Skip to content

মোবাইলের রিংটোন ডাউনলোড করার সেরা ওয়েবসাইট গুলো – (Best 9)

বর্তমান সময়ে প্রত্যেকের কাছেই একটি smartphone বা সাধারণ mobile phone অবশই রয়েছে।

এক্ষেত্রে, আমাদের প্রত্যেকের একটি ভালো মোবাইল রিংটোন রাখার চাহিদা স্বাভাবিক।

তবে, যখন কথা আসছে মোবাইলে একটি ভালো রিংটোন ব্যবহার করার, তখন আপনি মোবাইলের সাথে দিয়ে দেওয়া default ringtone গুলো কিন্তু ব্যবহার করলে চলবেনা।

এক্ষেত্রে, আপনার করতে হবে ভালো ভালো মোবাইল রিংটোন গুলো ডাউনলোড

চিন্তা করবেননা, বর্তমান সময়ে ইন্টারনেটে ফ্রি রিংটোন ডাউনলোড করার ওয়েবসাইট কিন্তু প্রচুর রয়েছে।

আর তাই, কোনো অসুবিধে ছাড়া কেবল কিছু সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ free mobile ringtone আপনারা download করে নিতে পারবেন।

নিচে আমি যেগুলো রিংটোন ডাউনলোড করার ওয়েবসাইট গুলোর বিষয়ে বলবো,

সেগুলো সম্পূর্ণ ফ্রি এবং আপনারা নিজের মোবাইল থেকেই সেগুলোতে ভিসিট করতে পারবেন।

তাছাড়া, যেকোনো ধরণের রিংটোন যেমন, বাংলা রিংটোন, হিন্দি রিংটোন, গানের রিংটোন, instrumental tones, SMS ringtone ইত্যাদি সব ধরণের রিংটোন আপনারা পাবেন।

মোবাইলের ফ্রি রিংটোন ডাউনলোড করার ওয়েবসাইট – (২০২১)

বন্ধুরা, নিচে আমি যেগুলো ওয়েবসাইটের বিষয়ে বলবো সেগুলোর বেশিরভাগের কিন্তু নিজস্ব android app রয়েছে।

তাই, আপনারা চাইলে তাদের android app গুলো ডাউনলোড করে যেকোনো সময় updated new ringtones গুলোর বিষয়ে জেনেনিতে পারবেন।

তাছাড়া, আপনি চাইলে android apps download না করে, সোজা নিচে দেওয়া ওয়েবসাইট গুলোর লিংকে গিয়েও tones গুলো দেখে ও download করতে পারবেন।

Best free ringtone download websites list – (Top 9)

  • Mobile9
  • Zedge
  • iTunemachine
  • Mobiles24
  • Tones7
  • Audiko.com
  • ToneTweet
  • Mobcup.net
  • Ringtonemaker.com

চলুন এবার আমরা ওপরে দেওয়া প্রত্যেকটি ringtone download website গুলোর বিষয়ে কিছুটা জেনেনি।

Mobile9 

Mobile9 হলো অনেক পুরোনো এবং জনপ্রিয় একটি ওয়েবসাইট যেখানে আপনারা latest ringtones অবশই পাবেন।

তাছাড়া, এখানে আপনারা apps, mobile themes, books ইত্যাদি সবটাই সম্পূর্ণ ফ্রীতেই পেয়েযাবেন।

ওয়েবসাইটে ভিসিট করার সাথে সাথে প্রথম পেজে আপনাকে তাদের android app এর বিষয়ে বলা হবে।

আপনি যদি সোজা ওয়েবসাইটের মাধ্যমে রিংটোন গুলো ডাউনলোড করতে চাচ্ছেন, তাহলে “Browse now” লিংকে ক্লিক করুন।

এখন আপনাকে আপনার মোবাইল (device) এর নাম / মডেল দিয়ে দিতে হবে।

এবার, আপনার মোবাইলের সাথে জড়িত প্রত্যেকটি RingtonesHD wallpaper, apps, games, themes ইত্যাদি আপনাকে দেখিয়ে দেওয়া হবে।

তবে, আপনি যদি নিজের মোবাইল থেকেই ওয়েবসাইট টিতে ভিসিট করছেন, তাহলে নিজে নিজেই আপনার মোবাইলের মডেল নিয়ে নিবে।

Bollywood ringtones এর সাথে এখানে আপনারা প্রত্যেকটি নতুন এবং আলাদা আলাদা রকমের মোবাইল রিংটোন পেয়ে যাবেন।

Zedge 

আমি যখন college জীবনে ছিলাম তখন থেকেই এই ওয়েবসাইট ব্যবহার করে নিজের মোবাইলের জন্য ফ্রি রিংটোন গুলোকে ডাউনলোড করতাম।

তাই, আপনারা হয়তো বুঝতেই পারছেন, কতটা পুরোনো এবং দারুন একটি ওয়েবসাইট এটা।

এখানে আপনারা, latest ringtones ছাড়াও অন্যান্য বিভিন্ন জিনিস যেমন, wallpaper, background ইত্যাদি পেয়ে যাবেন।

Ringtones এর ক্ষেত্রে এখানে নতুন পুরোনো প্রত্যেক ধরণের tones, SMS tones, notification tones ইত্যাদি সবটাই আপনারা পাবেন।

আপনি নিজের মোবাইলের ক্ষেত্রে নতুন নতুন রিংটোন এর জন্য Zedge.net ওয়েবসাইট টিকে সব থেকে অধিক পছন্দ করি।

কারণ, এখানে যেকোনো ধরণের প্রত্যেক ধরণের ringtones পাওয়া সম্ভব।

iTunemachine.com 

এটাও একটি অনেক জনপ্রিয় ফ্রি মোবাইলের রিংটোন ডাউনলোড ওয়েবসাইট যেটা অনেকেই পছন্দ করেন।

এই ওয়েবসাইট অনেক সরল এবং সাধারণ।

ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথেই আপনারা এর প্রথম পাতাতেই প্রচুর ringtones দেখতে পাবেন।

নিচে পরের পেজ গুলোতে যাওয়ার জন্য option অবশই দেওয়া রয়েছে।

ওপরে ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা প্রায় অনেক ধরণের mobile ringtones পেয়ে যাচ্ছি।

যেমন,

  • New ringtones
  • English music tones
  • Bollywood ringtones
  • Instrumental
  • Message tones
  • Alarm ringtones
  • Name ringtones

ইত্যাদি, আরো অনেক ধরণের tones আপনারা এই ওয়েবসাইটে পাবেন।

প্রত্যেকটি ringtone আপনারা দুটো মাধ্যমে download করতে পারার অপসন রয়েছে।

Mp3 এবং iPhone tone হিসেবে আপনারা রিংটোন গুলো মোবাইলে ডাউনলোড করতে পারবেন।

ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রি এবং কোনো ধরণের registration এর প্রয়োজন আপনার হবেনা।

Mobiles24.co 

Ringtones, themes, apps, wallpaper, games আপনার মোবাইলের জন্য জরুরি প্রত্যেকটি জিনিস এই ওয়েবসাইটে পাবেন।

সেটাও, সম্পূর্ণ ফ্রীতে সবটা ডাউনলোড করতে পারবেন।

এখানে, প্রত্যেকটি ক্যাটেগরিতে প্রত্যেক দিন নতুন নতুন ফাইল আপলোড করা হয়।

সত্যি বললে, mobiles24.co ওয়েবসাইটে থাকা প্রত্যেকটি ringtone এর collection আমার সত্যি পছন্দ হয়েছে।

এখানে, “New”, “Popular” এবং “Top rated” নামের ৩ টি ringtone categories রয়েছে।

139976 থেকে অধিক Free Popular MP3 Ringtones এখানে রয়েছে।

এখানে বেশিরভাগ রিংটোন গুলো Hollywood এবং Bollywood ছবি বা গান থেকে তৈরি করা।

তাছাড়া, প্রচুর uncommon notification tones এখানে অবশই রয়েছে।

যেই ringtone আপনার পছন্দ সেটাতে click করুন এবং mp3 বা M4R ফরম্যাট হিসেবে ডাউনলোড করে নিন।

Tones7 

এটাও একটি সেরা এবং ফ্রি ওয়েবসাইট যেখানে আপনারা প্রচুর নতুন নতুন রিংটোন এবং মোবাইল ওয়ালপেপার পাবেন।

ওয়েবসাইটের ওপরেই আপনারা একটি search bar দেখতে পাবেন, যেটার মাধ্যমে নিজের হিসেবে ringtones search করতে পারবেন।

তাছাড়া, বিভিন্ন আলাদা আলাদা ringtone categories রয়েছে, যেগুলোর মধ্যে থেকেও ভালো ভালো ringtones সিলেক্ট করতে পারবেন।

আপনার যেই ringtone ভালো লেগেছে সেটাতে ক্লিক করার পর, আপনি সেই টোন টিকে প্লে করে শুনতেও পারবেন।

পছন্দ হয়ে থাকলে, নিচে থাকা “Download mp3 ringtone” লিংকে ক্লিক করে টোনটিকে ফ্রীতে ডাউনলোড করে নিতে পারবেন।

Audiko.com 

আপনারা যদি Bollywood, Hollywood এবং instrumental tones অধিক পছন্দ করেন, তাহলে এই ওয়েবসাইটে অবশই আপনার কাজের জিনিস রয়েছে।

তাছাড়া, আপনি চাইলে এখানে নিজের একটি রিংটোন তৈরি করে নিতে পারবেন।

মানে, ওয়েবসাইট টিতে ওপরে আপনারা “create ringtone” এর একটি link দেখতে পাবেন।

Create ringtone এর লিংকে click করার সাথে সাথে আপনাকে একটি আলাদা পেজে নিয়ে যাওয়া হবে।

এই পেজে আপনি যেকোনো গান আপলোড করে সেই গান থেকে রিংটোন তৈরি করতে পারবেন।

Audiko.com ওয়েবসাইটেও আপনারা যেকোনো রিংটোন শুনে তারপর get ringtone এর লিংকে ক্লিক করে সেগুলোকে ডাউনলোড করতে পারবেন।

এমনিতে, Audiko এর একটি Android app অবশই রয়েছে যেটাকে আপনারা play store থেকে download করতে পারবেন।

ToneTweet 

অনেক দারুন একটি ওয়েবসাইট যেখানে unlimited এবং uncommon প্রচুর ringtones আপনারা পেয়ে যাবেন।

এখানে আপনারা প্রচুর ringtone categories পেয়ে যাবেন যেমন,

  • Animals
  • Annoying
  • Classic
  • Funny
  • Funky
  • Games
  • Movies
  • Rock

ইত্যাদি আরো অনেক ringtone categories রয়েছে।

এমনিতে আপনারা চাইলে ওয়েবসাইটের ওপরে থাকা সার্চ বক্সে ক্লিক করে যেকোনো রিংটোন সার্চ অবশই করতে পারবেন।

ওয়েবসাইটের প্রথম পাতায় আপনারা কিছু featured ringtones এবং newest ringtones দেখতে পাবেন।

যেই রিংটোন আপনার পছন্দ, সেটাতে ক্লিক করুন এবং play বাটনে ক্লিক করে সেটাকে শুনে নিন।

এবার, আপনার device এর হিসেবে আপনি “Android” বা “iPhone” সিলেক্ট করে ringtone টি ডাউনলোড করে নিন।

Mobcup.net 

এটা এমন একটি ফ্রি ওয়েবসাইট যেখানে আপনারা free wallpapers এবং free mobile ringtones দুটোই পাবেন।

ওয়েবসাইটে ভিসিট করার সাথে সাথেই আপনাকে কিছু ringtones এর collection দেখিয়ে দেওয়া হবে।

তাছাড়া, আপনারা নিচে থাকা “more ringtones” এর লিংকে click করে বাকি ringtone গুলো দেখে নিতে পারবেন।

পছন্দ হওয়া ringtone এর পাশে থাকা download বাটন এর মধ্যে ক্লিক করে, সেটাকে শুনে নিতে ও ডাউনলোড করতে পারবেন।

Android (MP3) এবং iPhone (M4R) দুটো device এর জন্য আলাদা আলাদা download option পাবেন।

Ringtonemaker.com 

এটা এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি নিজের রিংটোন নিজেই তৈরি করতে পারবেন।

মানে, আপনি যদি কোনো music বা song থেকে গান কেটে রিংটোন বানাতে চাচ্ছেন, তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে সেটা পারবেন।

কারণ, এটা হলো একটি ফ্রি ringtone maker website.

ওয়েবসাইটে গিয়ে সেখানে থাকা upload files বাটনে ক্লিক করুন।

এবার, আপনার computer বা mobile থেকে সেই গানটি সিলেক্ট করুন যেটা কেটে আপনি রিংটোন বানাবেন।

গানটি আপলোড হওয়ার পর, দিয়ে দেওয়া tool ব্যবহার করে কিছু সেকেণ্ডের মধ্যেই তৈরি করে নিন নিজের রিংটোন।

Ringtone তৈরি করার পর, ডাউনলোড বাটনে ক্লিক করে সেটাকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন।

আমাদের শেষ কথা,

তাহলে বন্ধুরা, আশা করছি মোবাইলের রিংটোন ডাউনলোড করার সেরা ওয়েবসাইট গুলো আপনাদের অবশই ভালো লাগবে।

আমি ওপরে বলে দেওয়া প্রত্যেকটি ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রি এবং মোবাইল বা কম্পিউটার দুটো মাধ্যমেই ব্যবহার করা যাবে।

আজকের এই আর্টিকেল, “best websites to download free mobile ringtone” যদি আপনাদের ভালো লেগে থাকে,

তাহলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।

তাছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *