Skip to content

মেসেঞ্জার থেকে ডিলিট হওয়া মেসেজ ফিরে পাওয়ার উপায়

সরাসরি ফেসবুক থেকেই হোক বা ফেসবুক মেসেঞ্জার, এখন ফেসবুকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ ফিরে পাওয়া হয়ে গিয়েছে অনেক সোজা। এটা আমাদের প্রত্যেকের সাথেই হয়ে থাকে, হঠাৎ যেই মেসেজের প্রয়োজন আমাদের হয় সেটা খুঁজেই পাওয়া যায়না এবং তারপর আমরা বুঝতে পারি হে সেই ফেসবুক মেসেজ তো আগেই ডিলিট করে দেওয়া হয়েছে।

জেনে বুঝেই হোক বা ভুলে ভালেই হোক, যদি আপনারা নিজের ফেসবুক মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ ফিরে পাওয়ার উপায় খুঁজছেন, তাহলে এখন মেসেজ পুনরুদ্ধার করাটা অনেকটাই সোজা।

এমনিতে যখন আপনি যেকোনো Facebook message delete করে থাকেন, তখন সেটা চিরকালের জন্যে ডিলিট হয়ে যাবে। আপনি কোনোভাবেই সরাসরি নিজের ফেসবুক চ্যাটবক্স বা প্রোফাইল থেকে সেই ডিলিট করা মেসেজ পুনরুদ্ধার করতে পারবেননা।

তবে, এরকম অনেক উপায় গুলো রয়েছে যেগুলো সঠিক ভাবে করতে পারলে ডিলিট করা ফেসবুক মেসেজ পুনরুদ্ধার করা সম্ভব। এই প্রত্যেক উপায় গুলোর মধ্যে একটি ফেসবুকের অফিসিয়াল উপায়ও রয়েছে যেটার বিষয়ে নিচে অবশই জানতে পারবেন।

মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ পুনরুদ্ধার করুন

নিচে এমন কিছু কার্যকর উপায় গুলোর বিষয়ে বলে দেওয়া হয়েছে যেগুলো ডিলিট হওয়া ফেসবুক মেসেজ ফিরে পাওয়ার জন্যে ব্যবহার করতে পারবেন। ফেসবুক মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ রিকভার করার ক্ষেত্রে আপনারা নিচে বলে দেওয়া প্রত্যেকটি উপায় একে একে ব্যবহার করে দেখুন।

১. আপনার ইমেইল আইডিতে মেসেজটি আছেকি ?

যদি আপনার ফেসবুক একাউন্টে email notifications-এর অপশনটি enabled করা রয়েছে তাহলে ফেসবুক একাউন্টের সাথে সংযুক্ত আপনার ইমেইল আইডিতে আপনি সেই ডিলিট হয়ে যাওয়া conversation / message-টি খুঁজে পেতে পারবেন।

ফেসবুকের একটি উন্নতম ফীচার হলো, যখনি আপনার একাউন্টের মধ্যে কোনো ধরণের কার্যকলাপ বা সক্রিয়তা হয়ে থাকে, তখন সেটার বিষয়ে ফেসবুক আপনাকে ইমেইল নোটিফিকেশন পাঠিয়ে জানিয়ে দিবে।

আর যখন কেও আপনার ফেসবুকে মেসেজ পাঠিয়ে থাকেন তখন আপনাকে ইমেইল এর দ্বারা জানিয়ে দেওয়া হয়।

তাই, আপনি আপনার ইমেইল একাউন্টে প্রবেশ করে “Facebook message” লিখে সার্চ দিয়ে দেখুন।

কিঠিক, মেসেজটি সেখানেই খুঁজে পেতে পারেন।

২. Android file manager ব্যবহার করুন

যদি আপনি android smartphone ব্যবহার করছেন এবং আপনার মোবাইলে Facebook messenger install করা আছে,

তাহলে হতে পারেন আপনার mobile device-এর app’s cache-এর মধ্যে ডিলিট করা ফেসবুক মেসেজ গুলো লুকিয়ে রয়েছে।

আপনি নিজের মোবাইলের android file manager ব্যবহার করে সেই messages গুলো এক্সেস করতে পারবেন।

তবে, যদি আপনার মোবাইলে একটি android file manager app নেই, তাহলে Google Play Store-এর থেকে একটি ডাউনলোড করে নিন।

নিজের android mobile থেকে file manager app-টি ওপেন করুন।
এখন আপনার চলে যেতে হবে, Internal Storage > com.facebook.katana > fb_temp.
fb_temp. ফাইলটি ওপেন করার পর আপনারা এখানে পুরোনো ফেসবুক মেসেজ গুলো পেয়ে যাবেন।
আপনার কপাল ভালো থাকলে, ডিলিট করা ফেসবুক মেসেজটি এখানেই পেয়ে যাবেন।
যদিওবা এই উপায় ব্যবহার করে ডিলিট হয়ে যাওয়া ফেসবুক মেসেজটি খুঁজে পাচ্ছেননা তাহলে চিন্তা করতে হবেনা।

নিচে আমি ১০০% ওয়ার্কিং উপায়টি বলতে চলেছি যেটা ব্যবহার করলে ফেসবুকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ ফিরে পাবেন।

৩. Archived messages

এই উপায়ে ডিলিট করা মেসেজ ফিরে পাওয়ার জন্য আপনার মোবাইলে Facebook messenger install করা থাকতে হবে।

অনেক সময় ফেসবুক মেসেঞ্জার থেকে ডিলিট হওয়া মেসেজ গুলো আপনার মেসেঞ্জারের archived message folder-এর মধ্যে জমা হয়ে থাকে।

এক্ষেত্রে, এই achieved folder-এর মধ্যে গিয়েও আপনারা সেই ডিলিট করা মেসেজটি খুঁজতে দেখতে পারেন।

এর জন্যে আপনাকে চলে আসতে হবে আপনার Facebook Messenger app-এ।
মেসেঞ্জারের মধ্যে একেবারে ওপরে হাতের বাম দিকে থাকা নিজের প্রোফাইল পিকচারে ক্লিক করুন।
এখন আপনারা কিছু options দেখতে পাবেন।
Preferences-এর ট্যাবে দ্বিতীয় অপশনটি হলো, “achieved chats”.
এখন, achieved chats-এর মধ্যে click করে দেখুন আপনার ডিলিট করা conversation বা message সেখানে আছে কি নেই।
যদিওবা এই achieved chats-এর মধ্যে আপনি আপনার ডিলিট হওয়া ফেসবুক মেসেজ ফিরে পাননি, তাহলে নিচে বলা এই শেষ উপায়টি করুন।

৪. Download your Facebook information

Facebook-এর settings পেজে Download your information নামের একটি অপসন রয়েছে।

এই অপসন ব্যবহার করে নিজের ফেসবুক একাউন্টের সাথে জড়িত যেকোনো ফাইল, মিডিয়া বা মেসেজ ইত্যাদি ডাউনলোড করতে পারবেন।

তাই, যদিও বা আপনি আপনার ফেসবুক একাউন্ট থেকে কোনো ইমেজ, ফাইল, মেসেজ ইত্যাদি ডিলিট করে থাকে,

তাহলেও আপনি সেগুলোকে আবার রিকভার বা পুনরুদ্ধার করতে পারবেন এই অপসন ব্যবহার করে।

এই প্রক্রিয়ার দ্বারা আপনি আপনার দিয়ে দেওয়া তারিখ (date) হিসেবে মেসেজ গুলো রিকভার করতে পারবেন।

প্রত্যেকটি message / conversation আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে।

১. সবচে আগে আপনাকে নিজের মোবাইলে Facebook app ওপেন করে “Settings & privacy” পেজে চলে যেতে হবে।

২. এবার নিচে “your information” ট্যাবের মধ্যে “Download your information” অপসন দেখবেন যেখানে click করতে হবে।

৩. এখন, Request copy ট্যাবের মধ্যে আপনারা বিভিন্ন Facebook files এবং activities গুলো সিলেক্ট করতে পারবেন।

৪. যিহেতু আমরা আমাদের ডিলিট হওয়া ফেসবুক মেসেজ ফিরে পেতে চাই, তাই আমরা “Deselect all” এর মধ্যে click করে কেবল “Messages” এর অপশনটি সিলেক্ট করবো।

৫. এবার একেবারে নিচে পর্যন্ত স্ক্রল করুন।

৬. এখন, Date range-এর অপশনে ক্লিক করে আপনি একটি নির্দিষ্ট ডেট সিলেক্ট করে দিয়ে দেওয়া ডেট হিসেবে মেসেজ রিকভার করার অপসন পাবেন। আপনি চাইলে, “All of my data” অপসন সিলেক্ট করে শুরু থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি মেসেজ পুনরুদ্ধার করার সুযোগ পাবেন।

৭. এবার, Format-এর অপশনে “HTML” সিলেক্ট করুন এবং নিচে media quality-তে “High” সিলেক্ট করুন।

৮. শেষে, নিচে থাকা “Create file” এর অপশনে ক্লিক করুন।

এখন, আপনার Facebook message file-টি তৈরি হতে কিছুটা সময় অবশই লাগবে।

আপনি “Available copies” এর ট্যাবে গিয়ে ফাইলটি download করার জন্যে উপলব্ধ হয়েছে কি না সেটা দেখে নিতে পারবেন এবং সরাসরি সেখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন।

তবে ফাইল তৈরি হয়ে গেলে আপনাকে আপনার ফেসবুক একাউন্টে নোটিফিকেশন পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে। মেসেজ ফাইলটি ডাউনলোড করার লিংক আপনার ইমেইল আইডিতেও পাঠানো হবে।

Note: মনে রাখবেন, তৈরি হওয়া ফেসবুক মেসেজ ব্যাকআপ ফাইল ডাউনলোড করার সময় আপনাকে নিজের ফেসবুক আইডি পাসওয়ার্ড দিয়ে আবার লগইন করতে হবে।

ব্যাকআপ ফাইল দ্বারা ডিলিট হওয়া মেসেজ ফিরে পাওয়ার উপায়
ওপরে বলা প্রক্রিয়ার দ্বারা ফেসবুক থেকে মেসেজেস এর ব্যাকআপ ফাইল ডাউনলোড করার পর এখন আপনাকে সেই ফাইল ওপেন করতে হবে।

ফাইলটি আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজে download folder-এর মধ্যে সেভ হয়ে থাকবে।

“facebook-username.zip” নাম সহ ফাইলটি দেখতে পাবেন যেটাকে ওপেন করার জন্যে “RAR for Android” এর প্রয়োজন হবে।

১. RAR বা যেকোনো ZIP extractor ব্যবহার করে download হওয়া Facebook backup ফাইলটি extract করুন।

২. এক্সট্র্যাক্ট হওয়ার পর এখন সেই একি নাম দিয়ে একটি folder তৈরি হয়ে যাবে যেখানে “messages” নামের একটি আলাদা ফোল্ডার দেখবেন।

৩. Messages এর ফোল্ডারে ক্লিক করার পর “Inbox” এর ফোল্ডার দেখবেন।

৪. এখন “Inbox” এর ভেতরে আপনারা নিজের ফেসবুক একাউন্টের প্রত্যেকটি মেসেজ এবং কথোপকথন গুলো

আবার ফিরে পাবেন।

৫. আপনি ফেসবুকে যার যার সাথে মেসেজের মাধ্যমে কথা বলেছিলেন প্রত্যেক ইউসার এর ক্ষেত্রে আলাদা আলাদা ফোল্ডার দেখতে পাবেন।

মেসেজ ফাইলটি message.html নাম সহ দেখতে পাবেন যেখানে ক্লিক করে মেসেজ গুলো দেখতে পাবেন।

উপসংহার
তাহলে বন্ধুরা, যদি আপনি ভুলে বা জেনেশুনে ডিলিট করা ফেসবুক মেসেজ পুনরুদ্ধার করার উপায় খুঁজছেন, তাহলে চিন্তা করতে হবেনা।

ওপরে বলা উপায় গুলো করে দেখুন, ফেসবুকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ অবশই ফিরে পাবেন।

আর যদি ওপরে বলা উপায় গুলো ব্যবহার করেও ফেসবুকে ডিলিট হওয়া মেসেজ পুনরুদ্ধার করা যাচ্ছেনা,

তাহলে আমার হিসেবে আর কোনো ভাবেই ডিলিট হওয়া ফেসবুক মেসেজে রিকভার করা সম্ভব হবেনা।

আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *