Skip to content

প্রিমিয়াম করে নিন SuperVPN Fast VPN Client (android app)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। SuperVPN Fast VPN Client অনেকেই আমার কাছ থেকে VPN Premium চেয়ে থাকেন আজ একটি দিয়ে দিলাম।

আমি শিখি, আমি শেখায়, আমি পৃথিবীতে অজ্ঞ এসেছিলাম তাই জ্ঞান অজর্ন করি

[বিঃদ্রঃ এ্যাপ আপডেট হলে Modding System Change হয়ে যায়, তাই কেউ না বুঝে কমেন্টে গালিগালাজ করবেন না]

  • প্রথমে  PlayStore থেকে এ্যাপটি ডাউনলোড করে নিন এবং অ্যাপটি MT Manager দিয়ে Extract করে নিন। যদি একটি APKS ফাইল আসে তাহলে ওটা কনভার্ট করে Apk বানিয়ে নিন, আর যদি সরাসরি Apk ফাইল আসে তাহলে Kill signature verification করে নিন। Kill ‍Signature করার জন্য আপনারা NP Manager ব্যবহার করতে পারেন, আমি MT Manager দিয়ে Kill ‍Signature করেছি।
  • নিচে প্রিমিয়াম করার জন্য দুটি জায়গা আছে। উপরে যে প্রিমিয়াম আইকন আছে ওটাতে ক্লিক করলে আপনাকে এ্যাড রিমুভ ও VIP করতে বলবে যার জন্য আপনাকে পে করতে হবে। নিচে লিখা আছে Free আপনি যদি Free টাকে VIP বানিয়ে নেন তাহলে একই কাজ হবে, তাই আমরা শুধু Free কে VIP বানাবো

  • আমি ধরে নিলাম আপনি Kill ‍Signature করেছেন। এখন Kill ‍Signature কৃত এ্যাপটিতে ক্লিক করে View করুন।

  • এখন নিচ থেকে Arsc Editor ক্লিক করুন।
  • এখানে নিচে দেখানো কোডটিতে ক্লিক করুন।

  • নিচে Strings লিখা আছে ওটাতে ক্লিক করুন।
  • এবার উপরে Strings লিখা আছে ওটাতে ক্লিক করুন।

  • এখন ডান পাশে একটি থ্রি লাইন আইকন পাবেন ওখানে ক্লিক করে Filter ক্লিক করুন।
  • এখন ডান পাশে একটি থ্রি লাইন আইকন পাবেন ওখানে ক্লিক করে Filter ক্লিক করুন।

  • নিচে দেখানো কোডটিতে চেপে ধরে ID কপি করুন।
  • ID করে করা হয়ে গেলে একদন বাহিরে চলে যান, গিয়ে Classes.dex এর যেকোন একটিতে ক্লিক করুন।

  • এরপর dex editor plus সিলেক্ট করুন।

  • তারপর Select all & ok করুন।
  • নিচে Search ওপশনে গিয়ে আপনার কপিকৃত ID টি পেস্ট করে দিন এবং সেটিং গুলো দিয়ে ওকে করুন।
  • নিচে দুটি কোড আসছে আপনি ওপরের কোডটিতে ক্লিক করুন।
  • এখন z method টি চেপে ধরে goto করুন।
  • নিচের স্থান আপনার প্রিমিয়াম কোডটি দিয়ে দিন। Premium code is: const/4 v0, 0x1 দিয়ে সেভ করুন।
  • নিচে দেখুন VIP হয়ে গিয়েছে।আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *