Skip to content

PixelLab এর Font Add এর সমস্যা যেভাবে সমাধান করবেন

আমরা অনেকেই বিভিন্ন কাজে PixelLab অ্যাপটি ব্যবহার করি এবং অনেকসময় প্রয়োজন পড়ে Custom Font Add করার।PixelLab এর Recent Version গুলোতে Font Add করা নিয়ে সমস্যা হয়

Font add করার জন্যে Folder Icon এ ক্লিক করে Folder টি Select করে Add Directory তে ট্যাপ করলেই Add হয়ে যাওয়ার কথা।কিন্তু এখানে Blank দেখাচ্ছে

এটি মূলত PixelLab এর নতুন Version এর সমস্যা।এর জন্যে 1.9.9 Version টি ডাউনলোড করতে হবে।(এই Version এর অনেক Mod পাওয়া যায় চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন)

এখন আগের PixelLab uninstall করে এটি install করতে হবে এবং আগের process এ font add করতে হবে

এখন দেখুন আর blank দেখাচ্ছে না।Font add হয়ে গেছে।

এভাবে খুব সহজেই Font Add এর সমস্যার সমাধান করতে পারবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *