New BD Shop

অপ মোবাইল এর নতুন মডেল ও দাম গুলো জেনেনিন – (২০২১ এর তালিকা)

Latest new oppo mobile phones & models (2021) – আজকে আমরা বর্তমানে চলে আসা নতুন অপ মোবাইলের দাম এবং মডেল গুলো নিয়ে কথা বলবো।

বন্ধুরা, বর্তমান সময়ে যখন একটি নতুন মোবাইল কেনার সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি, তখন আমাদের কাছে নানান মোবাইল কোম্পানি গুলোর অপসন অবশই থাকে।

যেমন, ভিভো (vivo), অপো (oppo), Realme, MI ইত্যাদি আরো অনেক mobile company রয়েছে।

এক্ষেত্রে, যদি আপনি oppo কোম্পানির মোবাইল কেনার কথা ভাবছেন,

তাহলে অবশই কিনে নিতে পারবেন। তবে মনে রাখবেন অপ নিউ মোবাইল মডেল গুলোর বিষয়ে জ্ঞান রেখে তারপর বাজারে কিনতে যাবেন।

এনাহলে, আপনাকে হয়তো দোকানদার আপনাকে পুরোনো কোনো মোবাইলের মডেল ধরিয়ে দিতে পারে।

আমাকে অনেকেই কমেন্টের মাধ্যমে জিগেশ করেছেন যে, “দাদা অপ মোবাইলের কত দাম হয়” ?

তবে এর উত্তরে আমি অবশই বলবো যে, যেকোনো অন্যান্য মোবাইল কোম্পানি গুলোর মতোই, oppo mobile এর দাম নির্ভর করে তার আলাদা আলাদা মডেল গুলোর ওপরে।

তাহলে চলুন, নিচে আমরা জেনেনি বর্তমানে বাজারে চলে আসা oppo mobile এর কিছু নতুন mobile model গুলোর বিষয়ে।

নিচে আমরা প্রত্যেকটি মোবাইলের মডেল, features, approx price ইত্যাদি বিষয় গুলো জেনেনিব।

Oppo মোবাইলের নতুন মডেল ও দাম গুলো – (২০২১)

OPPO Electronics Corp. হলো একটি electronics manufacturer যেটা মূলত চীন দেশের একটি কোম্পানি।

ভারত জুড়ে অন্যান্য বিভিন্ন দেশ গুলোতে oppo বলতে আমরা কেবল এর smartphone গুলোর জন্যই চিনে থাকি।

তবে, এই বিখ্যাত কোম্পানিটি smartphone ছাড়াও আরো অন্যান্য electronics যেমন, “TV”, “DVD player”, ” MP3 players” ইত্যাদি তৈরি করে।

কোম্পানিটি ২০০৪ সালে তৈরি হয়েছিল এবং বর্তমান সময়ে অধিক জনপ্রিয়তা লাভ করেছে।

তবে, আমি বলতে পারি যে কোম্পানিটি মূলত এর উন্নত, আকর্ষণীয় এবং দারুন মোবাইল গুলোর জন্য অধিক জনপ্রিয়তা লাভ করেছে।

আপনারা, আলাদা আলাদা বাজেট (budget) এর সাথে আলাদা আলাদা রকমের oppo android smartphones পাবেন।

বর্তমানে, 16th January 2021 তারিখে Oppo A93 5G নাম দিয়ে একটি নতুন ৫ জি (5G) মোবাইল অপোর তরফ থেকে বাজারে নিয়ে আনা হয়েছে।

যতটা আমি দেখেছি, অপ মোবাইল গুলোর দাম এর তুলনায় features, functions এবং design গুলো দারুন।

তাই, আপনিও যদি একটি অপো মোবাইল কেনার কথা ভাবছেন, তাহলে অবশই কিন্তুন।

Oppo মোবাইলের দাম ও ছবি সহ ৭ টি নিউ মডেল

নিচে আমি যেগুলো new oppo smartphones গুলোর কথা বলবো,

হতে পারে সেগুলো প্রত্যেকটি দেশে বা কোনো দেশেই বর্তমানে লঞ্চ হয়নি।

 

১. OPPO Reno 5 Pro 5G 

অপো মোবাইল (Oppo mobiles) এর তরফ থেকে ২০২১ সালে চলে আসছে এর একেবারে নতুন মোবাইল “OPPO Reno 5 Pro 5G“.

মোবাইলটি বর্তমানে launch হয়নি যদিও এই মোবাইল কেনার জন্য অনেকেই অপেখ্যা করছেন।

OPPO Reno 5 Pro 5G হলো একটি 5G মোবাইল যেখানে আপনি নিজের 5G network sim card ব্যবহার করতে পারবেন।

তবে আগেই বলে দি, OPPO Reno 5 Pro 5G মোবাইলটি কিন্তু একটি budget segment এর মোবাইল না।

কারণ, বর্তমান সময়ে ভারতে এই মোবাইলের অনুমানিত দাম হলো – Rs. 38,990/-.

মোবাইলটির launch date অনুমান করা হচ্ছে Jan 18, 2021.

এই মোবাইল কেন কিনবেন ?

মূলত, গেমিং এর জন্য এই মোবাইল আমার হিসেবে সেরা।

২. OPPO K7x 5G 

যদি আপনি ৫ জি সেগমেন্ট এর ভালো একটি মোবাইল কেনার কথা ভাবছেন, তাহলে কিছু দিন অপেক্ষা করুন।

কারণ, OPPO কিছু দিনের মধ্যে বাজারে launch করছে OPPO K7x 5G যেটা অবশই একটি 5G মোবাইল।

মোবাইলের অনুমানিত লঞ্চ ডেট Feb 17, 2021 বলে বলা হচ্ছে।

মোবাইলটি দেখতে simple যদিও আকর্ষণীয়।

এই মোবাইল টিকে আমরা অপোর (oppo) তরফ থেকে চলে আসা একটি budget segment এর মোবাইল বলতেই পারি।

কারণ, এই অপ মোবাইল এর দাম অনুমানিত Rs.16,790 ধরা হয়েছে।

কেন কিনবেন OPPO K7x 5G মোবাইল ?

আমি অবশই বলবো যে, ২০ হাজার টাকার ভেতরে অপ মোবাইলের সেরা মডেল এটা।

৩. OPPO A53 5G 

যদি আপনারা প্রায় ১৫ হাজার টাকার মধ্যে একটি 5G মোবাইল কেনার কথা ভাবছেন, তাহলে অবশই কিছু দিন দাঁড়িয়ে OPPO A53 5G মোবাইল কেনার পরামর্শ আমি দিব।

ফোনটিতে আপনারা fast charging সহ 4000mAh এর battery পেয়ে যাচ্ছেন।

তাছাড়া, 4GB RAM এবং 128GB internal storage তো থাকছেই।

বলা হচ্ছে যে OPPO A53 5G মোবাইলের আলাদা আলাদা variant থাকবে যেগুলোতে আপনারা আলাদা আলাদা RAM এবং internal storage এর option পাবেন।

এমনিতে, সাধারণ gaming, multitasking এবং usage এর ক্ষেত্রে এই মোবাইল এই দামের মধ্যে অনেক ভালো।

তাছাড়া, মোবাইলের design এবং looks দারুন থাকছে।

Feb 18, 2021 হলো OPPO A53 5G মোবাইল এর অনুমানিত launch date.

এবং, অপর এই নতুন মোবাইলের দাম প্রায় Rs. 14,990/- থাকবে।

OPPO A53 5G এর features এবং functions –

৪. OPPO K7 

আপনি যদি একটি features loaded, Full HD display সহ 5G মোবাইল কেনার কথা ভাবছেন, তাহলে অপ্পো কে ৭ মোবাইল একটি ভালো মডেল অবশই হবে।

মোবাইলটিতে, 5G support, Great camera setup, Sleek and sharp display এবং 30W VOOC fast charging facility পাবেন।

বলা হচ্ছে যে, OPPO K7 মোবাইলটি অনেক বেশি স্লিম (slim) রাখা হবে যার ফলে মোবাইলের আকর্ষণ অনেক বেড়ে যাবে।

এছাড়া, অধিক storage capacity, faster CPU, 5G, ColorOS এবং 4K video recording support, অপ্পো মোবাইল এর এই মডেলটি তাড়াতাড়ি জনপ্রিয়তা লাভ করবে।

একটি আধুনিক এবং উন্নত feature এই মডেলে আপনারা পাচ্ছেন, যেটা হলো “in-display fingerprint sensor“.

মানে, মোবাইলের ডিসপ্লের মধ্যেই “fingerprint sensor” থাকবে।

Jan 28, 2021 হলো মোবাইলের expected launch date এবং মোবাইলের অনুমানিত দাম Rs. 21,590 বলা হচ্ছে।

কেন কিনবেন OPPO K7 ?

৫. OPPO A72 

২০ হাজার টাকার মধ্যে যদি আপনি অপর একটি ভালো মোবাইল কেনার কথা ভাবছেন,

তাহলে কিছু দিন দাঁড়িয়ে OPPO A72 মোবাইলটি কিনুন।

OPPO A72 হলো একটি mid-range smartphone যেটা gaming এবং multitasking দুটোর জন্যই সেরা।

মোবাইল টিতে premium range smartphone এর প্রায় প্রত্যেক features এবং functions আপনারা দেখতে পাবেন।

অপর এই নতুন মডেল টি Jan 25, 2021 তারিখে launch হওয়ার কথা বলা হচ্ছে।

তাছাড়া, মোবাইল এর দাম প্রায় Rs.19,990/- হওয়ার কথা বলা হয়েছে।

কেন কিনবেন OPPO A72 mobile ?

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, যদি আপনারা একটি নতুন অপ্পো মোবাইল কেনার কথা ভাবছেন,

তাহলে কিছু দিন দাঁড়িয়ে যাওয়ার পরামর্শ আমি দিবো।

কারণ, ২০২১ সালের শেষে প্রায় অনেক গুলো অপর নিউ মডেল বাজারে লঞ্চ হতে চলেছে যেগুলোতে 5G support থাকবে।

এমনিতে, ওপরে আমি আপনাদের সেরা কিছু অপ মোবাইলের মডেল ও দাম ছবি সহ দেখিয়ে দিয়েছি।

তবে, সেগুলো ছাড়াও Oppo মোবাইলের আরো অনেক মডেল গুলো আসছে সময়ে লঞ্চ হতে চলেছে।

শেষে, যদি আপনাদের আমাদের আজকের আর্টিকেল, “Best new oppo mobile phones” এর তালিকা পছন্দ হয়ে থাকে,

তাহলে আর্টিকেলটি শেয়ার অবশই করবেন।

এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত অন্যান্য প্রশ্ন বা পরামর্শ থাকলে আমাকে নিচে কমেন্ট অপসই করবেন।

Exit mobile version