New BD Shop

বিদেশে বিকাশ ব্যবহার করতে যা আপনার জানা দরকার

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে তাদের অর্জিত অর্থ দেশে পাঠানোর জন্য বিভিন্ন প্রকার উপায় অবলম্বন করে থাকেন। দেশে মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে বিকাশ নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এরই ধারাবাহিকতায় বিকাশ বিদেশে অবস্থানরত প্রবাসীদের বিকাশ একাউন্ট খুলে সেটি ব্যবহার করার সুবিধা প্রদান করেছে।

বিকাশ একাউন্ট ব্যবহার করে এখন মূহুর্তের মাধ্যমেই প্রিয়জনের কাছে নিশ্চিন্তে টাকা পাঠানো যাবে। বিদেশ থেকে বিকাশ একাউন্ট ব্যবহার করার জন্য একজন বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রধারী গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র এবং বসবাসরত দেশের মোবাইল নাম্বার দিয়ে খুব সহজেই বিকাশ একাউন্ট খুলতে পারবেন।

কোন কোন দেশ থেকে বিকাশ একাউন্ট খোলা যাবে?

বর্তমানে প্রবাসীরা ১২ টি দেশের মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ও পেওনিয়ার থেকে নিজ মোবাইলে থাকা বিকাশ একাউন্টে টাকা এনে দেশে থাকা প্রিয়জনদের বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারবেন। বাংলাদেশের বাইরে যেসকল দেশে বিকাশ অ্যাপ ব্যবহার করা যাবে সেগুলো হলো যুক্তরাজ্য, ইতালি, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া।

বিদেশে থাকা ব্যাক্তিদের বিকাশ নাম্বার পরিবর্তন

প্রবাসী ব্যক্তিদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যদি বাংলাদেশের নাম্বার দিয়ে বিকাশ একাউন্ট খোলা থাকে তাহলে সেটি তারা পরিবর্তন করতে পারবেন। বিকাশ নাম্বার পরিবর্তন করার জন্য নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করতে হবে-

নিচের বিকাশের অফিসিয়াল ছবিটি দেখে আরও ভাল আইডিয়া পেতে পারেন।

বিদেশ থেকে বাংলাদেশি এনআইডি কার্ড দিয়ে নতুন বিকাশ একাউন্ট খোলার উপায়

যাদের এনআইডিতে দেশে বসে বিকাশ একাউন্ট খোলা ছিলনা তাদের বিদেশ থেকে বিকাশ একাউন্ট খুলতে হলে নিম্নোক্ত উপায় অবলম্বন করতে হবে-

নিচের বিকাশের অফিসিয়াল ছবিটি দেখে আরও ভাল আইডিয়া পেতে পারেন।

বিদেশ থেকে বিকাশ একাউন্টে টাকা কীভাবে আনবেন?

বিদেশ থেকে টাকা আপনার নিজ বিকাশ অ্যাপে ট্রান্সফার করার জন্য নিম্নোক্ত উপায় অবলম্বন করতে হবে।

রেমিটেন্সের টাকা সরকারি বোনাস সহ আপনার বিকাশ একাউন্টে জমা হয়ে যাবে। অর্থাৎ প্রতি হাজারে ২৫ টাকা সহ আপনার একাউন্টে যুক্ত হয়ে যাবে।

বিকাশ দেশের মানুষকে এতোদিন সেরা সার্ভিস প্রদান করে এসেছে। এবার তাদের সেবা ব্যবহারকারীরা দেশের গন্ডি পেরিয়ে বিদেশ থেকেও গ্রহন করতে পারবে। বিকাশের মাধ্যমে এখন খুব সহজেই রাত দিন ২৪ ঘন্টা যেকোনো সময়ে টাকা পাঠানো থেকে শুরু করে রিচার্জ করা সব সুবিধা গ্রহন করা যাবে। বিকাশের নতুন এই সেবা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে তা আমাদের কমেন্ট করে জানাতে পারবেন। আরও বিস্তারিত জানতে বিকাশের অফিসিয়াল ওয়েব পেজ দেখতে পারেন। এছাড়া প্রযুক্তি ভিত্তিক সকল প্রকার নতুন নতুন তথ্য পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Exit mobile version