কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভাল আছেন।
আমাদের মধ্যে অনেকেই আছে যারা Netflix দেখতে পছন্দ করে।
এবং অনেকে হয়তো বা সাবস্ক্রিপশনেও কিনে Netflix দেখে থাকে।
আবার অনেকে আছে যারা Netflix এর সাবস্ক্রিপশন কিনতে পারবে না।
মূলত যারা কিনতে পারবেন না তাদেরকে টার্গেট করে আজকের পোস্ট।
আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি Netflix Premium Cookies ।
যার সাহায্য আপনারা খুব সহজেই Netflix Premium এর স্বাদ নিতে পারবেন।
ওকে আমি আপনাদেরকে এই ট্রিকটি পিসির সাহায্য করে দেখাবো। তবে আপনারা যদি চান তাহলে আপনারা মোবাইল দিয়েও এটা করতে পারবেন।
তো চলুন স্টেপ বাই স্টেপ সবকিছু আমরা করে ফেলি।
স্টেপ-১ঃ সর্ব প্রথমে আমাদেরকে আমাদের ক্রোম ব্রাউজার টি ওপেন করে নিতে হবে। এখন আমাদের একটি Extension ইন্সটল করতে হবে। (মোবাইল ইউজাররা আপনাদের ফোনে Kiwi Browser Install করে নেবেন এবং আপনি এই ব্রাউজারের সাহায্যে Extension ইন্সটল করতে পারবেন )
আমরা এখন আমাদের Cookie Editor Extension টি Chrome ব্রাউজার এ ইন্সটল করব।
আমার আগে থেকেই করা আছে তাই আমার আর করা লাগছে না।
এইবার নিচের লিংক থেকে কুকি কপি করে নিন।
কপি হয়ে গেলে….
এখানে ক্লিক করে Netflix এ জান ।
এইবার Cookie Editor এর মধ্যে ক্লিক করে সব কুকি ডিলিট করে ফেলুন।
এইবার Import এ ক্লিক করে পেস্টবিন এর কপি করা কুকি গুলো পেস্ট করে ইম্পর্ট করে দিন । শেষ
রিফ্রেস দিন কাজ শেষ ।
দেখুন আমার চলে এসেছে।
যে কোন মুভি প্লে করার পড়ে কারো যদি অন্য ভাষাতে দেখার মন চায় তাহলে এখানে ক্লিক করলে । আপনাকে ভাষা দেখাবে। যদি হিন্দি থাকে তাহলে চেঞ্জ করলেই হয়ে যাবে।
তো এই ছিল আজকের পোস্ট আশা করি আপনাদের ভাল লেগেছে যে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।