বাংলাদেশের অনেকগুলো সিম কোম্পানি রয়েছে, তারমধ্যে জনপ্রিয় সিম কোম্পানি হল গ্রামীণফোন। তো আপনারা অনেকেই এই জিপি সিম ব্যবহার করে থাকেন। কিন্তু grameenphone offer কিভাবে দেখে এটি আপনারা হয়তো অনেকেই জানেন না।
<b>grameenphone offer internet</b> থেকে শুরু করে <b>জিপি ইন্টারনেট অফার কোড</b> রয়েছে যেগুলো জানলে এই সিমের প্রচুর অফার আপনি পেতে পারেন।
<img class=”size-medium wp-image-36326 aligncenter” src=”https://technicalbangla.com/wp-content/uploads/2023/04/জিপি-ইন্টারনেট-অফার-২০২৩-জিপি-সিম-অফার-gp-new-sim-offer-01-460×226.jpg” alt=”” width=”460″ height=”226″ />
তো বন্ধুরা আজকের এই আর্টিকেলটি যদি আপনি ধৈর্য ধরে সম্পন্ন করেন তাহলে <b>জিপি ইন্টারনেট অফার ২০২৩</b> | <b>জিপি কম্বো অফা</b>র | <b>গ্রামীন এমবি অফার</b> সম্পর্কে বিস্তারিত বিষয় জানতে পারবেন।
চলুন তাহলে বেশি কথা না বলে গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ ও অ্যাক্টিভেশন কোড সমূহ জেনে নিই।
<h2 id=”__________GP_new_SIM_offer”>গ্রামীন সিম অফার | GP new SIM offer</h2>
গ্রামীণফোন সিমের যারা সমস্ত অফার জানতে চান তারা এই আর্টিকেলটি একটু শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করুন, নিচে জিপি কম্বো অফার (<b>gp combo offer 2023</b>) বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, ধৈর্য ধরে পড়লে সমস্ত কিছু জানতে পেরে যাবে।
<h2 id=”________GP_offer_code”>জিপি সিম অফার | GP offer code</h2>
জিপি সিমের সপ্তাহিক মাসিক বিভিন্ন প্যাকেজ রয়েছে, যেমন ধরুন ৩ দিন, ৫ দিন, ৭ দিন প্রভৃতি মেয়াদ এর প্ল্যান রয়েছে , এই প্রত্যেকটি প্যাকেজ এবং GP offer code গুলো নিচের বিস্তারিত আলোচনা করা হলো।
<h2 id=”____________________________”>জিপি ইন্টারনেট অফার ২০২৩ | গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ</h2>
<h2 id=”___________________”>গ্রামীন এমবি অফার : সাপ্তাহিক প্যাকেজ</h2>
• ২৮ টাকায় ৫১২ এমবি, মেয়াদ ৩ দিন, এক্টিভেশন কোড *121*3256#
• ৩৭ টাকায় ৫০০ এমবি, মেয়াদ ৩ দিন, এক্টিভেশন কোড *121*3083#
• ৪৬ টাকায় ১ জিবি, মেয়াদ ৩ দিন, এক্টিভেশন কোড *121*3399#
• ৭৭ টাকায় ১ জিবি, মেয়াদ ৭ দিন, এক্টিভেশন কোড *121*3056#
• ৬৯ টাকায় ৩.৫ জিবি, মেয়াদ ৩ দিন, এক্টিভেশন কোড *121*3282#
• ৭৭ টাকায় ১ জিবি, মেয়াদ ৭ দিন, এক্টিভেশন কোড *121*3056#
• ৯৮ টাকায় ২ জিবি, মেয়াদ ৭ দিন, এক্টিভেশন কোড *121*3322#
• ১১৪ টাকায় ৫ জিবি, মেয়াদ ৭ দিন, এক্টিভেশন কোড *121*3344#
• ১৪৮ টাকায় ৮ জিবি, মেয়াদ ৭ দিন, এক্টিভেশন কোড *121*3262#
• ১৯৮ টাকায় ১২ জিবি, মেয়াদ ৭ দিন, এক্টিভেশন কোড *121*3133#
<h2 id=”_________________”>গ্রামীন এমবি অফার : মাসিক প্যাকেজ</h2>
• ৯ টাকায় ১ জিবি, মেয়াদ ২৮ দিন, এক্টিভেশন কোড *5020*2217#
• ৫০ টাকায় ১ জিবি, মেয়াদ ৩০ দিন, এক্টিভেশন কোড *121*3390#
• ২৩৯ টাকায় ১.৫ জিবি, মেয়াদ ৩০ দিন, এক্টিভেশন কোড *121*3027#
• ১৮৯ টাকায় ১ জিবি, মেয়াদ ৩০ দিন, এক্টিভেশন কোড *121*3390#
• ২৮৯ টাকায় ৩ জিবি, মেয়াদ ৩০ দিন, এক্টিভেশন কোড *121*3391#
• ২৯৯ টাকায় ৫ জিবি, মেয়াদ ৩০ দিন, এক্টিভেশন কোড *121*3458#
• ৩৯৯ টাকায় ১০ জিবি, মেয়াদ ৩০ দিন, এক্টিভেশন কোড *121*3392#
• ৪৯৮ টাকায় ১৫ জিবি, মেয়াদ ৩০ দিন, এক্টিভেশন কোড *121*3459#
• ৬৪৯ টাকায় ২৫ জিবি, মেয়াদ ৩০ দিন, এক্টিভেশন কোড *121*3393#
• ৯৯৮ টাকায় ৫০ জিবি, মেয়াদ ৩০ দিন, এক্টিভেশন কোড *121*3394#
<h2 id=”____________”>জিপি বন্ধ সিম অফার ২০২৩</h2>
আপনি যদি ফ্রিতে ইন্টারনেটের আশায় আপনার জিপি সিমটি বন্ধ করে রাখেন তাহলে সেই সিমটি চালু করলে খুবই অল্প টাকাতে জিপি ইন্টারনেট অফার পেয়ে যাবেন সেগুলো বিস্তারিত আলোচনা করা হলো।
<h3 id=”__________________”>জিপি ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার</h3>
জিপি 9 টাকায় ওয়ান জিবি ইন্টারনেট অফার আপনারা তিনবার পাবেন , যদি আপনার সিমটা বন্ধ থাকে তাহলে চালু করলে । তো এর জন্য এই অফারটি আপনার সিম এ আছে কিনা এটি চেক করতে হবে, চেক করার জন্য গ্রামীণফোন ওয়েব সাইটে গিয়ে জিপি মোবাইল নাম্বারটা দিয়ে চেক করতে পারবেন। এছাড়া এই সিমটি মোবাইলে ঢুকিয়ে ওদের কাস্টমার কেয়ারে কল করে বা এসএমএসের মাধ্যমে জানতে পারবেন।
<h3 id=”__________”>জিপি ৫ জিবি ৪৩ টাকা</h3>
জিপি বন্ধ সিম ৪৩ টাকায় ৫ জিবি ডেটা পেয়ে যাবেন এর জন্য গ্রামীণফোন ওয়েব সাইটে গিয়ে আপনার মোবাইল gp নাম্বারটা দিয়ে অফারটা চেক করতে পারেন অথবা, *121*5044# এই কোডটি ডায়াল করে এই অফার চেক করতে পারবেন।
তো বন্ধুরা <b>গ্রামীন সিম অফার 2023</b> বা <b>গ্রামীন সিমের অফার কিভাবে দেখে</b> কিভাবে দেখে এই বিষয়গুলো বুঝতে পারলেন।
<b>Gp স্পেশাল অফার</b> নিয়ে আজকের আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ।