New BD Shop

ইউটিউব মনিটাইজেশন কি ? চালু করুন চ্যানেল মনিটাইজেশন

বর্তমান সময়ে YouTube এর মাধ্যমে ইন্টারনেট থেকে টাকা আয় করার উপায় অনেক জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে।

এখনের সময়ে হাজার হাজার লোকেরা ইউটিউবের মাধ্যমে টাকা আয় করছেন।

তবে, আপনিও যদি YouTube থেকে ইনকাম করার কথা ভাবছেন,

তাহলে সবচে আগেই আপনার জেনে নেওয়া দরকার “ইউটিউব ভিডিও মনিটাইজেশন” এর বিষয়ে।

আসলে, YouTube এর মাধ্যমে টাকা ইনকাম করার মূল বিষয়টাই হলো, “ইউটিউব চ্যানেলে আপলোড করা video গুলোকে monetize করা”.

কিন্তু এখন হয়তো অনেকেই ভাবছেন যে, “ইউটিউব মনিটাইজেশন কি ?” এবং “কিভাবে করতে হয় ইউটিউব চ্যানেল মনিটাইজেশন ?“.

চিন্তা করবেননা, আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সম্পূর্ণটা বুঝিয়ে বলবো।

তবে, YouTube monetization এর বিষয়ে অধিক জানার আগেই আমি বলে দিচ্ছি,

চ্যানেলের ভিডিও গুলো মনিটাইজ করার জন্য কিছু জরুরি নিয়ম কানুন বা শর্তাবলী রয়েছে।

তাই, Monetization এর মাধ্যমে income করার জন্য, আপনার সেই শর্তাবলী গুলো মেনে কাজ করতে হবে।

তবে চিন্তা করবেননা, নিচে আমি সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত ভাবে আপনাকে বলে দিচ্ছি।

ইউটিউব মনিটাইজেশন কি ? (What is YouTube monetization)

যা আমি ওপরে বলেছি, আপনার YouTube চ্যানেলের মধ্যে একটি বিশেষ feature রয়েছে যেটাকে বলা হয় “monetization”.

এই Monetization option টি যখন চালু করে দেওয়া হয়, তখন আপনার YouTube চ্যানেলে থাকা ভিডিও গুলোতে কিছু বিজ্ঞাপন দেখানো হয়।

এবং, আপনার ভিডিও গুলোতে দেখানো বিজ্ঞাপনের বিপরীতে, YouTube আপনাকে কিছু টাকা দিয়ে থাকে।

তাই, ইউটিউব মনিটাইজেশন মানে হলো এমন এক প্রক্রিয়া,

যার মাধ্যমে, আপনি ইউটিউবকে নিজের চ্যানেলের ভিডিও গুলোতে বিজ্ঞাপন দেখানোর অনুমতি দিচ্ছেন।

এখন, যখন আপনি YouTube কে বিজ্ঞাপন (ads) দেখানোর অনুমতি দিয়ে দিচ্ছেন,

তখন Google তার advertising partner গুলোর ads আপনার videos এর মধ্যে দেখাবে।

আপনার video গুলোতে যতটা টাকার বিজ্ঞাপন দেখানো হবে, তার ৪৫% গুগল নিজে রাখবেন,

এবং, ৫৫% আপনাকে দিয়ে দিবে আপনার Google AdSense account এর মাধ্যমে।

আর, পরে আপনি আপনার গুগল এডসেন্স একাউন্ট থেকে নিজের আয় করা টাকা bank account এর মধ্যে তুলে নিতে পারেন।

তবে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এর জন্য এপ্লাই করার আগে, ইউটিউবের নতুন নিয়ম কানুন ও শর্তাবলী গুলোর বিষয়ে অবশই জেনে রাখাটা দরকার।

তাহলে আশা করছি, ইউটিউব মনিটাইজেশন কি (What Is YouTube Monetization in Bangla) বিষয়টা বুঝতে পেরেছেন।

YouTube আমাদের কেন টাকা দেয় ?

এখন, অনেকের মাথায় এই প্রশ্নটাও আসতেই পারে যে, “কেন ইউটিউব আমাদের টাকা দেয়” ?

তবে, এই প্রশ্নের উত্তর সোজা।

আসলে, YouTube হলো Google এর একটি সেবা।

আর আমরা সবাই জানি যে Google এর আরেকটি সেবা রয়েছে যাকে আমরা Google ads বলে চিনি।

এই Google ads এর একটি account তৈরি করে, জেকেও নিজের product, business, service, website, video ইত্যাদি ইন্টারনেটে marketing ও promote করার জন্য গুগল কে টাকা দিয়ে থাকে।

এবং, advertisers দের থেকে টাকা নিয়ে গুগল তাদের product / business এর বিজ্ঞাপন গুলো YouTube এর মাধ্যমে আমাদের ভিডিওতে দেখায়।

আর যার বিপরীতে, advertiser থেকে নিয়ে নেওয়া টাকার ৪৫% গুগল নিজের কাছে রাখে এবং ৫৫% আমাদের দিয়ে দেয়।

তাই, যদি ইউটিউব বা গুগল আমাদের টাকা না দিতো, তাহলে আমরা এতটা কষ্ট করে ইউটিউবে চ্যানেল বানাতামনা আর ভিডিও আপলোড করতামনা।

যাতে, YouTube video creator এর মধ্যে টাকা আয় করার উৎসাহ এবং রুচি থাকে, তার জন্যেই YouTube / Google আমাদের টাকা দিচ্ছে।

কেননা YouTube creator রা ভিডিও বানানো ছেড়ে দিলে, গুগলের জন্য advertiser দের বিজ্ঞাপন দেখানোটা সমস্যার বিষয় হয়ে দাঁড়াবে।

আর, যদি ভিডিও না থাকতো তাহলে বিজ্ঞাপন ও দেখানো হতোনা। তাহলে, গুগল নিজে কিভাবে আয় করতো ?

ইউটিউব চ্যানেল মনিটাইজেশন নিয়ম

কিছু বছর আগে যেকোনো YouTube channel এর ক্ষেত্রে monetization চালু করাটা একটি সাধারণ বিষয় ছিল।

মানে, যেকোনো ইউটিউবের চ্যানেলে কে ভিডিও মনিটাইজেশন এর জন্য অনুমতি দিয়ে দেওয়া হতো।

তবে, ২০২০ এর এখনের সময়ে এতটা সহজেই কিন্তু মনিটাইজেশন চালু করা সম্ভব না।

ইউটিউবের কিছু ধরে দেওয়া শর্তাবলী রয়েছে, যেগুলো মানার পর monetization এর জন্য আবেদন জানাতে পারবেন।

সেই শর্তাবলী গুলো হলো,

তাহলে বুঝতে পারলেন তো, ইউটিউব ভিডিওতে মনিটাইজেশন চালু করার নিয়ম গুলো।

YouTube মনিটাইজেশন এপ্লাই কিভাবে করতে হয় ?

এখন, যদি আপনার মনে এই প্রশ্নটি চলে আসছে যে,

“কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজ করবো” বা “মনিটাইজেশন চালু করার নিয়ম কি” বা “মনিটাইজেশন এর জন্য এপ্লাই কিভাবে করবো” ?

তাহলে এর একটি প্রক্রিয়া রয়েছে।

যদি আপনার চ্যানেলে বিগত ১২ মাসের মধ্যে ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টার ভিডিও ওয়াচ টাইম হয়ে গেছে,

তাহলে আপনি নিচে দেওয়া স্টেপ গুলো ফলো করে, ভিডিও মনিটাইজেশন এর জন্য এপ্লাই অবশই করতে পারবেন।

How To Enable YouTube Monetization in Bangla).

ভিডিও মনিটাইজেশন এর জন্য এপ্লাই কিভাবে করবো – (Steps)

সবচে আগে আপনি আপনার YouTube চ্যানেলে লগইন করুন।

এবার, YouTube Studio র dashboard এ চলে আসুন।

YouTube channel icon এর মধ্যে ক্লিক করলেই আপনারা YouTube studio নামের অপসন দেখতেই পাবেন।

এবার YouTube studio র dashboard এর বাম দিকে থাকা option গুলোর মধ্যে “$ Monetization” অপশনে ক্লিক করুন।

 

এখন, আপনারা একটি নতুন page দেখবেন, যেখানে দেখানো হবে যে আপনার চ্যানেলে মোট কতটা subscriber এবং video watch hour হয়েছে।

যদি, প্রয়োজনের হিসেবে 1000 subscriber এবং 4000 video watch hour আপনার চ্যানেলে আছে,

তাহলে নিচে আপনারা “Apply now” এর একটি button দেখতে পাবেন।

যদি আপনাকেও apply now বাটন দেখানো হচ্ছে,

তারমানে আপনার চ্যানেলের জন্য প্রয়োজনীয় minimum subscribers এবং watch hours এর পরিমান সম্পূর্ণ হয়ে গেছে।

এবার সোজা “Apply Now” এর বাটনে ক্লিক করুন।

Monetization এর জন্য apply করার প্রক্রিয়া 

Apply now তে click করার পর পরের পেজে আপনারা, ৩ টি আলাদা আলাদা স্টেপ দেখতে পাবেন।

মূলত এই ৩ টি স্টেপ রয়েছে, যেগুলো একে একে সম্পূর্ণ করে, নিজের চ্যানেলটিকে রিভিউতে পাঠাতে পারবেন।

চ্যানেল রিভিউ করার পর যদি YouTube মনে করে যে, বিজ্ঞাপন দেখানোর জন্য আপনার ভিডিও গুলোর মধ্যে যোগ্যতা রয়েছে,

তাহলে আপনার চ্যানেলের জন্য monetization চালু করে দেওয়া হবে।

চলুন, স্টেপ গুলোর বিষয়ে বিস্তারিত ভাবে জেনেনেই।

Step1. Review partner program policies

এটা হলো সব থেকে প্রথম স্টেপ যেখানে আপনার “YouTube partner program terms” গুলোকে accept করতে হবে।

Step 2. Signup for Google AdSense

Step 3. Get reviewed

শেষে, step 3 তে আপনার নিজের থেকে কিছু করতে হবেনা।

তাহলে বুঝলেন তো, কিভাবে ইউটিউবে monetization এর জন্য apply করতে হয়।

আশা করছি বুঝতে পেরেছেন।

Monetization apply করার সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্যে, কেবল Step 2 একটু জটিল।

কেননা, এখানেই আপনার একটি নতুন Google AdSense register করতে হয় নিজের চ্যানেলে লিংক করার জন্য।

আমাদের শেষ কথা,

তাহলে বন্ধুরা, ইউটিউব মনিটাইজেশন কাকে বলে এবং মনিটাইজেশন এর জন্য কিভাবে এপ্লাই করতে হয়,

সবটাই আমি আপনাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে জানিয়ে দিলাম।

Exit mobile version