কিভাবে শাওমির রম চিনব?
কাস্টম ও অফিশিয়াল চেনার জন্য শুধুমাত্র অফিশিয়াল টা চিনলেই হবে।অফিশিয়াল বাদে যেটা সেটাই কাস্টম।
সেটিং থেকে এবাউটে ফোনে গিয়ে MIUI Version এ দেখেন কয় ডিজিটের সংখ্যা আছে।শাওমির কোনো স্ট্যাবল রমে ৪ টার বেশি ডিজিট থাকবে না।
অফিশিয়াল রম
Attention :
★MIUI Global 8.1 | Stable
8.1.1.0(MHOMIDI)
এটা অফিশিয়াল গ্লোবাল স্ট্যাবল।☺☺
ব্যাখ্যা: দেখুন এটার রম এর ডিজিট সংখ্যা ৪টি। তাছাড়া এটাতে MHO এর পরে MI.
MI এর মানে হচ্ছে এটা গ্লোবাল।আর প্রথম অক্ষর দিয়ে আপনার এন্ড্রয়েড ভারশন বোঝাবে,যেমন এখানে প্রথম অক্ষর M,অর্থাৎ এই ডিভাইসটি Marshmallow তে রান করছে। যদি L থাকে তাহলে বুঝতে হবে এটি Lollipop এ রান করছে। আর স্ট্যাবল তো এখানে লেখাই আছে।
★MIUI 8.1 | Stable
8.1.1.0(MHOCNDD)
এটা অফিশিয়াল চাইনা স্ট্যাবল।
ব্যাখ্যা:দেখুন এটাতে MHO এর পরে CN আছে। CN মানে চাইনা।
★ MIUI 7 Global 7.1.19 |
Beta
এটা গ্লোবাল বেটা রম।
আর চাইনা বেটা রমে Global লেখাটা থাকবে না।
কাস্টম রম
★★কিন্তু যদি এমন থাকে:
★MIU Global 8.1 | Stable
8.0.1.1.0(MHOMIDI)
দেখুন এটাতে ডিজিট সংখ্যা ৫ টি।এরকম বেশি ডিজিট হলে নিবেন না।
অথবা:
★Miui Global 8.1 | Stable
8.1.1.0(MHOCNDG)
এখানে দেখুন ডিজিট ৪ টাই আছে কিন্তু উপরে লেখা আছে Global.আর MHO এর পরে CN আছে।তার মানে এটা কাস্টম।????এটা থেকে যত সম্ভব দুরে থাকুন।
★Miui 7 Global | Stable by en.xioami.co.u
Miui 8.1.1.0
এরকম থাকলে,কয় ডিজিট আছে MI/CN দেখার কিছু নাই।এরকম থাকলে ওটা কাস্টম রম,কারণ অফিশিয়াল রমে স্ট্যাবল বাই শাওমি কখনও লেখা থাকবে না।
[বি:দ্র:আমি এখানে যে ডিজিট গুলো ব্যাবহার করেছি এগুলো আপনার ফোনের সাথে নাও মিলতে পারে।তাই চিন্তা করার কিছু নাই।আপনি শুধু নিয়ম টা অনুসরণ করবেন।]