Skip to content

Captcha এন্ট্রির কাজ করে সহজেই করুন ইনকাম – ($100 monthly)

ঘরে বসে নিজের খালি সময়ে কাজ করে মাসে প্রায় ১০,০০০ টাকা অব্দি অনলাইন ইনকাম করার ক্ষেত্রে, ক্যাপচা পূরণ করে আয় করাটা অনেক জনপ্রিয় উপায়।

এই ধরণে, “ক্যাপচা পূরণ করে অনলাইনে ইনকাম” করার মাধ্যম গুলোতে তেমন বেশি ইনকাম হবেনা যদিও এই অনলাইন কাজ অনেকটা সহজ।

Captcha টাইপিং করে আয় করার এই কাজ গুলোতে আপনার তেমন কোনো qualification, knowledge বা skills এর প্রয়োজন হয়না।

তবে হে, এই মাধ্যমে অধিক বেশি পরিমানে ইনকাম করার জন্য, “কম্পিউটারে টাইপিং স্পিড দ্রুত” হওয়াটা খুব জরুরি।

যত তাড়াতাড়ি captcha typing করতে পারবেন, ততটাই বেশি ইনকামের সুযোগ থাকবে।

ক্যাপচা পূরণের কাজ করার ক্ষেত্রে, আপনার একটি computer, laptop বা smartphone এর প্রয়োজন হবে।

হে, আপনি এই কাজ নিজের মোবাইল দিয়ে করেই অনলাইনে ইনকাম করতে পারবেন।

যদি আপনি প্রত্যেক দিন প্রায় ২ থেকে ৩ ঘন্টা কাজ করে থাকেন, তাহলে মাসে প্রায় ৬০০০/- থেকে ১০,০০০/- মধ্যে টাকা আয় করতে পারবেন।

অবশই, আপনার আয় করা টাকার পরিমান, আপনার টাইপিং স্পিড এর ওপর অনেকটা নির্ভর করবে।

এমনিতে, ঘরে বসে পার্ট টাইম অনলাইন ইনকাম করার ক্ষেত্রে, “ক্যাপচা এন্ট্রির কাজ” সেরা মাধ্যম হিসেবে ধরা হয়। (Earn money online from captcha typing work).

ক্যাপচা কোড কি ? (What is captcha code)

দেখুন, যখন ইন্টারনেটে আমরা বিভিন্ন ওয়েবসাইট গুলোতে গিয়ে একটি একাউন্ট তৈরি করি, তখন “কিছু সংখ্যা বা ছবি” দেখে সেগুলো আবার একটি বক্সে টাইপ করার জন্য বলা হয়।

ওপরে ছবিতে দেখে আপনারা ভালো করে বুঝতে পারবেন।

“Captcha” code হলো ছবিতে থাকা সেই অক্ষরমালা (alphabets) গুলো, যেগুলোকে অস্পষ্ট ভাবে প্রকাশ করা হয়েছে।

এবং, সেই অস্পষ্ট বর্ণমালা বা অক্ষরমালা গুলোকে যখন আমরা নিচে থাকা “captcha filling box” এ সঠিক ভাবে type করি, তখন সেই প্রক্রিয়াকেই বলা হয় “captcha typing“.

ইন্টারনেটে বিভিন্ন ক্ষেত্রে এই captcha words গুলো ব্যবহার করার একটাই কারণ রয়েছে।

সেটা হলো, অপ্রয়োজনীয় automated robots দের অনলাইনে fake account / bulk account তৈরির থেকে বাধা দেওয়া।

কারণ, একটি automated robot ইন্টারনেটে fake account তৈরি করার ক্ষেত্রে, সব রকমের details নিজে নিজে ভরে নিতে পারবে।

তবে, যখন captcha সম্পূর্ণ করার সময় আসবে, তখন সেটা automated robots রা সম্পূর্ণ করতে পারবেনা।

আর সম্পূর্ণ করলেও ভুল হবে।

কারণ, captcha code গুলো কিছু সংখ্যা, শব্দ বা ছবির মিশ্রণ থাকে যেগুলো কেবল মানুষের ক্ষেত্রে বুঝা সম্ভব।

কোনো robot বা machine সেগুলো বুঝতে পারবেনা।

ফলে, বিভিন্ন সংগঠন বা কোম্পানি গুলো fake account খুলতে পারেননা।

আর এটাই হলো ক্যাপচা কোড এবং ক্যাপচা কোড এর কাজ।

তাই, সোজা ভাবে বললে captcha হলো online verification process, যেটা automated programs এবং robots গুলোকে fake account তৈরির ক্ষেত্রে বাধা দেয়।

আশা করছি, “ক্যাপচা কি“, বিষয়টা বুঝতে পারছেন।

ক্যাপচা পূরণের কাজ গুলো কি ? (What is captcha work)

অনলাইনে ক্যাপচা এন্ট্রির কাজ করে টাকা ইনকাম করার প্রক্রিয়া অনেক সোজা।

ইন্টারনেটে এরকম অনেক “captcha typing websites” রয়েছে, যেখানে আপনারা ক্যাপচা সলভিং কাজ পাবেন।

এবং, এই ধরণের captcha ওয়েবসাইট গুলোতে গিয়ে আপনাকে দেওয়া captcha code গুলো দেখে টাইপ করতে হবে।

হে, কেবল এটাই হলো কাজ।

তবে প্রথমে, এই ক্যাপচা এন্ট্রির ওয়েবসাইট গুলোতে গিয়ে আপনার একটি একাউন্ট তৈরি করতে হবে।

ওপরে ছবিতে অবশই দেখতেই পারছেন, একাউন্ট তৈরির ক্ষেত্রে আপনি একটি registration form দেখতে পাবেন।

Registration form এ, কিছু সাধারণ তথ্য থাকবে যেমন,

  1. আপনার নাম
  2. ইমেইল আইডি
  3. নতুন পাসওয়ার্ড
  4. কিছু অন্যান্য সাধারণ প্রশ্ন

এভাবে নিজের তথ্য গুলো দিয়ে, একটি captcha solving website এ account তৈরি করতে পারবেন।

এমনিতে প্রত্যেক ক্যাপচা সলভিং ওয়েবসাইট গুলোতে একাউন্ট তৈরির প্রক্রিয়া একি ধরণের।

একাউন্ট তৈরি করার পর আপনার কি করতে হবে ?

  • প্রথমে আপনার কেবল একটি একাউন্ট রেজিস্টার করতে হবে।
  • একাউন্ট তৈরি করার পর captcha typing এর কাজ শুরু করতে পারবেন।
  • আপনাকে, কিছু বর্ণমালা, শব্দের মিশ্রণ বা সংখ্যার ছবি দেখানো হবে, সেগুলো ভালো করে দেখে “captcha box” এ টাইপ করতে হবে।
  • মনে রাখবেন, শব্দ, সংখ্যা বা অক্ষর গুলো ভালো করে দেখে সঠিক ভাবে বক্সে type করতে হবে।
  • এভাবে ১০০০ টি captcha image সঠিক ভাবে বাক্সতে type করার পর, আপনার একাউন্টে $1 থেকে $2 এর ভেতরে টাকা দেওয়া হবে।
  • আপনি আপনার আয় করা টাকা, paypal, webmoney বা account transfer এর মাধ্যমে তুলতে পারবেন।

তাহলে, ক্যাপচা টাইপিং এর কাজে প্রায় এই কয়টা বিষয় রয়েছে।

এখন, এই কাজের মাধ্যমে online income করার জন্য, আপনার প্রয়োজন হবে কিছু ভালো “ক্যাপচা এন্ট্রি ওয়েবসাইট গুলোর“.

এমনিতে, ইন্টারনেটে প্রচুর ক্যাপচা সলভিং ওয়েবসাইট রয়েছে।

তবে তাদের মধ্যে অনেক কিন্তু fake এবং তাদের থেকে টাকা পাওয়াটা সম্ভব না।

তাই, ক্যাপচা পূরণ করে টাকা আয় করার কিছু ভালো ওয়েবসাইট গুলোর ব্যাপারে আমি বলবো, যেগুলি অনেকেই ব্যবহার করে এই মাধ্যমে অনলাইনে আয় করছেন।

ক্যাপচা এন্ট্রির কাজের জন্য এই ৭ টি ওয়েবসাইট সেরা

আমি আগেই বলেছি এবং আবার বলবো, ক্যাপচা টাইপ করে অধিক টাকা আয় করার একটা বিশেষ কৌশল রয়েছে।

সেটা হলো, আপনার captcha typing speed.

যতটা ভালো আপনার টাইপিং স্পিড হবে, ততটাই বেশি আপনি ইনকাম করতে পারবেন।

আপনার টাইপিং স্পিড “30+ words per minute” হলে, আপনি অন্যদের থেকে অধিক আয় করতে পারবেন।

Best captcha typing work websites

নিচে দেওয়া ওয়েবসাইট গুলোর মধ্যে প্রত্যেকের ১০০০ ক্যাপচা পূরণ করার রেট আলাদা আলাদা।

তাই, একাউন্ট রেজিস্টার করার আগেই জেনেনিন যে, ১০০০ ক্যাপচা পূরণ করার পর আপনাকে কত টাকা দেওয়া হবে।

তবে, আমিও এই ব্যাপারে এখানে বলে দিবো।

S.no. Captcha sites Per 1000 captcha earning ($)
1 Kolotibabalo 1.0 $ – 1.5 $
2 MegaTypers 0.45 $ – 1.5 $
3 2Captcha 1.00$
4 Captcha2Cash 1.00$
5 ProTypers 0.45 $ – 1.5 $
6 Virtual Bee 1.00$
7 Fast Typers 0.7 $ – 1.5 $
8 QlinkGroup 0.5 $ – 1.1 $
9 CaptchaTypers 0.8 $ – 1.5 $

 

ওপরে দেওয়া captcha typing website গুলো বর্তমানে সব থেকে অধিক টাকা আমাদের দেয়।

চলুন নিচে বিস্তারিত ভাবে জেনেনেই।

১. Kolotibablo 

Kolotibablo.com, হলো বিশ্বের সেরা ক্যাপচা এন্ট্রির কাজ দেওয়া ওয়েবসাইট।

এই ওয়েবসাইট কাজ করে আপনারা, “$0.35 থেকে $1” র ভেতরে প্রত্যেক সঠিক ১০০০ ক্যাপচা পূরণ করার ফলে আয় করতে পারবেন।

এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আয় করা সেরা ১০০ জনের ইনকামের বেপারে ইন্টারনেটে সার্চ করলে, আপনারা পাবেন তারা “$100 থেকে $200” এর ভেতরে আয় করছেন.

তবে, এই ক্যাপচা ওয়েবসাইটের একটি কঠোর নিয়ম রয়েছে।

ক্যাপচা টাইপিং এর ক্ষেত্রে অধিক বেশি ভুল করলে আপনার account suspend হয়ে যাওয়ার ভয় থাকবে।

এখানে আয় করা টাকা আপনারা সুতি মাধ্যমে গ্রহণ করতে পারবেন।

  1. Payza
  2. WebMoney 

যদি এই দুটি web wallet আপনার নেই, তাহলে সহজে একটি তৈরি করে নিতে পারবেন।

একটি account register করে login করার পর, সাথে সাথে কাজ শুরু করতে পারবেন।

২. MegaTypers

MegaTypers, হলো প্রত্যেক captcha typing job websites গুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় একটি ওয়েবসাইট।

এই ওয়েবসাইট বর্তমান সময়ে অনেকেই ব্যবহার করে ঘরে বসেই অনলাইন ইনকাম করছেন।

এখানে আপনারা ফ্রীতেই একটি একাউন্ট তৈরি করে কাজ আরম্ভ করতে পারবেন।

অনেক অভিজ্ঞতা থাকা এবং সেরা টাইপার রা, প্রত্যেক মাসে $100 থেকে $250 ভেতরে এখান থেকে আয় করছেন।

অভিজ্ঞতা না থাকা নতুনরা এই ওয়েবসাইট থেকে $0.45 প্রত্যেক ১০০০ captcha image solve করার বিপরীতে আয় করতে পারবেন।

তবে, experience থাকা লোকেরা $1.5 অব্দি টাকা প্রত্যেক ১০০০ টি ক্যাপচা সল্ভ করার বিপরীতে আয় করতে পারবেন।

আয় করা টাকা আপনারা বিভিন্ন মাধ্যমে তুলতে পারবেন।

যেমন,

  • Debit Cards,
  • Bank Checks,
  • PayPal,
  • WebMoney,
  • Perfect Money,
  • Payza,
  • Western Union.

আপনি যদি প্রথম বারের জন্য এই কাজ শুরু করছেন, তাহলে megatypers থেকেই আরম্ভ করতে পারেন।

৩. 2Captcha

2captcha.com, আপনি সহজেই প্রায় $1 আয় করে নিতে পারবেন প্রত্যেক ১০০০ ক্যাপচা পূরণ করার জন্য।

তাছাড়া, কিছু complicated captcha solve করার জন্য আপনি আলাদা করে bonus income ও পেয়ে যেতে পারবেন।

এমনিতে এই ক্যাপচা টাইপিং ওয়েবসাইটে, আপনারা অন্যান্য লোকেদের রেফার (refer) করে কিছু এক্সট্রা ইনকাম করে নিতে পারবেন।

Account register করার সাথে সাথে কোনো ঝামেলা ছাড়াই, টাইপিং এর কাজ শুরু করতে পারবেন।

আয় করা টাকা তুলার জন্য,

  • PayPal,
  • Payza,
  • WebMoney.

এই তিনটি মাধ্যম ব্যবহার করতে পারবেন।

PayPal এর ক্ষেত্রে minimum payout $5 এবং webmoney র ক্ষেত্রে $0.5 আর Payza র ক্ষেত্রে minimum payout $1.

4. Captcha2Cash

Captcha2cash.com, এমনিতে অনেক সংখ্যক লোকেরা রয়েছেন যারা এই ওয়েবসাইটে কাজ করে পার্ট টাইম অনলাইনে আয় করছেন।

এই ক্ষেত্রে, ক্যাপচা পূরণ করে আয় করার জন্য আপনার একটি software download করতে হবে।

Software টি computer বা laptop এ ডাউনলোড করার পর, সেই সফটওয়্যার এর মাধ্যমে আপনি ক্যাপচা পূরণের কাজ করতে পারবেন।

তবে, আয় করা টাকা তোলার জন্য বিশেষ কোনো সুবিধে দেওয়া হয়নি যদিও “Payza” এবং “Perfect Money” র option আপনার কাছে থাকবে।

Captcha2Cash থেকে আপনারা প্রায় $1 অব্দি প্রত্যেক ১০০০ ক্যাপচা ইমেজ সল্ভ করার বিপরীতে আয় করতে পারবেন।

৫. ProTypers 

ProTypers, ওয়েবসাইটটি প্রায় megatypers ওয়েবসাইটের মতোই সাধারণ।

এখানেও আপনারা, প্রত্যেক ১০০০ ক্যাপচা ইমেজ পূরণ করার বিনিময়ে $0.45 থেকে $1.5 টাকা আয় করে নিতে পারবেন।

আপনি নিজের আয় করা টাকা বিভিন্ন মাধ্যম যেমন,

  • PayPal,
  • Payza,
  • Western Union.

এগুলো ব্যবহার করে তুলে নিতে পারবেন।

৬. Virtual Bee

virtualbee.com, ২০০১ সালের থেকে এই কোম্পানি ইন্টারনেটে সক্রিয় রয়েছে এবং ক্যাপচা টাইপিং এর কাজে এই ওয়েবসাইট অনেক পুরোনো।

এখানে, কেবল captcha টাইপিং এর কাজ ছাড়াও, অনেক ধরণের ছোট ছোট কাজ করে অনলাইনে আয় করতে পারবেন।

একবার একাউন্ট রেজিস্টার করা পর, আপনাকে এক ধরণের পরীক্ষা (evaluation test) দিতে হবে, যেখানে ০ থেকে ১০০ ভেতরে আপনাদের নম্বর দেওয়া হবে।

আপনার পরীক্ষাতে পাওয়া ফলাফল ও নম্বর এর অনুযায়ী আপনাকে কাজ দেওয়া হবে।

৭. Fast Typers

FastTypers.org, এর মাধ্যমে ক্যাপচা পূরণের কাজ করে আপনারা প্রায় $1.5 প্রত্যেক ১০০০ captcha image পূরণ করার বিনিময়ে পাবেন।

এই ওয়েবসাইটে আপনারা রাত ১২ টা থেকে ভোর ৫ টার মধ্যে কাজ করলে, ক্যাপচা পূরণের বিনিময়ে অধিক আয় করতে পারবেন।

৮. QlinkGroup

এখানেও আপনার প্রথমে নিজের computer বা laptop এ qlink group এর software download করতে হবে।

তারপর, software এর মাধ্যমেই আপনারা কাজ করতে পারবেন।

এমনিতে এটা সম্পূর্ণ ফ্রি এবং কোনো টাকা না দিয়েই আপনারা কাজ করতে পারবেন।

আপনারা, download the qlink group software লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে, তারপর সেখানে থাকা তথ্যের হিসেবে কাজ করতে পারবেন।

৯. CaptchaTypers 

CaptchaTypers, ওয়েবসাইটে পুরো বিশ্বের থেকে অনেক লোকেরা কাজ করছেন এবং প্রায় $200 থেকেও অধিক ক্যাপচা এন্ট্রি করে প্রত্যেক মাসে আয় করছেন।

এমনিতে, তাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা একটি ফ্রি একাউন্ট তৈরি করতে পারবেন।

এর পর আপনাকে, আপনার login details ইমেইল এর মাধ্যমে ফ্রীতেই দিয়ে দেওয়া হবে।

এখানেও software এর মাধ্যমে কাজ হয় যেটা আপনি ডাউনলোড করতে পারবেন।

প্রত্যেকটি ক্যাপচা পূরণ করার জন্য আপনাকে একটি সীমিত সময় ধরে দেওয়া হবে।

আপনাকে সেই সময়ের ভেতরেই captcha type করে জমা দিতে হবে।

নাহলে, আপনার একাউন্ট ৩০ মিনিটের জন্যে ব্যান্ড (band) করা হবে।

তাহলে, ওপরে বলা ক্যাপচা এন্ট্রি করে টাকা আয় করার ওয়েবসাইট গুলো ব্যবহার করে আপনারা অনলাইনে পার্ট টাইম কাজ করে আয় করতে পারবেন।

আমাদের শেষ কথা,

বন্ধুরা, যদি আপনাদের কাছে কিছু খালি সময় (extra time) রয়েছে, তাহলে অবশই, ওপরে দেওয়া ওয়েবসাইট গুলো ব্যবহার করে, অনলাইনে ক্যাপচা এন্ট্রির কাজ করে ইনকাম করতে পারবেন।

হে, এই মাধ্যমে আপনারা তেমন বেশি আয় করতে পারবেননা।

তবে, কিছু পরিমানের extra income অবশই হবে।

ওপরে দেওয়া প্রত্যেকটি ওয়েবসাইট আমি ইন্টারনেটে থাকা বিভিন্ন review এবং popularity র ওপরে দেখে আপনাদের বলেছি।

তাই, ওয়েবসাইট গুলি আপনাদের টাকা দিবে সেটার নিশ্চয়তা (Assurance) আমি দিতে পারছিনা।

তবে, ব্যবহার করে দেখুন এবং মিছে আমাদের জানিয়ে দিন।  

এমনিতে, এই ওয়েবসাইট গুলি ব্যবহার করে অনেকেই কিন্তু “online extra income” করার বিষয়টি অনেক ওয়েবসাইটে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *