Skip to content

ফেসবুক আইডিতে স্টাইলিশ নাম ব্যবহার করুন খুব সহজে

আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে স্টাইলিশ নাম ব্যবহার করবেন।
গুগল থেকে অনেক স্টাইলিশ ফন্ট পাওয়া গেলেও সেগুলো ফেসবুক আইডিতে ব্যবহার করা যায়না।
কিন্তু আমি যে প্রসেস দেখাবো এভাবে করলে খুব সহজে ফেসবুকে আপনার নামটি স্টাইলিশ আকারে ব্যবহার করতে পারবেন।
তো এর জন্য প্রথমে এই অ্যাপটি প্লে-স্টোর থেকে ইনস্টল করেনিন এবং ওপেন করুন

 

এবার Fb Stylish Name Maker এ ক্লিক করুন

এই বক্সে নাম লিখে Convert Text এ ক্লিক করুন

এবার আপনি আপনার পছন্দমতো স্টাইল কপি করেনিন

Ok তে ক্লিক করুন

নাম চেঞ্জ করতে ফেসবুকে এসে ৩ টা দাগ এ ক্লিক করুন

এবার সেটিংস এ ক্লিক করুন

Personal And Account Information ক্লিক করুন

Name এ ক্লিক করুন

এবার দুই বক্সে পুরো নামটা লিখে Review Change ক্লিক করুন

এবার সঠিক নামটা সিলেক্ট করে নিচের বক্সে ফেসবুক পাসওয়ার্ড দিন ও Save Changes ক্লিক করুন

 

দেখুন নাম চেঞ্জ হয়ে গেছে

আশাকরি বুঝতে পেরেছেন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *