New BD Shop

হারিয়ে যাওয়া ফোনের imei কোড বের করুন জিমেইলের সাহায্যে

হারিয়ে যাওয়া ফোনের imei কোড বের করুন জিমেইলের সাহায্যেআসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া ফোনের imei কোড বের করবেন জিমেইলের সাহায্যে।
অনেক সময় আমাদের ফোন যখন হারিয়ে যাই সেই ফোনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে তাই ফোনটি ফিরে পাওয়া অত্যন্ত জরুরী বিষয় হয়ে দাঁড়ায়। এমনকি ফোনটি ফিরে পাওয়ার জন্য থানায় জিডি পর্যন্ত করা লাগে।
তবে জিডি করার জন্য অবশ্যই আপনার হারানো ফোনটির imei কোডটি প্রয়োজন যেটা অধিকাংশ লোক জানেনা।
তো আপনি চাইলে আপনার হারানো ফোনের imei কোডটি জিমেইলের সাহায্যে বের করে ফেলতে পারেন এবং সেটার মাধ্যমে থানায় জিডি করে ফোনটি ফিরে পেতে পারেন।
এ কাজটি করার জন্য আপনার হারানো ফোনটি লগইন রয়েছে এমন একটা জিমেইল যেকারো ফোনে লগইন করে স্কিনশর্ট ফলো করুন।










এখান থেকে খুব সহজে imei কোডটি দেখে নিতে পারবেন জিমেইলের সাহায্য।
আশাকরি বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট করুন।

Exit mobile version