Skip to content

লঞ্চ হচ্ছে এই নতুন এন্ড্রয়েড 5G মোবাইল গুলো – (Upcoming mobiles)

২০২০ সালে আমরা নানান আধুনিক এবং উন্নত android smartphones এর launch দেখেছি।

Budget segment এর প্রায় ৫০০০ টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকার premium smartphones গুলো ২০২০ সালে লঞ্চ হয়েছে।

এই সালে, আমরা বেশিরভাগ Xiaomi, Vivo, Samsung এবং Realme ইত্যাদি কোম্পানি গুলোর নতুন নতুন মোবাইল এর মডেল দেখতে পেয়েছি।

তবে, প্রত্যেকটি মোবাইলের মডেলে আমরা আলাদা আলাদা রকমের design এবং features অবশই দেখেছি।

তাই, ওভারঅল বলতে গেলে ২০২০ সাল ছিল আধুনিক এবং উন্নত মানের এন্ড্রয়েড স্মার্টফোন এর সময়।

এমনিতে যখন কথা আসছে, ২০২১ এর আপকামিং (upcoming) android mobile গুলোর,

তখন, আমরা একটি 5G smartphone এর সাথে কিছু আধুনিক features এবং functions এর চাহিদা অবশই রাখবো।

২০২১ এর মোবাইল গুলোতে আমরা মূলত নজর রাখবো,

  1. অধিক RAM 
  2. অধিক internal storage 
  3. Advanced processor / chipset 
  4. Powerfull GPU (HD গেমিং এর ক্ষেত্রে)
  5. Atractive design & style 
  6. মোবাইলের features এর তুলনায় তার দাম কত 
  7. 5G support করে কি না ?

তাই চলুন, নিচে আমরা দেখে নেই ২০২১ সালে কি কি android mobile launch হওয়া কথা চলছে এবং সেগুলোর features এবং hardware configuaration কি থাকবে।

অবশই, মোবাইল গুলোর অনুমানিত launch date এবং price এর বিষয়েও আমি আপনাদের বলবো।

২০২১ এর মধ্যে লঞ্চ হচ্ছে এই আপকামিং এন্ড্রয়েড মোবাইল গুলো

নিচে আমি যেগুলো upcoming android mobile গুলোর বিষয়ে বলবো,

সেগুলো ভারতে (India) কখন এবং কি দামে লঞ্চ হওয়ার কথা চলছে সেই বিষয়ে বলবো।

এমনিতে আপনি যদি কোনো অন্য দেশ থেকে আমাদের আর্টিকেল পড়ছেন,

তাহলে সেই দেশে কখন মোবাইল গুলো launch হওয়ার অনুমান রয়েছে সেটা গুগল করে দেখে নিতে পারবেন।

Top 15 upcoming android smartphones in 2021

  1. Nokia 8.3 5G
  2. Xiaomi Redmi Note 9 Pro 5G
  3. Realme X7 Pro
  4. Xiaomi Mi 11
  5. OnePlus Nord N10
  6. Xiaomi Poco M3 (4G)
  7. Realme V5
  8. Vivo iQOO Z1x
  9. Xiaomi Redmi K30 Ultra
  10. Realme V15
  11. Samsung Galaxy A51 5G
  12. Vivo Z6 5G
  13. OPPO Reno 5
  14. Xiaomi Redmi 10X
  15. OPPO K7x 5G

এর বাইরেও আরো অন্যান্য কোম্পানির অন্যান্য নতুন মডেল গুলো ২০২১ সালে লঞ্চ করা হবে।

তবে ওপরে বলা মোবাইল মডেল গুলো অধিক চর্চাতে রয়েছে।

চলুন, ২০২১ সালে চলে আসা আপকামিং মোবাইল মডেল গুলোর বিষয়ে বিস্তারিত ভাবে জেনেনি।

১. Nokia 8.3 5G 

RAM Internal storage Processor Battery
6GB RAM 64GB Qualcomm Snapdragon 4500 mAh battery
Nokia 8.3 5G review in Bangla

জনপ্রিয় মোবাইল কোম্পানি Nokia এবার ২০২১ সালে নিয়ে আসতে চলেছে Nokia 8.5 মডেল সেটাও 5G network সাপোর্ট এর সাথে।

মোবাইলটি দেখতে অনেক আকর্ষণীয়, স্লিম এবং স্টাইলিশ অবশই হবে।

তাছাড়া, মোবাইলে পাবেন 18W Fast Charging এর সাথে 4500 mAh battery পাওয়ার।

Nokia 8.3 5G হলো একটি premium এবং high end smartphone device যেখানে থাকছে 6GB RAM এবং 64GB internal storage.

অবশই, internal storage কিছুটা বাড়ানো প্রয়োজনীয় ছিল, কারণ ২০২১ সালের প্রিমিয়াম মোবাইল এবং সেখানে কেবল 64GB ইন্টারনাল স্টোরেজ, কথাটা ঠিক মানাচ্ছেনা।

বলা হচ্ছে যে Jan 25, 2021 তারিখের মধ্যে মডেলটি লঞ্চ করা হবে যার অনুমানিত দাম প্রায় Rs. 47,890 হবে।

মোবাইলে কি কি থাকছে –

  • 6.81-inch FHD+ IPS LCD display
  • 1080 x 2400 pixels screen resolution
  • 120Hz refresh rate যার ফলে অনেক স্পষ্ট এবং ক্লিয়ার ভিউ পাবেন।
  • Nokia 8.3 হলো একটি 5G মোবাইল ফোন।
  • 64MP Wide Angle Primary Camera
  • 24MP selfie ক্যামেরা পাচ্ছেন।
  • Qualcomm Snapdragon 765G Chipset থাকছে Octa core processor setup এর সাথে।
  • Adreno 620 GPU থাকছে high-end gaming এর জন্যে।
  • 4G VoLTE, Wi-Fi, USB Type-C, Mobile Hotspot, A-GPS, Glonass এবং Bluetooth v5.0 এখানে পাবেন।

২. Xiaomi Redmi Note 9 Pro 5G 

RAM Internal storage Processor Battery
6GB RAM 128GB Octa-core, Qualcomm Snapdragon 750G 4820mAh
Redmi Note 9 Pro 5G review

প্রত্যেক বার যখন Xiaomi Redmi র থেকে কোনো নতুন মডেল লঞ্চ করা হয়েছে, সেটা অবশই feature loaded এবং কিছুটা বেশি features এর সাথেই বাজারে এসেছে।

6.67-inch display এখানে পাচ্ছেন যেটা আপনাকে একটি premium smartphone এর look অবশই দিবে।

অবশই, রেডিমির অন্যান্য মোবাইল গুলোর মতো Redmi Note 9 Pro 5G তে থাকছে attractive design এবং color অপসন।

যদি আপনি ফটো তুলতে পছন্দ করেন, তাহলে এই মোবাইল কেবল আপনার জন্য তৈরি করা হয়েছে।

কারণ, এখানে থাকছে Quad cameras with 108MP main lens যেটাতে দেওয়া হয়েছে 108MP Main Camera এবং 16MP Primary selfies ক্যামেরা।

6.67-inch এর IPS LCD screen টির resolution হলো 1080 x 2400 pixels.

এছাড়া,  Redmi Note 9 Pro মোবাইলে থাকছে Octa-core Kryo 570 Dual core এবং Hexa core processor এবং 6GB RAM.

Smooth gaming এবং multitasking এর জন্যে মোবাইলে দেওয়া হচ্ছে Adreno 619 GPU.

5G support থাকা রেডিমির এই মোবাইলে থাকছে 128GB internal storage যেটাকে 512GB পর্যন্ত বাড়ানো যাবে।

মোবাইলের OS থাকছে Android v10 (Q).

ওভারঅল বললে, অনুমানিত Rs. 17,990 টাকার এই মোবাইল সম্পূর্ণ value for money deal হতে চলেছে।

Feb 23, 2021 হলো রেডিমি নোট নাইন প্রো ৫ জি মোবাইলের অনুমানিত launch date.

৩. Realme X7 Pro

RAM Internal storage Processor Battery
8GB RAM 128GB Cortex A77 Quad-core,Cortex A55 Quad-core 4,500mAh

২০২১ সালে রিয়েলমি র তরফ থেকে চলে আসছে রিয়েলমি এক্স সেভেন প্রো (Realme X7 Pro) স্মার্টফোন।

একটি অনেক শক্তিশালী, আধুনিক, আকর্ষণীয় এই মোবাইলে আপনারা যথেষ্ট features এবং functions পাবেন।

Realme X7 Pro মোবাইলে থাকছে 8GB RAM এবং 128GB internal storage যার ফলে user experience অনেক smooth থাকবে।

5G support থাকা এই মোবাইলে পাচ্ছেন 65W Flash Charging technology যার ফলে অনেক তাড়াতাড়ি মোবাইল চার্জ হয়ে যাবে।

ডিসপ্লে নিয়ে বললে, এখানে পাচ্ছেন 6.55-inch FHD+ AMOLED display যার resolution হলো 1080 x 2400 pixels.

ক্যামেরার কথা বললে এখানে পাবেন  quad-camera setup যেখানে থাকছে 64MP primary camera এবং 32MP selfie camera.

Realme X7 Pro তে দেওয়া হয়েছে MediaTek Dimensity 1000 Plus chipset যেটাতে থাকছে Cortex A77 Quad-core এবং Cortex A55 Quad-core processor সেটআপ।

মোবাইলে থাকছে Mali-G77 MC9 GPU যার ফলে high end gaming experience অধিক ভালো থাকবে।

মোবাইলের অনুমানিত launch date বলা হচ্ছে Jan 26, 2021 এবং অনুমানিত দাম বলা হয়েছে Rs. 23,490 টাকা।

৪. Xiaomi Mi 11

RAM Internal storage Processor Battery
8GB RAM 128GB Octa-core processor setup 4600 mAh

শাওমি এমআই (MI) তরফ থেকে আসছে একটি সাংঘাতিক দারুন premium android smartphone যেটার দাম কিছুটা বেশি হলেও কাজ কিন্তু দামের তুলনায় অধিক।

Xiaomi Mi 11 এর মধ্যে থাকছে 8GB RAM এবং 128GB internal storage যার ফলে multitasking এবং gaming খুব smoothly করা সম্ভব।

মোবাইল টিতে থাকছে শক্তিশালী  Qualcomm Snapdragon 888 chipset এবং 4600mAh battery .

55W v4.0 Quick Charging এবং Wireless Charging technology এখানে আপনারা পাবেন।

Xiaomi Mi 11 মোবাইলে থাকছে  6.81-inch AMOLED screen যেটা দেখতে অনেক বড় এবং যার resolution হলো 1440 x 3200 pixels এর।

ক্যামেরার কথা বললে, এখানে পাবেন 108MP Primary Camera এবং 20MP selfie-shooting camera.

এখানে থাকছে Octa-core processor setup যেখানে দেওয়া হয়েছে Kryo 680 single-core, tri-core এবং quad-core layout.

তাছাড়া, Adreno 660 GPU থাকছে smooth gaming এর জন্যে।

4,600mAh Li-Polymer type, non-replaceable battery এখানে দেওয়া হয়েছে।

এই দারুন মোবাইল টির অনুমানিত দাম প্রায় Rs. 44,990 থাকার কথা বলা হয়েছে এবং অনুমানিত launch date হলো Feb 11, 2021.

৫. OnePlus Nord N10

RAM Internal storage Processor Battery
6 GB RAM 128GB Octa-core processor 4300 mAh

ওয়ান প্লাস এর মোবাইল আমার সব সময় প্রিয় ছিল এবং সব সময় থাকবে।

One plus এর মোবাইল গুলোর build quality এবং design অনেক ভালো আর একটি premium smartphone এর look অবশই পাওয়া যায়।

২০২১ সালে One plus এর তরফ থেকে launch করার কথা চলছে OnePlus Nord N10 মোবাইলের।

মোবাইল টিতে পাবেন 1080 x 2400 screen resolution সহ 6.49 inches এর লার্জ ডিসপ্লে।

ক্যামেরা পাবেন 16MP front camera  এবং 64MP Primary ক্যামেরা।

6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজের সাথে মোবাইলে থাকছে Qualcomm Snapdragon 690 Chipset যেটা মোবাইল টিকে অধিক শক্তিশালী করে তোলে।

Processor এর কথা বললে এখানে থাকছে Octa-core processor composition of Kryo 560 Dual-core এবং Kryo 560 Hexa Core প্রসেসর।

Adreno 619L GPU থাকার ফলে high graphics gaming করতে আপনার কোনো অসুবিধে হচ্ছেনা।

অবশই, 4300mAh non-replaceable Li-ion type battery পাবেন সেটাও  Fast Charging technology সাথে।

5G এবং 4G VoLTE network support করা এই ওয়ান প্লাস মোবাইল এর অনুমানিত launch date হলো Feb 12, 2021.

মোবাইলের অনুমানিত price হলো প্রায় Rs. 28,790.

৬. Xiaomi Poco M3

RAM Internal storage Processor Battery
4 GB RAM 64 GB Qualcomm Snapdragon 662 6000 mAh
পোকো এম ৩ রিভিউ

Xiaomi Poco M3 হলো একটি budget smartphone যেটার অনুমানিত দাম হলো  Rs. 11,090 টাকা।

যদি আপনি প্রায় ১০ হাজার টাকার কাছাকাছি একটি ভালো মোবাইল কিনতে চাচ্ছেন,

তাহলে কিছুদিন অপেক্ষা করুন এই দারুন budget friendly মোবাইলের জন্যে।

মোবাইলের rear side এর মধ্যে থাকছে dual palette design.

Xiaomi Poco M3 মডেলে display রয়েছে 6.53-inch IPS LCD screen যেটার screen resolution হলো 1080 x 2340 pixels.

Android v10 (Q) operating system এর সাথে এই মোবাইল টিতে 48MP Primary ক্যামেরা এবং 8MP selfie ক্যামেরা রয়েছে।

Xiaomi Poco M3 মোবাইলে থাকছে 4GB RAM এবং 64GB internal memory যেটা একটি ১১ হাজারের মোবাইলের ক্ষেত্রে অনেক ভালো।

Performance নিয়ে মোবাইলে কোনো রকমের অসুবিধায় পাবেননা কারণ এই মোবাইলে দেওয়া রয়েছে Qualcomm Snapdragon 662 chipset যেখানে রয়েছে Octa core Quad core Kryo 260 processor.

HD gaming যাতে আরামে করা যায় তার জন্য রয়েছে Adreno 610 GPU.

22.5W Fast Charging technology এর সাথে 6,000mAh এর শক্তিশালী battery এখানে থাকছে।

যদি আপনি বাজেট এর মধ্যে একটি ভালো মোবাইল কেনার কথা ভাবছেন, তাহলে Poco M3 আপনার জন্য সেরা।

Hotspot, A-GPS, Wi-Fi and v5 Bluetooth, USB Type-C, USB charging ইত্যাদি এসব features অবশই এই মোবাইলে রয়েছে।

Feb 14, 2021 তারিখে এই মোবাইল লঞ্চ হওয়ার অনুমান করা হচ্ছে জটার অনুমানিত দাম Rs. 11,090/- বলা হচ্ছে।

৭. Realme V5

RAM Internal storage Processor Battery
6 GB RAM 64 GB Qualcomm Snapdragon 765G chipset 5000 mAh
রিয়েলমি মোবাইল এর রিভিউ

যদি আপনি একজন রিয়েলমি মোবাইল লাভার তাহলে আপনার জন্য সুখবর আছে।

Realme launch করতে চলেছে তার ২০২১ এর নতুন মডেল যেটার নাম দেওয়া হয়েছে Realme V5 যেটা অবশই একটি ৫ জি নেটওয়ার্ক সাপোর্ট করা স্মার্টফোন।

এখানে আপনারা সহজেই multitasking এবং high end gaming করতে পারবেন কোনো অসুবিধে ছাড়া।

কারণ, এই মোবাইলে দেওয়া হয়েছে শক্তিশালী 6 GB RAM এর সাথে Adreno 620 GPU এবং octa-core Kryo 475 processor setup.

যদি আপনি ক্যামেরা দেখে মোবাইল কেনা মানুষ, তাহলে আপনি জেনে খুশি হবেন যে,

48MP primary shooter ক্যামেরার সাথে এই মোবাইলে পাচ্ছেন 16MP selfie ক্যামেরা।

6.5-inch Full HD+ IPS LCD display এখানে থাকছে যার ফলে HD movies এবং games খেলে দারুন মজা পাবেন।

30W fast charging technology এর সাথে পাবেন 5,000 mAh battery যেটা সহজে কিন্তু শেষ হচ্ছেনা।

মোবাইল টিতে পাবেন 64GB internal memory যেটাকে বাড়িয়ে  256GB করা যাবে।

এমনিতে বলা হচ্ছে যে Feb 02, 2021 তারিখে ভারতের বাজারে এই মোবাইল launch করা হবে যার অনুমানিত দাম থাকছে Rs. 16,190.

২০ হাজার টাকার ভেতরে একটি ভালো মোবাইল ফোন কেনার কথা যদি ভাবছেন, তাহলে এই মোবাইল সেরা।

৮. Vivo iQOO Z1x

RAM Internal storage Processor Battery
6 GB RAM 64GB Octa-core processor setup 5000mAh
ভিভো মোবাইল এর রিভিউ

যখন কথা হচ্ছে আপকামিং সেরা ৫ জি এন্ড্রয়েড মোবাইল গুলোর তখন ভিভো কোম্পানি কেন পিছিয়ে থাকবে।

আর তাই, Vivo company থেকেও ভালো ভালো কিছু নতুন ৫ জি মোবাইল ২০২১ সালে লঞ্চ করা হবে।

আর প্রত্যেকটি মডেলের মধ্যে একটি হলো “Vivo iQOO Z1x“.

কি কি থাকছে ভিভোর এই মোবাইলের মডেলে –

  • Stylish design & color
  • 5G Supported by device
  • Fingerprint sensor
  • USB OTG Support
  • 33W Fast Charging এর সাথে 5000 mAH battery
  • 6GB RAM
  • 64GB internal storage
  •  6.57-inch FHD+ IPS LCD display যার resolution থাকছে 1080 x 2408 pixels.
  • 48MP f/1.79 Primary Camera
  • 16MP f/2.0 selfie camera
  • Qualcomm Snapdragon 756G chipset
  •  Octa-core processor setup যেখানে থাকছে 2.4GHz Kryo 475 Single-core + 2.2GHz Kryo 475 Single-core + 1.8GHz Hexa Core
  • Adreno 620 GPU
  • 5G, 4G VoLTE, A-GPS, Glonass, Wi-Fi, Mobile Hotspot, v5.1 Bluetooth, USB Type-C

Vivo iQOO Z1x মোবাইলটি Feb 04, 2021 তারিখে ভারতের বাজারে লঞ্চ হওয়ার কথা বলা হয়েছে যার অনুমানিত দাম থাকছে প্রায় Rs. 17,190 টাকা।

৯. Xiaomi Redmi K30 Ultra

RAM Internal storage Processor Battery
6GB RAM 128GB Octa-core processor setup 4500 mAh
Xiaomi Redmi K30 Ultra রিভিউ

প্রায় ২০ হাজার টাকার মধ্যে একটি দারুন মোবাইল হতে চলেছে Xiaomi Redmi K30 Ultra মোবাইল টি।

মোবাইলের দামের তুলনায় নানান নতুন নতুন features এবং functions দেওয়া হয়েছে।

তাছাড়া, mobile এর design এবং style দেখতে সম্পূর্ণ প্রিমিয়াম।

অবশই এটাও শাওমি রেডিমির তরফ থেকে চলে আসা একটি 5G supported android smartphone যেখানে আধুনিক pop-up selfie camera অপসন রয়েছে।

কি কি দেওয়া হয়েছে Xiaomi Redmi K30 Ultra মোবাইলে ?

  • pop-up selfie camera
  • Android v10 (Q) operating system
  • 5G support
  • in-display fingerprint sensor
  • 6.67-inch FHD+ AMOLED display
  • এখানে থাকছে quad-camera setup যার 64MP হলো main primary camera এবং 20MP selfie camera.
  • MediaTek MT6885Z chipset
  • Octa-core processor setup
  • 6GB RAM
  • 4500 mAh battery যেটাতে অবশই Fast Charging support রয়েছে।
  • Mali-G77 MC7 GPU রয়েছে smooth gaming এবং multitasking এর জন্যে।

Xiaomi Redmi K30 Ultra মোবাইলটি ভারতের বাজারে প্রায় Jan 29, 2021 তারিখে launch হওয়ার অনুমান করা হচ্ছে যার অনুমানিত দাম Rs. 21,490 থাকতে পারে।

Moonlight White, Midnight Black, Mint Green colour একয়টি color option এর মধ্যে মোবাইল টি লঞ্চ করার কথা।

অন্যান্য সেরা ৫ জি মোবাইল গুলো যেগুলো ২০২১ সালে লঞ্চ হবে

Mobile names RAM Internal Battery Launch date Expected price
Samsung Galaxy A51 5G 6 GB 128 GB 4500 mAh Feb 16, 2021 Rs. 37,999
Vivo Z6 5G 6 GB 128 GB 5000 mAh Feb 24, 2021 Rs. 22,590
OPPO Reno 5 8 GB 128 GB 4300 mAh Mar 17, 2021 Rs. 30,490
Xiaomi Redmi 10X 6 GB 64 GB 4520 mAh Jan 30, 2021 Rs. 16,990
OPPO K7x 5G 6 GB 128 GB 5000 mAh Feb 17, 2021 Rs. 16,790
Realme V15 6 GB 128 GB 4310 mAh Apr 15, 2021 Rs. 15,890
2021 Upcoming 5G mobiles list

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা আজকে আপনারা জানলেন ২০২১ সালে কোন কোন নতুন ৫ জি মোবাইল গুলো লঞ্চ হতে চলেছে সেগুলোর বিষয়ে।

২০২১ এর নতুন এন্ড্রয়েড মোবাইল গুলো এমনিতে বাজারে এখনো লঞ্চ হয়নি যদিও,

কিছু দিনের মধ্যে প্রত্যেকটি মোবাইল launch হয়ে যাবে।

তাছাড়া, যদি আপনাদের আমাদের এই আর্টিকেল “Top upcoming new android 5G mobile list” ভালো লেগে থাকে,

তাহলে আর্টিকেলটি শেয়ার অবশই করবেন।

এবং, আর্টিকেলের সাথে জড়িত কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *