আপনারা কিন্তু অনেকেই নগদ <u><a href=”https://www.mytechnicalbangla.com/2021/09/blog-post.html” target=”_blank” rel=”noopener”>মোবাইল ব্যাংকিং</a></u> ব্যবহার করে থাকেন, কিন্তু <b>নগদ একাউন্ট দেখার নিয়ম</b> বা নগদ একাউন্টে কত টাকা রয়েছে সেটা কিভাবে দেখতে হয় আপনারা অনেকেই জানেন না।
তো আজকে রাতে যদি আপনারা ধৈর্য ধরে সম্পন্ন করেন তাহলে <b>নগদ মোবাইল ব্যাংকিং ব্যালেন্স চেক কোড</b> কি বা <b>নগদ একাউন্ট কোড</b> কি এ বিষয়টি জানতে পারবেন।
<img class=”size-medium wp-image-36323 aligncenter” src=”https://technicalbangla.com/wp-content/uploads/2023/04/নগদ-একাউন্ট-দেখার-নিয়ম-2023-নগদ-কোড-নাম্বার-how-to-check-nagad-account-01-460×226.jpg” alt=”” width=”460″ height=”226″ />
চলুন তাহলে বেশি কথা না বলে<b> নগদ একাউন্ট দেখার নিয়ম bangladesh</b> এই বিষয়টি জেনে নিই।
<h2 id=”________________nagad_balance_check_code_”>নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২৩ | nagad balance check code</h2>
<b>নগদ ব্যালেন্স চেক</b> এটি আপনারা প্রত্যেকেই আপনার হাতে থা কে স্মার্টফোন দিয়ে করতে পারবেন। তো <b>nagad balance check </b>করার দুটি মাধ্যম রয়েছে ,
<b>১. nagad ussd code ডায়াল করে।</b>
<b>২. নগদ app এর মাধ্যমে।</b>
তো এই দুটি উপায়ে নগদ একাউন্ট দেখার যে পদ্ধতি সেটি নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
<h3 id=”__nagad_ussd_code_______”>১. nagad ussd code ডায়াল করে :</h3>
তো নগদ একাউন্ট দেখার জন্য আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে যাবেন তারপর *১৬৭# এই কোডটি ডায়াল করবেন।
তারপর আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন, তো 7 নম্বর অপশনে My Nagad লিখা দেখতে পাবেন। তো আপনাদেরকে 7 টাইপ করতে হবে।
এবং তার পরের পেজে অনেকগুলো অপশন দেখতে পাবেন , তো নগদ ব্যালেন্স চেক করার জন্য Ballence Enquiry লেখা একটা অপশন দেখতে পাবেন, তো 1 প্রেস করে balance ইনকোয়ারি অপশনটা সিলেক্ট করে নিবেন।
তারপর সর্বশেষ স্টেপে <b>nagad check</b> করার জন্য আপনাদেরকে নগদ একাউন্টের পিন নাম্বার দিয়ে সেন্ড বাটনে ক্লিক করতে হবে।
তারপর কিন্তু আপনারা জানতে পারবেন আপনার নগদ একাউন্টে কত টাকা রয়েছে। তো এভাবে কিন্তু আপনারা <b>nogod code</b> এর মাধ্যমে ব্যালেন্স চেক করতে পারবেন ।
<h3 id=”____app_______”>২. নগদ app এর মাধ্যমে :</h3>
আপনি কিন্তু আরও সহজতর উপায়ে নগদ অ্যাপ দিয়ে nagad account check করতে পারবেন।
তো এর জন্য আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে নগদ অ্যাপ ডাউনলোড করতে হবে ।
ডাউনলোড করার পর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে নগদ অ্যাপ টি লগইন করতে হবে।
তারপর tap for balance এ ক্লিক করে nagad balance check করতে পারবেন, অর্থাৎ নগদ একাউন্টে কত টাকা আছে সেটি জানতে পারবেন।
<h2 id=”________________”>নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম</h2>
<b>নগদ উপবৃত্তির টাকা দেখার </b>দেখার জন্য অর্থাৎ <b>নগদ স্টেটমেন্ট চেক</b> করার জন্য দুটি উপায় রয়েছে ।
<h3 id=”____________________”><b>১. </b>ডায়াল করে নগদ স্টেটমেন্ট দেখার নিয়ম</h3>
আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে *১৬৭# এই কোডটি ডায়াল করবেন।
তারপর 7 প্রেস করে my nagad অপশনটি সিলেক্ট করে নিবেন।
এবং তার পরের পেজে 2 প্রেস করে mini statement অফশনটি সিলেক্ট করতে হবে।
তারপর একাউন্টের পিন দিলেই nagad statement check করতে পারবেন ।
<h3 id=”_______________________”><b>২. </b>অ্যাপের মাধ্যমে নগদ স্টেটমেন্ট দেখার নিয়ম</h3>
তো নগদ অ্যাপসটি লগইন করে একদম নিচের দিকে চারটি অপশন দেখতে পাবেন, এবং দুই নাম্বার অপশনে transaction লিখা দেখতে পাবেন।
তো ট্রানজেকশন অপশনে ক্লিক করে নগদ স্টেটমেন্ট দেখতে পাবেন।
তো বন্ধুরা এভাবে কিন্তু খুব সহজেই আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে <b>nagad balance check</b> করতে পারবেন।
তো<b> নগদ একাউন্ট দেখার নিয়ম</b> নিয়ে আজকের এই আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ।