Skip to content

১১+ মজার কিছু বাংলা ইউটিউব চ্যানেলের নাম গুলো

যদি আপনারা কিছু সেরা ও মজার বাংলা ইউটিউব চ্যানেলের নাম জেনেনিতে চাচ্ছেন, তাহলে আজকের এই আর্টিকেল আপনাদের প্রচুর কাজে আসবে।

এমনিতে, ইউটিউবে বিভিন্ন বিষয়ে প্রচুর ভালো ভালো চ্যানেল রয়েছে। (Best bangla YouTube channel names).

আবার, অনেক সময় আমরা ইউটিউবে গিয়ে ভালো ভালো চেনেল ও ভিডিও খোঁজার উদ্দেশ্যে নানান ধরণের সমস্যার সম্মুখীন হয়ে থাকি।

হয়তো কোনো চ্যানেলে আমাদের ভুল তথ্য দেওয়া হয় বা আবার কোনো চ্যানেলে অপ্রয়োজনীয় ভিডিও আপলোড করা হয়।

আর তাই, আপনার এই সমস্যার সমাধান আমি আজকে করবো।

যদি আপনি বাংলাতে ইউটিউব ভিডিও দেখে পছন্দ করেন, তাহলে নিচে বলা ১৩ টি ইউটিউব চ্যানেলের নাম অবশই জেনেনিন।

এই চ্যানেল গুলোতে বিভিন্ন বিষয়ক তথ্য বা কনটেন্ট সম্পূর্ণ বাংলাতে আপনারা পেয়ে যাবেন।

প্রযুক্তি (technology), খাওয়ার রেসিপি (recipe), কমেডি (comedy), শর্ট ফিল্ম (short film), কার্টুন, বিজ্ঞান এবং বিভিন্ন বিষয়ে থাকা এই সেরা ইউটিউব চ্যানেল গুলোর নাম আমি নিচে বলবো।

সেরা কিছু বাংলা ইউটিউব চ্যানেল এর নাম গুলো কি কি ?

এমনিতে YouTube platform টি সম্পূর্ণ আলাদা এবং হাজার হাজার ভালো ভালো চ্যানেল এখানে রয়েছে।

অনেক ভালো ভালো content creators রা প্রচুর ভালো ভালো videos ইউটিউবের মাধ্যমে লোকেদের সাথে শেয়ার করছেন।

তবে, প্রত্যেক চ্যানেলের নাম একসাথে একজায়গায় দেওয়াটা সম্ভব হবেনা।

তাই, আমার ভালোলাগা সেরা ১৩ টি ইউটিউব চ্যানেলে নাম নিচে আমি দিয়ে দিচ্ছি যেখানে প্রচুর ভালো ভালো কনটেন্ট আপনারা পাবেন।

১. জীবন সমস্যা সমাধান

  • Subscribers : 1.73M+
  • Videos : 204
  • Channel Type : Motivational / life
  • Channel Name : জীবন-সমস্যার সমাধান 

তাহলে বন্ধুরা, আমার সব থেকে প্রিয় এবং ভালো লাগা ইউটিউব চ্যানেলটি হলো “জীবন-সমস্যার সমাধান“.

এখানে আপনারা জীবনের সাথে জড়িত বিভিন্ন সমস্যার সমাধান ও নিজেকে অনুপ্রাণিত করার রাস্তা খুঁজে পাবেন।

ভিডিওর মাধ্যমে, এতো সুন্দর করে আমাদের বিভিন্ন সমস্যা ও জীবনের সাথে লড়াই করার উপায় গুলো বুঝিয়ে বলা হয়।

বেশিরভাগ ক্ষেত্রে, আকর্ষণীয় white board animation এর মাধ্যমে সম্পূর্ণ video presentation তৈরি করা হয়।

সত্যি, খুব ভালো এবং দারুন একটি ইউটিউব চ্যানেল যেটাতে প্রত্যেকেই একবার হলেও যাওয়ার পরামর্শ আমি দিবো।

২. Grow Big

  • Subscribers : 333k+
  • Channel Type : Blogging, online income, business tips, web development
  • Channel Name : Grow Big

 

তাহলে, যদি আপনারা online income tips, blogging, business tips বা web development এর সাথে জড়িত টিপস ও টিউটোরিয়াল পছন্দ করেন, তাহলে এই ইউটিউব চ্যানেল আপনার জন্য সেরা।

এখানে, অনেক সহজ ও ভালো করে প্রত্যেকটি tutorial গুলো আমাদের বুঝিয়ে দেওয়া হয়।

কনটেন্ট কোয়ালিটি এবং তথ্য গুলো প্রচুর ভালো এবং এখন থেকে আপনারা ইন্টারনেটের সাথে জড়িত বিভিন্ন তথ্য গুলো শিখে নিতে পারবেন।

বিশেষ করে, যদি আপনারা ব্লগিং এবং অনলাইন ইনকাম এর সাথে জড়িত তথ্য গুলো ভিডিওর মাধ্যমে জেনেনিতে চাচ্ছেন, তাহলে এই চ্যানেল একবার হলেও ভিসিট (visit) করার পরামর্শ আমি দিবো।

৩. Wonder Munna

  • Subscribers : 699k+
  • Channel Type : Bangla comedy videos, funny short films
  • Channel Name : Wonder Munna

 

কেবল কিছুদিন আগেই আমি এই বাংলা ইউটিউব চ্যানেলের নাম শুনতে পাই।

এবং, কি দারুন একটি চ্যানেল যেখানে প্রত্যেকটি ভিডিওতে প্রচুর সৃজনশীলতা (creativity) রয়েছে।

এখানে একটি মাত্র মেয়ে বিভিন্ন আলাদা আলাদা চরিত্র নিয়ে ভিডিও তৈরি করে।

দারুন creativity এবং মজার story নিয়ে তৈরি এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনাদের অনেক পছন্দ হবে।

ভিডিও গুলোর বেশিরভাগ হলো “comedy short story videos”.

তাই, যদি বাংলা ফানি শর্ট ফিল্ম দেখে নিজের মন ভালো করে নিতে চাচ্ছেন, তাহলে একবার হলেও “Wonder Munna” চ্যানেলে গিয়ে কনটেন্ট অবশই দেখবেন।

শেষে এতটুকু বলবো, বাংলায় এমন সুন্দর creativity এবং দারুন একটি YouTube channel দেখে, বাঙালি হিসেবে আমি সত্যি গর্বিত।

৪. Zakilove Official

  • Subscribers : 191k+
  • Total Videos : 122
  • Channel Type : Bangla comedy videos, funny short films
  • Channel Name : ZakiLove Official

প্রায় ১ বছর আগে হটাৎ YouTube এর এই চ্যানেলের বিষয়ে জানতে পারলাম।

এবং, এর পর থেকেই এই “Zakilove official ইউটিউব চ্যানেলের” একজন ফ্যান (fan) হয়ে গেলাম।

এখানে, Zaki বলে একজন ব্যক্তি বা একটি চরিত্র রয়েছে, যাকে নিয়েই বিভিন্ন comedy bangla short-clip তৈরি করা হয়।

সত্যি বললে, zaki র চরিত্র এবং তার অভিনয় আপনার অনেক ভালো লাগবে।

কিছু ছোট ছোট কাহিনী নিয়ে তৈরি করা হয় এই শর্ট কমেডি ভিডিও গুলো।

বেশিরভাগ ক্ষেত্রে, প্রেম ও girl-friend, boy-friend নিয়ে ফানি ও কমেডি ভিডিও গুলোর স্টোরি (story) তৈরি করা হয়।

তাছাড়া, বর্তমানে কিছু ভালো ভালো নিজেদের তৈরি করা official music videos তারা তৈরি করে upload করছেন।

 

৫. Sohag 360

  • Subscribers : 831k+
  • Total Videos : 215
  • Channel Type : Technology, Review, Internet tutorialPC building
  • Channel Name : Sohag 360

যদি আপনারা technology, review, internet tutorial ইত্যাদি বিষয় গুলো নিয়ে ভিডিও দেখে ভালো পান, তাহলে “Sohag 360” ইউটিউব চ্যানেল আপনাদের অবশই ভালো লাগবে।

এমনিতে, প্রযুক্তি ও ইন্টারনেটের সাথে জড়িত প্রচুর চ্যানেল ইউটিউবে রয়েছে।

তবে, এই চ্যানেলটিতে আপনারা সম্পূর্ণ সঠিক ও কাজের তথ্য অবশই পাবেন।

Smartphone review থেকে শুরু করে, video editing tutorials, PC building এবং অন্যান্য নানান বিষয়ে বাংলা টিউটোরিয়াল আপনারা পাবেন।

৬. Shampa’s Kitchen

  • Subscribers : 699k+
  • Total Videos : 678
  • Channel Type : Bangla recipe
  • Channel Name : Shampa’s kitchen

এখন, আপনারা যদি নতুন নতুন খাওয়া বানানো শিখতে চাচ্ছেন, তাহলে এই ইউটিউব চ্যানেল সেরা।

মাছ, মাংস, কেক (cake), মিষ্টি, পুচকা বা যেকোনো নতুন ধরণের খাবার তৈরি করার সেরা রেসিপি (recipe) আপনারা এখানে পাবেন।

এমনিতে আমি নিজেও, বিভিন্ন নতুন নতুন ধরণের খাবার বানানোর প্রক্রিয়া এই চ্যানেলের মাধ্যমেই শিখেছি।

সত্যি, খুব দারুন ভাবে বুঝিয়ে বলা হয় প্রত্যেকটি খাবারের রেসিপি।

তাই, চ্যানেলটি ভিজিট করুন এবং দারুন ভাবে রান্না করার কৌশল শিখে নিন।

 

৭. The Bong Guy

  • Subscribers : 2.75M+
  • Total Videos : 53
  • Channel Type : Bangla roasting videos, funny videos
  • Channel Name : The Bong Guy

যদি আপনারা, ফানি বাংলা রোস্টিং ভিডিওস (bangla roasting videos) দেখে ভালো পান, তাহলে এই চ্যানেল কেবল আপনার জন্যে।

সম্পূর্ণ ভারতবর্ষে সেরা বাংলা রোস্টিং ইউটিউব চ্যানেল হিসেবে “The bong guy” চ্যানেলটি বিখ্যাত।

ভারত ছাড়াও, অন্যান্য কিছু দেশ যেমন বাংলাদেশেও এই funny bangla roasting YouTube channel টি অনেক বিখ্যাত।

বিভিন্ন, ছোট ছোট স্টোরি, নিজের কৌশল ও ক্রিয়েটিভিটির মাধ্যমে সেরা কিছু ভিডিও তৈরি করে এই চ্যানেলে আপলোড করা হয়।

সোজা ভাবে বললে, যদি আপনি হাসতে চান বা নিজের মন ভালো করে নিতে চান, তাহলে এই চ্যানেলে গিয়ে কনটেন্ট ও ভিডিও গুলো একবার হলেও দেখুন।

আপনার অবশই পছন্দ হবে।

৮. All Bangla Tips

  • Subscribers : 2.75M+
  • Channel Type : YouTube help, Android tips, Facebook tips, Internet
  • Channel Name : All bangla tips

প্রথমেই বলি, যদি আপনি একজন YouTube creator হওয়ার কথা ভাবছেন বা এর মধ্যেই একটি ইউটিউবের চ্যানেল তৈরি করেছেন, তাহলে “all bangla tips” চ্যানেলটির থেকে অনেক কিছুই শিখে নিতে পারবেন।

YouTube ছাড়াও, বিভিন্ন অন্যান্য বিষয় গুলো নিয়ে এখানে ভিডিও আপলোড করা হয় যেমন, Internet tips, android tips, Facebook tips ইত্যাদি।

প্রত্যেক ভিডিওর কনটেন্ট এবং তথ্যগুলো সম্পূর্ণ কাজের এবং অনেক লোকেরা ভিডিও গুলো দেখে প্রচুর নতুন নতুন বিষয়ে জ্ঞান নিয়ে নিচ্ছেন।

বিশেষ করে, যদি আপনি একটি ইউটিউবের চ্যানেল তৈরি করার কথা ভাবছেন, তাহলে এর সাথে জড়িত নানান তথ্য এখানে পাবেন।

আর সেই ক্ষেত্রে, একবার হলেও এই চ্যানেল ভিসিট অবশই করবেন।

৯. Nipun Saha

  • Subscribers : 135k+
  • Channel Type : YouTube tips, unboxing, online tips, video editing
  • Channel Name : Nipun Saha

এই ইউটিউবের চ্যানেলটিতেও আপনারা প্রযুক্তি ও বিভিন্ন ইন্টারনেট টিপস গুলোর সাথে জড়িত তথ্য পেয়ে যাবেন।

বেশিরভাগ ক্ষেত্রে, YouTube tips, unboxing, online tips & tricks এবং video editing tutorial নিয়েই এখানে ভিডিও পাবলিশ করা দেখা গেছে।

তাই, যদি এগুলো বিষয় নিয়ে আপনার রুচি রয়েছে, তাহলে অবশই এই চ্যানেলের মাধ্যমে অনেক কিছু আপনি শিখতে পারবেন।

তথ্য প্রকাশ করার প্রক্রিয়া এবং বুঝানোর নিয়ম গুলো অনেক সোজা ও সরল।

যার ফলে, অনেক সহজেই বিষয় গুলো সম্পূর্ণ ভাবে বুঝতে পারবেন।

এছাড়াও, যদি বিভিন্ন মোবাইলের unboxing ভিডিও ভালো পান, তাহলে সেটাও এখানে পাবেন।

১০. Rohan Nag

  • Subscribers : 57.5k+
  • Channel Type : YouTube tips, freelancing, online earning tips
  • Channel Name : Rohan Nag

যদি আপনারা ইন্টারনেট থেকে অনলাইন টাকা আয় করার বিভিন্ন প্রক্রিয়া এবং এর সাথে জড়িত তথ্যগুলো জেনেনিতে চাচ্ছেন, তাহলে এই চ্যানেলে অনেক কিছু জেনেনিতে পারবেন।

এছাড়াও, নতুন YouTuber রা YouTube এর সাথে জড়িত বিভিন্ন তথ্য এবং টিউটোরিয়াল গুলো এখানে শিখতে পারবেন।

অনলাইন টাকা আয় করার একটি অনেক জনপ্রিয় মাধ্যম হলো “Freelancing“.

আর তাই, ফ্রিল্যান্সিং কি এবং এর সাথে জড়িত তথ্যগুলো এই চ্যানেলে রয়েছে।

তাই, প্রযুক্তি, ইন্টারনেট, অনলাইন ইনকাম ইত্যাদি বিষয়ে রুচি রাখা লোকেরা এই চ্যানেল অনেক ভালো পাবেন।

 

১১. Top 10 Bangla

  • Subscribers : 192k+
  • Channel Type : Science, বিজ্ঞান, information, knowledge
  • Channel Name : Top 10 bangla

 

বিজ্ঞান নিয়ে নতুন নতুন তথ্য জানার মন আছে ? তাহলে এই চ্যানেলে একবার অবশই গিয়ে দেখবেন।

কেবল বিজ্ঞান নয়, বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি, জায়গা তাদের ইতিহাস এবং আরো অনেক নানান বিষয়ে মজার তথ্য গুলো জেনেনিতে পারবেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে।

তাই, এই চ্যানেলের বিষয়ে বিশেষ কিছু বলার থাকছেনা।

বিজ্ঞান এর সাথে জড়িত নানান তথ্য ও জ্ঞান পেয়ে যাওয়ার ক্ষেত্রে, এই চ্যানেল ভিসিট করতে পারবেন।

শেষে এতটুকু বলবো, তথ্য প্রকাশ করার ক্ষেত্রে খুব ভালো করে এবং আমাদের মনোরঞ্জিত করে সেগুলো প্রকাশ করা হয়।

 

১২. Sony AATH

  • Subscribers : 6.94M+
  • Channel Type : Indian serial, series, cartoon
  • Channel Name : Sony AATH

আপনারা কি বাংলা জনপ্রিয় কার্টুন যেমন, “নাট বল্টু, গোপাল ভার, পঞ্চতন্ত্র” ইত্যাদি দেখে ভালো পান ?

যদি হে, তাহলে এই মজার ইউটিউব চ্যানেলটি আপনাদের অবশই ভালো লাগবে।

এটা একটি ভারতীয় TV channel এর সাথে জড়িত YouTube channel.

আর তাই, এখানে অন্যান্য ভারতীয় টিভি সিরিয়েল গুলো সম্পূর্ণ বাংলাতে দেখতে পারবেন।

তবে, আমি এই চ্যানেলের বিষয়ে এজন্যই লিখছি কারণ এখানে আপনারা অনেক জনপ্রিয় বাংলা কার্টুন গুলো ফ্রীতেই দেখে নিতে পারবেন।

আমাদের শেষ কথা

তাহলে বন্ধুরা, আপনারা যদি কিছু সেরা ইউটিউব চ্যানেলের নাম খুঁজছেন, যেগুলোর থেকে বিভিন্ন আলাদা আলাদা তথ্য ও জ্ঞান নিয়ে নিতে পারবেন, তাহলে ওপরে বলা চ্যানেল গুলোতে একবার হলেও গিয়ে অবশই দেখুন।

এছাড়া, আপনার নজরে যদি সেরা কিছু চ্যানেল রয়েছে যেখানে ভালো ভালো কনটেন্ট তৈরি করে আপলোড করা হয়, তাহলে অবশই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।

আর, আর্টিকেলটি ভালো লেগে থাকলে শেয়ার অবশই করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *