Skip to content

বাংলালিংক নাম্বার চেক | বাংলালিংক নাম্বার চেক করার কোড | Banglalink number check

বাংলালিংক হলো বাংলাদেশের অন্যতম সেরা স্মার্টফোন নেটওয়ার্ক কোম্পানি। বাংলাদেশের অনেক লোকই কিন্তু বাংলালিংক সিম ব্যবহার করে থাকে। অনেক সময় কিন্তু আপনাদের banglalink sim এর নাম্বার মুখস্ত থাকেনা কেউ যদি আপনাকে তাৎক্ষণিক ঐ সিমের নাম্বারটা চায় তাহলে আপনি বাংলা লিংক নাম্বার চেক কিভাবে  করবেন (how to check banglalink number) সেটাই আমি আজকের এই আর্টিকেলে বলব।

বাংলালিংক নাম্বার চেক (banglalink number check) : 

কিভাবে বাংলালিংক নাম্বার চেক করতে হয় এটি খুব সহজ একটি ব্যাপার আপনারা প্রত্যেকেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এটি করতে পারবেন। তো বাংলালিংক নাম্বার চেক করার কোড (banglalink number check code) হলো  *৫১১# । বাংলালিংক নাম্বার চেক করার নিয়ম হলো যে ফোনে আপনার বাংলালিংক সিম ভরা রয়েছে সেই ফোনের ডায়াল বাটনে গিয়ে ওই সিম থেকে *৫১১# ডায়াল করুন তাহলে আপনার স্ক্রিনে সঙ্গে সঙ্গে বাংলালিংক নম্বর দেখতে পাবেন।

• banglalink number check code 2022 : *511#

 

বাংলালিংক ব্যালেন্স চেক (banglalink balance check)  : 

বাংলালিংক ব্যালেন্স চেক কোড হল *124# ।

• banglalink balance check code : *124#

 

বাংলালিংক এমবি চেক (banglalink MB check)  : 

বাংলালিংক এমবি দেখার নিয়ম হলো আপনার বাংলালিংক সিম যে মোবাইল আছে সেই মোবাইল থেকে *121*1# অথবা *5000*500# যেকোনো একটি কোড ডায়াল করলে বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন।

• banglalink mb check code : *121*1# or *5000*500#

 

বাংলালিংক মিনিট চেক (banglalink minute check) :

বাংলালিংক মিনিট চেক কোড হল *121*100#
• banglalink minute check code : *121*100#

 

বাংলালিংক এসএমএস চেক (banglalink SMS check) :

বাংলালিংক এসএমএস কোড হল *124*3#

Banglalink SMS check code : *124*3#

 

বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার (banglalink customer care number) :  

আপনি যদি সিম সংক্রান্ত কোনো সমস্যায় পড়েন তাহলে বাংলালিংক কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করে আপনার প্রবলেমটা সলভ করতে পারবেন। বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার টি হল  8801950111111

• banglalink customer care number : 8801950111111

আশা করি আজকের আর্টিকেল থেকে আপনারা বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক । বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স কোড । কিভাবে banglalink number check করতে হয় ইত্যাদি বিষয়ে জানতে পারলেন।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *