আমি নিজে একজন ব্লগার এবং আমার ব্লগিং ক্যারিয়ারে সব থেকে সমস্যার বিষয় হলো, “ব্লগে আর্টিকেল লিখার জন্য নতুন নতুন পোস্ট আইডিয়া (idea) খুঁজে বের করা”।
হে, অবশই এটা হতে পারে প্রত্যেক ব্লগার দেড় জন্য একটি অনেক বরো সমস্যা।
কারণ, যখন আমরা একটি niche বা subject নিয়ে ব্লগ তৈরি করি, তখন প্রথম অবস্থায় আমাদের কাছে আর্টিকেল লিখার জন্য, অনেক টপিক (topic) বা আইডিয়া থাকে।
তবে, একি বিষয় বা সাবজেক্ট নিয়ে ব্লগে আর্টিকেল লিখতে লিখতে, এমন এক সময় আসবে যখন আপনার কাছে নতুন নতুন আর্টিকেল লিখার জন্য তেমন কোনো বিষয় বা টপিক বাকি থাকবেনা।
এবং, এটাই সেই সময় যখন blog post idea র অভাবের ফলে, আপনার ব্লগিং এর প্রতি ইন্টারেস্ট কমে যাবে।
এই সময়, একবার হলেও প্রত্যেক ব্লগার দেড় জীবনে আসবেন।
তাই, এই আর্টিকেলে আমি আপনাদের এমন কিছু বুদ্ধি দিয়ে দিবো, যেগুলির ব্যাপারে জানার পর, নিজের ব্লগে লিখার জন্য অসংখ্য “নতুন নতুন আর্টিকেল আইডিয়া (blog post ideas)” পেতে থাকবেন।
ব্লগে আর্টিকেল লিখার জন্য নতুন পোস্ট আইডিয়া কিভাবে পাবেন ?
ব্লগে ভালো ভালো আর্টিকেল থাকলে এবং আপনার ব্লগে আশা ভিসিটর্স রা যদি আপনার লেখা আর্টিকেল পরে ভালো পাচ্ছেন, তাহলে আপনাকে সফলতার রাস্তায় নিয়ে যেতে কেও আটকাতে পারবেনা।
মনে রাখবেন, একজন সফল ব্লগারকে সফল বানায় তার ব্লগে আশা ভিসিটর্সরা।
এবং তার ভিসিটর্স রা তার ব্লগে আসে, কেবল মাত্র তার লেখা আর্টিকেল পড়ার জন্য।
আপনার লেখা আর্টিকেল পোড়ে যদি কোনো ব্যক্তি তার সমস্যার সমাধান সঠিক ভাবে পায় বা তার প্রশ্নের উত্তর আপনার ব্লগে লিখা আর্টিকেলের মাধ্যমে সঠিক ভাবে পেয়ে যায়, তাহলে প্রকৃত সফল ব্লগার আপনি।
এবং, সত্যি বললে কেবল তখন, আপনি সফলতার দিকে এগিয়ে চলেছেন বলাটা ঠিক হবে।
তবে, এভাবে লোকেদের চাহিদা থাকা বা লোকেদের সমস্যার সমাধান করার জন্য, আপনার বিভিন্ন বিষয় নিয়ে আর্টিকেল লিখতে হবে।
তাই, কোন নতুন বিষয় নিয়ে আর্টিকেল লিখবেন এবং ব্লগে আর্টিকেল লিখার জন্য প্রত্যেক দিন নতুন নতুন কনটেন্ট আইডিয়া কোথায় পাবেন, এই বিষয়টি আপনার অবশই জানা থাকতে হবে।
ব্লগিং এর জন্য নতুন নতুন কনটেন্ট আইডিয়া পেয়ে যান এভাবে
নিচে আমি আপনাদের এমন কিছু বুদ্ধি বা আইডিয়া দিয়ে দিবো, যেগুলি ব্যবহার করে আমি আমার নিজের ব্লগের জন্য content idea পেয়ে যাই।
এবং, বিশ্বাস করুন এই নিয়ম গুলি ব্যবহার করে আপনারা প্রত্যেকদিন নতুন নতুন blog post ideas পেতে থাকবেন।
তাছাড়া, আর্টিকেল লিখার জন্য যেগুলি টপিক বা বিষয় আপনারা পাবেন, সবগুলির চাহিদা ইন্টারনেটে প্রচুর।
১. পুরোনো ব্লগ পোস্ট থেকে আইডিয়া নিন
আমি প্রায় সময় এই নিয়ম ব্যবহার করে, ব্লগের জন্য নতুন নতুন পোস্ট আইডিয়া খুঁজে নেই।
আপনি, ব্লগে লেখা পুরোনো আর্টিকেল গুলি ভালো করে পড়ে দেখলেই, নতুন নতুন অনেক কনটেন্ট আইডিয়া পেয়ে যাবেন।
যেমন, আমি যদি একটি আর্টিকেল লিখেছি “ইউটিউবের থেকে টাকা আয়” কিভাবে করবেন, বিষয়টি নিয়ে। তাহলে, এর সাথে জড়িত অন্য অনেক বিষয় রয়েছে, যেগুলি নিয়ে আমি আর্টিকেল লিখতেই পারি।
যেমন, “ইউটিউবে ১০০০ ভিউতে কত টাকা“, “ইউটিউবের নতুন নিয়ম কানুন” গুলি কি, এবং এভাবেই যেকোনো বিষয়ে লিখা আর্টিকেল গুলির থেকে আইডিয়া নিয়ে আপনারা অনেক ধরণের ব্লগ পোস্ট লিখতে পারবেন।
২. Quora ব্যবহার করুন
Quora, ইন্টারনেটের এমন এক ওয়েবসাইট, যেখানে গিয়ে আপনারা হাজার হাজার লোকেদের করা প্রশ্নোর বেপারে জেনেনিতে পারবেন।
মানে, quora একটি “question & answer website“, যেখানে গিয়ে দেশ বিদেশের বিভিন্ন জায়গার থেকে লোকেরা নিজেদের সমস্যা নিয়ে প্রশ্ন করেন।
এবং, quora তে যাদের একটি একাউন্ট থাকে, তারা সেই প্রশ্ন গুলির উত্তর দিতে পারেন।
তবে, একজন ব্লগার হিসেবে আপনি quora website এ গিয়ে, নিজের ব্লগের বিষয়ের সাথে জড়িত প্রশ্ন গুলি দেখে আইডিয়া নিতে পারবেন যে লোকেরা কোন সমস্যার সমাধান ইন্টারনেটে খুঁজছেন।
এবং তাই, সেই সমস্যা গুলি নিয়ে নিজের ব্লগে আর্টিকেল লিখে তাদের সাহায্য করতে পারবেন।
এতে আপনি নিয়মিত (regular) নতুন নতুন টপিক বা বিষয়, নিজের ব্লগের জন্য পেতে থাকবেন।
Quora তে গিয়ে আপনারা বিভিন্ন ধরণের কনটেন্ট আইডিয়া পাবেন।
কারণ, সেখানে আমার এবং আপনার মতো লোকেরা প্রশ্ন করছেন।
আর, সেই প্রশ্ন গুলির উত্তর হতে পারে আপনার ব্লগের নতুন আর্টিকেল বা পোস্ট।
৩. অন্য পপুলার ব্লগ থেকে আইডিয়া নিন
যখন, ব্লগে আর্টিকেল লিখার জন্য ভালো এবং নতুন কনটেন্ট আইডিয়া (content idea) কোনোমতেই পাইনা, তখন আমি ভিজিট করি কিছু পপুলার ব্লগ গুলি।
হে, আপনি আপনার ব্লগের বিষয়ের (niche) সাথে জড়িত অন্যান্য পপুলার ব্লগ গুলিতে গিয়ে দেখতে পারবেন যে তারা কোন কোন বিষয় নিয়ে আর্টিকেল লিখেছেন।
এবং, ভালো লাগলে আপনি তাদের লেখা কন্টেন্টের থেকে আইডিয়া নিয়ে নতুন ব্লগ পোস্ট নিজের ব্লগে লিখতে পারবেন।
তবে মনে রাখবেন, অন্য ব্লগের থেকে তাদের লেখা কনটেন্ট কোনোদিন চুরি করবেননা।
একজন ব্লগার হয়ে আমি এই কাজ করার পরামর্শ কোনোদিন দিবোনা।
তবে, কেবল কোন বিষয় গুলি নিয়ে তারা আর্টিকেল লিখছেন সেটা দেখে, নিজের ব্লগের জন্য নতুন পোস্ট আইডিয়া অবশই নিতে পারবেন।
৪. Forum এবং community ওয়েবসাইট
অনলাইন ইন্টারনেটে অনেক ধরণের forums এবং community রয়েছে যেখানে লোকেরা বিভিন্ন ধরণের প্রশ্ন করেন।
যেমন, yahoo answers বা সোশ্যাল মিডিয়া groups.
এই ধরণের online forums বা community গুলিতে গিয়ে, নিজের রুচি হিসেবে বিষয় লিখে সার্চ করলেই, হাজার হাজার লোকেদের করা প্রশ্ন গুলি দেখতে পারবেন।
এবং, লোকেদের করা প্রত্যেক প্রশ্ন হলো তাদের একটি একটি সমস্যা।
তাই, আপনি সেই প্রশ্ন গুলি নিয়ে নিজের ব্লগে আর্টিকেল লিখতে পারবেন।
আপনারা বিভিন্ন Facebook groups গুলিতে গিয়েও, লোকেরা করা অনেক ধরণের প্রশ্ন খুঁজে পাবেন।
৫. নিজের ব্লগের কমেন্ট থেকে
একজন ব্লগার হিসেবে আমি জানি যে, ভিসিটর্স দেড় বিষিন্ন বিষয় নিয়ে অনেক রকমের সমস্যা থাকতে পারে।
তাই, অনেক ক্ষেত্রে আপনার ব্লগে আশা ভিসিটর্সরা কমেন্টের মাধ্যমে, আপনাকে অনেক ধরণের প্রশ্ন করেন।
বেশির ভাগ ক্ষেত্রে, ব্লগার হিসেবে আমরা আমাদের আর্টিকেলে আশা কমেন্ট গুলিতে সাধারণ রিপ্লায় (reply) দিয়ে ছেরেদেই।
তবে, ভালো করে দেখবেন, আপনার ব্লগে ভিসিটর্স দেড় দ্বারা করা প্রায় বেশিরভাগ প্রশ্ন গুলি হতে পারে আপনার ব্লগের পরবর্তী আর্টিকেল বা পোস্ট।
আমাকেও, আমার ব্লগের একজন ভিসিটর কমেন্টের মাধ্যমে জিগেশ করেছিলেন, “দাদা ব্লগের জন্য নতু পোস্ট আইডিয়া” কিভাবে পাবো ?
তাই, আমি উনার করা প্রশ্নের উত্তর এই আর্টিকেল লিখে দিচ্ছি।
এতে, আমার ভিসিটর্স রা তাদের জবাব পেয়ে সন্তুষ্ট হলো এবং আমি আমার ব্লগে লিখার জন্য নতুন কনটেন্ট আইডিয়াও পেয়ে গেলাম।
৬. গুগল search suggestion ব্যবহার করুন
Google searchবাক্সে, যখন আমরা কোনো শব্দই বা বিষয় লিখি, তখন গুগল আমাদের সেই শব্দটির সাথে জড়িত অনেক রকমের সমস্যার / বাক্যের পরামর্শ দেয়।
ওপরে ছবিতে আপনারা দেখতেই পারছেন যে, আমি গুগল সার্চে “মোবাইল কিভাবে” লিখার সাথে সাথে গুগল নিজেই আমাদের কিছু কনটেন্ট আইডিয়ার পরামর্শ দেখিয়ে দিয়েছে।
এবং, গুগলের দেয়া এই ধরণের পরামর্শ গুলিকে বলা হয় “Google search suggestions“.
মনে রাখবেন, গুগল এর দ্বারা দেখানো এই search suggestions গুলি, সাধারণ লোকেদের দ্বারা গুগলে সার্চ করা বাক্য বা প্রশ্ন।
তাই, google search suggestion থেকে idea নিয়ে আর্টিকেল লিখলে, সেই আর্টিকেল গুলিতে google search থেকে প্রচুর ভিসিটর্স (visitors) পাওয়ার সুযোগ রয়েছে।
৭. Wikihow ওয়েবসাইট ব্যবহার করুন
Wikihow এমন একটি অনলাইন ওয়েবসাইট, যেখানে আপনি আপনার প্রত্যেক সমস্যার সমাধান পাবেন তাদের লেখা আর্টিকেলের মাধ্যমে।
এবং, আপনি আপনার ব্লগের টপিক বা বিষয়ের সাথে জড়িত অনেক ধরণের নতুন নতুন আর্টিকেল সেখানে পাবেন।
কেবল, নিজের চাহিদা হিসেবে বিষয়টি লিখে সেখানে সার্চ করতে হবে।
আপনারা সব রকমের বিষয় নিয়ে সেখানে কনটেন্ট আইডিয়া পেয়ে যাবেন।
এবং, নিজের ব্লগে আর্টিকেল লেখার জন্য নতুন নতুন ব্লগ পোস্ট আইডিয়া খোঁজার জন্য wikihow আপনার সব থেকে লাভজনক উপায় হিসেবে প্রমাণিত হতে পারে।
৮. সাধারণ research করুন
হে বন্ধুরা, আপনি যেই বিষয় নিয়ে ব্লগ বানিয়েছেন সেই বিষয় নিয়ে অল্প ভাবতে হবে।
আপনার ভিসিটর্স রা কোন কোন বিষয় নিয়ে আপনার থেকে সমাধান চাচ্ছেন, সেটা খেয়াল রাখতে হবে।
তাছাড়া, কোন কোন বিষয় নিয়ে আর্টিকেল লিখলে, আপনার ব্লগে আশা ভিসিটর্স দেড় লাভ হবে, সেটা আপনার অল্প সময় নিয়ে ভাতেই হবে।
অল্প সময় নিয়ে ভাবলে, ৭০% নতুন ব্লগ পোস্ট আইডিয়া আপনার মাথায় নিজে নিজেই আসবে।
যদি নিজের থেকে আসছেনা, তাহলে ওপরে বলা প্রক্রিয়া গুলি ব্যবহার করে অবশই ভালো ভালো কনটেন্ট আইডিয়া পেয়েই যাবেন।
আমরা আজকে কি শিখলাম ?
তাহলে বন্ধুরা, এখন হয়তো আপনারা ভালো করে বুঝে গেছেন যে, নিজের ব্লগ পোস্ট এর জন্য আইডিয়া কোথায় পাবেন।
মনে রাখবেন, যখনি কোনো ভালো content idea খুঁজে পাবেন, তখন সেটা কোনোখানে লিখে রাখবেন।
এবং, এভাবেই ৫ থেকে ৭ টি blog post topics তৈরি করে কোথাও লিখে রাখলে, আপনি অনেক সুবিধে মতে নিজের কাজে মন দিতে পারবেন।
তাছাড়া, নিজের তৈরি করে নেয়া পোস্ট আইডিয়া গুলির মধ্যে, জনগুলি সবচেয়ে বেশি প্রয়োজনীয় এবং জরুরি বলে আপনি মনে করবেন, সেগুলি আগে লিখে নিজের ব্লগে পোস্ট করবেন।
তাহলে, এখন আপনি এভাবে কাজ করা শুরু করুন এবং ব্লগে নতুন নতুন কনটেন্ট লিখতে থাকুন।
ওপরে আমি আপনাদের আমার নিজের প্রক্রিয়া বলেছি।
এভাবেই আমি আমার ব্লগে পোস্ট করার জন্য বা লিখার জন্য নতুন নতুন পোস্ট এর আইডিয়া খুঁজে বেড় করি।