কিভাবে একটি ওয়েবসাইটের ইনকাম চেক করবেন ? এই বিষয়ে আজকে আমরা কথা বলবো।
একজন ব্লগার হিসেবে, আপনার হয়তো ইন্টারনেটে বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইট গুলোতে গিয়ে ভাবেন, যে এই ওয়েবসাইটে প্রত্যেক মাসে কতটা করে ভিসিটর্স আসছে।
তাছাড়া, সব থেকে আগেই আমাদের মনে সেই ওয়েবসাইট বা ব্লগের ইনকাম কত, সেটা চলে আসে।
এমনিতে, একটি ওয়েবসাইটের বা ব্লগের ইনকাম এবং ট্রাফিক দেখার তেমন কোনো সোজা মাধ্যম নেই।
তবে, ইন্টারনেটে এমন কিছু website ও tool রয়েছে, যেগুলো ব্যবহার করে, আপনারা যেকোনো ওয়েবসাইটের ইনকমে চেক করে নিতে পারবেন।
মনে রাখবেন, ওয়েবসাইট এর ইনকাম চেক করার এই online tool গুলোর মধ্যে, প্রত্যকেই কিন্তু সঠিক তথ্য আপনাকে দিবেনা।
আর তাই, নিচে আমি কিছু এমন tools গুলোর বিষয়ে বলে দিচ্ছি যেগুলোর মাধ্যমে, আপনারা যেকোনো ওয়েবসাইটের সঠিক ইনকাম এর ব্যাপারে জেনে যাবেন।
তাছাড়া, কোন ওয়েবসাইটের ট্রাফিক কতটা সেটাও সেখানেই দেখে নিতে পারবেন।
বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইট গুলোর ইনকাম এবং ট্রাফিক এর সংখ্যা দেখার একটাই লাভ আমাদের হয়।
সেটা হলো, অন্যের ট্রাফিক ও ইনকাম দেখে আমরা নিজেকে উৎসাহিত (motivate) করতে পারি।
তাহলে চলুন, নিচে সেই ৩ টি অনলাইন টুল গুলোর বিষয়ে জেনেনেই।
ওয়েবসাইটের ইনকাম ও ট্রাফিক কিভাবে চেক করবেন ?
নিচে যেগুলো সেরা টুল গুলোর বিষয়ে আমি বলবো, সেগুলো ব্যবহার করেই আপনারা যেকোনো ওয়েবসাইট বা ব্লগ এর বিষয়ে সবটা জেনেনিতে পারবেন।
তবে টুল গুলো ব্যবহার করে একটি ওয়েবসাইটের বিষয়ে কি কি জেনে নিতে পারবেন ?
- Domain registered: ওয়েবসাইটটি কখন রেজিস্টার করা হয়েছিল।
- Alexa traffic rank: Alexa তে ওয়েবসাইটটির global traffic এবং country based traffic rank কত।
- Estimated daily revenue: প্রত্যেকদিন ওয়েবসাইটটি কত টাকা আয় করছে।
- Estimated monthly revenue: প্রত্যেক মাসে ওয়েবসাইটটি কত টাকা আয় করছে।
- Website worth: ওয়েবসাইটের বর্তমান ভ্যালু (value) কত।
এরকম কিছু তথ্য যেকোনো ওয়েবসাইটের বিষয়ে জেনেনিতে পারবেন যদি আপনি নিচে দেওয়া টুল গুলো ব্যবহার করছেন।
১. Statvoo.com
ওপরে আমি আমাদের প্রথম online tool ব্যবহার করে অনেক জনপ্রিয় একটি হিন্দি ওয়েবসাইটের ইনকাম এবং ট্রাফিক এর সংখ্যা জেনে নেওয়ার চেষ্টা করেছি।
এবং, অনেক সহজেই tool এর ওপরের ভাগে থাকা “search box” এ ওয়েবসাইটের নাম লিখে সার্চ করাতে, আমরা সবটাই জেনেনিতে পেরেছি।
ওপরে ছবিতে আপনারা দেখতেই পারছেন, tool টি ব্যবহার করাতে আমরা ওয়েবসাইটের বিষয়ে কি কি জেনে নিতে পেরেছি।
- ওয়েবসাইটের ডোমেইন রেজিস্টার করা ডেট (date).
- Global alexa traffic rank কত.
- Estimate worth (ওয়েবসাইটের ভ্যালু): $154800
- Estimated daily income (প্রত্যেকদিন কতটা ইনকাম করছে): $215
- Monthly income (মাসে কত করে আই করছে): $6540
ওয়েবসাইটের ইনকাম কত হচ্ছে, তাছাড়াও অন্যান্য অনেক তথ্য এই টুল এর মাধ্যমে জেনেনিতে পারবেন।
মনে রাখবেন, এই অনলাইন টুল গুলো যেকোনো ওয়েবসাইটের বিষয়ে যেগুলো তথ্য দিচ্ছে, সেগুলো সব অনুমানিক।
তাই, তথ্যগুলো সম্পূর্ণ ও ১০০% সঠিক হওয়ার কথাটা আমি বলতে পারছিনা।
তবে, তথ্যগুলো প্রায় সঠিক হওয়ার আশা করা যেতে পারে।
২. Similarweb.com
একটি ওয়েবসাইট কতটা ট্রাফিক আসছে, এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনেনিতে চাইলে, “similarweb.com” অনলাইন tool ব্যবহার করতে পারবেন।
এখানে গিয়ে ওয়েবসাইটের URL address টাইপ করে সার্চ করার পর, সবটাই আপনারা জেনেনিতে পারবেন।
ওপরে ছবিতে আপনারা দেখতেই পারছেন, আমরা “Google.com” ওয়েবসাইটটি সার্চ করার পর, ওয়েবসাইটটিতে আশ ট্রাফিক বা ভিসিটর্স নিয়ে সম্পূর্ণ তথ্য আমাদের দিয়ে দিয়েছে।
এখানে আপনারা একটি ওয়েবসাইটের বিষয়ে কি কি জেনেনিতে পারবেন ?
- ওয়েবসাইটের গ্লোবাল র্যাংক কত।
- প্রত্যেক মাসে কতটা করে ভিসিটর্স আসছে।
- কোন কোন জায়গা বা দেশ থেকে ট্রাফিক আসছে।
- Traffic source (social, direct, organic search, paid), মানে কোন কোন মাধ্যমে ট্রাফিক আসছে।
- ভিসিটর্স দের ইন্টারেস্ট (interest).
এবং, একটি ওয়েবসাইটে আসা ট্রাফিক (traffic) গুলোর বিষয়ে আরো অনেক বিষয়ে রিসার্চ করতে পারবেন।
যদি আপনি আপনার প্রতিযোগী ওয়েবসাইট গুলোর ট্রাফিক নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন, তাহলে এই টুল অবশই ব্যবহার করার পরামর্শ আমি দিবো।
৩. Siteworthtraffic.com
কোন ওয়েবসাইট কত টাকা কামাই করছে, এই বিষয়ে জানার জন্য “SITEWORTHTRAFFIC.COM” অনলাইন টুলটি সেরা।
অনলাইন টুলটিতে গিয়েই, ওপরে থাকা সার্চ বক্সে আপনি যেই ওয়েবসাইটের ইনকাম জেনেনিতে চাচ্ছেন, সেই ওয়েবসাইটের URL address টাইপ করে সার্চ করুন।
কিছু সেকেন্ডের মধ্যেই, আপনাকে ওয়েবসাইটটি কত টাকা আয় করছে এবং তাতে মোট ট্রাফিক কত করে আসছে, সবটাই দেখে নিতে পারবেন।
ওপরে ছবিতে আপনারা দেখতেই পারছেন, আমি একটি জনপ্রিয় হিন্দি ব্লগ “hindimehelp.com” ওয়েবসাইটটির নাম সার্চ করাতে, ওয়েবসাইটের সাথে জড়িত প্রত্যেক তথ্য গুলো পেয়ে গেছি।
যেমন,
- Daily estimated unique visitors (প্রায় কত করে ভিসিটর্স প্রত্যেকদিন আসছে) : ১৪,২৩১
- Daily estimated revenue from ads (প্রত্যেকদিন প্রায় কত টাকা আই করছেন) : $33
- Alexa traffic graph এর মাধ্যমে alexa rank দেখতে পারবেন।
এভাবে সম্পূর্ণ মাসের রিপোর্ট দেখার জন্য আমাদের “monthly estimated report” এবং বছরের রিপোর্ট দেখার ক্ষেত্রে “yearly estimated report” দিয়ে দেওয়া হয়েছে।
এভাবে, কোন ওয়েবসাইট কত টাকা আয় করছে, সেই বেপারে আপনারা এই tool ব্যবহার করে জেনেনিতে পারবেন।
ওপরে দেয়া অনলাইন টুল গুলো ছাড়াও আরো অনেক টুল রয়েছে, যেগুলো একটি ওয়েবসাইটের value, income বা traffic এর পরিমান জানার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
যেমন,
- checkwebsiteprice.com
- siteprice.org
- worthofweb.com
- siteworthchecker.com
Note: এই online tool গুলো আপনাকে একটি আনুমানিক রিপোর্ট (estimated report) তৈরি করে দিবে। তাই, তথ্যের ১০০% সঠিক হওয়ার ভরসা আমি কিন্তু দিচ্ছিনা।
তাহলে বন্ধুরা, আশা করছি আপনারা আজকের এই আর্টিকেলের মাধ্যমে কিছু নতুন শিখতে পেরেছেন।
এবং, যদি আপনি একজন ব্লগার বা ওয়েবসাইটের মালিক, তাহলে নিজের প্রতিযোগী ওয়েবসাইট গুলোর traffic ও income এর বিষয়ে নজর ও খবর অবশই রাখতে হয়।
আর, ওপরে বলা ৩ টি অনলাইন টুল ব্যবহার করে আপনারা সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য অবশই পেয়ে যাবেন।
তাছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে, আমাদের কমেন্টের মাধ্যমে অবশই জিগেশ করবেন।