Skip to content

প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিভাবে করবেন ? (Aadhar Pan link in Bengali)

কেন্দ্র সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে যারা এখনো প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি তারা খুব তাড়াতাড়ি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে ফেলুন। আজকের আর্টিকেলে মূলত আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে প্যান কার্ড আধার লিঙ্ক বা আধার কার্ড প্যান কার্ড সংযুক্তিকরণ করবেন (Pan Aadhar link online)।

তো এর জন্য আপনাদেরকে ইনকাম ট্যাক্স এর ওয়েবসাইটে চলে যেতে হবে বা আপনারা e-filing এই ওয়েবসাইট টি টে ক্লিক করবেন ।

Step: 1

আপনারা প্রথমে e-filing এই ওয়েব সাইটটি ওপেন করবেন ।

Step: 2

ওপেন করার পর বামদকে দ্বিতীয় লাইনে  Link Aadhar লেখা একটি  অপশন দেখতে পাবেন। তারপর আপনারা খুব সহজেই আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন।

Step: 3

Link Aadhar অপশনটিতে ক্লিক করার পর প্রথমে আপনারা।

• প্যান কার্ডের ঘরে PAN Number  দিয়ে দিবেন।

• তারপর আপনারা আধার কার্ডের ঘরে Aadhaar   Number দিয়ে দিবেন

• তারপর অপশন টায় আপনারা আপনার আধার কার্ডের যে নাম আছে সে নামটা দিয়ে দিবেন।

• তারপর অপশন তার মানে হল , আপনার যদি আধার কার্ডের শুধু সাল উল্লেখ থাকে তাহলে ওই অপশনটিতে টিক মার্ক করে দিবেন।

• I agree to validate. my Aadhar details with UIDAI ওই অপশনটিতে টিক মার্ক করে।

•  তারপরে একটা ইমেজ ক্যাপচার কোড (captcha code)  দিয়ে থাকবে ওই ক্যাপচার কোড টা  নিচের অপশন এ দিয়ে দিবেন। তারপর request OTP টে না টিক মার্ক দিলেও হবে।

• তারপর আপনারা নিচে link Aadhar অপশনে ক্লিক করে দিবেন। কিছুক্ষণ পর দেখবেন যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা প্যান কার্ড আধার লিঙ্ক হয়ে যাবে।

কিছুক্ষণ পর আধার কার্ড প্যান কার্ডের সংযুক্তিকরণ হয়েছে কিনা সেটা চেক করার জন্য (Pan Aadhar link status) আপনারা একটু আগে যে ফর্মটা ফিলাপ করলেন সেই ফর্ম এর উপরে click here অপশনে ক্লিক করবেন তারপর আপনারা সেখানে প্যান কার্ড আধার কার্ড নাম্বার দিয়ে প্যান আধার লিঙ্ক হয়েছে কিনা সেটা চেক করতে পারবেন।

আপনাদের যদি বুঝতে কোন রকম অসুবিধা হয় তাহলে নিচের ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *