nbsp;

অথবা ফোনের স্টক রোম ডাউনলোড করে রাখতে পারেন পরে কোন প্রবলেম হলে শুধু Sp Flash Tool দিয়ে ফ্লাস করবেন ফোন ঠিক হয়ে যাবে।

&nbsp;
<h2>কাস্টম রোম ইন্সটল করার ধাপগুলো আমি ধারাবাহিক ভাবে বর্ননা করছি ?</h2>
&nbsp;

১- এর জন্য আপনার ফোন টা অবশ্যই রুটেড হতে হবে। রুট করার জন্য ফোনের Usb Debugging ওন করে KingRoot দিয়ে ট্রাই করুন।

&nbsp;
<div class=”trickbd-ad inside-post-ad inside_posts_p_1_ad_code”>

&nbsp;

</div>
২- এর পর যা করতে হবে আপনার ফোনে কাস্টম রিকভারি ইন্সটল করতে হবে।

আমি রিকোমেন্ড করব TWRP রিকভারি ব্যবহারের জন্য
কারন এখানে টাচ এর সুবিধা থাকে।

৩- আপনার ফোনের রিকভারি পাবার জন্য গুগলে এভাবে সার্চ করুন।

“TWRP recovery for symphony h175”

এখানে আমি আমার ফোনের মডেল টা লিখেছি আপনারা আপনাদের মডেল দিয়ে symphony h175 রিপ্লেস করুন।

কাস্টম রিকভারি কিভাবে ইন্সটল করবেন তা যে সাইট থেকে ডাউনলোড করবেন সেখানই পাবেন।

&nbsp;

৪- রিকভারি ইন্সটল দেয়ার পর ফোনের স্টক রোম Backup করে নিন।

পরে কোন সমস্যা হলে শুধু রেস্টোর করবেন।

&nbsp;

৫- এবার গুগল এ গিয়ে আপনার ফোনের মডেল এর কাস্টম রোম ডাউনলোড করুন।

এভাবে সার্চ করুন “Custom Rom for symphony h175” ।

আপনার ফোনের মডেল দারা symphony h175 কে রিপ্লেস করুন।

&nbsp;

৬- আপনার ফোনের মডেলের কোন রোম খুজে না পেলে
ফোনের MTK দিয়ে সার্চ করুন।

&nbsp;

<strong>MTK জানার জন্য প্লে স্টোর থেকে CpuZ আপ টি ইন্সটল করুন।</strong>

<img class=”size-medium wp-image-36560 aligncenter” src=”https://technicalbangla.com/wp-content/uploads/2023/04/কাস্টম-রোম-কি-কেন-ব্যবহার-করবেন-কিভাবে-করবেন-বিস্তারিত-টিউটোরিয়াল…-02-460×818.png” alt=”” width=”460″ height=”818″ />

&nbsp;

৭- MTK অনুযায়ী রোম ডাউনলোড করলে তা অবশই আপনার ফোনের জন্য পোর্ট করতে হবে।

&nbsp;

৮- এইবার আপনার সব পার্সোনাল ডাটা বাক আপ করুন।
ডাউনলোড/পোর্ট করা রোম টা মেমরির রুট ডিরেক্টরি তে রাখুন।

&nbsp;

কাস্টম রিকভারিতে প্রবেশ করুন
<h2>*WIPE → factory reset</h2>
&nbsp;

*Advanced → Wipe

করুন

<img class=”size-medium wp-image-36561 aligncenter” src=”https://technicalbangla.com/wp-content/uploads/2023/04/কাস্টম-রোম-কি-কেন-ব্যবহার-করবেন-কিভাবে-করবেন-বিস্তারিত-টিউটোরিয়াল…-03-460×818.png” alt=”” width=”460″ height=”818″ />

<strong>এবার Install zip from sdcard সিলেক্ট করুন
এবং আপনার রোম টি সিলেক্ট করে ইন্সটল দিন।</strong>

&nbsp;

৯- ইন্সটল হয়ে গেলে রিবুট দিন। রিবুট হতে ৫ – ১০ মিনিট সময় লাগতে পারে।

&nbsp;

আর সকল রোমের ইন্সটল নিয়ম এক না।

তাই যেখান থেকে রোম ডাউনলোড করবেন সেখান থেকে দেয়া instructions অনুসরন করুন।

&nbsp;

<span style=”color: red;”>*সম্পুর্ন কাজ নিজ ঝুঁকিতে করুন।
কোন প্রকার সমস্যার জন্য আমি বা ট্রিকবিডি দায়ী থাকবে না।</span>

&nbsp;

পদ্ধতি টি আপনার নিরাপদ মনে না হলে চেষ্টা করবেন না।

আর করলেও স্টক রোম অবশ্যই বাক আপ করে রাখবেন।

&nbsp;
<h2>সম্পুর্ন নিজের থেকে পুরো পোস্ট টা লিখেছি।
কেউ কপি করলে ক্রেডিট দিয়েন ?</h2>
&nbsp;
<h1>শেষকথাঃ</h1>
এই আর্টিকেল থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর আমার লেখা এরকমের আরো আর্টিকেল পড়ার জন্য এই ব্লগ টি ভিজিট করতে পারেন

&nbsp;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *