Skip to content

মোবাইল ওয়ালপেপার ডাউনলোড করার সাইট গুলো । HD wallpaper

সুন্দর সুন্দর মোবাইল ওয়ালপেপার গুলি দেখতে অনেক ভালো লাগে যদিও অনেকেই HD মোবাইল ওয়ালপেপার পিকচার ডাউনলোড কিভাবে এবং কোথাথেকে করতে হবে সেটা জেনে থাকেননা।

তাই, আজকের এই ছোট্ট আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের এমন ৯ টি সেরা মোবাইল ওয়ালপেপার ছবি ডাউনলোড করার ওয়েবসাইট গুলোর বিষয়ে বলবো যেগুলোর থেকে মোবাইলের জন্য সম্পূর্ণ ফ্রীতে নতুন নতুন এবং সেরা ওয়ালপেপার ডাউনলোড করতে পারবেন। (sites to download mobile wallpapers for free).

Wallpaper পিকচার গুলো সম্পূর্ণ হাই কোয়ালিটি (HD) এবং যেকোনো মোবাইলের স্ক্রিন সাইজ এর জন্য।

মজার কথা এটাই যে নিচে যেগুলো ওয়েবসাইটের বিষয়ে বলবো, সেগুলো মূলত সুন্দর সুন্দর ওয়ালপেপার ছবি ডাউনলোড করার ওপরে লক্ষ রেখে তৈরি করা হয়েছে।

আর তাই, এই প্রত্যেকটি ওয়েবসাইটে মোবাইল ওয়ালপেপার গুলি বিভিন্ন আলাদা আলাদা ক্যাটাগরি হিসেবে আপনারা পাবেন।

মানে, আলাদা আলাদা ক্যাটাগরি গুলোতে আলাদা আলাদা রকমের HD এবং নতুন ওয়ালপেপার পিকচার পাবেন।

বেশিরভাগ ওয়েবসাইট গুলোতে গিয়ে আমি নিজেই wallpaper download করে দেখেছি।

নতুন মোবাইল ওয়ালপেপার ডাউনলোড করার সাইট গুলোর তালিকা

নিচে আমি ইন্টারনেটে থাকা কিছু সেরা ওয়েবসাইট গুলোর নাম বলে দিচ্ছি যেগুলোর থেকে সহজেই এবং সম্পূর্ণ ফ্রীতে নিজের মোবাইলের জন্য নতুন ওয়ালপেপার গুলো ডাউনলোড করতে পারবেন।

Unsplash.com

Unsplash হলো একটি অনেক জনপ্রিয় এবং বিখ্যাত free image downloading website.

এখানে মূলত বিভিন্ন projects, website, blogs ইত্যাদির জন্য free images পাবেন।

Unsplash থেকে আপনারা নিজের মোবাইলের জন্য হাই কোয়ালিটি wallpaper download করতে পারবেন।

প্রত্যেকটি ইমেজ high quality এবং আপনার  high-resolution screen এর জন্য ভালো করে  optimized করা থাকছে।

এছাড়া, সম্পূর্ণ ফ্রীতে ওয়ালপেপার গুলো ডাউনলোড করতে পারবেন।

Nature, textures, background ইত্যাদি প্রচুর wallpaper categories এখানে পাবেন।

Pixabay.com

ইন্টারনেট থেকে ফ্রি ছবি ডাউনলোড করার একটি দুর্দান্ত এবং দারুর স্টক ইমেজ ওয়েবসাইট হলো pixabay.

এখানে আপনারা যেকোনো ধরণের images, wallpapers, textures, background image ইত্যাদি পাবেন।

ওয়েবসাইটে একটি search box দেওয়া রয়েছে যেখানে নিজের প্রয়োজন হিসেবে wallpaper গুলো সার্চ করতে পারবেন।

এছাড়া, ছবি ডাউনলোড করার ক্ষেত্রে আপনার কোনো ধরণের একাউন্ট তৈরি করতে হবেনা।

সরাসরি ছবিতে ক্লিক করে download button ক্লিক করলেই ছবি ডাউনলোড কয়ে যাবে।

এখানেও wallpaper image গুলোকে ডাউনলোড করার জন্য প্রচুর categories আপনারা পাবেন।

zedge.net

মোবাইলের জন্য ওয়ালপেপার এবং রিংটোন ডাউনলোড করার এটা অনেক পুরোনো এবং জনপ্রিয় ওয়েবসাইট।

আমি স্কুলে পড়া সময়েও এই ওয়েবসাইট থেকে প্রচুর রিংটোন এবং ওয়ালপেপার ডাউনলোড করেছি।

এখানে আপনি আপনার mobile device এর হিসেবে wallpapers খুঁজতে পারবেন।

তাই, wallpapers গুলোর size এবং quality নিয়ে কোনো ধরণের সমস্যা হবেনা।

Mobile9

এটাও অনেক পুরোনো এবং জনপ্রিয় ওয়ালপেপার ডাউনলোড সাইট যেখানে আপনাকে আপনার mobile device / model এর সাথে জড়িত content দেখানো হয়।

এই ওয়েবসাইটের user-interface অনেক সাধারণ এবং সোজা তাই ওয়েবসাইটে ভিসিট করেই সরাসরি ওয়ালপেপার গুলো সহজেই ডাউনলোড করতে পারবেন।

এখানে আপনারা Apps, Ringtones, Themes, Wallpapers, Books এই ধরণের content গুলো পাবেন।

Phoneky.com

Phoneky হলো অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট যেখানে মূলত আপনারা নিজের মোবাইলের জন্য ringtones, wallpapers, themes, animation ইত্যাদি ডাউনলোড করতে পারবেন।

Google play store এর থেকে এর android app download করে সরাসরি app থেকেই wallpapers download করতে পারবেন।

প্রচুর আধুনিক, সুন্দর সুন্দর এবং নতুন ওয়ালপেপার এর কালেকশন এখানে পাবেন যেগুলো সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করা যাবে।

Statusqueen.com

এখানে আপনারা Facebook, WhatsApp ইত্যাদির জন্য নতুন নতুন image status গুলো পাবেন এবং এর সাথে প্রত্যেক ধরণের ওয়ালপেপার ছবি এখানে রয়েছে।

সত্যি বললে, এই ওয়েবসাইটের wallpaper গুলো আমার সব থেকে আধুনিক, সুন্দর এবং আকর্ষণীয় লেগেছে।

এছাড়া, প্রত্যেক ওয়ালপেপার ছবি গুলোর quality কিন্তু সম্পূর্ণ HD.

এখানে, mobile এবং desktop দুটোর জন্যই wallpapers পাবেন।

Fonewalls.com

এই ওয়েবসাইট মূলত কেবল mobile wallpaper download করার সাইট হিসেবে তৈরি করা হয়েছে।

এখানে, প্রচুর wallpaper categories, phone resolution, mobile model, mobile brand ইত্যাদির হিসেবে wallpaper search করতে পারবেন।

যদি আপনারা high quality এবং HD mobile images download করতে চাইছেন, তাহলে এই ওয়েবসাইট অবশই ভিসিট করুন।

Wallpapercave.com

ওয়েবসাইটের নাম শুনেই হয়তো বুঝতে পেরেছেন যে ওয়েবসাইট টিকে কেবল ওয়ালপেপার শেয়ার করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

এখানে মোবাইল এবং কম্পিউটার দুটোর জন্যই images download করতে পারবেন।

Wallpaper এর জন্য প্রচুর আলাদা আলাদা categories আপনারা পাবেন।

এছাড়া ওয়েবসাইটের সার্চ বক্সে লিখে নিজের হিসেবেও ছবি সার্চ দিতে পারবেন।

পছন্দ হিসেবে ওয়ালপেপার গুলোতে ক্লিক করার পর আপনারা ডাউনলোড লিংক দেখতে পাবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *