আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা এন্ড্রয়েড মোবাইলের জন্য সেরা কিছু
মোবাইল ক্যামেরা অ্যাপস / সফটওয়্যার (best camera apps for android mobile) গুলোর বিষয়ে জানবো।যদি আপনি একটি android smartphone ব্যবহার করছেন এবং নিজের
মোবাইল থেকে পরিষ্কার এবং ভালো ভালো ছবি তুলতে চাইছেন,তাহলে অবশই এমন কিছু মোবাইল ক্যামেরা সফটওয়্যার গুলো ব্যবহার করতে পারবেন যেগুলোর ফলে কম মেগাপিক্সেল এর ক্যামেরা দিয়েও মোবাইল দিয়ে ভালো ছবি তুলে যাবে।
মোবাইলের ক্যামেরা কোয়ালিটি ভালো করার জন্য বর্তমানে যেকোনো smartphone এর মধ্যে আগের থেকেই কিছু camera apps দিয়ে দেওয়া হয়।
তবে, যদি আপনি আগের থেকে দিয়ে দেওয়া মোবাইলের স্টক ক্যামেরা সফটওয়্যার টিকে বদলে আরো ভালো একটি অ্যাপ ব্যবহার করতে চাইছেন,
তাহলে এই আর্টিকেলের মাধ্যমে সবচেয়ে ভালো
ক্যামেরা অ্যাপ এর বিষয়ে আপনারা জানতে পারবেন।বর্তমান সময়ে প্রত্যেকের ক্ষেত্রেই মোবাইলের
ক্যামেরা হয়ে গেছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়।তাই, কিছু সেরা ক্যামেরা
অ্যাপ গুলো ব্যবহার করে আপনারা,- কম আলোতে ভালো ছবি তুলতে পারবেন।
- পরিষ্কার ছবি তুলতে পারবেন।
- ছবির কোয়ালিটি ভালো থাকবে।
সেরা মোবাইল ক্যামেরা সফটওয়্যার
অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মোবাইলের stock camera apps গুলো কিছু সীমিত features এর সাথেই আমাদের দেওয়া হয়।
তাই, মোবাইল দিয়ে প্রফেশনাল ফোটোগ্রাফি করার জন্য আপনাকে একটি third-party camera app ব্যবহার করতে হয়।
এই অ্যাপস গুলোর মধ্যে প্রচুর আলাদা আলাদা tools এবং features রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি নিজের ফটোগ্রাফির কৌশল অধিক বাড়িয়ে নিতে পারবেন।
Android এর জন্য সবচেয়ে ভালো ক্যামেরা অ্যাপ
নিচে দেওয়া
অ্যাপ গুলো ব্যবহার করে আপনি নিজের মোবাইল থেকে তোলা ফটো গুলোকে অধিক ভালো কোয়ালিটি সহ তুলতে পারবেন।তাই, এন্ড্রয়েড মোবাইলের জন্য সেরা
ক্যামেরা সফটওয়্যার গুলোর তালিকা নিচে দেওয়া রয়েছে।Google Camera
আমরা প্রত্যেকেই জানি যে Google দ্বারা লঞ্চ (launch) করা বেশিরভাগ products এবং services গুলো উচ্চমানের হয়ে থাকে।
তাই, গুগল দ্বারা তৈরি এই গুগল
ক্যামেরা এপ্লিকেশনটি কিন্তু ভালো কাজ দিয়ে থাকে এবং এর ওপরে ভরসা রাখতে পারবেন।Portrait, Night Sight, এবং video stabilization ইত্যাদি বিভিন্ন modes গুলো ব্যবহার করে দারুন ছবি তুলতে পারবেন।
তবে মনে রাখবেন এই
অ্যাপ টিকে কেবল Pixel phones এর জন্য বানানো হয়েছে যেগুলো Android 11 বা তার থেকে ওপরের OS version ব্যবহার করছে।Adobe Lightroom – Photo Editor & Pro Camera
Adobe Lightroom একটি অনেক জনপ্রিয় এবং অনেক শক্তিশালী
মোবাইল ফটো এডিটর এবং ক্যামেরা এপ্লিকেশন যেটা সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করতে পারবেন।এই একি mobile app এর মাধ্যমে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে এবং সাথে এডিট দুটোই করতে পারবেন।
Exposure, timer, instant presets, raw, photo filters এবং অন্যান্য বিভিন্ন features গুলোর সাথে ছবি তুলতে পারবেন।
এই android camera app এর মাধ্যমে সত্যি অনেক সুন্দর এবং ভালো ভালো ছবি তোলা সম্ভব।
এখানে আপনারা camera capture modes যেমন Professional এবং HDR পাবেন যার ফলে নিজের মন মতো অধিক ভালো করে ফোটোগ্রাফি করা সম্ভব।
Open Camera
Open camera সত্যি একটি ভালো
ক্যামেরা এপ্লিকেশন যেটার মাধ্যমে খারাপ ক্যামেরা দিয়েও অনেক ভালো ভালো ছবি তুলতে পারবেন।আমি নিজেই ওপেন ক্যামেরা (open camera) এপ্লিকেশন নিজের মোবাইলে ব্যবহার করছি।
যদি আপনার মোবাইলের ক্যামেরা এতটা ভালোনা, তাহলে ওপেন ক্যামেরা ব্যবহার করে আপনি তুলনামূলক ভাবে অনেকটা স্পষ্ট এবং পরিষ্কার ছবি তুলতে পারবেন।
Open camera এমনিতে
মোবাইল দিয়ে photography করার ক্ষেত্রে অনেক জনপ্রিয় একটি free camera app.Scene modes, color effects, white balance, ISO, exposure compensation/lock, selfie with “screen flash”, ইত্যাদি এই ধরণের অ্যাডভান্সড ফিচারস গুলো আপনারা পাবেন।
যদি আপনি এমন একটি এন্ড্রয়েড ক্যামেরা অ্যাপস খুঁজছেন যেখানে প্রচুর advanced features এবং functions রয়েছে,
তাহলে, open camera একবার হলেও ব্যবহার করে দেখুন।
ProCam X
ProCam X এর মাধ্যমে আপনি আপনার মোবাইলের basic camera টিকে একটি professional ক্যামেরাতে পরিণত করতে পারবেন।
Scene mode, focus mode, burst mode, color effects, white balance, and manual exposure lock, manual ISO ইত্যাদি এই ধরণের বিভিন্ন professional features গুলো আপনারা পাবেন।
এছাড়া, Face detection / facial recognition এর মতো advanced camera feature অবশই এখানে পেয়ে যাবেন।
মোবাইল এর মাধ্যমে ফোটোগ্রাফি করতে চাইছেন যদি এই app আপনার অনেক কাজে আসবে।
High quality photo capture করার সাথে সাথে এর মাধ্যমে high resolution videos আপনারা record করতে পারবেন।
MiX Camera
MiX Camera মাধ্যমে আপনার নিজের
মোবাইল থেকে ভালো ভালো ছবি তুলতে পারবেন।Miui 12 Camera (Mi 12 camera) থেকে অনুপ্রাণিত (inspired) হয়ে এই
ক্যামেরা এপ্লিকেশন তৈরি করা হয়েছে।তাই, app description এর ওপরে নজর দিয়ে আমরা বলতে পারি যে এই Mix camera app এর মধ্যে Mi 12 camera র প্রচুর features থাকবে।
এই এপ্লিকেশন এর মাধ্যমে real-time live AR stickers, emoji stickers এবং AR filter ব্যবহার করতে পারবেন এবং যার ফলে সরাসরি মজার এবং ফানি ফটো তুলতে সাহায্য হবে।
এখানে আমাদের 200+ professional filters দিয়ে দেওয়া হয় এবং ISO, White balance, Scene modes, Exposure compensation adjustment ইত্যাদি বিভিন্ন professional features গুলো রয়েছে।
Adobe Photoshop Camera
Adobe photoshop camera মূলত একটি ফটো এডিটর অ্যাপস যেটাকে মূলত এডিটিং এর কাজের জন্য অধিক ব্যবহার করা হয়।
তবে, এই app এর মধ্যে camera option অবশই রয়েছে যেটা দিয়ে ছবি তুলতে পারবেন।
Adobe photoshop camera দারুন AI features এর সাথে আমরা ব্যবহার করতে পারি।
সেরা এবং দারুন সেলফি ফটো তোলার ক্ষেত্রেও এই
অ্যাপ আপনার প্রচুর কাজে আসবে।প্রচুর আলাদা আলাদা filters আপনারা পাবেন যেমন, Portrait, Bloom, Pop Art, Spectrum ইত্যাদি।
এর AUTO-TONE PHOTO EFFECTS এর মাধ্যমে ভালো কোয়ালিটির ছবি তুলতে সাহায্য পাবেন।
Cymera
Cymera একটি অনেক পুরোনো এবং দারুন
অ্যাপ যেটার ব্যবহার অনেকেই করছেন।যদি আপনি দারুন সেলফি ফটো তুলতে চাইছেন তাহলে এই এপস আপনার কাজে আসবে।
কারণ, Cymera app টিকে মূলত ভালো সেলফি তুলার ক্ষেত্রে অধিক জোর দিয়ে তৈরি করা হয়েছে।
এখানে, Real-time Selfie Filters, DSLR Blur Effect, Selfie filter & beauty makeup tool ইত্যাদি প্রচুর tools গুলো পাবেন।
এছাড়া, এর Professional beauty tools এর মাধ্যমে ছবিতে থাকা ব্যক্তিকে অধিক সুন্দর এবং আকর্ষণীয় বানিয়ে দিতে পারবেন।
এখন, 150 filters সহ সেরা সেলফি ছবি তুলুন এই সেরা
ক্যামেরা অ্যাপস এর মাধ্যমে।Camera ZOOM FX Premium
যদি আপনি একজন
মোবাইল ফটোগ্রাফার যে মোবাইল দিয়েই প্রফেশনাল ফটো তুলতে পছন্দ করে থাকেন, তাহলে Camera Zoom FX আপনার জন্য একটি ভালো এন্ড্রয়েড ক্যামেরা সফটওয়্যার।Action shots, stable shot, photo filters, collage, photo composition ইত্যাদি বিভিন্ন ধরণের editing options আপনারা এখানে পাবেন।
মোবাইলের stock camera app এর তুলনায় এই app অনেক ভালো ফটো তুলে থাকে।
ফটো ভালো করে তুলার জন্য এই অ্যাপস এর মধ্যে প্রচুর ভালো ভালো ক্যামেরা অপসন দেওয়া হয়েছে।
যেমন,
- Full manual DSLR controls
- RAW capture
- ISO, focus distance, exposure, shutter speed
- Combine shooting modes
- Live effects
এছাড়া, আরো অন্যান্য প্রচুর options এবং features গুলো রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন।
আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা এন্ড্রয়েড মোবাইলের জন্য এমন কিছু সেরা
ক্যামেরা অ্যাপস গুলোর বিষয়ে জানলাম যেগুলো ভালো ছবি তোলার ক্ষেত্রে আমাদের প্রচুর সাহায্য করে থাকে।ওপরে বলা
ক্যামেরা সফটওয়্যার গুলো ডাউনলোড করার জন্য আপনারা Google play store ভিসিট করুন এবং সেখান থেকে ডাউনলোড করুন।