Site icon New BD Shop

পাইথন কি এবং এর ব্যবহার – What is python in Bangla

search পাইথন প্রোগ্রামিং কি ? (what is search python in Bengali), যদি আপনার প্রোগ্রামিং (programming) নিয়ে রুচি রয়েছে তাহলে অবশই search পাইথন (search python) এর বিষয়ে জেনেনেওয়াটা আপনার জন্য জরুরি।

পাইথন কি ? Python কেন ব্যবহার করা হয় এবং এর কাজ কি এই বিষয়ে আমরা অনেকেই কিছুটা বিভ্রান্ত অবশই হয়ে থাকি।

Coding language নিয়ে কাজ করা প্রায় বেশিরভাগ লোকেরা পাইথন এর বিষয়ে জানেন এবং অবশই এর ব্যবহার তাদের জানা থাকে।

কারণ, Python হলো একটি high-level programming language যেটার ব্যবহার বর্তমান সময়ে প্রচুর কাজে করা হয়।

এমনিতে, যদি আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার কথা ভাবছেন, তাহলে প্রথম programming language হিসেবে search পাইথন (python) শিখুন।

কারণ, এই প্রোগ্রামিং ভাষা অন্যান্য বেশিরভাগ programming languages (JavaScript, C, C++, Java etc.) গুলোর তুলনায় অনেক সহজেই শেখা সম্ভব।

এছাড়া, বর্তমান সময়ের অনেক আধুনিক এবং প্রচুর জনপ্রিয় ও ব্যবহার হওয়া language হলো search python.

Python language এর ব্যবহার web development, software development, application development এবং বিভিন্ন Scientific কাজ গুলোতে ব্যবহার করা হয়।

যদি আপনারা ভাবছেন যে, search পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা লাভজনক হবে কি না বা চাকরির সুজন থাকবে কি না, তাহলে চিন্তা করবেননা,

বর্তমান সময়ে তো পাইথন ল্যাঙ্গুয়েজ এর চাহিদা প্রচুর রয়েছে এবং এর সাথে আসছে সময়েও search python programming language এর চাহিদা এখনের তুলনায় আরো অধিক থাকবে।

বর্তমান সময়ে, Google, Yahoo, Quora, Pinterest এবং Spotify এর মতো জনপ্রিয় ও বিখ্যাত company গুলো python এর ব্যবহার করছেন।

তাই, সঠিক ভাবে programming শিখতে পারলে একজন python developer হিসেবে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন।

চলুন, নিচে আমরা এই আর্টিকেলের মাধ্যমে, “Python কি” (What is search python language) এবং এর সাথে জড়িত অন্যান্য জরুরি তথ্য গুলো জেনেনেই।

পাইথন কি ? ( what is python in Bangla )

সোজা এবং সহজ ভাবে বললে Python হলো একটি high-level general-purpose programming language যেটাকে বিভিন্ন ধরণের প্রোগ্রামিং এর কাজে ব্যবহার করা হয়।

search পাইথন এর ব্যবহার মূলত Website building, App development, Machine learning, Data analysis, Web scraping এবং Natural language processing ইত্যাদির জন্য করা হয়।

এটা একটি Object-oriented programming language.

Python অন্যান্য জনপ্রিয় programming language যেমন C, C++ ইত্যাদির মতোই একটি অনেক শক্তিশালী প্রোগ্রামিং ভাষা।

তবে, অন্যান্য প্রোগ্রামিং ভাষা গুলোর তুলনায় search পাইথন অনেক সহজ যার ফলে এই ভাষা শিখতে এবং কোডিং করতে সুবিধা হয়।

Python অনেক উন্নত একটি প্রোগ্রামিং ভাষা যার মাধ্যমে অনেক দ্রুত ভাবে এপ্লিকেশন গুলোকে তৈরি করা সম্ভব।

1980 এর দশকে এর আরম্ভ করা হয়েছিল এবং বর্তমানে এর বিকাশ হয়েই চলেছে।

Python language এর অনেক স্পষ্ট syntax এবং readability র জন্যে আজ বিশ্বের সব থেকে জনপ্রিয় programming language হয়ে দাঁড়িয়েছে।

একটি অনেক শক্তিশালী high level programming language হওয়ার কারণে প্রচুর বিখ্যাত এবং বড় কোম্পানি গুলো search পাইথন এর ব্যবহার করে থাকে।

এতটা শক্তিশালী এবং উন্নত programming language হওয়ার পরেও এই language সম্পূর্ণ open source, মানে এই ভাষার ব্যবহার সম্পূর্ণ ফ্রীতে করতে পারবেন এবং এর source code প্রত্যেকের জন্যে উপলব্ধ (available) রয়েছে যেটাকে নিজের হিসেবে চেঞ্জ করতে পারবেন।

তাহলে বুঝলেন তো, search পাইথন (search python) কি এবং এর সাথে জড়িত সাধারণ তথ্য গুলো।

পাইথন শিখতে কত দিন লাগে ?

দেখুন পাইথন পাইথন শিখতে কত দিন লাগবে এই প্রশ্নের উত্তর সম্পূর্ণ আপনার নিজের ওপরেই নির্ভর করছে।

কারণ, যদি আপনি নিয়মিত ভাবে প্রত্যেক দিন একাধিক বার programming এর চর্চা (practice) করতে থাকেন তাহলে প্রায় ১ মাসের মধ্যেই basic শিখে নিতে পারবেন।

ঠিক সেভাবেই, যদি আপনি অনেক কম practice করছেন এবং প্রোগ্রামিং করতে সময় পাচ্ছেননা, তাহলে অবশই প্রচুর সময় লেগে যাবে।

এমনিতে, যদি আপনি advanced বা pro হিসেবে search python শিখতে চাচ্ছেন তাহলে ৬ মাস থেকে ১ বছর সময় লাগতে পারে।

অবশই এক্ষেত্রেও প্রত্যেক দিন আপনার প্রোগ্রামিং এর চর্চার পরিমানের ওপরেই সবটা নির্ভর করছে।

আমি আগেই বলেছি যে search পাইথন ভাষাটি মানুষের জন্য বুঝে নেওয়াটা অনেক সহজ আর তাই কেবল কিছু সপ্তাহের মধ্যে বেসিক শিখে নেওয়া সম্ভব।

পাইথন এর ব্যবহার কি কি ?

search পাইথন অনেক জনপ্রিয় এবং হাই লেভেল ভাষা আর তাই একে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।

আর এর কারণ হলো পাইথন এর সুবিধা এবং সরলতা।

Python কেন শিখবেন ? কি লাভ হবে ?

বর্তমান সময়ে যদি আপনারা search পাইথন প্রোগ্রামিং শিখতে চাইছেন, তাহলে অবশই শিখতে পারবেন এবং এর দ্বারা আপনি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে (industry) ভালো ক্যারিয়ার অবশই তৈরি করতে পারবেন।

চলুন, পাইথন শিখে কি লাভ হতে পারে সেই বিষয়ে জেনেনেই।

পাইথন ভাষাতে ক্যারিয়ার বানানো যাবে কি ?

অবশই যাবে, এবং ভবিষ্যতেও চাকরির প্রচুর সম্ভাবনা থাকার সুযোগ রয়েছে।

এছাড়া, এখনের সময়ে প্রচুর industry এবং কাজে search পাইথন ব্যবহার করা হচ্ছে।

তাই, যদি আপনি কোডিং বা প্রোগ্রামিং এর লাইনে নিজের ক্যারিয়ার তৈরি করতে চাইছেন তাহলে অবশই পাইথন শিখতে পারেন।

তবে মনে রাখবেন, সাধারণ বা বেসিক জ্ঞান নিয়ে কিন্তু প্রোগ্রামার হিসেবে ক্যারিয়ার বানাতে পারবেননা।

আপনাকে, প্রচুর কোডিং চর্চা (practice) করে একজন দক্ষ পাইথন প্রোগ্রামার হিসেবে নিজেকে তৈরি করতে হবে।

আপনার কাজের skills এবং knowledge দেখেই আপনাকে চাকরি দেওয়া হয়।

তাই, কোডিং এর ক্ষেত্রে সার্টিফিকেট থাকারছে জরুরি আপনার মধ্যে সম্পূর্ণ জ্ঞান (knowledge) থাকা।

কিভাবে পাইথন শিখব ? পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা

যদি আপনার মনে search পাইথন কিভাবে শিখবো ? বা পাইথন শেখার উপায় কি ? এই ধরণের প্রশ্ন চলে আসছে, তাহলে চিন্তা করতে হবেনা।

বর্তমান সময়ে ইন্টারনেটের উপস্থিতি থাকতে যেকোনো skill শেখার ক্ষেত্রে আমাদের এতটা ভাবতে হয়না।

কারণ, ইন্টারনেটে আমরা video বা text article এর মাধ্যমে যেকোনো নতুন skills শিখে নিতে পারি।

তবে, প্রয়োজন হলো নিজের মনে শেখার উৎসাহ এবং ইচ্ছে থাকা।

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা search পাইথন প্রোগ্রামিং ভাষার সম্পর্কে বিস্তারিত ভাবে সবটা জেনেনিলাম। আশা করছি পাইথন কি (about search python in Bangla) এবং কিভাবে পাইথন প্রোগ্রামিং শিখবেন সবটাই আপনারা বুঝতেই পেরেছেন।

আমাদের আর্টিকেল ভালো লেগে থাকলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।

Exit mobile version