আশা করি সবাই ভালই আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম amazon প্রাইম। অ্যামাজন প্রাইম হচ্ছে একটি ওটিটি প্লাটফর্ম।
যেখানে নেটফ্লিক্স এর মতই প্রিমিয়াম সব ভিডিও গুলো পাওয়া যায়। হরর মুভি টিভি সিরিজ,বলিউড হলিউড,ও কার্টুন পাওয়া যায়।
তবে এখানকার সাবস্ক্রিপশন অনেক এক্সপেন্সিভ।
“আমাজন প্রাইম ভিডিও” হলো একটি অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যা আমাজন ডট কম দ্বারা পরিচালিত হয়। এটি আমাজন প্রাইম সাবস্ক্রিপশনের একটি অংশ হিসেবে অনেক সময় সহিত বিভিন্ন জনপ্রিয় টিভি শো, সিনেমা, ড্রামা, অরিজিনাল কন্টেন্ট, এবং অন্যান্য ভিডিও সামগ্রী সরবরাহ করে। আমাজন প্রাইম সাবস্ক্রাইবারদের এই প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের ইন্টারনেট সংযোগের মাধ্যমে এই ভিডিও সামগ্রীগুলি দেখতে এবং অফলাইনে ডাউনলোড করতে পারে।
তাই আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ ফ্রিতে amazon prime 2 মাসের জন্য।এটা কোন মুড বা ক্র্যাক না। তাই কোন বাফারিং বা কোন ধরনের সমস্যা ছাড়াই ইনজয় করতে পারবেন amazon প্রাইম full HD তে। এছাড়াও আপনার পছন্দের ভিডিও রাখতে পারবেন।
এজন্যই প্রথমত আপনার কাছে একটি অ্যান্ড্রয়েড ডিভাইস থাকতে হবে। কারণ এই অ্যাপটি প্রিমিয়াম একাউন্ট দিয়ে বাইন্ড করা আছে।
এরপরে আর কোন প্রকার সমস্যা ছাড়াই,অ্যাপটি ব্যবহার করতে পারবেন।