Skip to content

স্টক অ্যান্ড্রয়েড কি | স্টক এন্ড্রয়েডের সুবিধা ও অসুবিধা | what is stock Android in Bangla

আপনারা কিন্তু কমবেশি প্রায় প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি। এই অ্যান্ড্রয়েড ফোনের বিভিন্ন রকম ভার্সন থাকে যেমন stock Android, Android one, Android go ইত্যাদি।

তো আপনারা স্টক এন্ড্রয়েড কি এটা কিন্তু অনেকেই জানেন না। তো আজকের এ আর্টিকেলে আমরা স্টক এন্ড্রয়েড নিয়ে বিস্তারিত আলোচনা করব যেমন <b>stock Android কি</b>। <b>স্টক এন্ড্রয়েড এর কাজ </b>। <b>স্টক এন্ড্রয়েড এর সুবিধা অসুবিধা</b> কি ইত্যাদি বিষয়।

আপনারা যদি stock Android বিস্তারিত জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য চলুন তাহলে বেশি কথা না বলে <b>স্টক অ্যান্ড্রয়েড কাকে বলে</b> এ বিষয়টি জেনে নেই।
<h2 id=”____________What_is_stock_Android_in_Bengali”>স্টক অ্যান্ড্রয়েড কি । What is stock Android in Bengali</h2>
স্টক অ্যান্ড্রয়েড হলো অ্যান্ড্রয়েড <u>অপারেটিং সিস্টেমের</u> একটি ভার্সন। যাকে কোন মডিফিকেশন করা যায় না। একে পিওর অ্যান্ড্রয়েড ও বলা হয়। সর্বপ্রথম গুগলের নেক্সাস ফোনে stock Android ব্যবহার করা হয়েছিল বর্তমানে অনেক স্মার্টফোন কোম্পানি স্টক এন্ড্রয়েড ব্যবহার করছে।

স্টক এন্ড্রয়েড এটি গুগল তৈরি করে এবং যে কোন স্মার্টফোন কোম্পানি এটিকে কিনে নিজের ফোনে ব্যবহার করে। গুগল যেহেতু এটি তৈরি করে তাই গুগলের সমস্ত রকম অ্যাপস থাকে এছাড়া অন্য কোন অপ্রয়োজনীয় অ্যাপস stock Android এ পাবেন না। সেজন্য স্টক এন্ড্রয়েড ফোন গুলো খুব স্মুথ চলে।
<h2 id=”_______________”>স্টক অ্যান্ড্রয়েড এর সুবিধা</h2>
স্টক এন্ড্রয়েড এর অনেক সুবিধা রয়েছে সেগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

• প্রত্যেকটি স্মার্টফোনের জন্য নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রত্যেকটি এন্ড্রয়েড ফোনে আগে নিরাপত্তার ত্রুটি লক্ষ করা গিয়েছে। গুগল এই বিষয়টি মাথায় রেখে স্টক এন্ড্রয়েড যুক্ত ফোন গুলোতে প্রতিনিয়ত আপডেট দেয় । আপনি যদি স্টক এন্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাহলে গুগল থেকে প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন।

&nbsp;

• stock Android যুক্ত ফোন গুলিতে battery drain খুব কম হয় কারণ এখানে উল্টাপাল্টা কোন অ্যাপস থাকে না।

• স্টক এন্ড্রয়েডযুক্ত ফোন গুলির ফাংশন অন্যান্য যে কোন ফোনের থেকে সাধারণ এবং এটি ব্যবহার করা খুবই সহজ।

• এটি অন্য ফোনের রম (rom) এর তুলনায় ভালো পারফর্ম করে।

• স্টক এন্ড্রয়েড ফোন গুলিতে কোন কাস্টম ui  ইন্টারফেস পাবেন না , অব্যবহারযোগ্য অ্যাপ্লিকেশন গুলি রিমুভ করে দেয় অর্থাৎ এই ডিভাইসগুলি ব্লোটওয়্যার মুক্ত।
<h2 id=”_______________”>স্টক অ্যান্ড্রয়েড এর অসুবিধা</h2>
Stock Android বেশ কিছু অসুবিধা রয়েছে যেমন।

• এর ইউজার ইন্টারফেস অতি সাধারণ। অন্যান্য ফোনের মত একে অতটা আকর্ষণীয় দেখায় না।

• স্টক এন্ড্রয়েড রম এ খুব কম কাস্টমাইজ সুবিধা পাওয়া যায়।
<h2 id=”_______________”>স্টক অ্যান্ড্রয়েড ফোনের নাম</h2>
আগে শুধুমাত্র গুগলের ফোনগুলোতে স্ট্রোক এন্ড্রয়েড ভার্সন ব্যবহার করা হতো বর্তমানে অনেক জনপ্রিয় স্মার্টফোন কোম্পানিগুলো স্টক এন্ড্রয়েড ব্যবহার করছে যেমন।

<b> </b><b>• Google pixel</b>

<b>            • Motorola</b>

<b>            • Nokia</b>

<b>            • MI A3</b>

<b>            • Micromax IN Note</b>

আশা করি আজকের আর্টিকেল থেকে <b>স্টক এন্ড্রয়েড কি</b> বা <b>স্টক এন্ড্রয়েড কাকে বলে</b>। <b>স্টক এন্ড্রয়েড ফোন কি কি</b> এর সুবিধা ও অসুবিধা ইত্যাদী।

তো বন্ধুরা <b>স্টক এন্ড্রয়েড বলতে কি বুঝায়</b> এই নিয়ে আজকের আর্টিকেলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *