Skip to content

[Mega Update] দেখে নিন কিভাবে bKash অ্যাপসে এক ক্লিকে অনেকগুলো ব্যাক্তিকে Send Money করবেন।

আসসালামু আলাইকুম। 

আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো bKash এপসের নতুন ও খুবই প্রয়োজনীয় একটি আপডেট।

এই বিশেষ আপডেটটি হচ্ছে:

🎀 Group Send Money 🎀

গ্রুপ সেন্ড মানি দিয়ে কি কি কাজে লাগবে?

✓ একসাথে অনেকজন ব্যাক্তিকে টাকা পাঠানো যাবে।

✓ কোনো গ্রুপ বা কমিউনিটি সেভ করে রাখা যাবে। ফলে পরবর্তীতে তাদেরকে আবার একসাথেই এক ক্লিকেই টাকা পাঠানো যাবে।

✓ একাধিক ব্যাক্তিকে একই পরিমাণ টাকা এক ক্লিকেই পাঠানো যাবে।

✓ চাইলে আলাদা আলাদা ব্যক্তির জন্য আলাদা আলাদা পরিমাণ নির্ধারণ করে একসাথেই টাকা পাঠানো যাবে।

✓ একটি গ্রুপে সর্বোচ্চ ৭ জন ব্যাক্তিকে যুক্ত করা যাবে।

✓ সকল ব্যক্তিকে মোট কত টাকা দিলেন সেটার হিসাব করা যাবে।

বিকাশের এই অসাধারণ ফিচার সম্পর্কে জানলাম। এবার দেখা যাক,

কিভাবে গ্রুপ সেন্ড মানি করবো?

বিকাশের এই অসাধারণ ফিচার টি ব্যাবহার করার জন্য প্রথমে Updated বিকাশ অ্যাপটি ডাউনলোড করতে হবে। নিচে থেকে ডাউনলোড করে নিন।

 

ডাউনলোড করা শেষ হলে নিচের ধাপগুলো অনুসরন করুন।

ধাপ ১: প্রথমে bKash অ্যাপসে প্রবেশ করে Send Money তে ক্লিক করুন।

ধাপ ২: এবার নিচের মত “গ্রুপ সেন্ড মানি” তে ক্লিক করুন।

ধাপ ৩: এবার “নতুন গ্রুপ তৈরি করুন” এ ক্লিক করুন।

ধাপ ৪: আপনার কন্ট্রাক্ট লিস্ট থেকে যাদেরকে গ্রুপে এড করতে চান তাদের নাম/নাম্বার এর পাশে টিক মার্ক দিন। তারপর পরবর্তী বাটনে ক্লিক করুন।

 

ধাপ ৫: এখানে গ্রুপের একটা নাম দিয়ে “সেভ করে এগিয়ে যান” বাটনে ক্লিক করুন।

ধাপ ৬: এবার পরিমাণ নির্ধারণ করার পালা। যদি সবাইকে একই পরিমাণ টাকা পাঠাতে চান সেক্ষেত্রে  তাদের নামের পাশে টিক মার্ক টি রেখে দিন। আর যদি সবাইকে আলাদা আলাদা পরিমাণ টাকা পাঠাতে চান সেক্ষেত্রে টিক মার্ক টি তুলে দিন। তারপর এগিয়ে যান বাটনে ক্লিক করুন।

ধাপ ৭: এবার যাকে যে পরিমাণ টাকা পাঠাতে চান সেক্ষেত্রে তাদের নামের পাশে পরিমাণ নির্ধারণ করে দিন। তারপর “এগিয়ে যান” বাটনে ক্লিক করুন।

ধাপ ৮: এখানে গ্রুপের সকলের টাকার পরিমাণ এবং মোট কত টাকা পাঠানো হবে তার টোটাল হিসাব দেখা যাবে। সব কিছু ঠিক থাকলে এগিয়ে যান বাটনে ক্লিক করুন।
ধাপ ৯: এই ধাপে বিকাশ পিন চাইবে। সঠিক পিন নাম্বার দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন। তারপর কিছুক্ষণ ট্যাপ করে ধরে থাকুন।
ধাপ ১০: সবশেষে নিচের মত লেখা আসবে। আপনার গ্রুপ সেন্ড মানি রিকুয়েস্ট টি সাবমিট হয়েছে।
ধাপ ১১: কিছুক্ষণ অপেক্ষা করুন । একটি নোটিফিকেশন আসবে নিচের মত। আপনার সেন্ড মানি সফল হয়েছে।
ধন্যবাদ সবাইকে। কোনোকিছু না বুঝলে কমেন্ট করে জানাবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *