Skip to content

কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন ? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

ইউটিউব চ্যানেল খোলার নিয়ম (২০২৩): অনলাইন ইন্টারনেটে টাকা আয় করার সবচেয়ে সহজ এবং লাভজনক উপায় হলো ইউটিউব (YouTube)। হে, ইউটিউবে চ্যানেল তৈরি করে তাতে ভিডিও আপলোড দিয়ে টাকা আয় করাটা অবশই অনেক সহজ কথা। আজ অনেকেই, এই YouTube business করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছেন।

আপনি যদি এই অনলাইন ব্যবসা ঘরে বসে করতে চান, তাহলে আগে YouTube চ্যানেল কি এবং কিভাবে চ্যানেল তৈরি করবেন সেটা জেনেনিতে হবে।

অবশই আপনি এই আর্টিকেলে YouTube চ্যানেল কি এবং কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো সবটা জেনেনিতে পারবেন।

এমনিতে একটি কম্পিউটার এবং মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম সম্পূর্ণ আলাদা।

কেননা, মোবাইলের ক্ষেত্রে আমরা YouTube mobile app ব্যবহার করে অনেক সহজেই চ্যানেল তৈরি করে নিতে পারি।

তবে, কম্পিউটার বা ডেস্কটপ এর ক্ষেত্রে আমাদের YouTube-এর ওয়েব সাইটে গিয়ে চ্যানেল তৈরি করতে হয়।

এমনিতে, মোবাইল বা কম্পিউটার দুটো উপায়েই আপনারা অনেক সহজেই নিজের একটি ফ্রি ইউটিউব চ্যানেল বানিয়ে নিতে পারবেন।

চলুন তাহলে, নিচে আমরা একে একে জেনেনেই, YouTube এর মধ্যে একটি চ্যানেল তৈরি করতে কি কি লাগবে এবং চ্যানেল তৈরির নিয়ম কি।

ইউটিউব চ্যানেল কি ? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

কিভাবে ইউটিউবে চ্যানেল খোলা যায় সেটা আমি আপনাদের অবশই বলবো। কিন্তু, চলুন আগে একটি YouTube channel কি সেটা জেনেনেই।

আসলে YouTube গুগলের একটি ভিডিও হোস্টিং সার্ভিস (service) বা ওয়েবসাইট।

এই ওয়েবসাইট আমাদের ফ্রীতে কোনো টাকা না নিয়ে অনেক রকমের ভিডিও গুলো মোবাইল বা কম্পিউটারের দ্বারা অনলাইনে দেখতে দেয়।

এখানে আপনি সবরকমের ভিডিও, গান, সিনেমা, সিরিয়েল, টিউটোরিয়াল ভিডিও এবং অনেক অনেক রকমের ভিডিও দেখতে পারবেন।

আর, সোজাসোজি ভাবে বলতেগেলে YouTube হলো বর্তমানের সব থেকে জনপ্রিয় একটি ভিডিও স্ট্রিমিং (video streaming) প্লাটফর্ম।

এখন, ইউটিউবে যেই ভিডিওগুলি আপনি দেখেন সেগুলি সেখানে কিভাবে আসে ? কে YouTube এ সেই ভিডিওগুলি আপলোড করে ?

এই প্রশ্নোর উত্তর হলো, “আমার আর আপনার মতো লোকেরা“.

হে, আমার এবং আপনার মতো লোকেরা ইউটিউবে ভিডিও আপলোড করেন YouTube চ্যানেলের মাধ্যমে।

YouTube এর একটি চ্যানেল একটি ইউটিউব প্রোফাইলের মতন।

যেরকম আমরা ফেসবুক বা টুইটারে প্রোফাইল তৈরি করি সেরকম ইউটিউবে চ্যানেল খোলা মানে একটি ইউটিউব প্রোফাইল বানানো।

একটি ইউটিউবের চ্যানেল বানানোর পর আপনার একটি চ্যানেলের নাম থাকবে এবং সেই চ্যানেলের নামের বা প্রোফাইলের মাধ্যমে আপনি ইউটিউবে নিজের বানানো ভিডিও আপলোড দিতে পারবেন এবং লোকেদের সেই ভিডিও দেখাতে পারবেন।

লোকেরা আপনার চ্যানেলে গিয়ে আপনার আপলোড করা সবকয়টা ভিডিও দেখেনিতে পারবে।

তাহলে সোজাসোজি ভাবে বললে, একটি YouTube channel হলো আপনার একটি YouTube প্রোফাইল,

যার দ্বারা আপনি নিজের বানানো ভিডিও YouTube এ আপলোড করতে পারবেন এবং আপনার সেই চ্যানেলের মাধ্যমে লোকেরা আপনার আপলোড করা ভিডিও দেখতেও পারবেন।

কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন । কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো
ইউটিউবে একটি চ্যানেল বানানোর জন্য সবচে আগে আপনার প্রয়োজন হবে একটি গুগল জিমেইল একাউন্টের।

হে, YouTube গুগলের একটি service বা product আর তাই ইউটিউবে signing বা লগইন করার জন্য আপনার একটি জিমেইল আইডি প্রয়োজন হবে।

আপনার যদি জিমেইল আইডি নেই, তাহলে জিমেইলে একটি ফ্রি ইমেইল একাউন্ট কিভাবে বানাবেন এই আর্টিকেলের মাধ্যমে জেনেনিন।

তাহলে চলেন এখন আমরা নিচে ইউটিউবে চ্যানেল বানানোর প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ জেনেনেই।

১. ইউটিউবে লগইন বা signing করুন

সবচে আগেই আপনাকে যেতে হবে ইউটিউবের ওয়েবসাইটে।

ইউটিউবের ওয়েবসাইটে গিয়ে একদম ওপরে ডানদিকে আপনি “sign in” বলে একটি লিংক দেখবেন। আপনি সেই signing button এ ক্লিক করুন।

২. নিজের Gmail account দিয়ে লগইন করুন

এখন YouTube এ গিয়ে Sign in এ ক্লিক করার পর আপনি একটি web page দেখবেন যেখানে আপনাকে নিজের Google বা Gmail একাউন্টের Id এবং password দিয়ে লগইন করতে বলা হবে।

আমি আগেই বলেছি যে, YouTube google company র একটি সার্ভিস এবং তাই YouTube এ লগইন করতে আপনার নিজের জিমেইল একাউন্টের ব্যবহার করতে হবে।

যেরকম আপনি ওপরে ছবিটি দেখছেন ঠিক তেমন আপনার কম্পিউটার বা ল্যাপটপ স্ক্রিনে আসবে এবং আপনাকে সরাসরি নিজের Gmail আইডি এবং পাসওয়ার্ড টাইপ করে “Next” button এ ক্লিক করতে হবে।

৩. YouTube চ্যানেল তৈরি করুন

নিজের জিমেইল একাউন্টের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইউটিউবে লগইন করার পর আপনি YouTube dashboard এ লগইন হয়ে যাবেন।

এখন আপনাকে চ্যানেল খোলার জন্য সবচে আগেই YouTube dashboard এর সবচে ওপরে ডানদিকে শেষে থাকা ছোট্ট “profile Icon” টিতে ক্লিক করতে হবে। ভালোকরে জানার জন্য আপনি নিচে দেয়া ছবিটি দেখুন।

এখন, YouTube profile icon এ ক্লিক করার পর আপনি কিছু options দেখবেন। এই option গুলির মধ্যে সোজাসোজি “My channel” অপশনে ক্লিক করুন।

এখন, My channel অপশনে ক্লিক করার পর আপনি দেখবেন আপনাকে YouTube একটি পেজ দেখাবে যেখানে লেখা থাকবে “Use YouTube as” লেখা থাকবে এবং তার নিচে দুটো ছোট ছোট বাক্স দেয়া থাকবে।

সেই ছোট্ট বাক্স গুলিতে আপনাকে নিজের চ্যানেলের জন্য নাম লিখে দিতে হবে।

মানে, যেরকম ওপরে ছবিটিতে আপনি দেখছেন আমরা বাক্সটিতে “বাংলা টেকনোলজি” লিখেছি।

কারণ আমরা আমাদের ইউটিউবের চ্যানেলের নাম বাংলা টেকনোলজি রাখতে চেয়েছি।

তাই, ঠিক তেমন কোরে আপনি নিজের চ্যানেলের নাম সেই দুটো বাক্সতে লিখুন যা আপনি দিতে চান এবং নিচে “Create Channel” এ ক্লিক করুন।

Congratulations, দেখো সোজাসোজি বলতে গেলে আপনার চ্যানেল তৈরি হয়েগেছে এবং আপনি এখন নিজের চ্যানেল edit, design বা তাতে ভিডিও আপলোড করতে পারবেন।

Create channel এ ক্লিক করার পর আপনি পরের পেজে দুটো অপশন দেখবেন।

একটি হলো “Creator studio” এবং আরেকটি “Customize channel“.

Customize channel অপশনে গিয়ে আপনি নিজের ইউটিউব চ্যানেল customize করতে পারবেন।

মানে, আপনি নিজের চ্যানেলে প্রোফাইল পিকচার, background ছবি (Channel art), description, About এরকম ধরণের জিনিস লাগাতে এবং আপডেট করতে পারবেন।

Creator studio অপশনে গিয়ে আপনি নিজের চ্যানেলের জন্য অনেক রকমের সেটিংস (settings) করতে পারবেন।

যেমন channel settings, video manager, আপনার চ্যানেলে কয়টা subscribers হলো, ভিডিওতে কতটা views (দেখা) হয়েছে।

আপনি এই দুটো অপশনে নিজে গেলেই বুঝতে পারবেন যে অপশন গুলি দিয়ে আপনি কি কি করতে পারবেন।

Customize channel এবং Creator studio এই দুটো অপশনে পরেদিয়ে যাওয়ার জন্য আপনি YouTube dashboard এর একদম ওপরে ডানদিকে থাকা profile icon এ ক্লিক করুন। এতে আপনি creator studio অপসন দেখবেন।

যদি আপনি Customize channel অপশনে যেতে চান, তাহলে creator studio তে গিয়ে “View channel” এ ক্লিক করুন।

৪. ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করবেন ?

ইউটিউবে নিজের একটি চ্যানেল বানানোর পর আপনার অশোক কাজটা হলো “নিজের চ্যানেলে ভিডিও আপলোড করা”.

কারণ, যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন লোকেরা আপনার চ্যানেলে আসবে এবং আপনার আপলোড করা ভিডিও দেখবেন।

আসলে কেবল তখনই আপনি নিজের ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করা আরম্ভ করতে পারবেন।

তাই, চ্যানেল বানিয়ে নেয়ার পর ভালো ভালো ভিডিও যেগুলি নাকি লোকেরা দেখে ভালো পাবেন এবং লোকেরা দেখতে চান সেরকম ভিডিও নিজের চ্যানেলে আপলোড করবেন।

আর, চ্যানেলে ভিডিও আপলোড করাটা অনেকটাই সোজা।

YouTube চ্যানেল বানানোর পর তাতে ভিডিও আপলোড করার জন্য আপনি প্রথমে YouTube এর একদম ওপরে থাকা “Video icon” এ আপনার ক্লিক করতে হবে।

Video icon এ ক্লিক করার পর আপনি দুটো অপশন দেখবেন “Upload a video” এবং “Go live” . এখন আপনাকে সোজাসোজি “Upload a video” তে ক্লিক করে নিন।

Upload a video তে ক্লিক করার পর এখন পরের পেজে আপনি ভিডিও আপলোড করার জন্য অপসন দেখবেন। আপনি “select file to upload” বলে একটি জায়গা বা লেখা দেখবেন।

বাস, সোজাসোজি সেখানে ক্লিক করুন এবং নিজের কম্পিউটার বা ল্যাপটপের থেকে ভিডিও সিলেক্ট করে তাকে আপলোড করুন।

তাহলে friends, আশাকরি আপনারা ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করবেন সেটাও ভালোকরে বুঝে গেছেন।

আমি আপনাদের ইউটিউবে চ্যানেল বানানোর নিয়ম এবং চ্যানেলে ভিডিও কিভাবে আপলোড করবেন দুটো জিনিস বুঝিয়ে বলেছি।

যদি আপনাদের কোনোরকমের অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট করুন বা আমাদের fakebook পেজ নিজের প্রশ্ন লিখে পোস্ট করুন।

৫. নিজের ইউটিউবের চ্যানেল verify করুন

এখন, আমাদের আরো একটি অনেক জরুরি কাজ বাকি রয়েছে।

সেটা হলো, channel verification. আপনি অবশই খেয়াল রাখবেন যে, কেবল চ্যানেল বানিয়ে তাতে ভিডিও আপলোড করলেই হবেনা।

নিজের চ্যানেল থেকে টাকা আয় করার জন্য এবং আরো অনেক রকমের সুবিধা এবং অপশনের জন্য আপনাকে নিজের বানানো চ্যানেল verify অবশই করতে হবে।

YouTube চ্যানেল ভেরিফাই করার জন্য আপনি নিচে দেয়া স্টেপ গুলো ভালো করে বুঝে নিন।

স্টেপ ১.

সবচে আগে আপনার যেতে হবে creator studio অপশনে আর তার জন্য আপনি নিজের YouTube dashboard থেকে ওপরে ডানদিকে থাকা “profile icon” এ ক্লিক করুন।

প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনি creator studio অপসন দেখতে পাবেন।

স্টেপ ২.

এখন creator studio পেজ যাওয়ার পর আপনি বামদিকে অনেকগুলো options দেখবেন।

আপনাকে সোজাসোজি বামদিকের থেকে “Channel” অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ৩.

এখন চ্যানেলে ক্লিক করার পর সেই পেজে আপনি নিজের ইউটিউবের চ্যানেলের নাম দেখবেন এবং তার নিচে “Verify” বলে একটি লিংক বা লেখা দেখবেন। আপনি সোজাসোজি সেই “verify” লিংকে ক্লিক করুন।

স্টেপ ৪.

এখন verify লিংকে ক্লিক করার পর আপনি পরে “account verification” পেজ দেখবেন।

একাউন্ট ভেরিফিকেশন পেজে আপনি প্রথমে নিজের দেশ (country) সিলেক্ট করে তারপর “text me the verification code” অপশনে ক্লিক করুন।

এরপর নিচে মোবাইল নম্বর বক্সে নিজের মোবাইল নম্বর দিয়ে “submit” অপশনে ক্লিক করুন।

স্টেপ ৫.

এখন, submit অপশনে ক্লিক করার পর আপনার দেয়া মোবাইল নম্বরে একটি verification code SMS এর মাধ্যমে আপনার মোবাইলে যাবে।

আপনাকে সেই verification code ভালোকরে দেখে YouTube মোবাইল নম্বর verification বক্সে দিতে হবে।

এই বাক্সটি আপনি ওপরে স্টেপ ৪ এ submit ক্লিক করার পর দেখতে পাবেন।

নিজের মোবাইলে আশা ভেরিফিকেশন কোড ভালোকরে নম্বর ভেরিফিকেশন বক্সে দিয়ে ok/verify করার পর আপনার ইউটিউব চ্যানেল পুরোপুরি ভাবে active এবং ভেরিফাই হয়ে যাবে।

এখন আপনি “continue” অপশনে ক্লিক করে নিজের চ্যানেল ব্যবহার করতে পারবেন, চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন এবং চ্যানেল ও ভিডিও থেকে টাকা আয় করার জন্য এপলাই (apply) করতে পারবেন।

মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
কিভাবে মোবাইলে ইউটিউব চ্যানেল তৈরি করবেন ? এখন অনেকেই হয়তো কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করছেননা এবং সরাসরি নিজের মোবাইল দিয়ে চ্যানেল বানাতে চাইছেন।

এক্ষেত্রে, অনেক সহজেই আপনারা নিজের চ্যানেল বানাতে পারবেন।

প্রত্যেকটি স্টেপ আমি নিচে একে একে আপনাদের দিয়ে দিচ্ছি।

স্টেপ ১.

সবচে আগেই আপনাকে নিজের মোবাইল থেকে YouTube app-টি open করতে হবে।

App ওপেন করার পর, একেবারে নিচে হাতের দান দিকে “Library” লিখা দেখছেন, সেখানে ক্লিক করুন।

এবার, একেবারে ওপরে হাতের দান দিকে আপনারা নিজের প্রোফাইল আইকন দেখতে পাবেন।

সরাসরি “Profile icon” এর মধ্যে ক্লিক করুন।

স্টেপ ২.

এখন আপনারা নিজের YouTube profile-এর সাথে রিলেটেড প্রত্যেকটি অপসন দেখতে পারছেন।

এবার সবচে প্রথম অপশনে আপনারা “your channel” দেখতে পারছেন।

সরাসরি, Your Channel-এর অপশনে click করুন।

স্টেপ ৩.

এখন, যদি আপনার আগের থেকে কোনো চ্যানেল তৈরি করা নেই, তাহলে Your Channel-এর মধ্যে click করার পর পরের পেজে আপনাকে “Create channel” এর option দেখানো হবে।

এবার create channel-এর মধ্যে click করার সাথে সাথে আপনার প্রথম এবং নতুন ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে।

স্টেপ ৪.

মনে রাখবেন, এখন মাত্র আপনার নতুন ইউটিউব চ্যানেল তৈরি হয়েছে মাত্র।

চ্যানেল তৈরি করার পর সেখানে প্রচুর settings গুলো করতে হবে যেগুলো আপনি সরাসরি YouTube app থেকে করতে পারবেননা।

এর জন্যে আপনাকে Google chrome-এর desktop version ওপেন করে সেটিং গুলো করতে হবে।

ইউটিউবে একটি নতুন চ্যানেল তৈরি করার পর কি কি জরুরি সেটিং করতে হবে, সেগুলো ওপরে আমি আগেই বলে দিয়েছি।

FAQ:
কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো ?
আপনি অনেক সহজে ইউটিউবের ওয়েব সাইট বা মোবাইল এপ্লিকেশন এর দ্বারা কেবল ২মিনিটের মধ্যে নিজের একটি চ্যানেল বানিয়ে নিতে পারবেন।

ইউটিউব চ্যানেল খুলতে কত টাকা লাগবে ?
YouTube হলো Google-এর একটি পরিষেবা যেটা সম্পূর্ণ। তাই, এখানে ভিডিও দেখা এবং চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করা সবটাই সম্পূর্ণ ফ্রি।

ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন কি ?
এটা হলো একটি ইউটিউব চ্যানেল এর অনেক গুরুত্বপূর্ণ অংশ যার মাধ্যমে user-রা আপনার চ্যানেল এর বিষয়ে সংক্ষেপে জেনেনিতে পারে। YouTube SEO-এর ক্ষেত্রেও এই ডেসক্রিপশন অংশ অনেক জরুরি ও গুরুত্বপূর্ণ।

ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন কি ?
চ্যানেল ভেরিভিকেশন এর ক্ষেত্রে আপনাকে নিজের মোবাইল নম্বর দিয়ে সেই নম্বর ভেরিফাই করতে হয়। এই প্রক্রিয়ার দ্বারা আপনি নিজের চ্যানেলকে একটি official channel-এর স্টেটাস দিতে পারবেন।

ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কি ?
ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হলো ইউটিউবের একটি পরিষেবা যার দ্বারা creators-রা নিজের আপলোড করা ভিডিও গুলোতে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করার সুযোগ পান।

উপসংহার
তাহলে বন্ধুরা, আশাকরি আপনারা YouTube channel খোলার নিয়ম, চ্যানেলে ভিডিও কিভাবে আপলোড করবেন এবং চ্যানেল verify কিভাবে করবেন সবটাই আপনারা ভালো করে বুঝে গেছেন।

How create YouTube channel in Bengali-এর সাথে জড়িত কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে অবশই নিচে কমেন্ট করবেন।

এছাড়া, আমাদের আর্টিকেল সত্যি ভালো লেগে থাকলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে এই আর্টিকেল শেয়ার করতে ভুলবেননা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *