Skip to content

Tecno কোন দেশের কোম্পানি ? এই কোম্পানীর মালিক কে

Tecno কোন দেশের কোম্পানি ? এই কোম্পানীর মালিক কে ও আরও কিছু তথ্য নিয়ে আমাদের আজকের আর্টিকেলটি রয়েছে।

টেকনো আজকের যুগে একটি খুবই জনপ্রিয় নাম মোবাইল ফোন ব্যবসার দুনিয়ায়ে।

এই স্মার্টফোন উত্পাদনকারী সংস্থা প্রায় সারা বিশ্বেই রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে।

১৫ বছর ধরে চেষ্টা চালিয়ে তবে এখন এই TECNO smartphone company আজ উচ্চ মানের স্মার্টফোন সংস্থাগুলির সাথে এক লেভেলে এসে দাঁড়িয়েছে এবং অন্যান্য স্মার্টফোনগুলির সঙ্গে সমানতালে প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে।

TECNO কোম্পানীর স্মার্টফোনগুলি খুবই ভাল মানের অথচ এগুলির দাম কিন্তু খুবই কম।

আজ আমরা TECNO কোম্পানীর প্রতিষ্ঠা কে করেছেন, এর মালিকই বা কে ইত্যাদি নানা বিষয়ে নিয়ে নীচে আলোচনা করব।

TECNO সমন্ধে যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা আমার এই লেখায় পেয়ে যাবেন এই আশা নিয়ে চলুন article টি শুরু করি।

টেকনো কোম্পানির মালিক, প্রতিষ্ঠাতা, সিইও (CEO)
TECNO হল চীন দেশের একটি স্মার্টফোন উত্পাদনকারী কোম্পানী।

শেনজেন শহরে রয়েছে এর সদর দপ্তর।

আজ এটি একটি বহুজাতিক কোম্পানি হিসেবে সারা বিশ্বে পরিচিতি পেয়েছে।

স্মার্টফোন, ট্যাবলেট এবং মোবাইল accessory হল এই কোম্পানীর প্রধান পণ্য বা প্রোডাক্ট।

এই কোম্পানির তৈরি পণ্যের চাহিদা সারা বিশ্বে প্রচুর রয়েছে বলে বলা যেতেই পারে।

বিশেষ করে TECNO কোম্পানীর স্মার্টফোন সারা পৃথিবীর মানুষ খুব বেশি পছন্দ করেন।

এই কোম্পানির প্রতিষ্ঠাতা (founder) এবং সিইও (CEO) হলেন – জর্জ ঝু (George Zhu)।

ইনি টেকনো টেলিকমিউনিকেশন লিমিটেড শুরু করেছিলেন ২০০৬ সালে।

জর্জ ঝু গুগল, জেডটিই, টেনসেন্ট সিসকো ইত্যাদির মতো বিশ্ববিখ্যাত কোম্পানিতে বিভিন্ন পদে বহু বছর কাজ করেছেন আর এই কারণে তিনি অর্জন করেছেন প্রচুর অভিজ্ঞতা।

আজ তাই তিনি বিশ্বের সবচেয়ে সফল ব্যবসায়ীদের মধ্যে একজন।

টেকনো কোন দেশের কোম্পানি ?
TECNO মোবাইল কোম্পানি 2006 সালে শুরু হয় সেকথা আগেই বলেছি।

তবে তখন তার নাম ছিল TECNO TELECOM LIMITED,

কিন্তু কিছুদিন পরেই এর নাম পাল্টে রাখা হয় TECNO.

এই সংস্থাটি প্রথমদিকে মূলত আফ্রিকার দেশ এবং দক্ষিণ এশীয় দেশগুলিতে ব্যবসা করতে শুরু করে।

আফ্রিকা, আমেরিকা এবং দক্ষিণ এশীয় দেশগুলিতে ব্যবসা সংক্রান্ত নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এই কোম্পানী দেখে যে TECNO মোবাইলের বিক্রি আফ্রিকার দেশগুলিতে ভাল হচ্ছে।

এর পর, TECNO কোম্পানি ভারতে ২০১৭ সালে ব্যবসা শুরু করে।

সেই বছরেই এই কোম্পানি লঞ্চ করে মেড ফর ইন্ডিয়া স্মার্টফোন যা ভারতীয় বাজারে প্রবল জনপ্রিয়তা লাভ করে।

এর পর, i5, i5pro, i3, i3pro এবং i7 ইত্যাদি নামে স্মার্টফোন TECNO কোম্পানি গুজরাট পাঞ্জাব এবং রাজস্থানে বিক্রি করা শুরু করে।

এই ধরনের “i” সিরিজের স্মার্টফোন নিয়ে ভারতে এসে ব্যবসা শুরু কোরে TECNO ডিসেম্বর ২০১৭ এ সারা দেশে ছড়িয়ে পড়ে।

Tecno কোম্পানির ইতিহাস – (History)
TECNO কোম্পানিটি টেকনো টেলিকম লিমিটেড( TECNO TELECOM LIMITED) নামে শুরু হয়েছিল আগেই বলেছি একথা।

কিছুকাল পরে বিখ্যাত চীনা কোম্পানি ট্রান্সশন হোল্ডিংস এর নাম পরিবর্তন কোরে করে টেকনো মোবাইলস এবং এটিকে তার সাব-ব্র্যান্ড হিসেবে মার্কেটিং শুরু করে।

২০০৭ সালে, TECNO, Itel বা আইটেল নামে একটি নতুন সাব-ব্র্যান্ড কোম্পানি শুরু করে যা ২০১৭ সালের মে মাসে সবচেয়ে স্টুডেন্ট -ফ্রেন্ডলি ব্র্যান্ড হিসেবে স্বীকৃত হয়।

TECNO কোম্পানি এপ্রিল ২০১৬ তে ভারতে তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করে।

এটির দাম ছিল খুব কম কিন্তু specifications বা বৈশিষ্ট্যগুলি ছিল বেশ ভাল। যার ফলে এটি খুব জনপ্রিয় হয়ে ওঠে।

এরপর ২০১৮ সালের জানুয়ারিতে, ভারতে Tecno Camon CM নামে আরেকটি স্মার্টফোন লঞ্চ করে এই কোম্পানি।

এটি ছিল ভারতে TECNO কোম্পানির প্রথম ১৮:৯ অ্যাসপেক্ট রেশিওর স্মার্টফোন।

Best smartphone products
আমরা নীচে কিছু TECNO মোবাইল ফোনের নাম ও তাদের specifications নিয়ে আলোচনা করব।

আশা করি পাঠকেরা এর থেকে উপকৃত হবেন এবং এগুলি কেনার সিদ্ধান্ত নেবেন|

Tecno Camon 19 Pro 4G
টেকনো ক্যামন 19 প্রো, ২০২২ সালে এই কোম্পানির সেরা ক্যামেরাযুক্ত সবচেয়ে সুন্দর ফোন।

এটি ফ্যান্টম এক্সের চেয়ে ভাল কারণ এতে নতুন RGBW সেন্সর রয়েছে।

ক্যামন ১৯ প্রো একটি ৪জি ফোন হলেও এতে রয়েছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Tecno Camon 19 Pro 5G
Tecno Camon 19 Pro 4Gর বদলে আপনি নিতে পারেন Tecno Camon 19 Pro 5G.

বিশেষ করে যদি আপনার 5G প্রয়োজন হয়।

আপনি একই ডিসপ্লে, একই ব্যাটারি, একই দ্রুত চার্জেরসুবিধা এবং একই স্পেসিফিকেশন্স পাবেন এতে।

Tecno Pova 5G
Tecno Pova 5G হল Tecno Mobile এর প্রথম 5G স্মার্টফোন।

এটি 2021 সালের সেরা এবং দ্রুততম টেকনো স্মার্টফোনগুলির মধ্যে একটি।

Pova 5G তে একটি বড় 6.9 ইঞ্চি FHD+ ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট রয়েছে।

এতে রয়েছে ৮ জিবি ram এবং ১২৮ জিবি স্টোরেজ।

ডিভাইসটিতে আরও রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা এবং একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

পিছনের এবং সামনের ক্যামেরা দুটোই 4K রেজোলিউশনে ভিডিও শ্যুট করতে পারে।

Tecno Phantom X

Tecno ফ্যান্টম এক্স মোডেলটি সবার খুব পছন্দের।

এর কারণ হল এটি একমাত্র TECNO ফোন যাতে রয়েছে কার্ভড ডিসপ্লে।

এছাড়া ক্যামেরা বৈশিষ্ট্য জন্য একে অধিক পছন্দ করা হয়।

২০২২ সালে কোম্পানির প্রকাশিত সেরা ক্যামেরা ফোনগুলির মধ্যে একটি এই মোডেলটি রয়েছে।

এটির রয়েছে একটি 6.67 ইঞ্চি ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট এবং সঙ্গে FHD+ রেজোলিউশন স্ক্রিন।

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ OIS, 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 13MP টেলিফটো লেন্স সহ একটি 50MP প্রধান ক্যামেরা এর exclusive বৈশিষ্ট্য।

সেলফির জন্য সামনে দুটি ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

50MP প্রধান ক্যামেরায় রয়েছে লেজার অটো ফোকাস এবং এটি OIS সঙ্গে মিলিত হয়ে রাতের বেলা অবিশ্বাস্য সুন্দর ও পরিষ্কার ছবি তোলে।

Tecno Camon 18 Premier
এটিতে একটি ১২ মেগাপিক্সেল gimbal camera রয়েছে এবং এতে ৫x অপটিক্যাল এবং ৬০জেড হাইব্রিড জুম সহ একটি ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে।

এছাড়া, আরও আছে একটি চিত্তাকর্ষক 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট আর তার সঙ্গে FHD+ রেজোলিউশন।

সবশেষে বলা যায় যে উপরে উল্লেখ করা মডেলগুলিই হল সেরা TECNO ফোন যা আপনি 2022 সালে কিনতে পারেন।

আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা, টেকনো মোবাইল কোন দেশের কোম্পানি, Tecno কোম্পানির মালিক এবং সিইও (CEO) কে, সবটাই আমাদের এই আর্টিকেলের মাধ্যমে জানানো হলো।

আশা করছি, আর্টিকেলটি পড়ে কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে কিন্তু অবশই জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *