Skip to content

Cloudways কেন সেরা cloud web hosting কোম্পানি ? – (Cloudways Review)

আজকের আর্টিকেলে আমরা cloudways hosting এর Bangla review করতে চলেছি। (Cloudways web hosting review in Bengali).

আমি প্রায় ১ বছর থেকে আমার প্রত্যেকটি ব্লগের ক্ষেত্রে cloudways থেকে ক্লাউড হোস্টিং ব্যবহার করছি।

এবং, আমি এতটা সন্তুষ্ট যে আজ প্রত্যেককেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে এখান থেকে হোস্টিং ব্যবহার করার পরামর্শ আমি দিবো।

 

High quality cloud hosting, best website security, daily automated backups ইত্যাদি বিভিন্ন ধরণের সুবিধে এখানে আমি পাচ্ছি।

 

সোজা ভাবে বললে, আপনার WordPress website এর জন্যে সব থেকে সেরা হোস্টিং কোম্পানি এটা।

তবে, আমি এই কথা বলার প্রচুর কারণ রয়েছে যেগুলোর বিষয়ে আমরা নিচে আলাপ করবো।

এমনিতে, অন্যান্য shared web hosting এর তুলনায় cloudways এর হোস্টিং সার্ভার এর দাম কিছুটা বেশি।

তবে, যদি আপনি professional ভাবে blogging করতে চাইছেন, তাহলে এতটুকু ইনভেস্টমেন্ট করতেই হবে।

কারণ, আমরা প্রত্যেকেই জানি যে ব্লগিং আজ এক অনেক ভালো এবং লাভজনক ক্যারিয়ার হিসেবে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে।

আর তাই, যেকোনো ভাবে বা ফ্রি সাধন ব্যবহার করে ব্লগিং শুরু করার কথা না ভাবাটাই ভালো।

তাই, যদি আপনি professional ভাবে blogging শুরু করার কথা ভাবছেন, তাহলে কিছুটা টাকা ($10 monthly) ইনভেস্ট করে cloudways থেকে হোস্টিং কিনুন।

এতে, আপনি প্রচুর লাভ পাবেন এবং ব্লগের speed, security, backup, hosting ইত্যাদি নিয়ে ভবিষ্যতে কোনো চিন্তা করতে হবেনা।

তাহলে চলুন, নিচে আমরা সরাসরি জেনেনি, কেন আমি cloudways এর এতটা প্রশংসা করছি।

Note:  

Cloudways hosting এর বিষয়ে নিচে আমি যেগুলো কথা বলবো সবটাই আমার নিজের experience এর ওপরে নির্ভর করেই বলবো। কেননা, আজ প্রায় ১ বছর ধরে আমি এই সেরা ক্লাউড হোস্টিং প্রোভাইডার থেকেই হোস্টিং ব্যবহার করছি। তাই, আমার যেগুলো বিষয় ভালো লেগেছে সবটাই আমি আপনাদের এই আর্টিকেলে বলবো।

Cloudways কি ?

সোজা ভাবে বললে cloudways হলো এমন একটি online platform / service যেখানে আপনি আলাদা আলাদা cloud hosting company গুলোর থেকে হোস্টিং কিনে নিতে পারবেন।

মানে, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্যে ক্লাউড হোস্টিং কেনার থেকে শুরু করে হোস্টিং একাউন্ট পরিচালনা করা, সবটাই cloudways platform থেকে করতে পারবেন।

Cloud servers গুলো প্রচুর fast, secure এবং সস্তা যদিও সেগুলোকে সাধারণ লোকেরা বা জেকেও ব্যবহার করতে পারেনা।

কেননা, ক্লাউড সার্ভার গুলোকে পরিচালনা (manage) করার জন্যে আলাদা ভাবে server management skills এবং coding (Linux, ubuntu etc.) এর জ্ঞান থাকতে হবে যেটা সকলের কাছে থাকছেনা।

আর এটাই কারণ যার ফলে অধিকাংশ লোকেরা বর্তমানেও সেই পুরোনো ধরণের shared web hosting ব্যবহার করে চলেছেন যেগুলো অনেক স্লো (slow) এবং লো কোয়ালিটির।

এক্ষেত্রে, cloudways আমাদের প্রচুর সাহায্য করে থাকে।

Cloudways হলো সেই platform যেটা আপনার হয়ে প্রত্যেকটি technical managementserver management এবং coding ইত্যাদি করে থাকে।

আপনি আপনার প্রয়োজন হিসেবে cloudways dashboard থেকে বিভিন্ন options গুলোকে কেবল একটি click এর মাধ্যমে activate/deactivate করতে পারবেন।

যেমন, নিজের ক্লাউড সার্ভারে WordPress install করা, SSL install, domain management, website backup, security settings, website speed optimization, caching ইত্যাদি।

আপনি যদি সরাসরি digitalocean, Linode, Google cloud, ইত্যাদি cloud hosting company গুলোর থেকে ক্লাউড সার্ভার কিনে এই কাজ গুলো করতে চাইছেন,

তাহলে আপনাকে এই প্রত্যেকটি কাজ server management, coding এবং technical skills এর মাধ্যমে করতে হবে।

তবে, cloudways এর ক্ষেত্রে আপনারা digitalocean, google cloud, amazon web services, Linode ইত্যাদি থেকে cloud server কিনে নিয়ে,

Cloudways dashboard এর মাধ্যমে কেবল কিছু clicks এর করে সব ধরণের কাজ গুলো করে নিতে পারবেন।

কোনো ধরণের technical knowledge, server management বা coding ছাড়া নিজের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর জন্যে ক্লাউড সার্ভার সেটআপ করতে পারবেন।

আর তাই, cloudways হলো একটি platform-as-a-service যেখানে আপনারা সম্পূর্ণ ভাবে managed WordPress cloud servers পাবেন।

Managed WordPress cloud servers এর ক্ষেত্রে শুরু থেকেই আপনার ওয়েবসাইট সার্ভার এর জন্যে security এবং speed optimized করা থাকবে।

বর্তমান সময়ে ওয়েব হোস্টিং নিয়ে কি কি সমস্যা রয়েছে ? 

বর্তমান সময়ে যখন আমরা নিজের WordPress ওয়েবসাইটের জন্য ওয়েব হোস্টিং ব্যবহার করে থাকি,

তখন সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই shared hosting হয়।

আর যখন ওয়েবসাইটের speed, reliability এবং security নিয়ে কথা আসছে,

তখন, shared web hosting এর তুলনায় dedicated servers এবং virtual private servers (VPS) সব সময় অধিক ভালো অপসন।

  • Shared hosting এর ক্ষেত্রে আপনার ওয়েবসাইট অনেক স্লো ভাবে লোড হয়ে থাকে।
  • শেয়ার্ড হোস্টিং এর ক্ষেত্রে ওয়েবসাইট যেকোনো সময় ডাউন (down) হয়ে যায়।
  • Shared web hosting plan গুলোর দাম কম থাকলেও সেখানে উচ্চমানের নিরাপত্তা (security) দেওয়া হয়না।

তবে, প্রায় অনেক web hosting company গুলো dedicated servers আমাদের দিয়ে থাকলেও, server এর ক্ষেত্রে তারা প্রচুর বেশি টাকা নিয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই managed hosting support দেওয়া হয়না।

আর তাই, আপনি DigitalOcean, AWS, Google Cloud ইত্যাদি dedicated server providers গুলোর থেকে cloud based dedicated hosting কেনার কথা ভাবেন।

সরাসরি এই dedicated server provider গুলোর থেকে হোস্টিং কিনলে,

আপনি অনেক কম টাকা দিয়ে high quality এবং fast cloud servers কিনে নিতে পারবেন।

যদিও, এক্ষেত্রে আপনার manually server setup এবং optimization করতে হবে।

  • কোনো control panel ছাড়াই manually server setup করতে হবে।
  • Server management skills এবং Linux, ubuntu ইত্যাদি coding জানা থাকতে হবে।
  • ওয়েবসাইটের ক্ষেত্রে জরুরি প্রত্যেকটি function এবং features গুলো manually কোডিং এর মাধ্যমে যোগ করতে হবে।
  • Server management এর ক্ষেত্রে আপনার প্রচুর সময় নষ্ট হতে পারে।
  • আপনার সার্ভারে কোনো সমস্যা হয়ে থাকলে সেটাকেও কোডিং এর মাধ্যমে সমাধান করতে হবে।

তাই, dedicated cloud hosting server ব্যবহার করলে যেমন লাভ প্রচুর রয়েছে, ঠিক সেভাবেই নিজে নিজে সার্ভার পরিচালনা করাটাও সাংঘাতিক কষ্টের ব্যাপার।

আপনি যদি Linux এবং server management এর জ্ঞান রাখেন, তাহলে অবশই আপনার কাছে এই কাজ সহজ।

তবে যদি আপনি server management করতে জানেননা, এক্ষেত্রে cloudways আপনার সাহায্য করে থাকবে।

সার্ভার পরিচালনা করার চিন্তা এবং অসুবিধের থেকে মুক্ত থেকে আপনি নিজের dedicated cloud server সেটআপ করতে পারবেন cloudways এর মাধ্যমে।

কেন cloudways সেরা dedicated cloud hosting server provider ? 

Cloudways কে মূলত managed WordPress cloud hosting server এর জন্যে লোকেরা ব্যবহার করে থাকেন।

আর আমিও, আমার অনেক জনপ্রিয় ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট এই প্লাটফর্ম এর মাধ্যমে হোস্ট করেছি।

হে, আমার “banglatech.info“, cloudways এর digitalocean server এর মধ্যে host করা হয়েছে।

SSL installations, HTTPS redirects, backups ইত্যাদি এই সাধারণ জিনিস গুলো এখানে কেবল কিছু clicks এর মাধ্যমেই করতে পারবেন।

তবে, বিগত প্রায় ১ বছরের মধ্যে আমি এই সেরা ওয়েব হোস্টিং কোম্পানির মধ্যে অন্যান্য অনেক কিছুই লক্ষ্য করেছি।

আমার ব্যবহার এর ওপরে নির্ভর করে আমি cloudways এর ক্ষেত্রে নিচে কিছু জরুরি সুবিধা এবং ফীচার এর বিষয়ে বলে দিচ্ছি।

১. Customer control panel

Cloudways এর মধ্যে একটি account তৈরি করার পর, আপনারা একটি control panel

পাবেন যেটা ব্যবহার করে নিজের server গুলোকে manage করতে পারবেন।

Control panel টি cloudways dashboard এর ওপরের ভাগে থাকবে।

এবং, নিজের server এবং application গুলোকে ম্যানেজ করার ক্ষেত্রে প্রয়োজনীয় options গুলো সেখানে পাবেন।

২. Application manager

Application manager এর মাধ্যমে আপনি সহজেই যেকোনো নতুন application (WordPress) নিজের cloud server এর মধ্যে যোগ করতে পারবেন।

আপনি একটি সার্ভার এর মধ্যে একাধিক ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন।

নিজের তৈরি করা applications (WordPress) গুলোতে গিয়ে সেই এপ্লিকেশন এর সাথে জড়িত settings গুলো দেখে নিতে পারবেন।

যেমন,

Bot protection 

যেকোনো WordPress ওয়েবসাইটের ক্ষেত্রে বিভিন্ন খারাপ bots গুলো প্রায় attack করেই থাকে।

ওয়েবসাইটের গুগল সার্চ অর্গানিক ট্রাফিক খারাপ করার জন্যে এবং সার্ভার ক্র্যাশ করানোর জন্যে আপনার শত্রু বা প্রতিদ্বন্দ্বীরা এই কাজ করে থাকে।

তবে, যদি আপনি cloudways ব্যবহার করছেন তাহলে অবশই এবিষয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন।

নিজের application এর মধ্যে গিয়ে “Bot protection” এর option টিকে activate করে দিলেই হলো।

এতে, কোনো খারাপ bot আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে দেওয়া হবেনা।

এছাড়া, bot protection active থাকার ফলে আপনার ওয়েবসাইটে brute force attack এবং মূলত Denial of Service (DoS) attacks থেকে অবশই সুরক্ষা দেওয়া হবে।

তাই, যদি আপনি professionally blogging করতে চাইছেন, তাহলে “brute force attack” এবং “Denial of Service (DoS) attacks” থেকে নিজের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে সিকিউর (secure) করে রাখাটা অনেক জরুরি।

আর, cloudways এর মধ্যে আপনাকে এই এতটা জরুরি ফীচার একেবারে ফ্রীতে দেওয়া হবে।

Bot protection আমি আমার ওয়েবসাইটের জন্যে যখন থেকে activate করে রেখেছি,

তখন থেকেই আমার ওয়েবসাইটটে কোনো ধরণের খারাপ bot attack হয়নি।

দ্বিতীয় যেটা আমার সব থেকে প্রিয় ফীচার সেটা হলো “Backup“.

আপনি অনেক সহজেই নিজের application এর জন্যে backup frequency set করতে পারবেন।

১ দিন, দুদিন, তিন দিন বা আপনি আপনার হিসেবে ব্যাকআপ কখন নিতে হবে সেটা সেট করতে পারবেন।

এতে, আপনার সম্পূর্ণ ওয়েবসাইটের একটি কপি cloudways এর server এর মধ্যে রেখে দেওয়া হবে।

এবং, ভবিষ্যতে যদি আপনার সাইট hack হয়ে থাকে বা অন্য কোনো কারণে ওয়েবসাইট নষ্ট হয়ে যায়,

তাহলে, সোজা “application management” মধ্যে গিয়ে “backup and restore” অপশনে ক্লিক করে ওয়েবসাইটটি রিস্টোর করতে পারবেন।

এভাবে, আপনি নিশ্চিন্ত মনে কোনো ভয় ছাড়া ব্লগিং করতে পারবেন।

কেননা, যদি আপনার ওয়েবসাইট hack হয়ে থাকে বা কোনো অন্যান্য সমস্যা হয়ে থাকে,

তাহলে আপনি যেকোনো সময় নিজের পছন্দের backup file select করে website restore করতে পারবেন।

তাছাড়া, cloudways এর ক্ষেত্রে আমাদের on-demand backup নেওয়ার সুবিধাও দেওয়া হবে।

মানে, আপনি আপনার মর্জি হিসেবে ওয়েবসাইটের ব্যাকআপ নিতে পারবেন।

সিকিউরিটি ম্যানেজমেন্ট 

Cloudways এর মধ্যে নিজের cloud server এর security অধিক ভালো করার জন্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

এমনিতে সব ধরণের security features গুলো শুরু থেকেই সেটআপ করে দেওয়া হয় যদিও, আপনি নিজের থেকে কিছু জরুরি স্টেপ নিতে পারবেন।

যেমন, SSH/SFTP এর অপশনে যদি “block all IP addresses, except those on the whitelist” সিলেক্ট করে রাখা হয়,

তাহলে আপনি দিয়ে দেওয়া IP address গুলোর বাইরের IP address থেকে আপনার SSH/SFTP একাউন্ট এর মধ্যে কেও প্রবেশ করতে পারবেনা।

এটা অনেক জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি সিকিউরিটি ফীচার যার ফলে আপনার অনুমতি ছাড়া আপনার ওয়েবসাইট এর জরুরি ফাইল গুলো কেও এক্সেস করতে পারবেননা।

ডোমেইন ম্যানেজমেন্ট 

Application management এর মধ্যে আপনারা domain management এর একটি অপসন দেখতে পাবেন।

এই domain management এর মাধ্যমে আপনারা নিজের domain name টিকে web server এর সাথে সংযোগ (connect) করতে পারবেন।

সোজা, “primary domain” এর জায়গাতে নিজের domain name টিকে দিয়ে নিচে save changes এর মধ্যে ক্লিক করলেই হলো।

এতে, আপনার দিয়ে দেওয়া ডোমেইন নামটি আপনার ওয়ার্ডপ্রেস সাইট এবং সার্ভার এর সাথে সংযোগ হয়ে যাবে।

তবে, যতক্ষণ আপনি নিজের domain টিকে connect করছেননা, ততক্ষন cloudways এর তরফ থেকে একটি temporary URL দেওয়া হবে।

Temporary URL এর মাধমেও আপনারা নিজের ওয়েবসাইট এক্সেস করতে পারবেন।

স্পিড / ক্যাশিং 

Cloudways এর প্রত্যেকটি সার্ভার এর মধ্যে আমাদের দেওয়া হয় server level caching এর feature.

এর সাথেই, Varnish Cache system দেওয়া হয়েছে যেটা হলো web application accelerator আবার যেটাকে HTTP reverse proxy caching এর জন্যেও অনেকে চিনেন।

এই Varnish system এর ফলে cloudways এর সার্ভারে হোস্ট করা আমাদের ওয়েবসাইট প্রচুর দ্রুত  ভাবে লোড হয়ে থাকে।

সোজা ভাবে বললে, ওয়েবসাইটের স্পিড অপ্টিমাইজেশন ক্ষেত্রে এর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।

তাই, এখানে হোস্ট করা প্রত্যেকটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের speed শুরু থেকে ভালো করে optimized থাকবে।

এছাড়া, caching system এর ক্ষেত্রে cloudways এর নিজের official WordPress caching plugin একটি রয়েছে যেটা ব্যবহার করে,

ওয়েবসাইটের ক্যাশিং সিস্টেম আরো ভালো, ফাস্ট এবং উন্নত করতে পারবেন।

এছাড়া, এখানে আপনারা অনেক জনপ্রিয় cloud hosting provider গুলোর থেকে dedicated cloud server কিনে নিতে পারছেন।

আর আমরা প্রত্যেকেই জানি, যেকোনো সাধারণ শেয়ার্ড হোস্টিং এর তুলনায় dedicated cloud servers এমনিতেই অনেক fast এবং high quality performance দিয়ে থাকে।

তাই, cloudways থেকে hosting server কিনলে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের loading speed প্রচুর ফাস্ট থাকবে।

হোস্টিং কোয়ালিটি 

Cloudways থেকে আপনারা অনেক high quality এবং optimized cloud server কিনে নিতে পারবেন নিজের WordPress ওয়েবসাইট হোস্ট করার জন্যে।

কারণ, cloudways এর নিজের কোনো web hosting server নেই।

বর্তমানে অধিক জনপ্রিয় cloud server provider গুলোর থেকেই cloudways আপনাকে হোস্টিং সার্ভার দিবে।

Cloudways খালি আপনার জন্য server management এর কাজটি করে থাকে।

যেমন,

  • Digitalocean
  • Google cloud
  • Amazon web services
  • Linode 
  • Vultr 

এই প্রত্যেকটি কোম্পানির cloud server আপনারা cloudways এর দ্বারা কিনে নিতে পারবেন।

এবং, বর্তমান সময়ে এই প্রত্যেকটি কোম্পানি cloud hosting server এর ক্ষেত্রে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে।

তাছাড়া, এগুলো অনেক নামী ক্লাউড সার্ভার কোম্পানি যেগুলোর সার্ভার অনেক ফাস্ট এবং হাই কোয়ালিটির।

তাই, হোস্টিং এর quality নিয়ে আপনার কিছুই ভাবার দরকার নেই।

কাস্টমার সাপোর্ট 

Customer support কথা বললে আপনারা live chat এর মাধ্যমে সরাসরি customer care এর সাথে যোগাযোগ করতে পারবেন।

আমি অনেক সময় কাস্টমার সাপোর্ট টীম এর সাহায্য নিয়েছি।

এবং সত্যি বললে, যেকোনো ধরণের সমস্যার সমাধান তারা দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করে থাকে।

বিভিন্ন ধরণের technical error বা problem গুলোর জন্য আপনারা কাস্টমার সাপোর্ট টীম এর সাথে live chat এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।

এবং, সাপোর্ট টীম অনেক ভালো করে আপনার সাহায্য করবেন।

আমি জানা হিসেবে, মোবাইল নম্বর বা ফোন এর মাধ্যমে cloudways customer team এর সাথে যোগাযোগ করা যাবেনা।

তবে, live chat এর মাধ্যমে আমি সম্পূর্ণ সাহায্য পেয়ে থাকি।

হোস্টিং এর দাম (price) 

Cloudways এর মধ্যে আলাদা আলাদা cloud hosting provider এর ক্ষেত্রে দাম আলাদা আলাদা।

এছাড়া, আপনি কতটুকু RAM, CPU, STORAGE ইত্যাদি নিজের server এর মধ্যে যোগ করতে চাইছেন,

সেটার ওপরেও হোস্টিং এর দাম নির্ভর করে থাকে।

তবে, এতটা ভালো server management service, server optimization এবং security features দেওয়ার পরেও,

আপনারা কেবল $10 দিয়ে digitalocean এর cloud server কিনে নিতে পারবেন।

Digitalocean এর $10 এর plan এর আপনি পাচ্ছেন,

  • 1 GB RAM
  • 1 Core processor
  • 25 GB storage
  • 1TB Bandwidth

আপনি নিজের প্রয়োজন হিসেবে server resources গুলোকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন।

তবে, Google cloud এবং amazon web services (AWS) এর server এর দাম digitalocean এর তুলনায় অনেক বেশি।

Cloudways এর server pricing এর বিষয়ে ভালো করে জানার জন্যে এই লিংক এর মধ্যে যান – “Cloudways pricing

Cloudways কেন আমার প্রিয় ওয়েব হোস্টিং কোম্পানি ?

ওপরে আমি প্রায় প্রত্যেক কারণের বিষয়ে বলেই দিয়েছি যেগুলোর জন্যে আমি আমার বেশিরভাগ ওয়েবসাইটের ক্ষেত্রে cloudways ব্যবহার করে থাকি।

  • Cloud hosting server গুলো পুরোনো শেয়ার্ড হোস্টিং এর তুলনায় অনেক আধুনিক এবং ফাস্ট।
  • Cloudways এর মাধ্যমে আমার সম্পূর্ণ server সহজে manage হয়ে যাচ্ছে।
  • কোনো coding এবং server management skills ছাড়া আমি জনপ্রিয় cloud server গুলো ব্যবহার করতে পারছি।
  • Advanced caching এবং varnish system এর ফলে আমার ওয়েবসাইট দ্রুত ভাবে লোড হয়ে থাকে।
  • Bot protection“, এর ফলে খারাপ bot, brute force attack এবং DDoS attack থেকে আমার সাইট সম্পূর্ণ নিরাপদ (secure).
  • কোনো ধরণের technical বা অন্যান্য সমস্যা হয়ে থাকলে, লাইভ চ্যাটিং (live chat) এর মাধ্যমে কাস্টমার সাপোর্ট এর সাথে যোগাযোগ করে তাড়াতাড়ি সমাধান পেয়ে যাচ্ছি।
  • Automatic website backup এর ফলে, আমার ওয়েবসাইটের সম্পূর্ণ backup নেওয়া হচ্ছে। বিপদে পড়লে, আবার ওয়েবসাইটের ব্যাকআপ গুলো রিস্টোর করা যাবে।

একজন প্রফেশনাল ব্লগার হিসেবে আমাদের কেবল ভালো ভালো কনটেন্ট তৈরি করার ওপরে ধ্যান দেওয়া উচিত।

আর তাই, cloudways আপনার ওয়েবসাইটের সাথে জড়িত অন্যান্য প্রত্যেক বিষয় গুলোর ওপরে নজর দিয়ে থাকে।

এতে, আপনি নিশ্চিন্ত মনে কেবল ভালো ভালো কনটেন্ট তৈরি করার ক্ষেত্রে সময় দিতে পারবেন।

এখন সম্পূর্ণ ফ্রীতে cloudways থেকে cloud server কিনুন – ($25 free credit / balance)

আপনারা যদি ফ্রীতে cloudways থেকে cloud hosting server কিনে নিতে চাইছেন তাহলে সেটা অবশই সম্ভব।

আপনারা আমার দেওয়া referral link এর মাধ্যমে cloudways account তৈরি করলে $15 ফ্রীতে নিজের একাউন্টে পাবেন।

এবং এই টাকা ব্যবহার করে আপনারা $15 এর মধ্যে একটি ক্লাউড সার্ভার সেটআপ করে ১ মাস ফ্রীতে হোস্টিং ব্যবহার করতে পারবেন।

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, আশা করছি “cloudways hosting Bangla review” নিয়ে লিখা আমার এই আর্টিকেল আপনাদের অবশই ভালো লেগেছে।

আজকের আমার এই আর্টিকেল লিখার উদ্দেশ্য একটাই, যাতে আপনারা সঠিক হোস্টিং কোম্পানির বিষয়ে জানতে পারেন।

কেননা, বর্তমান সময়ে blogging এর ক্ষেত্রে অনেক প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে।

আর তাই, যদি আপনি ভালো, ফাস্ট এবং কোয়ালিটি হোস্টিং ব্যবহার করছেননা,

তাহলে, গুগল সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক পাওয়ার আশা করে কোনো লাভ নেই।

তাই আপনি পরামর্শ দিবো,

আমার দেয়া রেফারাল লিংক এর মাধ্যমে cloudways account তৈরি করুন এবং ফ্রীতে পাওয়া $15 দিয়ে সার্ভার সেটআপ করে নিজের ওয়ার্ডপ্রেস সাইট সেখানে ফ্রীতে হোস্ট করে একবার হলেও দেখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *