بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।
আজকে আলোচনা করবো বর্তমান ভাইরাল কার্টুন ইফেক্ট নিয়ে যার মাধ্যেমে যেকোন ভিডিওকে কার্টুন বানাতে পারবেন।
আমরা যারা নিয়মিতো সোশাল মিডিয়ায় প্রবেশ করি তারা প্রায় সময় দেখতে পারি যে খুব সুন্দর করে কার্টুন ভিডিওতে যে কোন গান লাগিয়ে আপলোড করতে।আর ঐ ভিডিও গুলি দেখতে যেমন সুন্দর তেমনি মনোমুগ্ধকর ।
তাই এই রকম মনোমুগ্ধকর ভিডিও চাইলে আপনিও বানাতে পারবেন অসাধারন একটি ওয়েবসাইটের মাধ্যেমে।
আর এই ওয়েবসাইটটি হলো জনপ্রিয় WonderShare এর একটি ওয়েবসাইট। আমরা কম-বেশি ওয়ান্ডারশেয়ারের সাথে পরিচিত।বিশেষ করে যারা কম্পিউটার ব্যাবহার করে থাকি ।ভিডিও এডিট,ভিডিও কনভার্ট থেকে শুরু করে ওয়ান্ডারশেয়ার এর ভুমিকা অপরিহার্য।
তাই আর নতুন করে ওয়ান্ডারশেয়ারকে নিয়ে আমার তেমন কিছু বলার নেই।
আর এই ওয়েবসাইটে আপনি কার্টুন ভিডিওর তৈরীর পাশাপাশি ভিডিও এডিট,ভিডিও কনভার্ট,ফটো ফানি এডিট ,ফটো টু ভিডিও বানাতে পারবেন।
আমি শুধুমাত্র আজকে আলোচনা করবো কিভাবে যে কোন ভিডিওকে কার্টুনে রুপান্তিত করা যায় ।
চলুন তাহলে শুরু করা যাক কিভাবে কার্টুন ভিডিও তৈরী করবেন।
এরপর ওয়েবসাইটটিতে আপনার জিমেইল/ইমেইল/অ্যাপল আইডি দিয়ে লগিন করে নিবেন।
লগিন করার পর ওয়েবসাইটটির হোম পেজে চলে আসবেন।এরপর Product এ ক্লিক করুন
এরপর একটি টুলস ওপেন হবে আপনি Video Tech এ ক্লিক করবেন
তারপর Video Cartoonizer এ ক্লিক করবেন
এরপর একটি পপ-আপ শো হবে ।তার নিচে ছোট করে লেখা আছে Local File ঐটাতে ক্লিক করবেন
আপনি যে ভিডিওটি কার্টুন বানাতে চান ঐ ভিডিওটি আপলোড করে দিবেন
এরপর একটু সময় অপেক্ষা করবেন ।
দেখুন আমার ভিডিওটি কার্টুনে রুপান্তিত হয়ে গেছে।এখন ডাউলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নিবেন।
দেখুন আমার ভিডিওটি কত সুন্দর ভাবে কার্টুনে রুপান্তিত হয়ে গেছে। ভিডিওটি আমি কনভার্ট করে লো কোয়ালিটি করেছি কারন এইখানে ফাইল সাইজ লিমিট করে দেওয়া হয়েছে। আপনারা এই ওয়েবসাইট থেকে হাই কোয়লিটিতে ডাউনলোড করতে পারবেন।
আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালবাসায় আমি ট্রিকবিডিতে মোট ১০১টি পোস্ট করেছি।আমার লেখা পোস্ট গুলি আপনাদের কাছে কেমন লেগেছে অব্যশই কমেন্টস করে জানিয়ে দিবেন।
আপনাদের অনুপ্রাণিতো হওয়া কমেন্টস গুলি-ই আমাদের লেখার আগ্রহ আড়ো বাড়িয়ে তুলবে ইনশাল্লহ।আরো সেই সাথে দোয়া করবেন যাতে করে ট্রিকবিডির সকল লেখকরা জেনো আপনাদের নিয়মিতো ভাল ভাল ও সুন্দর ট্রিকস গুলি আপনাদের সাথে শেয়ার করতে পারে ও ট্রিকবিডির সেবা সকলের কাছে পৌছেঁ দিতে পারে।
পরিশেষে আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি