আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা সোজা এবং সহজ ভাবে গুগল পে একাউন্ট খোলার নিয়ম স্টেপ বাই স্টেপ জানবো। কিভাবে গুগল পে একাউন্ট তৈরি করতে হয়, কিভাবে ব্যাংক একাউন্ট লিংক করবেন ? কিভাবে UPI পিন সেট করতে হবে ? এই সম্পূর্ণ বিষয়ে জানার পর, আপনি অনেক সহজেই নিজের একাউন্ট ব্যবহার করে অনলাইনে টাকা পাঠানো এবং টাকা গ্রহণ করার মতো কাজ গুলো করে নিতে পারবেন। গুগল পে দিয়ে টাকা পাঠানো এবং টাকা গ্রহণ করার পাশাপাশি QR code বা UPI ব্যবহার করে অনলাইনে মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট ইত্যাদির মতো কাজ গুলো করতে পারবেন।
একটি android mobile এর সাথে সাথে আপনারা নিজের iPhone এবং iPad এর মধ্যেও Google Pay ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন, নিচে সরাসরি জেনেনেই একটি এন্ড্রয়েড মোবাইলে গুগল পে একাউন্ট কিভাবে খুলবেন।
গুগল পে একাউন্ট খোলার জন্যে কি কি লাগবে ?
এমনিতে Google Pay সম্পূর্ণভাবে ফ্রীতে download করে ব্যবহার করা যাবে। কিন্তু এর জন্যে আপনার ৪টি জিনিসের প্রয়োজন হবে।
এই ৪টি জিনিস আপনার কাছে থাকলে, আপনি ২ মিনিটের মধ্যে কোনো ঝামেলা ছাড়া একটি Google Pay একাউন্ট বানিয়ে নিতে পারবেন।
১. একটি Google account:
আমরা প্রত্যেকেই জানি, Google-এর যেকোনো পরিষেবা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের একটি Gmail account ব্যবহার করতে হবে।
এমনিতে আজকের প্রায় প্রত্যেকের কাছেই একটি জিমেইল একাউন্ট থেকেই থাকে।
২. Internet connection
Google Pay App ব্যবহার করার জন্যে আপনাকে ইন্টারনেটের এর সাথে সংযুক্ত থাকতে হবে।
তবে একেবারে স্লো ইন্টারনেট কানেকশন থাকলে অনেক সময় কিছু সাধারণ সমস্যা হতেই পারে।
তাই, চেষ্টা করবেন যাতে আপনার মোবাইলে ফাস্ট ইন্টারনেট কানেকশন থাকে।
৩. Indian Bank Account
সম্পূর্ণভাবে গুগল পে একাউন্ট সেটআপ করার জন্যে আপনার কাছে একটি ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকাটা জরুরি।
কেননা, গুগল পে দ্বারা আপনার bank account-টিকে UPI-এর সাথে লিংক করার পর, আপনি সমস্ত অনলাইন আর্থিক লেনদেন গুলো করতে পারবেন।
মনে রাখবেন, Google Pay account তৈরি করার জন্যে আপনার কাছে নিজের সেই bank account-এর একটি debit card থাকাটা জরুরি।
৪. একটি মোবাইল নম্বর
আপনার কাছে একটি একটিভ Indian (+91) মোবাইল নম্বর থাকতে হবে যেটা আপনার bank account-এর সাথে registered রয়েছে।
মানে, আপনার ব্যাংক একাউন্ট এর মধ্যে যেই মোবাইল নম্বর দেওয়া আছে, সেই নম্বর আপনাকে ব্যবহার করতে হবে।
এছাড়া খেয়াল রাখবেন যাতে আপনার সেই নম্বর থেকে outgoing SMS এর পরিষেবা চালু রয়েছে।
অনেক সময় অনেক মোবাইল রিচার্জ প্যাক গুলোর সাথে outgoing SMS দেওয়া হয়না, তাই এই বিষয়ে খেয়াল রাখবেন।
কিভাবে গুগল পে একাউন্ট তৈরি করবেন । একাউন্ট সেটআপ
মোবাইলে গুগল পে সেট আপ করার জন্যে, ওপরে আমি যা যা প্রয়োজনীয় জিনিস গুলোর বিষয়ে বলেছি সেগুলো যদি আপনার কাছে আছে, তাহলে নিচে বলে দেওয়া ধাপ গুলো অনুসরণ করে সরাসরি একাউন্ট বানিয়ে নিতে পারবেন।
১. Google Pay Download করুন
সবচে আগেই আপনাকে নিজের স্মার্টফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
যদি আপনি আগের থেকেই ডাউনলোড করে রেখেছেন, তাহলে খেয়াল রাখবেন যাতে আপনার কাছে আপডেটেড ভার্সনটি রয়েছে।
আজকাল প্রায় প্রত্যেক Android mobile গুলোতে গুগল পে আগের থেকেই ইনস্টল করা থাকে।
তবে, কার্যকারিতা এবং নিরাপত্তার ক্ষেত্রে আপনাকে Google Pay-এর Latest ভার্সনটি ব্যবহার করা জরুরি।
Android mobile এর ক্ষেত্রে Google Play Store এর মধ্যে গিয়ে Google Pay App ডাউনলোড করে নিতে হবে।
২. মোবাইল নম্বর যোগ করুন
মোবাইলে অ্যাপ ডাউনলোড করার পর সরাসরি অ্যাপটি ওপেন করুন।
এখন আপনাকে একটি Indian (+91) phone number যোগ করতে হবে।
যেই মোবাইল নম্বর দিচ্ছেন সেটা যাতে আপনার bank account-এর সাথে রেজিস্টার্ড থাকে সেটা মনে রাখবেন।
কারণ, এর পর আপনার দিয়ে দেওয়া মোবাইল নম্বর এর মাধ্যমে এসএমএস পাঠিয়ে আপনার bank account verify করা হবে।
মোবাইল নম্বর দিয়ে নিচে “continue” বাটনে ক্লিক করুন।
৩. গুগল একাউন্টে লগইন করুন
এবার আপনাকে Choose an account-এর একটি পেজ দেখানো হবে যেখানে আপনি আপনার মোবাইলে রেজিস্টার থাকা Gmail account গুলো দেখতে পারবেন।
আপনি সরাসরি একটি জিমেইল একাউন্ট সিলেক্ট করে নিন।
ওপরে আপনি আপনার জিমেইল একাউন্ট এবং মোবাইল নম্বর দুটোই দেখতে পারবেন।
এখন শেষে নিচে থাকা “Accept and continue” বাটনে click করুন।
৪. Mobile number verify
এখন আপনি আপনার দিয়ে দেওয়া মোবাইল নাম্বারে একটি OTP (One Time Password) পাবেন।
এই ধাপে আপনাকে কিছু করতে হবেনা।
আপনার মোবাইলে চলে আসা OTP নিজে নিজে গুগল পে অ্যাপ এর দ্বারা রিড করে নম্বর ভেরিফাই করে নেওয়া হবে।
তবে যদি নিজে নিজে OTP verify হচ্ছেনা, তাহলে SMS inbox এর মধ্যে থেকে দেখে সঠিক OTP-টি দিয়ে দিন।
এখন আপনার একটি Basic Google Pay Account তৈরি হয়ে গিয়েছে।
তবে, এখন আপনি টাকা পাঠানো বা ব্যাংক একাউন্ট এর মধ্যে টাকা গ্রহণ করা বা বিল পেমেন্ট এর মতো সুবিধা গুলো ব্যবহার করতে পারবেননা।
কারণ, এখনো আপনার একাউন্ট এর মধ্যে একটি Bank account যোগ করা হয়নি। গুগল পের সাথে ব্যাংক একাউন্ট লিংক প্রক্রিয়া সম্পূর্ণ করার পর, আপনি অবশই যেকোনো ধরণের transaction করতে পারবেন।
গুগল পে সাথে ব্যাংক একাউন্ট লিংক করার নিয়ম
স্টেপ ১.
নিজের গুগল পে অ্যাপ ওপেন করার পর হোম পেজের মধ্যে আপনারা “Add bank account” এর একটি অপসন দেখতে পাবেন সেখানে click করুন। বা, একেবারে ওপরে হাতের ডান দিকে থাকা নিজের profile icon এর মধ্যে click করলেও set up payment methods লেখার নিচে bank account যোগ করার অপসন পাবেন।
স্টেপ ২.
এখন আপনারা একটি পেজ দেখবেন যেখানে ভারতের প্রায় প্রত্যেকটি bank এর নাম রয়েছে।
আপনার bank account যেই ব্যাংক এর সাথে রয়েছে সরাসরি সেই ব্যাংক এর লোগোতে click করুন।
আপনি যদি আপনার bank-এর নাম খুঁজে পাচ্ছেননা তাহলে ওপরে থাকা search box-এর মধ্যে লিখে নামটি সার্চ করতে পারবেন।
স্টেপ ৩.
নিজের Bank-টি সিলেক্ট করার পর আপনাকে add bank account এর একটি notification দেখানো হবে।
আপনি সরাসরি নিচে থাকা “Continue” বাটনে click করুন।
এরপর Gpay আপনার মোবাইলের থেকে কিছু অনুমতি চাইবে। আপনি সরাসরি “Allow” তে click করতে হবে।
স্টেপ ৪.
ব্যাংক সিলেক্ট করার পর, যদি আপনার মোবাইলে একাধিক মোবাইল নম্বর (dual sim) রয়েছে, তাহলে আপনাকে সেই মোবাইল নম্বরটি (SIM) সিলেক্ট করার জন্যে বলা হবে যেটি আপনার সিলেক্ট করা bank account-এর সাথে রেজিস্টার বা লিংক করা আছে।
SIM-টি সিলেক্ট করার পর নিচে থাকা “Continue” বাটনে click করুন।
স্টেপ ৫.
Continue বাটনে click করার সাথে সাথে আপনার Gpay আপনার মোবাইল থেকে SMS পাঠানোর জন্যে অনুমতি চাইবে। সরাসরি “Allow” তে click করে অনুমতি দিতে হবে। মনে রাখবেন, আপনার সিলেক্ট করা SIM-এর মধ্যে যাতে outgoing SMS এর সুবিধা চালু থাকে।
Allow করার সাথে সাথে আপনার মোবাইল থেকে একটি SMS পাঠানো হবে এবং Google Pay নিজে নিজেই আপনার মোবাইল নাম্বার এর সাথে লিংক থাকা ব্যাংক একাউন্টটি খুঁজে সেটাকে ভেরিফাই করবে। এর জন্যে আপনাকে কিছু সেকেন্ড অপেক্ষা করতে লাগতে পারে।
স্টেপ ৬.
এখন, কিছু সেকেন্ড অপেক্ষা করার পর আপনার গুগল পে একাউন্টের সাথে আপনার ব্যাংক একাউন্ট যোগ বা লিংক করে দেওয়া হবে।
UPI PIN যোগ করুন
Bank account link হয়ে যাওয়ার পর এখন আপনাকে UPI PIN number সেট করতে হবে। UPI PIN সাধারণত ৬ অংকের একটি সংখ্যা।
UPI pin, আপনারা নিজের Google Pay App-থেকে যেকোনো ধরণের পেমেন্ট করার সময় ব্যবহার করতে হয়।
মানে, UPI-এর মাধ্যমে যেকোনো ট্রান্সেকশন গুলো করার ক্ষেত্রে আপনাকে এই UPI PIN ব্যবহার করতে হবে।
UPI number set করার জন্যে আপনি “Set UPI number” বাটনে click করুন।
এখন আপনাকে আপনার Bank এর ATM/Debit Card এর শেষে থাকা ৬টি সংখ্যা দিয়ে দিতে বলা হবে। সাথে নিচে ATM card এর expiry date আপনাকে দিতে হবে। এই তথ্য গুলো আপনি আপনার debit card-এর মধ্যেই পেয়ে যাবেন।
সবটা দেওয়ার পর নিচে থাকা NEXT বাটনে click করুন।
এবার আপনার মোবাইলে ৬টি সংখ্যার একটি OTP চলে আসবে। সেই OTP-টি স্ক্রিনে টাইপ করতে হবে এবং OK বাটনে click করতে হবে।
এখন আপনাকে ৬ ডিজিটের একটি UPI pin স্ক্রিনে দিয়ে দিতে হবে। আপনি আপনার হিসেবে যেকোনো ৬টি সংখ্যা দিয়ে নিচে OK বাটনে click করুন।
যেই UPI pin দিয়েছেন সেটাকে আবার Confirm UPI pin-এর পেজে দিয়ে দিতে বলা হবে। সেই একই UPI pin আবার দিয়ে দিন এবং OK-তে click করুন।
এখন কিছু সেকেন্ড পর আপনার দিয়ে দেওয়া UPI pin সেট হয়ে যাবে।
এখন আপনি সম্পূর্ণ সঠিক ভাবে নিজের গুগল পে একাউন্ট তৈরি করে নেওয়ার সাথে সাথে, গুগল পে তে ব্যাংক একাউন্ট লিংক এবং UPI number সেট করা, প্রত্যেকটি প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন।
এখন, আপনি নিজের Google Pay App থেকে যেকোনো ধরণের আর্থিক লেনদেন করতে পারবেন।
QR code scanning এর মাধ্যমে টাকা পাঠানো, সরাসরি কোনো মোবাইল নম্বরে টাকা পাঠানো, কারো ব্যাংক একাউন্টে টাকা পাঠানো বা অন্যের UPI আইডিতে টাকা পাঠানোর মতো কাজ গুলো অনেক সহজে গুগল পে থেকে করতে পারবেন।
উপসংহার,
তাহলে বন্ধুরা, গুগল পে একাউন্ট খোলার নিয়ম কি ? কিভাবে ব্যাংক একাউন্ট লিংক করবেন ? কিভাবে UPI pin সেট করতে হবে ? সবটা আমরা আমাদের আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানালাম। How to create google pay account নিয়ে যদি আপনাদের কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়া, আর্টিকেলটি সত্যি ভালো লেগে থাকলে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেননা।