Skip to content

কিভাবে ফ্রিতে Google One 2TB Storage নিবেন?

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।

আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে নতুন একটি ট্রিক সেয়ার করবো। কিভাবে Google One 2TB storage নিবেন? মেয়াদ-২মাস।

 

Google One 2TB Storage নিতে কি কি লাগবে?

  • একটি নতুন জিমেইল একাউন্ট, যেটিতে আপনি আপানার প্রয়োজনীয় ফাইল রাখবেন।
    2TB Storage এর মেয়াদ ২মাস

কিভাবে Google One 2TB নিবেন?

প্রথমে Google chrome এ আপনার জিমেইলটি লগিইন করে নিন।

এরপর এখানে ক্লিক করুন এবং Google One এর ওয়েবসাইট এ নিয়ে যাবে।

 

নিচের দিকে স্ক্রোল করুন এবং “AI premium ” 2TB এটাতে Get Offer এ ক্লিক করুন। এবং পারমিশন Allow করে দিন।

এরপর “Add credit or debit card ” এ ক্লিক করুন। এখন এখনে ক্লিক করুন এবং কার্ডগুলো নিয়ে নিন।

এখানে Card Number, Date,CVV এবং এই এড্রেস টি বসিয়ে “Save ” এ ক্লিক করুন। (আইপি বাংলাদেশি)

এরপর “Subscribe” এ ক্লিক করুন। Google one AI Premium Subscribed হয়ে যাবে।

 

আর এইভাবে আপনি Google One 2TB storage নিতে পারবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *