ইউনিক বিজনেস আইডিয়া– এমনিতে বর্তমান সময়ের কিছু লাভজনক ব্যবসা (profitable business ideas) নিয়ে যদি কথা বলা হয় তাহলে প্রচুর ব্যবসার আইডিয়া গুলো রয়েছে। আপনি কত টাকা বিনিয়োগ (invest) করে নিজের ব্যবসা (business) শুরু করতে চাইছেন সেটার ওপরেই মূলত সবটা নির্ভর করছে।
এরকম অনেক ব্যবসা রয়েছে যেগুলো বাড়িতে বসে করা যাবে এবং এই ধরণের ঘরোয়া ব্যবসা গুলো মহিলা এবং ছাত্রদের (students) জন্য সেরা।
তবে ঘরে বসে ব্যবসা করার ক্ষেত্রে প্রচুর অনলাইন ব্যবসার আইডিয়া গুলোর বিষয়েও আমি আপনাদের আগেই বলেছি।
আবার, আপনার কাছে যদি টাকা একেবারেই কম রয়েছে এবং কম টাকা লাগিয়ে ভালো এবং লাভজনক ব্যবসা শুরু করতে চাইছেন, তাহলে কেবল ১০ হাজার টাকায় ব্যবসা শুরু করার আইডিয়াও প্রচুর রয়েছে।
তাই, বলতে গেলে ব্যবসার আইডিয়া প্রচুর রয়েছে। তবে, আপনাকে সর্বপ্রথমে ব্যবসা করার জন্যে তৈরি অবশই হতে হবে।
Business হলো এমন এক উপায় যার দ্বারা আপনি একটি চাকরির তুলনায় যথেষ্ট অধিক রোজগার করতে পারবেন।
তাই, আমি প্রত্যেককেই জীবনে একবার হলেও একটি পার্ট-টাইম বা ফুল-টাইম ব্যবসা করার পরামর্শ অবশই দিবো।
আর মনে রাখবেন, যেকোনো ব্যবসার থেকে লাভ (profit) আয় করার আগে আপনাকে প্রথমে প্রচুর পরিশ্রম করে, সঠিক মার্কেটিং করে এবং কিছুটা সময় দিতেই হবে।
তাই, যদি আপনিও ব্যবসা শুরু করতে চাইছেন এবং এর জন্যে কিছু ইউনিক বিজনেস আইডিয়া খুঁজছেন তাহলে নিচে আমি কিছু সেরা ব্যবসার আইডিয়া গুলো আপনাদের বলেছি।
২০+ ইউনিক বিজনেস আইডিয়া যেগুলো প্রচুর লাভজনক
নিচে আমি সরাসরি আপনাদের বলে দিচ্ছি এমন কি কি ইউনিক ব্যবসার আইডিয়া গুলো রয়েছে যেগুলো সত্যি লাভজনক এবং অনেক কম খরচেই শুরু করা যাবে।
প্রত্যেকটি ব্যবসার বিষয়ে আমি প্রচুর সংক্ষেপে বলে দিয়েছি।
তাই, বলে দেওয়া ব্যবসা গুলোর বিষয়ে অধিক জানার জন্য আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে অধিক জেনেনিতে পারবে।
Best & Unique business ideas in Bangla – (বিজনেস আইডিয়া বাংলা)
তাহলে চলুন, নিচে আমরা প্রত্যেকটি ব্যবসার (business) বিষয়ে জেনেনি যেগুলোতে বর্তমানে প্রচুর সুযোগ রয়েছে।
১. Solar Energy Setup Company
অনেকেই আছেন যারা নিজের ঘরে সোলার প্যানেল (solar panel) বসিয়ে সূর্যের তাপের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে electronic উপকরণ গুলো ব্যবহার করতে চান।
এতে, অনেক কম খরচে প্রচুর বিদ্যুতের ব্যবহার করা যায় এবং current এর bill প্রচুর কম আসবে।
এই ধরণের solar panel আজ প্রত্যেকেই লাগিয়ে ব্যবহার করতে চান।
তাই, আপনি একটি solar panel বসানো service / company শুরু করে জায়গায় জায়গায় গিয়ে solar panel লাগানোর contract নিতে পারবেন।
২. E-Commerce Niche Store
বর্তমান সময়ে অনলাইন ব্যবসা গুলো প্রচুর লাভজনক ব্যবসা হিসেবে প্রমাণিত হয়েছে।
এক্ষেত্রে, আপনি একটি বিশেষ product এর বাছাই করে সেই product বিক্রি করার উদ্দেশ্যে একটি e-commerce সাইট বা online store তৈরি করতে পারবেন।
WordPress এর ব্যবহার করে আপনারা নিজেই একটি e-commerce সাইট তৈরি করতে পারবেন।
তাছাড়া, ৫ থেকে ১০ হাজার খরচ করে ভালো web developer থেকেও একটি ই-কমার্স সাইট তৈরি করিয়ে নিজের অনলাইন দোকান শুরু করতে পারবেন।
যেকোনো একটি niche / product এর ওপরে লক্ষ্য রেখে ই-কমার্স ব্যবসা শুরু করতে পারলে সেটা অধিক তাড়াতাড়ি জনপ্রিয় হওয়ার সুযোগ থাকে।
এমনিতে আমি আগেই আপনাদের কিছু সেরা ই-কমার্স বিজনেস প্ল্যান গুলোর বিষয়ে বলেছি যেগুলো সত্যি লাভজনক।
৩. Facebook Ads
Facebook হলো বিশ্বজুড়ে একটি অনেক জনপ্রিয় social media platform যার মাধ্যমে জেকেও অনেক সহজে নিজের brand, business, products, services এবং content ইত্যাদির প্রচার (মার্কেটিং) করতে পারেন।
কেননা ফেসবুক এর মধ্যে বিশ্বজুড়ে বিভিন্ন বয়েসের বিভিন্ন বিষয়ে রুচি রাখা প্রচুর লোকেরা সক্রিয় থাকেন।
তাই, যদি আপনি Facebook ads এর মাধ্যমে ফেসবুক মার্কেটিং সঠিক ভাবে করতে পারেন, তাহলে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
প্রচুর company এবং লোকেরা রয়েছেন যারা নিজের business এর প্রচার Facebook ads এর মাধ্যমে করতে চান এবং এক্ষেত্রে একজন বিস্বাসী লোক বা এজেন্সী খুঁজে থাকেন।
Internet এবং YouTube এর মাধ্যমে আপনারা অনেক সহজেই Facebook ads কিভাবে ব্যবহার করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয় সেটা শিখতে পারবেন।
৪. Social media marketing agency
Facebook এর মতোই অন্যান্য প্রচুর social media platforms (Twitter, Instagram, YouTube) গুলো রয়েছে যেগুলোর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করা সম্ভব।
আর আজকাল যেকোনো কোম্পনি digital marketing এর ক্ষেত্রে social media গুলোর মাধ্যমেই তাদের products, brand এবং business এর প্রচার প্রচুর পরিমানে করেন।
তাই, আপনি যদি সঠিক ভাবে social media marketing এর মাধ্যমে লোকেদের business এর মার্কেটিং করতে পারেন তাহলে এটা অনেক লাভজনক ব্যবসা হিসেবে প্রমাণিত হতে পারে।
৫. Web Designer
এই ব্যবসার আইডিয়াটি সত্যি অনেক আলাদা এবং ইউনিক কেননা এই ধরণের web designing agency প্রচুর কম রয়েছে যার সঠিক দামে সঠিক ভাবে website design করে থাকেন।
আজকাল প্রায় প্রত্যেক ব্যবসা অনলাইনে সক্রিয় থাকার উদ্দেশ্য অবশই রাখেন এবং যার জন্যে তাদের একটি company website বা portfolio website এর প্রয়োজন হয়ে থাকে।
তাই, এই ওয়েবসাইট তৈরি করার ব্যবসা যদি আপনি শুরু করেন তাহলে অবশই এই ব্যবসা প্রচুর লাভজনক ব্যবসা হিসেবে প্রমাণিত হতে পারে।
তাই, একটি ওয়েব ডিজাইন করা কোম্পানি বা এজেন্সী আমার হিসেবে ভালো একটি ব্যবসার ধারণা।
৬. Interior Designer
Interior Designing এর ব্যবসা বর্তমানে প্রচুর লাভজনক ব্যবসা হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে।
বতর্মানে, যাদের কাছে টাকা রয়েছে তারা নিজের ঘর সাজানোর জন্য বাইরের থেকে ভালো একটি Interior designer এর সংগে চুক্তি করেন।
Interior designer হিসেবে আপনাকে বা আপনার টীম এর দ্বারা একটি ঘর কে সুন্দর ভাবে সাজাতে হয়।
আপনি চাইলে একা কাজ করতে পারবেন বা নিজের একটি team তৈরি করে কাজ করতে পারবেন।
সত্যি বললে এটা একটি creative business idea যেটা সবার দ্বারা সম্ভব না।
৭. Professional hair cutting salon
চুল কাটার সেলুন বললে আপনারা বলবেন যে এটা তেমন একটি লাভজনক না।
কিন্তু সত্যি বললে এই ব্যবসাতে প্রচুর লাভ রয়েছে।
আপনাকে একটি professional salon তৈরি করে কাজ শুরু করতে হবে।
আপনি চাইলে চুল কাটার জন্যে ১ জন বা ২ জন প্রশিক্ষিত ব্যক্তিদের কাজে রাখতে পারবেন।
কোনো ব্যবসা আমার হিসেবে ছোট হয়না, তবে সেটা আপনার ওপরে যে আপনি নিজের ব্যবসাটিকে কতটা জনপ্রিয় এবং প্রফেশনাল বানাতে পারবেন।
৮. Cake business
যেকোনো অনুষ্ঠান, পার্টি (party), জন্মদিন ইত্যাদির ক্ষেত্রে আজকাল কেক কাটা ও খাওয়া হয়।
তাই, আপনি সুন্দর সুন্দর ডিজাইন সহ সুস্বাদু (tasty) কেক (cake) বানাতে জানলে এই ব্যবসা অবশই শুরু করতে পারবেন।
কেক বানাতে তেমন বিশেষ টাকা খরচ হয়ত তবে প্রত্যেক বানানো কেক থেকে প্রচুর লাভ করা যাবে।
এছাড়া, আপনি এই কাজ নিজের ঘর থেকেই করতে পারবেন।
৯. Tiffin Services
আমরা খেতে অনেক ভালো পাই এবং দুপুরের খাওয়ার মন মতো এবং গরম না থাকলে খেয়ে মজা লাগেনা।
তাই, আপনি চাকরি করা ব্যক্তিদের জন্য tiffin service শুরু করতে পারবেন।
কাজ করা ব্যক্তিরা যাতে দুপুরের টিফিন গরম গরম খেতে পারেন এবং সাথে যদি আপনার মোটামোটি ভালো রোজগার হয়ে যায় তাহলে আর কি লাগে।
আপনি ঘরেই খাবার বানিয়ে সময় মতো office গুলোতে tiffin পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং যার বিপরীতে আপনি টাকা নিবেন।
১০. Spoken English Coaching Class
এটা একটি দারুন বিজনেস আইডিয়া যদি আপনি ঘর থেকে বা অনেক কম খরচে ব্যবসা শুরু করতে চাইছেন।
যদি আপনি ভালো করে এবং স্পষ্ট ভাবে ইংরেজি বলতে পারেন, তাহলে অবশই আপনি অন্যান্য ব্যক্তিদের ইংরেজি বলা শেখাতে পারবেন।
আজ যেকোনো জায়গায় ও কাজে English speaking অনেক জরুরি হয়ে দাঁড়িয়েছে।
তাই, লোকেরা প্রচুর টাকা দিয়ে হলেও spoken English এর class করতে আসবেন।
তবে মনে রাখবেন আপনাকে English teaching এর ক্ষেত্রে একেবারে perfect এবং professional হতে হবে।
১১. Insurance business
আজকাল চাকরি পাওয়ার পর প্রত্যেকেই বিভিন্ন রকমের insurance অবশই করেন।
যেমন, health insurance, life insurance, bike / car insurance ইত্যাদি এই ধরণের insurance গুলো বেশিরভাগ লোকেরাই করে থাকেন।
তাই, আপনি একজন insurance agent বা firm হিসেবে নিজের ব্যবসা শুরু করতে পারবেন এবং insurance scheme গুলো লোকেদের কাছে বিক্রি করতে পারবেন।
Insurance করানোর ফলে আপনি বিভিন্ন insurance company গুলোর থেকে প্রচুর commission ইনকাম করতে পারবে।
আপনি যদি একটি আলাদা রকমের ইউনিক বিজনেস প্ল্যান খুঁজছেন, তাহলে এই ব্যবসা আপনার জন্য লাভজনক প্রমাণিত হবে।
১২. Network Marketing
Network marketing একটি ভালো পার্ট-টাইম ব্যবসা যেটাকে প্রচুর লোকেরা করছেন।
এই ব্যবসাকে referral marketing business হিসেবেও বলা হয়।
এই ব্যবসাতে আপনাকে একটি MLM (network marketing company) সাথে সংযুক্ত হয়ে তাদের product গুলোকে অন্যান্য ব্যক্তিদের কাছে বিক্রি করিয়ে অন্যান্য ব্যক্তিদের এই ব্যবসাতে যোগদান করাতে হয়।
আপনি যেই ব্যক্তিদের এই ব্যবসাতে যোগদান করাবেন তাদের income থেকেও কিছুটা commission আপনি পেতে থাকবেন।
ইন্টারনেটে সার্চ করে আপনারা এই ব্যবসার বিষয়ে সবটাই জেনেনিতে পারবেন।
১৩. Fitness training club
সুস্থ এবং ফিট থাকার উপায় আমরা প্রত্যেকেই জানি তবে ঘরে বসে বসে সুস্থ থাকা যায়না।
আর তাই, এখনের সময়ে প্রত্যেকেই একটি ভালো fitness training club, Gym ইত্যাদি তে গিয়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করেন।
তাই, বর্তমানের আধুনিক সময়ে একটি fitness center বা Gym চালু করতে পারলে লাভ কিন্তু প্রচুর।
তবে, এই ব্যবসাতে কিন্তু investment ভালো পরিমানে করতে হয়।
কেননা, Gym করার জন্য প্রচুর equipment রয়েছে যেগুলোর দাম ভালোই বেশি।
১৪. Car & bike Cleaning Services
আজকাল প্রত্যেকের কাছেই একটি বাহন যেমন bike বা car ইত্যাদি রয়েছে।
আর তাই, আপনি একটি খোলা জায়গাতে দোকান নিয়ে গাড়ি ধোলাই (car & bike washing) করার ব্যবসা শুরু করতে পারবেন।
এই ব্যবসাতে প্রচুর customer পাবেন কেননা সামান্য টাকা দিয়ে সম্পূর্ণ গাড়ি ধোলাই করতে পারলে সেবিষয়ে প্রত্যেকেই রুচি রাখবেন।
ব্যবসাতে আপনার খরচ কেবল দোকানের ভাড়া দেওয়ার সময় এবং জলের মোটর বসানো সময় হবে।
১৫. Fast Food Stall
যেকোনো ধরণের fast food stall দিয়ে ভালো টাকা ইনকাম করতে পারবেন।
Momo, chow mein, ঘুগনি, চপ, পকোড়া ইত্যাদি প্রত্যেক ধরণের ফাস্ট ফুড আইটেম লোকেরা প্রচুর পছন্দ করেন।
তবে, আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে যাতে খাবারের স্বাদ (taste) ভালো থাকে এবং একটি ভালো ও ভিড়-ভাড় জায়গাতে দোকান দিতে হবে।
১৬. Bag Making
Leather, plastic এবং কাপড়ের ব্যাগ সব সময় কাজে লেগেই থাকে।
তাই, যেকোনো ধরণের ব্যাগ (bag) এর চাহিদা লোকেদের মধ্যে সব সময় রয়েছে।
এই ব্যবসা অনেক কম টাকা লাগিয়ে শুরু করতে পারবেন।
ব্যাগ তৈরি করার জন্য যেগুলো সামগ্রী এবং মেশিন এর প্রয়োজন সেগুলো অনেক সহজেই বাজারে উপলব্ধ রয়েছে।
আপনার ঘরে যদি জায়গা রয়েছে, তাহলে ঘর থেকেই ব্যাগ তৈরির কাজ করতে পারবেন।
১৭. Food Catering Business
ক্যাটারিং বিজনেস এমনিতে দেখতে অনেক সাধারণ ব্যবসা লাগলেও এই ব্যবসার থেকে সাংঘাতিক ইনকাম করা যায়।
বিবাহ ভবন, ব্যক্তিগত বিবাহ, পার্টি বা যেকোনো উৎসবের মধ্যে খাবার তৈরি করা ও খাবারের পরিবেশন করার জন্য আলাদা করে কন্ট্রাক্ট (contract) দেওয়া হয়।
আর খাবার তৈরি এবং পরিবেশনের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার বিপরীতে ভালো পরিমানের টাকা আয় করা যায়।
মূলত বিভিন্ন বিয়া, ফাঙ্কশন, পার্টি বা উৎসব ইত্যাদিতে খাবার প্রস্তুত ও সরবরাহ ব্যবস্থা আপনাকে এই ব্যবসাতে করতে হয় যাকে ক্যাটারিং ব্যবসা (food catering business) বলা হয়।
১৮. Real Estate Agent
রিয়েল এস্টেট ব্যবসাতে প্রচুর টাকা যদিও এখানে আপনাকে প্রচুর সময় দিয়ে কাজ করতে হয়।
কেননা, এই ব্যবসাতে আপনাকে ঘর, ফ্ল্যাট (flat), দোকান, জমি ইত্যাদির জন্য গ্রাহক খুঁজতে হয় এবং সেগুলোকে বিক্রি করানো ও ভাড়া দেওয়ার জন্য লোক খুঁজতে হয়।
Real estate agency শুরু করাটা একটি highly profitable business idea.
প্রত্যেক transaction এর জন্য আপনি অনেক বেশি পরিমানে commission আয় করার সুযোগ পেয়ে থাকেন।
১৯. গাছের দোকান
অনেকেই আছেন যারা নিজের ঘরে আলাদা আলাদা রকমের ফুল গাছ বা অন্যান্য গাছ লাগাতে পছন্দ করেন।
এছাড়া, গাছ আমাদের আসে পাশের পরিবেশটিকে অনেক ভালো এবং সুন্দর করে রাখতে সাহায্য করে।
এক্ষেত্রে, যিহেতু বিভিন্ন ধরণের গাছ কেনার মধ্যে লোকেদের রুচি রয়েছে তাই গাছের চারা (গাছ) বিক্রি করে ভালো টাকা রোজগার করতে পারবেন।
এই ব্যবসাতে লাভের পরিমান অনেক বেশি যদি সঠিক ভাবে করতে পারেন।
২০. Blogging
আমি প্রত্যেকেই বলে থাকি যে, যদি অনলাইনে কাজ করে প্রচুর টাকা ইনকাম করতে চাইছেন তাহলে blogging করুন।
Blogging করে বিশ্বজুড়ে অনেকেই প্রচুর টাকা সহজে ইনকাম করছেন।
আমি নিজেই ঘরে বসে full-time professional blogging করছি।
হে, blogging বিষয়টিতে অনেক কিছু রয়েছে শেখার।
তাই, আপনাকে কিছু সময় নিয়ে ১ থেকে ২ মাস blogging এর বিষয়ে সম্পূর্ণটা শিখতে হবে।
আপনি part-time বা full-time দুভাবেই ব্লগিং করতে পারবেন এবং অনলাইন ইনকাম করতে পারবেন।
২১. YouTube Channel
Blogging এর মতোই YouTube channel তৈরি করে বিশ্বজুড়ে প্রচুর লোকেরা অনলাইন টাকা আয় করছেন।
YouTube channel তৈরি করে ইনকাম করাটা একটি সম্পূর্ণ professional business হয়ে দাঁড়িয়েছে।
এটা সম্পূর্ণ creative online business idea যেটার জন্য আপনাকে সম্পূর্ণ প্লানিং (planning) সহ কাজ করতে হয়।
নিজের তৈরি করা ভিডিও কনটেন্ট গুলো আপলোড করে subscriber এবং views বাড়াতে হবে।
শেষে, Google AdSense এবং অন্যান্য প্রচুর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
আজকে আমরা কি শিখলাম ?
আশা করছি আজকের আর্টিকেলের মধ্যে যেগুলো ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে কথা বলা হয়েছে সেগুলো আপনাদের পছন্দ হয়েছে।
এমনিতে ব্যবসার আইডিয়া প্রচুর রয়েছে, তবে যেগুলো প্রত্যেকেই আগের থেকে করছেন সেগুলো করে কি লাভ।
তাই, আমি আপনাদের এমন কিছু বিজনেস এর বিষয়ে বললাম যেগুলো ইউনিক এবং অনেক কম লোকেরা বর্তমানে করছেন।
আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে আমাকে নিচে কমেন্ট করে জানাবেন।