Skip to content

Nvidia নিয়ে এলো বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী চিপ Blackwell B200 Ai chip ! কি আছে এটায় ? এটার দাম কত ?

আসসালামু আলাইকুম !
আজকে আমরা জানবো  Nvidia এর নতুন চিপ Blackwell B200 Ai chip সম্পর্কে !

এটা খুব শক্তিশালী একটা chip !

সোমবার Nvidia তাদের GTC conference এ Blackwell B200 প্রদর্শন করে !  এটাই Nvidia এর সবচেয়ে শক্তিশালী single-chip GPU যেটায় আছে প্রায় ২০৮ বিলিয়ন ট্রানসিস্টর !

 

Nvidia এর ceo দাবি করেছে যে এটা  Ai এর processing খরচ যেমন chatgpt  run করার জন্য এগুলো কমাবে ! এবং এটার এনার্জি এর খরচ কমাবে ২৫ গুন পর্যন্ত আগের চিপ h100 এর তুলনায় !

তারা  একটা সাথে নতুন প্রডাক্ট বানিয়েছে যেটার নাম GB200 এটা একটা  superchip যেটা আবার দুটো B200 chip এর প্রসেসিং পাওয়ার একসাথে কাজে লাগাতে পারবে এবং আরো অনেক বেশি ভালো performance দিবে !

এই চিপ এর বর্তমান দাম ঃ এটার দাম খুব বেশি না !

$40000 usd  যা বাংলাদেশের টাকায় হিসাব করলে ৪৫ থেকে ৫০ লাখ টাকা +vat !

আশাকরি এই পোস্টের মাধ্যমে নতুন কিছু জানতে পেরেছেন !

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *