বর্তমান সময়ে একটি বেস্ট ফ্রি ভিপিএন (Best free VPN for mobile) খুঁজে পাওয়াটা যথেষ্ট কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তবে, ভালো করে খুঁজে দেখলে, এখনো প্রায় প্রচুর ভালো ভালো Virtual Private Network (VPN) গুলো রয়েছে যেগুলো আমরা সম্পূর্ণ ফ্রীতে (free) ব্যবহার করতে পারি।
তাই, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা এমন ৫টি VPN এর বিষয়ে বলতে চলেছি, যেগুলো সম্পূর্ণ privacy protection এর ক্ষেত্রে আপনার কাজে আসবে।
আপনারা কোনো পেমেন্ট না করেই এই বেস্ট ফ্রি ভিপিএন গুলো একেবারে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
বর্তমান সময়ে, বিভিন্ন ওয়েবসাইট এবং apps গুলো রয়েছে, যেগুলোকে বিভিন্ন দেশে ব্যান্ড করা হয়েছে।
যেমন, TikTok এবং PUBG Mobile এর মতো সেবাগুলো অনেক দেশেই ব্যান্ড করা হয়েছে।
এখন, অনেকেই আছেন যারা এই ধরণের ব্যান্ড ওয়েবসাইট বা এপ্লিকেশন গুলোকে এক্সেস করার উদ্দেশ্যে এই VPN গুলোকে ব্যবহার করতে চান।
আবার অনেকেই আছেন, যারা নিজের পরিচয় লুকিয়ে বা প্রাইভেসী রক্ষা করে ইন্টারনেট ব্যবহার করার উদ্দেশ্যে এই VPN গুলোর সাহায্য নিয়ে থাকেন।
কেবল এটাই নয়, একটি VPN ব্যবহার করার মাধ্যমে আপনারা নিজের online activities গুলোকে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে করতে পারবেন এবং সম্পূর্ণ নিরাপদ ভাবে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন।
তাই, কারণ যেটাই হোক না কেন, বর্তমান সময়ে একটি ভালো ফ্রি ভিপিএন এর চাহিদা প্রচুর পরিমানে রয়েছে।
৫টি সেরা এবং বেস্ট ফ্রি ভিপিএন এর তালিকা –
Hotspot shield: এই VPN সেবা বিশ্বজুড়ে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে এর দ্রুততা, নির্ভরযোগ্য গতি এবং আনব্লক করার কৌশল এর জন্যে। নিরাপত্তার দারুন সুবিধা এবং ফীচার এবং 80+ দেশে এদের সার্ভার রয়েছে। এখানে free এবং paid দুধরণের প্ল্যান রয়েছে।
Proton VPN: যদি নিরাপত্তা নিয়ে আপনি অধিক চিন্তান্বিত এবং সাথে অনলাইন গোপনীয়তা ও আপনার জন্যে গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে Proton VPN ব্যবহার করার পরামর্শ আমি দিবো।
hide.me: সম্পূর্ণ ভাবে ফ্রি এই VPN সেবার জনপ্রিয়তা কিন্তু কম নয়। এখানে পাবেন সেরা security toolkit, 99.9% Uptime, No Ads, 10 GB data transfer.
Privado VPN: এই VPN পরিষেবা free হওয়ার পর থেকেই এর জনপ্রিয়তা কিন্তু প্রচুর বেড়েছে। এখানে পাবেন, 10GB Data limit per month ভালো দ্রুততার সাথে।
Zoog VPN: এখানে আপনারা সীমিত সংখক সার্ভার পেয়ে থাকেন, তবে এক সময়ে কেবল একটি ডিভাইস ব্যবহার করা সম্ভব। এখানে, প্রায় 10 GB থেকে 50 GB per month পর্যন্ত data limit দেওয়া হবে।
যখন আপনি একটি ভালো ভিপিএন পরিষেবার বিষয়ে ভাবছেন, তখন আপনাকে বিভিন্ন সেবা গুলোর ওপরে নজর অবশই দিতে হবে।
Best free VPN for Android mobile / Windows / mac – (Top 5 VPN)
চলুন, ওপরে বলা প্রত্যেকটি VPN এর service, features এবং অন্যান্য মূল বিষয় গুলোর ওপরে বিস্তারিত ভাবে নিচে আলোচনা করা হলো।
Hotspot shield
এখানে আমাদের ৩ টি প্ল্যান দেওয়া হয়েছে, basic, premium এবং premium family.
অবশই আপনি যদি সম্পূর্ণ ফ্রীতে এই ভিপিএন পরিষেবা ব্যবহার করতে চান, তাহলে free plan ব্যবহার করতে পারবেন।
Free plan এর মধ্যে আপনারা ১টি Member accounts এর সাথে ১টি device connect করতে পারবেন।
Windows, Mac, iOS, Android, Chrome, এই প্রত্যেক platform এর ক্ষেত্রে এই free plan ব্যবহার করতে পারবেন।
এখানে আপনারা প্রায় 63 Mbps দ্রুততার সাথে streaming এর মজা নিতে পারবেন।
যদি আপনি একজন free user হিসেবে এই পরিষেবা ব্যবহার করে থাকেন,
তাহলে আপনাকে প্রত্যেক দিন কেবল 500MB data ব্যবহার করার অনুমতি দেওয়া হবে এবং আপনি কেবল US servers এর লাভ নিতে পারবেন।
Proton VPN
যখন কথা হচ্ছে একটি ভালো এবং ফ্রি ভিপিএন সেবার, তখন এই Proton VPN অন্যান্য প্রত্যেক VPN সেবার তুলনায় প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে।
কারণ, এখানে যদিওবা আপনি free plan ব্যবহার করছেন, তবে কোনো ধরণের bandwidth limit থাকছেনা।
ফ্রি প্ল্যান এর সাথে দেওয়া হচ্ছে, Medium VPN speed যার মাধ্যমে প্রায় 66 Mbps দ্রুততার সাথে কোনো সমস্যা ছাড়া streaming এর মজা নিতে পারবেন।
এখানে আপনারা ৩টি দেশের ফ্রি সার্ভার ব্যবহার করতে পারবেন, US, Japan, এবং Netherlands.
এই VPN পরিষেবাতে security features এমনিতে প্রচুর রয়েছে, যেগুলোর মধ্যে কিছু হলো – DNS এবং IPv6 leak protection, 256-bit encryption ইত্যাদি।
Hide.me
Hide.me, সেই কিছু সংখক VPN গুলোর মধ্যে একটি যার মাধ্যমে torrent এক্সেস করা যাবে।
এর মধ্যেই এর ফ্রি প্লানের (free plan) monthly bandwidth limit বাড়িয়ে 2GB থেকে 10GB পর্যন্ত করা হয়েছে।
তাই, এর ফ্রি প্ল্যান ব্যবহার করে প্রত্যেক মাসে ১০ জিবি পর্যন্ত ডাটা ট্রান্সফার সম্ভব।
কেবল ফ্রি সার্ভার গুলো ব্যবহার করেও আপনারা কোনো সমস্যা ছাড়া streaming এর মজা নিতে পারবেন।
এখানে আপনারা ৫টি লোকেশন এর অপসন পাবেন, যেগুলোর মশধ্যে কিছু হলো, US, Canada, the Netherlands, এবং Germany.
যদি VPN এর দ্রুততার কথা বলা হয়, তাহলে কোনো সমস্যা ছাড়াই এই প্রসব আপনারা দ্রুত ভাবে ব্যবহার করতে পারবেন।
প্রাইভেসির সাথে জড়িত বিভিন্ন গুরুত্বপূর্ণ features গুলো এখানে রয়েছে।
যেমন, 256-bit encryption, a kill switch, এবং protection against DNS leaks ইত্যাদি।
Privado VPN
এখানেও আপনারা free plan এর সাথে সাথে কিছু অন্যান্য premium plan এর option পেয়ে যাচ্ছেন।
Free প্ল্যান এর সাথে আপনারা unlimited device connect করে VPN ব্যবহার করতে পারবেন।
এছাড়া, প্রত্যেক ৩০ দিনের জন্যে ১০জিবি ডাটা প্রদান করা হবে।
তবে, এর মাসের $4.99 টাকার প্ল্যান নিলে আপনি কোনো ডাটা লিমিট ছাড়া unlimited ভাবে এই VPN ব্যবহার করতে পারবেন।
ফ্রি প্লানের সাথে আপনারা ১২টি গ্লোবাল সার্ভার এক্সেস করতে পারবেন।
Zoog VPN
আপনি যদি একেবারে সস্তা ভিপিএন পরিষেবা খুঁজছেন বা একেবারে কম দামে প্রিমিয়াম ভিপএন প্ল্যান কেনার কথা ভাবছেন,
তাহলে, অবশই Zoog VPN আপনার জন্যে একটি সেরা অপসন হিসেবে প্রমাণিত হতে পারে।
কেননা, এখানে আপনারা মাসে $2.99 টাকার প্ল্যান নিয়ে প্রিমিয়াম VPN ব্যবহার করতে পারবেন।
সে যাই হোক, যদি আপনি কেবল ফ্রি প্ল্যান ব্যবহার কথা ভাবছেন, তাহলেও কোনো চিন্তার বিষয় নেই।
ফ্রি প্লানের সাথে আপনারা পাচ্ছেন,
5 VPN locations,
1 Device,
10GB bandwidth,
Zero logs,
128-bit encryption,
কেবল Privacy এবং Security র উদ্দেশ্যে যদি একটি VPN ব্যবহার করতে চাইছেন, তাহলে অবশই এই Zoog VPN ব্যবহার করতে পারবেন।
আমাদের শেষ কথা,,
বন্ধুরা, যদি আপনারা নিজের এন্ড্রয়েড মোবাইল, উইন্ডোজ পিসি, ম্যাক ইত্যাদির জন্যে সেরা ফ্রি ভিপিএন পরিষেবার খোঁজ করছেন,
তাহলে অবশই, ওপরে বলা বিভিন্ন free VPN services গুলো আপনারা ব্যবহার করতে পারেন।
এমনিতে, ইন্টারনেটে সার্চ করলে আপনারা আরো প্রচুর VPN পেয়ে যাবেন যেগুলো ফ্রীতে ব্যবহার করা যাবে,
তবে যা আমি আগে বললাম, কেবল ফ্রি ভিপিএন হলেই কাজ চলবেনা, আমাদের একটি সেরা VPN এর প্রয়োজন।