Site icon New BD Shop

OTG কি ? Otg ক্যাবল কি কাজে ব্যাবহার হয় ? (What is OTG in Bengali)

আমরা কিন্তু প্রত্যেকেই  <b>ওটিজি (OTG) </b>যুক্ত অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। কিন্তু আমরা জানি না যে OTG কি বা এটি কিভাবে কাজ করে। মূলত আজকের পোস্টটি এগুলোই আলোচনা করব।

<b>OTG কি ? (</b><b>What is OTG </b><b>)</b>
<div><b>OTG</b> ফুল ফর্ম হচ্ছে <b>On The Go</b> এই<b> OTG </b> কেবিল এর সাহায্যে একটি ডিভাইস থেকে অন্য আরেকটি ডিভাইসে তথ্য খুব সহজে আদান-প্রদান করতে পারি ।

<img class=”size-full wp-image-36434 aligncenter” src=”https://technicalbangla.com/wp-content/uploads/2023/04/OTG-কি-Otg-ক্যাবল-কি-কাজে-ব্যাবহার-হয়-What-is-OTG-in-Bengali-01.png” alt=”” width=”320″ height=”320″ />

<b>কি কি কাজে ওটিজি (OTG)  ব্যাবহার করা হয় ?</b>

Otg দিয়ে কি করা যায় সেগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

<b>OTG</b> মাধ্যমে কিন্তু আপনারা প্রচুর কাজ শর্টকাটে করতে পারবে  পারবেন যেমন

1.  এন্ড্রয়েড ফোনে <b>ওটিজি (OTG) </b>ক্যাবলের মাধ্যমে ডেক্সটপ এর মত মোবাইলে কিবোর্ড (Keyboard) অ্যাড করে খুব সুন্দর ভাবে টাইপিং করতে পারবেন।

2. ডেক্সটপ এর মত করে মোবাইলে কিন্তু আপনি ওটিজি (OTG)<b>  </b>ক্যাবলের মাধ্যমে Mouse এড করে মোবাইলটাকে কন্ট্রোল করতে পারবেন।

3.<b> ওটিজি (OTG)</b>  ক্যাবলের মাধ্যমে আপনারা খুব সহজেই পাওয়ার ব্যাংকের (Powerbank) মাধ্যমে চার্জ দিতে পারবেন ।

4. এন্ড্রয়েড ফোনে<b> </b>ওটিজি (OTG)  ক্যাবলের মাধ্যমে কিন্তু আপনারা কার্ড রিডার (Card reader) যুক্ত করতে পারবেন এবং সেখানে আপনারা পেনড্রাইভ (Pendrive) যুক্ত করে যেকোনো তথ্য আদান-প্রদান করতে পারবেন ।

5<b>. ওটিজি</b>  ইউএসবি ক্যাবলের মোবাইলে গেম কন্ট্রোলার যুক্ত করতে পারবেন এর ফলে কিন্তু যে কোন গেম খুব সহজেই ওই গেম কন্ট্রোলার এর মাধ্যমে গেম খেলতে পারবেন। বর্তমানে অনেকেই গেম কন্ট্রোলার এর মাধ্যমে পাবজি গেম খেলে থাকেন।
<div>6. মোবাইলের মাধ্যমে ওটিজি (OTG) কেবিল যুক্ত করে যেকোনো প্রিন্ট করতে পারবেন নিজস্ব প্রিন্টার থেকে।

</div>
</div>

 

Exit mobile version