পিন্টারেস্ট কি ? What is Pinterest in Bangla – আপনি পিন্টারেস্ট সম্পর্কে জানতে চান? যাক আমি আপনার মতো একজন মানুষকে খুজছি যেই মানুষটা Pinterest সমন্ধে জানতে ইচ্ছুক। আর যেহুতু আপনি এই আর্টিকেলে চলে এসেছেন তাই আপনার সাথেই একটু বিস্তারিত আলোচনা করা যাক।
বর্তমান বিশ্বে যতো গুলো সোশ্যাল মিডিয়া আছে সেগুলোর মধ্যে পিন্টারেস্ট হলো জনপ্রিয় একটি সোশ্যাল প্লাটফর্ম। আর যতোই দিন অতিবাহিত হচ্ছে, এর জনপ্রিয়তা ঠিক ততোটাই বৃদ্ধি পাচ্ছে।
আপনি জানলে অবাক হবেন, আজকের দিনে পিন্টারেস্ট ব্যবহারকারীর সংখ্যা প্রায় বিলিয়ন এর ঘরে পৌঁছে গেছে, যেখানে আপনার বা আমার মতো অনেক মানুষ এই সোশ্যাল প্লাটফর্ম এর সাথে যুক্ত হয়েছে।
আর ডিজিটাল যুগে এসেও যদি আপনি এই Social Platform এর সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে ধরে নিবেন, আপনি এখনও সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে পারেননি৷
তো সময়ের সাথে আপনি নিজেকে কতটুকু পরিবর্তন করতে পেরেছেন সেটা আজকের আলোচিত বিষয় নয়।
বরং “পিন্টারেস্ট কি” এবং “কেন আপনি পিন্টারেস্ট ব্যবহার করবেন” সে নিয়ে বিষদভাবে আলোচনা করবো।
[💡PRO TIPS: কিভাবে আপনি পিন্টারেস্ট থেকে ইনকাম করতে পারবেন, সে নিয়েও আজকের আর্টিকেলে ধারনা দেয়ার চেস্টা করবো।]
তো যদি আপনার পিন্টারেস্ট সম্পর্কে জানার আগ্রহ থাকে, তাহলে আজকের সম্পূর্ন আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন।
কথা দিচ্ছি, আজ থেকে আপনি Pinterest সম্পর্কে অনেক অজানা বিষয় সম্পর্কে জানতে পারবেন।
পিন্টারেস্ট কি? (What is Pinterest in Bangla)
বর্তমান বিশ্বে অনেক ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে যেমন, Facebook, Twitter, LinkedIn ইত্যাদি। এগুলোকে এমনিতে আমরা সামাজিক যোগাযোগ এর মাধ্যম বলে থাকি।
ঠিক তেমনি পিন্টারেস্ট হলো এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম।
এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বেশিরভাগ সময় ফটো আপলোড করার জন্য Pinterest কে এক কথায় ফটো শেয়ারিং মিডিয়া ও বলা হয়ে থাকে।
তবে এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শুধুমাএ ফটো শেয়ারিং নয় বরং আপনি আরও অনেক কিছু আপলোড করতে পারবেন।
যেমন, Video, Gif, images সহো অনেক কিছু।
তবে এক কথায় বললে, Pinterest হলো একটি image sharing এবং media service platform যেখানে image এর মাধ্যমে ইন্টারনেটে বিভিন্ন তথ্য গুলোকে save, share এবং search করা হয়।
তবে বেশিরভাগ মানুষ এখানে ইমেজ আপলোড করতে পছন্দ করে।
পিন্টারেস্ট এর ইতিহাস (History of Pinterest)
পিন্টারেস্ট এর ইতিহাস ঘাটলে আপনি দেখতে পারবেন যে ২০১০ সালের মার্চ মাসে এর যাএা শুরু হয়।
এই শুভ যাএার পেছনে পল শিয়ারা, ইভান শার্প, বেন সিলভারমান এর যথেষ্ট ভূমিকা রয়েছে।
কারন তাদের হাত ধরেই এই সোশ্যাল প্লাটফর্ম এর সূচনা হয়েছিলো।
এরপর ধীরে ধীরে আমাদের মতো সাধারন আমজনতা জানতে পারে যে Pinterest নামেও কোনো একটি সোশ্যাল সাইট রয়েছে।
এবং এরপর একপর্যায়ে এই সাইটের ব্যবহারকারীর সংখ্যা ক্রমেই বেড়ে যেতে থাকে।
সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এই প্লাটফর্মটি ২০১০ সালের মার্চ মাসে তৈরি করার হলেও, ২০১১ সালের ডিসেম্বর মাসের মধ্যে Social media Website এর টপ লিষ্টের মধ্যে জায়গা করে নিয়েছিলো।
কারন প্রায় এক বছর সময়ের মধ্যেই এই প্লাটফর্ম এর ইউজারের সংখ্যা ছিলো প্রায় ১১ মিলিয়ন, যা উক্ত সময়ে সত্যিই অবিশ্বাস্য একটি বিষয় ছিলো।
আর সেই ধারাবাহিকতায় ২০১৫ সালের এপ্রিল মাসে পিন্টারেস্ট এর Alexa Ranking ৩৭ এ পৌঁছে যায়।
চলুন এবার আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করি।
কেন পিন্টারেস্ট ব্যবহার করবেন?
তো এতোক্ষণ ধরে আমরা জানলাম যে, পিন্টারেস্ট আসলে কি এবং কিভাবে এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার উৎপওি হয়েছিলো।
এবার আমরা জানবো, যদি আপনি এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম কে ব্যবহার করেন, তাহলে আপনি কি কি বেনিফিট পাবেন।
আপনি যদি পিন্টারেস্ট ব্যবহার করেন, তাহলে আপনি অনেক দিক থেকে সুবিধা ভোগ করতে পারবেন।
তার মধ্যে উল্লেখযোগ্য কিছু সুবিধা সম্পর্কে ছোট্ট করে জেনে নেয়া যাক।
#No-1: For Website Traffic
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি পিন্টারেস্ট ব্যবহার করেন, তাহলে আপনি আপনার ওয়েবসাইট এর জন্য প্রচুর পরিমানে ভিজিটর নিয়ে আসতে পারবেন, যা আপনার ওয়েবসাইট এর ইনকাম এর জন্য অনেক হেল্পফুল হবে।
মূলত যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন কিংবা ব্লগিং সেক্টর এর সাথে যুক্ত আছেন, তারা ভালো করেই জানেন যে ভিজিটর কোনো একটি ওয়েবসাইট বা ব্লগ এর জন্য কতটা গুরুত্বপূর্ণ।
যেসব ওয়েবসাইটে ভিজিটর থাকে না সেসব ওয়েবসাইট থেকে কোনো প্রকার ইনকাম জেনারেট করা সম্ভব না।
অপরদিকে যদি আপনি সঠিকভাবে পিন্টারেস্ট ব্যবহার করেন, তাহলে আপনি সেখান থেকে প্রচুর পরিমানে ভিজিটর আপনার ওয়েবসাইট বা ব্লগে নিয়ে আসতে পারবেন।
No-2: For Website Backlink
যখন আপনি কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখন অবশ্যই আপনি এসইও সম্পর্কে জেনে থাকবেন।
আর এসইও এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো Backlink. যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিন এর টপ পজিশনে নিয়ে আসতে পারবেন।
কারন যতোক্ষন না আপনার ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিন এর টপ পজিশনে নিয়ে আসতে না পারবেন৷ ততোক্ষন পর্যন্ত আপনি আপনার কাঙ্ক্ষিত ভিজিটর পাবেন না।
আর ভিজিটর না থাকলে আপনি সেই ওয়েবসাইট থেকে কোনো ভাবে ইনকাম করতে পারবেন না।
অপরদিকে আপনি যদি পিন্টারেস্ট ব্যবহার করেন তাহলে আপনি খুব সহজেই আপনার Website এর জন্য ব্যাকলিংক তৈরি করে নিতে পারবেন।
যা আপনার ওয়েবসাইট বা ব্লগের এসইও অপটিমাইজেশন এ অনেক হেল্পফুল হবে।
#No-3: For Sponsorship
মনে করুন আপনার একটি পিন্টারেস্ট একাউন্ট আছে এবং আপনার সেই Account এ প্রচুর পরিমানে ফলোয়ার আছে।
আপনি চাইলে বেশি ফলোয়ার থাকা সেই একাউন্ট থেকে স্পন্সরশীপ থেকেও টাকা ইনকাম করতে পারবেন।
যখন আপনার একটি বেশি Follower থাকা পিন্টারেস্ট একাউন্ট থাকবে তখন আপনি বিভিন্ন কোম্পানি বা উদ্যোক্তাদের পন্য সামগ্রী কে পেইড স্পন্সরশীপ করাতে পারবেন।
এবং এর বিনিময়ে আপনি বেশ ভালো পরিমানে ইনকাম জেনারেট করতে পারবেন।
#No-4: For Affiliate Marketing
পিন্টারেস্ট থেকে ইনকাম করার আরও একটি পথ আছে।
চাইলে আপনিও এফিলিয়েট মার্কেটিং করে বিপুল পরিমানে টাকা ইনকাম করতে পারবেন।
আর আপনার মতো এমন অনেক মানুষ আছে যারা এই পদ্ধতি অবলম্বন করে বেশ ভালো পরিমানে ইনকাম জেনারেট করতে পারছে।
সেজন্য আপনি কোনো অনলাইন শপ বা ই-কমার্স এর এফিলিয়েন প্রোগ্রামে যুক্ত হবেন।
যেমন, Amazon, Daraz, Bd Shop ইত্যাদি।
এরপর আপনার এফিলিয়েট লিংক কে পিন্টারেস্ট একাউন্টে পিন করে রাখবেন।
এখন আপনার সেই এফিলিয়েট লিংকে ক্লিক করে কেউ যদি কোনো পন্য কিনে নেয়, তাহলে আপনি সেই পন্য বিক্রি করার বিনিময়ে কিছু পরিমান টাকা কমিশন হিসেবে নিতে পারবেন৷
আর এভাবে আপনি যতো বেশি প্রোডাক্ট সেল করতে পারবেন আপনার ইনকাম এর পরিমান ঠিক ততো বেশি হবে।
কিভাবে পিন্টারেস্ট ব্যবহার করবেন?
কেন আপনি পিন্টারেস্ট ব্যবহার করবেন, আশা করি সে সম্পর্কে একটা ক্লিয়ার ধারনা পেয়ে গেছেন।
আর না বুঝতে পারলে পুনরায় আরেক বার লেখাটি পড়ে নিন যেন পরবর্তী আলোচনা গুলো আপনার বুঝতে সুবিধা হয়।
যদি আপনি পিন্টারেস্ট ব্যবহার করতে চান এবং পিন্টারেস্ট থেকে ইনকাম করতে চান তাহলে সবার আগে আপনাকে একটি Pinterest Account Create করতে হবে।
তাহলে এর পর আপনি এই social media platform টিকে ব্যবহার করতে পারবেন।
চলুন এবার জেনে নেই যে, কিভাবে আপনি সঠিকভাবে একটি Pinterest Account তৈরি করবেন।
How To Create Pinterest Account?
সাধারনত পিন্টারেস্ট এ দুই ধরনের একাউন্ট তৈরি করা হয়ে থাকে।
একটি হলো, Normal Account এবং আরেকটি হলো Business Account.
যদি আপনি একটি নরমাল পিন্টারেস্ট একাউন্ট তৈরি করতে চান তাহলে নিচের স্টেপ গুলো অনুসরন করুন।
💡STEP-1: সবার আগে আপনাকে একটি browser এ যেতে হবে এবং এরপর সার্চ করতে হবে (www.pinterest.com).
💡STEP-2: এরপর আপনি সাইন আপ বাটন দেখতে পারবেন। আপনি সেই Sign Up বাটনে ক্লিক করুন।
💡STEP-3: এবার আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন। যেমন, আপনি চাইলে আপনার Gmail অথবা Facebook একাউন্ট এর মাধ্যমেও এখানে সাইন আপ করে নিতে পারবেন।
💡STEP-4: এরপর আপনি আপনার নাম টি বসিয়ে দিবেন। অর্থ্যাৎ আপনি আপনার Pinterest Account এর প্রোফাইলে যে নামটি শো করতে চান। সেটি উক্ত বক্স এ বসিয়ে দিবেন।
💡STEP-5: নেক্সট স্টেপে আপনাকে আপনার Country এবং Language সিলেক্ট করতে বলতে। আপনি আপনার দেশ ও ভাষা সিলেক্ট করে দিন।
💡STEP-6: সর্বশেষ ধাপে তারা আপনার কিছু পছন্দের টপিক সমন্ধে জানতে চাইবে। অর্থ্যাৎ আপনি আসলে কোন কোন বিষয় এর প্রতি interested, তা আপনাকে সিলেক্ট করে দিতে হবে।
পিন্টারেস্ট এর সাথে জড়িত শব্দ
যদি আপনি পিন্টারেস্ট ব্যবহার করতে চান তাহলে আপনাকে বেশ কিছু বিষয় সম্পর্কে জেনে নিতে হবে।
উদাহরন হিসেবে, কেউ যখন ফেসবুক ব্যবহার করে তখন সেই মানুষটিকে ফেসবুক এর বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে হয়। যেমন, Like, Comment, Share, Post ইত্যাদি।
ঠিক একইভাবে যখন আপনি পিন্টারেস্ট ব্যবহার করবেন তখন আপনাকে বেশ কিছু বিষয় সম্পর্কে জেনে নিতে হবে।
চলুন এবার সেই বিষয় গুলো সম্পর্কে জেনে নেয়া যাক।
#No-1: PINS
যখন আপনি নিজে থেকে আপনার একাউন্টে কোনো photo, Video আপলোড করবেন।
তখন সেটিকে বলা হবে পিনস (Pins).
মনে করুন আপনি আপনার বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেলেন।
তারপর সেখানে কিছু পিক তুলে সেগুলোকে নিজের পিন্টারেস্ট প্রোফাইলে আপলোড করলেন।
এখন আপনার আপলোড করা এই পিক গুলো কে বলা হবে, Pinterest Pins.
#No-2: BOARDS
পিন্টারেস্ট এর সবচেয়ে মজার বিষয় হলো Boards.
যখন আপনি এক বা একাধিক কোনো pins কে নির্দিষ্ট কোনো ক্যাটগরিতে জমা করে রাখবেন, তখন উক্ত পিনস গুলোকে বলা হবে বোর্ডস (Boards).
#No-3: FOLLOWER
আমরা যারা ফেসবুক বা টুইটার ব্যবহার করি তারা অবশ্যই ফলোয়ার শব্দটির সাথে পরিচিত হয়ে থাকবেন।
ঠিক তেমনি পিন্টারেস্ট একাউন্টেও কাউকে ফলো করার অপশন রয়েছে।
এখানে আপনি চাইলে অন্যান্য profile গুলোকে Follow করতে পারবেন অথবা অন্য কেউ চাইলে আপনাকে ফলো করতে পারবে।
#No-4: Re PINS
যখন আপনি আপনার পিন্টারেস্ট একাউন্টে অন্য কারো Pins কে পুনরায় আপনার নেটওয়ার্ক এ শেয়ার করবেন।
তখন তাকে বলা হবে, Repin.
আপনি চাইলে অন্যান্য ব্যক্তিদের পিন গুলোকে রিপিন করতে পারবেন।
আবার অন্য কেউ চাইলে আপনার পিন গুলোকে Repin করতে পারবে।
#No-5: REACT
ফেসবুক এ যখন অন্য কারো পোষ্ট আমাদের ভালো লাগে তখন আমরা উক্ত পোষ্টে Like, Comment করে থাকি।
ঠিক একইভাবে পিন্টারেস্ট এ যখন আপনার কোনো পিন ভালো লাগবে, তখন আপনি সেই Pin কে Love React দিতে পারবেন।
আমাদের শেষকথা
“Pinterest কি” এবং “কেন আপনি পিন্টারেস্ট ব্যবহার করবেন” -আশা করি সে সম্পর্কে ক্লিয়ার ধারনা পেয়ে গেছেন।
এরপরও যদি আপনার Pinterest সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।
আমি আপনার কমেন্ট এর অপেক্ষায় থাকবো।
যদি আমাদের আর্টিকেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।