Hello World!
কি অবস্থা সবার? আবারো হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।
এই পোস্টটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে যেকোনো বড় বড় Image File কে Quality Loss ছাড়াই Compress করতে পারবেন।
আমি জানি এর আগেও অনেক পোস্ট হয়েছে এটা নিয়ে কিন্তু আমি যে App গুলোর কথা বলবো সেগুলো আমি দেখিনি ওয়েবসাইটে।
তাই যদি কেউ দেখে থাকেন তো আমাকে জানাবেন।
আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল টপিকে।
এর জন্যে আমাদের যা যা লাগবে :
১) একটি Android Device, Tablet অথবা Emulator এ Run করা Android Operating System
২) দুইটি App
1. FF Share
2. Qreduce Multi
এবার আসি বিস্তারিত সবকিছুতে।
প্রথম App টি একটি Open Source App. তাই এটি অবশ্যই Trusted. এই App টি আপনারা Emergency তে কাউকে কোনো ছবি পাঠাতে ব্যবহার করতে পারেন।
এর জন্যে আপনি যেকোনো Image Share এ ক্লিক করে ff share এ ক্লিক করলেই আপনার ইচ্ছামতো সাইজে Image টিকে Compress করতে পারবেন।
তবে ধরুন 4k image এর size 10 mb এটাকে আবার 10kb বানিয়ে ফেলবেন না যেন। 10 mb কে 1-2 mb বা একটু কম বেশি করলে Quality খুব একটা লস হবে না।
তবে একেবারে 1 mb theke 1 kb তে করে ফেললে সেটা pixelated হয়ে যাবে এটাই স্বাভাবিক।
তো যাই হোক নিচের স্ক্রিনশট দুটি দেখুন একটা 674×900 resolutioj এর image এর size 576 kb কে একই resolution এ রেখে Quality Loss করা ছাড়াই 83 kb তে convert করে ফেলেছি কয়েক মিলি সেকেন্ডে।
Screenshots :
এবার আসি Qreduce Multi তে। এটা কেমন আর এটা কেমন কাজে দেয়?
এটা আগের App টা থেকে আরেকটু advanced. কিরকম?
চলুন দেখা যাক।
(১) এটাতে আপনি একসাথে অনেক ছবি compress করতে পারবেন।
(২) Compress এর সময় ছবি Crop করতে পারবেন।
(৩) ইচ্ছামতো file size ও quality নির্ধারন করে দিতে পারবেন।
(৪) এছাড়াও Settings থেকে photo crop feature টি disable ও করে দিতে পারবেন।
(৫) সাথে Compressed Picture গুলোর History ও দেখতে পারবেন।
এটারও Lossless Quality & Size আপনি নিচের ছবিতে প্রমানসহ দেখতে পাবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে পরের কোনো পোস্টে।
ততক্ষনের জন্যে সাথেই থাকুন।
ধন্যবাদ।