আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই, অনেকদিন পর আবারো একটা পোস্ট নিয়ে হাজির হলাম।
আমরা অনেকেই রকেট এজেন্ট ব্যবহার করি, কিন্তু মাঝেমধ্য আমাদের নানান সমস্যায় পড়তে হয়, তার মাঝে অন্যতম হলো একাউন্ট ইস নট এক্টিভ।
যাদের এজেন্ট একাউন্ট মাঝেমধ্যে Account is not active দেখায় তারা এখন নিজে নিজেই Account এক্টিভ করে নিতে পারবেন।
এখন এজেন্টরা নিজের অ্যাকাউন্ট নিজেই Active করতে পারবে USSD মাধ্যমে।
*322#
No 5: My Acct
No 7: Active Account
Old PIN
YES
And done.
Now go to Agent Apps n give old pin n start.
যাদের রকেটের মার্চেন্ট একাউন্ট দরকার তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।
ফেসবুকে আমাকে ম্যাসেজ দিন