Snapchat কি ? একাউন্ট কিভাবে কিভাবে খুলতে হয় ? ডাউনলোড কিভাবে করবেন ? এই প্রত্যেক প্রশ্নের উত্তর আজকের এই আর্টিকেলের মধ্যে পাবেন।
Snapchat হলো একটি আমেরিকান মাল্টিমিডিয়া ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ এবং সেবা যেটাকে Snap Inc. দ্বারা নির্মিত করা হয়েছে।
স্ন্যাপচ্যাট এর একটি গুরুত্বপূর্ণ ফীচারের কথা যদি বলা হয় তাহলে, এখানে গ্রহণ করা মেসেজ এবং পিকচার গুলো অনেক কম সময়ের জন্যে উপলব্ধ রাখা হয়। মানে, একটি নির্দিষ্ট সময়সীমার পর আপনি আর সেই মেসেজ বা পিকচার গুলোকে এক্সেস করতে পারবেননা।
তরুণ প্রজন্মের মধ্যে এই স্ন্যাপচ্যাট অ্যাপের জনপ্রিয়তা প্রচুর পরিমানে বেড়েছে। তবে আপনার জন্যে কি এই অ্যাপ সঠিক ? এর জন্যে আগে আপনাকে জেনেনিতে হবে আসলে কি ধরণের অ্যাপ এই স্ন্যাপচ্যাট।
Snapchat কি – What is snapchat in Bengali
স্ন্যাপচ্যাট হলো একটি মাল্টিমিডিয়া অ্যাপ যেটাকে Android বা iOS চালিত স্মার্টফোনের দ্বারা ব্যবহার করা সম্ভব। এর দ্বারা আপনারা নিজের বন্ধুদের টেক্সট, ছবি এবং ভিডিও গুলো পাঠাতে পারবেন যেগুলিকে “Snaps,” বলা হয়ে থাকে। সবথেকে মজার বিষয় এটাই যে, ইউসার দ্বারা পাঠানো এই snaps গুলো প্রাপক দ্বারা ভিউ করার পর সেগুলো নিজে নিজেই অদৃশ্য হয়ে যায়।
WhatsApp এবং অন্যান্য messaging App গুলোর মতোই এখানেও আপনারা সরাসরি Chat করার সুবিধা পাবেন। তবে স্ন্যাপচ্যাট এর মধ্যে একবার আপনার পাঠানো মেসেজ ভিউ হওয়ার পর সেটাও নিজে নিজে অদৃশ্য হয়ে যাবে।
তবে, আপনি এমন কিছু সেটিংস করে রাখতে পারবেন যার ফলে চ্যাট / মেসেজ গুলো ওপেন করার ২৪ ঘন্টা পর সেগুলো অদৃশ্য হবে।
সোজা ভাবে বলতে গেলে, স্ন্যাপচ্যাট Twitter, Facebook ইত্যাদির মতো একটি অনলাইন সোশ্যাল মিডিয়া অ্যাপ যেটা ২০১১ সালে লঞ্চ করা হয়। ২০১৪ সালে স্ন্যাপচ্যাট এর মধ্যে এক দিনে প্রায় 700 million মেসেজ সেন্ড করা হয়েছিল।
আপনি কি স্ন্যাপচ্যাট ব্যবহার করতে পারবেন ?
এমনিতে জেকেও এই অ্যাপ ব্যবহার করতে পারবেন যদিও বিশেষ করে প্রাপ্তবয়স্কদের এই অ্যাপ ব্যবহার করা উচিত।
আপনার কাছে একটি android বা iOS স্মার্টফোন থাকতে হবে এবং সেখানে Snapchat App ইনস্টল করা থাকতে হবে।
এটাও সম্পূর্ণরূপে অন্যান্য জনপ্রিয় social media apps গুলোর মতোই, তবে এখানে পাঠানো “Snaps, গুলো নিজে নিজে অদৃশ্য হয়ে যাওয়ার ব্যাপারটাই আলাদা।
এছাড়া, online chatting, photo এবং video শেয়ার করার মতো সুবিধা যেকোনো অন্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতেও রয়েছে।
স্ন্যাপচ্যাট এর মধ্যে ভিডিও দেখা এবং ভিডিও পাঠানোর প্রক্রিয়া অনেকটাই ভালো।
এছাড়া, আপনি সম্পূর্ণ ফ্রীতে স্ন্যাপচ্যাট ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করার জন্যে এর অফিসিয়াল ওয়েবসাইট snapchat.com-এর মধ্যে চলে যেতে হবে। এছাড়া, Google Play Store থেকেও snapchat download করা যাবে।
স্ন্যাপচ্যাটে কি কি করা যাবে ?
শুরুতে এই অ্যাপটিকে একটি প্রাইভেট ফটো শেয়ারিং অ্যাপ হিসেবে এর জনপ্রিয়তা বৃদ্ধি করার কথা ভাবা হয়েছিল।
তবে এখন ইউসাররা এর দ্বারা বিভিন্ন কাজ গুলি করে নিতে পারছেন। যেমন, ভিডিও পাঠানো, লাইভ ভিডিও চ্যাটিং, মেসেজ পাঠানো, অবতার তৈরি করা, স্টোরি শেয়ার করা ইত্যাদি। এগুলোর বাইরেও আরো অনেক কিছুই আছে করার মতো।
একটি জনপ্রিয় অনলাইন সোশ্যাল মিডিয়া অ্যাপে যা যা থাকা দরকার, সবটাই এখানে থাকছে। আপনি স্ন্যাপচ্যাটে নিজের ব্যক্তিগত মিডিয়া ফাইল গুলোকে প্রাইভেট ভাবে সেভ করে রাখতে পারবেন।
নিজের স্ন্যাপ গুলিতে filters এবং AR-based lenses যোগ করা এবং ওয়ার্ল্ড ম্যাপে লাইভ লোকেশন দেখানো এর কিছু গুরুত্বপূর্ণ ফীচার গুলোর মধ্যে থাকছে।
এখানে বিশ্বজুড়ে প্রচুর ইউসার রয়েছেন এবং এই অ্যাপ বাকি অ্যাপ গুলোর তুলনায় যথেষ্ট আলাদা ও অনন্য।
Snapchat কিভাবে ডাউনলোড করবেন ?
চলুন এখন আমরা সরাসরি জেনেনেই কিভাবে Snapchat-এর latest version download করতে হবে।
১. সবচেয়ে আগে আপনি নিজের মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকে www.snapchat.com ওয়েবসাইটে চলে যেতে হবে।
২. এবার ওয়েবসাইটের একেবারে ওপরে হাতের ডানদিকে একটু download বাটন দেখবেন, সেটাতে click করুন।
৩. এখন আপনারা snapchat এর iOS, Android এবং Web version-এর অপসন দেখতে পাবেন।
৪. এন্ড্রয়েড স্মার্টফোনে স্ন্যাপচ্যাট ডাউনলোড করার জন্যে, android লেখার সামনে থাকা download বাটনে click করুন।
৫. Download-এর মধ্যে click করার সাথে সাথে আপনাকে Google Play Store-এর পেজে নিয়ে যাওয়া হবে।
৬. এখন সরাসরি, “Install” এর মধ্যে click করুন এবং নিজের মোবাইলে স্ন্যাপচ্যাট ডাউনলোড করুন।
Snapchat একাউন্ট কিভাবে খুলতে হয় ?
স্ন্যাপচ্যাট একাউন্ট কিভাবে খুলে ? চলুন নিচে আমরা জেনেনেই কিভাবে একটি স্ন্যাপচ্যাট আইডি তৈরি করা যায়।
১. মোবাইলে স্ন্যাপচ্যাট ইন্সটল করার পর অ্যাপটি ওপেন করুন।
২. যদি আপনার আগের থেকে একটি স্ন্যাপচ্যাট একাউন্ট নেই তাহলে নতুন করে বানাতে হবে।
৩. অ্যাপটি ওপেন করার সাথে সাথে আপনি Log in এবং Sign Up এর অপসন দেখবেন। সরাসরি Sign Up-এর মধ্যে click করুন।
৪. এখন স্ন্যাপচ্যাট আপনার থেকে কিছু অনুমতি চাইবে, আপনাকে সরাসরি continue-তে ক্লিক করতে হবে।
৫. এখন স্ন্যাপচ্যাট যা যা অনুমতি চাইবে সবগুলোতে “allow” করতে হবে।
৬. এরপর আপনাকে আপনার ফার্স্ট নাম এবং সেকেন্ড নেম দিয়ে নিচে থাকা Sign Up & Accept বাটনে click করতে হবে।
৭. নিজের জন্মের তারিখ সিলেক্ট করুন এবং continue-এর বাটনে click করুন।
৮. এখন আপনাকে একটি username দিয়ে দেওয়া হবে।
৯. আপনি চাইলে নিচে থাকা change username-এর লিংকে click করে সেটাকে বদলে নিতে পারেন। Username সেট করার পর continue-তে click করুন।
১০. এবার আপনাকে নিজের একাউন্ট এর জন্যে একটি password সেট করতে বলা হবে। নিচে continue-তে click করুন।
১১. শেষে, আপনাকে নিজের ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে দিতে হবে।
১২. এখন আপনার দিয়ে দেওয়া মোবাইল নম্বরে একটি OTP চলে আসবে। OTP-টি দেখে সঠিক ভাবে লিখুন।
এরপর আপনার Snapchat একাউন্ট তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। মানে, এখন আপনার স্ন্যাপচ্যাট আইডি তৈরি হয়ে গেছে।
আপনি চাইলে দেখিয়ে দেওয়া Add friend suggestion গুলোকে ফ্রেন্ড রিকোসেট পাঠাতে পারেন বা সরাসরি skip করতে পারেন।
এছাড়া, আপনি নিজের একটি স্ন্যাপচ্যাট অবতার তৈরি করে সেটাকে নিজের প্রোফাইলে ব্যবহার করতে পারেন।
উপসংহার
তাহলে বন্ধুরা, স্ন্যাপচ্যাট কি ধরণের অ্যাপ এবং কিভাবে একটি স্ন্যাপচ্যাট একাউন্ট বানাতে হয় এই বিষয়ে হয়তো আপনারা সম্পূর্ণটা বুঝতেই পেরেছেন। আমাদের আজকের আর্টিকেল আপনাদের ভালো লেগে থাকলে, আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।