Skip to content

BDIX বাইপাস করে ডাউনলোড করুন ঝড়ের গতীতে!🔥🔥 লেটেস্ট BDIX vpn!

 

আশা করি সবাই ভালই আছেন।
আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম, ইন্টারনেট এর সেরা কিছু বাইপাস টুলস ও ভিপিএন, যেগুলা প্রিমিয়াম তবে বাইন্ড করা, তাই ফ্রিতে ইউজ করতে পারবেন। এবং এর মাধ্যমে আপনার, নেট স্পিড বাড়িয়ে নিতে পারবেন ঝড়ের গতিতে। 🔥🔥

Before:

After:

আপনার নেটওয়ার্ক টি যদি BDIX সাপোর্টেড হয়ে থাকে তাহলে খুব সহজে আপনার নেটওয়ার্কের অনেকটা বাড়িয়ে নিতে পারবেন যার ফলে খুব দ্রুত কোন কিছু ডাউনলোড বা ব্রাউজিং করতে পারবেন আমার ক্ষেত্রে এক এমবিপিএস থেকে এমবিপিএস পর্যন্ত নিতে পেরেছি। আপনাদের কারো ১০ এমবি পিএস, স্পিড হয়ে থাকলে খুব সহজে ১০০ এমবি করে নিতে পারবেন।

তাই আপনি চাইলে এখনি ফ্রিতে আপনার নেট স্পিড বুস্ট করে ঝড়ের গতিতে কোন কিছু ডাউনলোড করে ফেলতে পারবেন।

ভিপিএন কানেক্ট করবেন কিভাবে?

প্রথমে ভিপেন টি নিচের লিংক থেকে ডাউনলোড করে ইনিস্টল করে নিন|

এরপর Bangladesh সারভার সিলেক্ট করে,

Dhaka UDP তে কানেক্টে করে দিন। ব্যাস

আমি টেলিগ্রাম লিংক দিয়ে দিলাম, কারন একেক সময় একেক ভিপিএন এ BDIX কাজ করে।

এছাড়াও আমার ওয়েবসাইট আর্টিক্যাল লিংক ও দিয়ে রাখলাম এখানেও আপডেট পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *